দায়িত্বশীলতা
নৈতিকতা
দক্ষতা
সরলতা
প্রশ্নঃ একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা (Ethics ) একটি ব্যাপক ধারণা, যা মানুষের বাহ্যিক আচরণের পাশাপাশি মানব চিন্তাকে ও নিয়ন্ত্রণ করে। আর দায়িত্বশীলতা, দক্ষতা, সরলতা, কর্বত্যপরায়ণতা, ন্যায়নিষ্ঠা প্রভৃতি নৈতিকতা থেকেই উদ্ভূত।
সত্য ও ন্যায়
সার্থকতা
শঠতা
অসহিষ্ণুতা
প্রশ্নঃ আমাদের চিরন্তর মূল্যবোধ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মূল্যবোধ মানুষের জীবনারণের অংশ । মূল্যবোধ কোনো সমাজেই লিপিবদ্ধ থাকে না। দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ-বর্জন প্রক্রিয়ায় সঠিক, উচিত, নৈতিক ও সমাজের কাঙ্কিত বিষয়গুলোকে ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্কিত বিষয়গুলোকে ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো-মন্দ ,ঠিক-বেঠিক, কাঙ্কিত -অনাকাঙ্কিত ইত্যাদি বিষয়গুলোকে মূল্যবোধের ভিত্তি ধরা হয়। সুতরাং সত্য ও ন্যায় নিষ্ঠা মানুষের চিরন্তন মূল্যবোধের একটি । পক্ষান্তরে, সার্থকতা শঠতা ও অসহিষ্ণুতা সুস্থ মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।
রাজনীতি
বুদ্ধিজীবী সম্প্রদায়
সংবাদ মাধ্যম
যুবশক্তি
প্রশ্নঃ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণমাধ্যম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করা । সংবাদ মাধ্যম গণমাধ্যমেরই গুরুত্বপূর্ণ একটি অংশ। রাষ্ট্র তথা প্রজাতন্ত্রের সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে । রাষ্ট্রের কল্যাণমূলক ও জনগুরুত্বপূর্ণ সর্বোপরি সুশাসন যেমন সংবাদ মাধ্যমে উঠে আসে ঠিক তেননি সংবাদ মাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করে। এদিক থেকে সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (Fourth Estate) বলা হয় । রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে সর্বপ্রথশ নির্দেশ করেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এডমন্ড বার্ক। তিনি ১৭৮৭ সালে হাইজ অব কমন্সের সংসদীয় বিতর্ক পর্বে Fourth Estate প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন।
বিশ্বস্ততা
সৃজনশীলতা
নিরপেক্ষতা
জবাবদিহিতা
প্রশ্নঃ সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুশাসন প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রণয়নে প্রশাসনের জবাবদিহিতা, নিরপেক্ষতা ও বিশ্বস্ততা অপরিহার্য বিষয়। এক্ষেত্রে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়। সৃজশীলতা এক্ষেত্রে গৌণ বিষয়।
৬ টি
৭টি
৮টি
৯টি
প্রশ্নঃ UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সুশাসন নিশ্চিকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে। জাতিসংঘের বিশেষায়িত এই উন্নয়ন সংস্থাটি ১৯৯৭ সালে ' Governance for Sustainable Human Development ' নামক কৌশলপত্রে প্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে। UNDP তার গবেষণায় সুশাসনের ৯ টি উপাদান চিহ্নিত করে। যথা : ১. সমঅংশীদারিত্ব (Participation ) , ২. আইনের শাসন (Rule of Law), ৩. স্বচ্ছতা (Transparency), ৪. সংবেদনশীলতা (Responsiveness), ৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য ( Consensus Orientation) , ৬. সমতা ও ন্যায্যতা ( Equity), ৭. কার্যকারিতা ও দক্ষতা (Effectiveness & Efficiency), ৮. জবাবদিহিতা (Accountability), ৯. কৌশলগত লক্ষ্য (Strategic Vision) উল্লেখ্য, সুশাসন নিশ্চতকরণে জাতিসংঘ (UN) ৮টি , বিশ্বব্যাংক (WB) ৪ টি এবং এডিবি (ADB) ও আইডিএ (IDA) ৬টি করে উপাদানের উল্লেখ করেছে।
পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
আইনের শাসন
সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
প্রশ্নঃ কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ন্যায়পরায়ণতা ও সামাজিক ন্যায়বিচারের অর্থ হচ্ছে ধর্ম -বর্ণ, নারী -পুরুষ , ধনী -নির্ধন নির্বিশেষে সকলকে একই মানদণ্ডে বিচার করা। আইনের দৃষ্টিতে সমাজে বসবাসরত সকল মানুষ সমান এটিই ন্যায়পরায়ণতার মূলণীতি। এ (গ) তথা 'সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ'ই সামঞ্জস্যপূর্ণ । অন্য উত্তরগুলো ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতির সাথে সম্পর্কিত।
যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা
নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ঊর্ধবতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন করা
প্রশ্নঃ সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সরকারি চাকরিতে (Civil Service ) যুক্ত কর্মকান্ড কর্মচারীরা প্রজাতন্ত্রের সেবক। সরকারি চাকরিতে প্রজাতন্ত্রের কর্মচারীরা সবসময় নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকেন। আর তাদের সততা মাপকাঠি হচ্ছে নিমোর্হ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা।
সততা ও নিষ্ঠা
কর্তব্যপরায়ণতা
মায়া ও মমতা
উদারতা
প্রশ্নঃ নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নৈতিকতা একটি ব্যাপকু অর্থবোধক বিষয় সমাজের প্রথা, আদর্শ ধর্ম ও ন্যায়বোধ থেকে নৈতিকতার জন্ম। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নৈতিক শক্তির মূল প্রেরণা আসে ব্যক্তির সততা ও নিষ্ঠা থেকে। আর কর্তব্য পরায়ণতা সততা ও নিষ্ঠার মধ্যে অঙ্গীভূত । অপরপক্ষে, প্রদত্ত সম্ভব্য উত্তরগুলোর মধ্যে উদারতা এবং মায়া ও মমতা মানবীয় গুণাবলির অন্তর্ভুক্ত।
এরিস্টটল
জন স্টুয়ার্ট মিল
ম্যাককরনী
মেকিয়াভেলি
প্রশ্নঃ "সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়" ---উক্তিটি কার?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুশাসনকে বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করে ম্যাককরনী (Mac Corney) । তার মতে, 'সুশাসন বল রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শান্তি জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় (Good Governance is the relationship between civil society and the state, between government and governed , the ruler and ruled)।
সুশাসন
আইনের শাসন
রাজনীতি
মানবাধিকার
প্রশ্নঃ জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জনগন, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয় আইনের শাসন সুশাসনের -ই অংশ । যে শাসনব্যবস্থা স্বচ্ছতা, জবাবদিহিতা , আইনের শাসন, প্রশাসনের বৈধতা, বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ