সাধারণ জ্ঞান এর জন্য কোন ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। ব্যাখ্যা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
ব্যাখ্যা যোগ করুন।
strong
acute
serious
bad
প্রশ্নঃ He had a ------ headache.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Bad headache means severe headache. Acute, strong, serious are not used before headache.
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১১ এপ্রিল ১৯৭১
১০ জানুয়ারি ১৯৭২
প্রশ্নঃ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুজিবনগর সরকার হচ্ছে, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর। মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত। পূর্ব ঘোষণা মোতাবেক কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথ তলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। সকাল প্রায় ৯ টা থেকেই সেখানে নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়। দেশি বিদেশি প্রায় ৫০ জন সাংবাদিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে শপথ অনুষ্ঠান শুরু হয় ।কোরান তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং শুরুতেই বাংলাদেশকে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' রূপে ঘোষণা করা হয়।
১৭ এপ্রিল ১৯৯১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭৩
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২
মহাস্থানগড়ে
শাহজাদপুরে
নেত্রকোনায়
রামপালে
প্রশ্নঃ বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শাহ সুলতান বলখী বল্লখ থেকে ১৪ শ শতাব্দীতে মহাস্থানগড় আসেন এবং রাজা পরশুরামকে পরাজিত করেন।
চট্টগ্রামে
বগুড়ায়
সোনারগাঁওয়ে
রামপালে
প্রশ্নঃ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
শিল্পাচার্য জয়নুল আবেদীন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। এটি রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত।
ইংরেজরা
ওলন্দাজরা
ফরাসিরা
পর্তুগিজরা
প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রথম পর্তুগিজ বণিক যোয়াও কোয়েলহো ১৫১৬ খ্রিস্টাব্দের দিকে গঙ্গায় এসে পৌঁছেন। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা প্রথম ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার করেন।
লক্ষ্মণ সেন
ইলিয়াস শাহ
আকবর
বিজয় সেন
প্রশ্নঃ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সম্রাট আকবরের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
সোমপুর বিহার
ধর্মপাল বিহার
জগদ্দল বিহার
শ্রী বিহার
প্রশ্নঃ পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল সোমপুর বিহার নির্মাণ করেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এটি আবিষ্কার করেন।
বিজয়পুরে
রানীগঞ্জে
টেকেরহাটে
বিয়ানী বাজারে
প্রশ্নঃ বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দিনাজপুরে পাওয়া যায় প্রথম লোহার খনি৷
১৮৯৭ সালে
১৯০২ সালে
১৯২১ সালে
১৯০৫ সালে
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নাথান কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য ১৯১২ সালের ২৭ মে বঙ্গীয় সরকার কর্তৃক গঠিত কমিশন। তেরো সদস্য বিশিষ্ট কমিশনের প্রেসিডেন্ট ছিলেন আর. নাথানিয়েল।
শায়েস্তা খান
নওয়াব সলিমুল্লাহ
মির্জা আহমেদ খান
খান সাহেব আবুল হাসনাত
প্রশ্নঃ ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৮ শতকে মির্জা আহমেদ ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন৷
দু'টি উন্নত জাতের গমশস্য
দু'টি উন্নত জাতের ধানশস্য
দু'টি উন্নত জাতের ভুট্টাশস্য
দু'টি উন্নত জাতের ইক্ষু
প্রশ্নঃ পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
বলাকা ও দোয়েল উন্নত জাতের গমের নাম। উন্নত জাতের গম বাদে এগুলো পাখির নাম। যখন উন্নত জাতের শস্যের কথা বলবে তখন উত্তর গম হবে।
পেয়ারা
কলা
পেঁপে
জামরুল
প্রশ্নঃ 'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কলা জাতের আরো কিছু নাম দুধসর, দুধসাগর, চিনিচাম্পা, কবরী, চন্দন কবরী, জাবকাঠালী
১৭০০ সালে
১৭৭২ সালে
১৭৬৫ সালে
১৭৯৩ সালে
প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত হয়৷
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
প্রশ্নঃ কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন (মার্চ ৬, ১৫০৮ - ২৭ জানুয়ারী, ১৫৫৬) মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি ১৫৩০ খ্রিষ্টাব্দ থেকে ১৫৪০ খ্রিষ্টাব্দ এবং ১৫৫৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলে রাজত্ব করেছেন।
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ. এফ. রহমান
প্রশ্নঃ উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন অধ্যাপক মাহমুদ হুসাইন। মুক্তিযুদ্ধের প্রারম্ভে বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাবি উপাচার্য হতে পদত্যাগ করেন।
শামীম সিকদার
সৈয়দ আব্দুল্লাহ খালেদ
হামিদুজ্জামান খান
আবদুস সুলতান
প্রশ্নঃ ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন।
সেন্টিগ্রেড
কেলভিন
সেলসিয়াস
ফারেনহাইট
প্রশ্নঃ আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কেলভিন হলো তাপগতীয় তাপমাত্রার এস. আই. একক। ১ কেলভিন হলো পানির ত্রৈধ বিন্দুর তাপগতীয় তাপমাত্রা'র ১/২৭৩.১৬ ভগ্নাংশের সমান। তাপমাত্রার পার্থক্য কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস(সেন্টিগ্রেড) স্কেলে সমান কিন্তু ডিগ্রী সেলসিয়াসে প্রকাশিত একটি নির্দিষ্ট তাপমাত্রা সংখ্যাগতভাবে কেলভিনে প্রকাশিত তাপমাত্রার চেয়ে ২৭৩.১৫ পরিমাণ ক্ষুদ্রতর। অর্থাৎ, ১ ডিগ্রি সেলসিয়াস = ১ কেলভিন - ২৭৩.১৫ কেলভিনকে 'K' দ্বারা সূচিত করা হয়।
নিম্ন শ্রেণীর
অ্যালবুমিন
কেসিয়িন
বায়োটিন
প্রশ্নঃ ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ডিমের কুসুমে থাকে গ্লোবিউলিন।
কোর্ট অব ডিসিপ্লিন
কোর্ট অব প্লে
কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
কোর্ট অব আরবিট্রেশন
প্রশ্নঃ খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Court of Arbitration for Sport এর প্রবর্তক জুয়ান এন্থনিও সামারাঞ্চ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে সুইজারল্যান্ডের লুজানে এবং কার্যকর হয় ৩০ জুন, ১৯৮৪ সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৮৩ সালে এর অনুমোদন দান করে। Court of Arbitration for Sport এর অতিরিক্ত আদালত নিউইয়র্ক ও সিডনিতে অবস্থিত।
বর্ধমান হাউজ
বাংলা ভবন
আহসান মঞ্জিল
চামেলী হাউজ
প্রশ্নঃ বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটের ভিত্তিতে ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
মানিক বন্দ্যোপাধ্যায়
মৃণাল সেন
গৌতম ঘোষ
সত্যজিৎ রায়
প্রশ্নঃ পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
পদ্মানদীর মাঝি হল একটি বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে নির্মিত চলচ্চিত্র। বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন - রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গঙ্গোপাধ্যায়, উৎপল দত্ত প্রমূখ।
কিউবা
মালয়েশিয়া
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
প্রশ্নঃ গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, 'ওয়াটার বোর্ডিং'-সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়।নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের ‘লজ্জা’ হিসাবে অভিহিত করা হয়েছে।
এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
নিউইয়র্ক
মুম্বাই
সাংহাই
ঢাকা
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বর্তমান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঃঃ ঢাকা/ টোকিও/ দিল্লী ঘনবসতিপূণর্ দেশঃ মোনাকো।
নারিকেল জিঞ্জিরা
ছেড়া দ্বীপ
নিঝুম দ্বীপ
সাংখ্যায়ন চিরি
প্রশ্নঃ সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ও সবচেয়ে ছোট ইউনিয়ন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ