বিসিএসসহ যেকোন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য বাংলা অংশটি খুবই গুরুত্বপূর্ণ । বাংলায় ভাল করার মানেই হচ্ছে আপনি পরীক্ষায় ভালো করবেন।
পর্তুগিজ ভাষা থেকে
আরবি ভাষা থেকে
দেশী ভাষা থেকে
ওলন্দাজ ভাষা থেকে
প্রশ্নঃ "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।
মূমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষ
মুমূর্ষ
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুমূর্ষু বানানটি শুদ্ধ।তেমনি আরও কয়েকটি শুদ্ধ বানান হলো-সমীচীন, মুহুর্মুহু, নিশীথিনী ইত্যাদি।
শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
প্রশ্নঃ গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।
জসীমউদ্দীন
নজরুল ইসলাম
মুনীর চৌধুরী
দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্নঃ 'কবর' নাটকটির লেখক----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কবর' নাটকটির লেখক-মুনীর চৌধুরি।আর 'কবর' কবিতার লেখক-পল্লী কবি জসীম উদ্দিন।
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
চাল না চুলো, ঢেঁকী না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
বোঝার উপর, শাকের আঁটি
প্রশ্নঃ 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'উভয়কূল রক্ষা' বলতে বুঝানো হয় যে-একসাথে দু'টি কাজ সম্পন্ন করা।
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশত অনাথা বসে পড়ল
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
প্রশ্নঃ ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় 'ধাতু'।আর 'ধাতু' বলতে ক্রিয়া পদের এমন একটি অংশকে বুঝানো হয়,যে অংশকে আর ভাঙ্গা যায় না।
রত্না + কর
রত্ন + কর
রত্না + আকার
রত্ন + আকর
প্রশ্নঃ 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অ/আ কারের সাথে অ/আ কার যোগ হলে আ কার হয়। যেমনঃ- রত্ন+ আকর = রত্নাকর, বিদ্যা+আলয় = বিদ্যালয় ইত্যাদি।
পাকা পাকা আম
ছি ছি কি করছ
নরম নরম হাত
উড়ু উড়ু মন
প্রশ্নঃ কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দ্বিরুক্ত শব্দ বলতে বোঝায় ঐ সকল শব্দ,যা বাক্যের মধ্যে পরপর দু'বার উচ্চারিত হয়েছে।
যত গর্জে তত বৃষ্টি হয় না
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
প্রশ্নঃ কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাকি গুলো হবে- যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠান বাঁকা এবং যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যাধ্যা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু
প্রশ্নঃ বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রথম বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি এস এলিয়ট-এর The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো। রবীন্দ্রনাথ তার "পুনশ্চ" কাব্যে "তীর্থযাত্রী" কবিতা নামে এটি সংকলন করেছিলেন।
অগ্রপথিক
বিদ্রোহী
প্রলয়োল্লাস
ধূমকেতু
প্রশ্নঃ 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অগ্নিবীণা কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকালঃ ১৯২২ অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' এবং দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী'।
কবিতার নাম
গল্প সংকলনের নাম
উপন্যাসের নাম
কাব্য সংকলনের নাম
প্রশ্নঃ 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, চোখের বালি, চার অধ্যায় ইত্যাদি।
তিনিই সমাজের মাথা
মাথা খাটিয়ে কাজ করবে
লজ্জায় আমার মাথা কাটা গেল
মাথা নেই তার মাথা ব্যথা
প্রশ্নঃ কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাক্যে মাথা বলতে 'বুদ্ধি' কাজে লাগিয়ে কাজ করার কথা বুঝানো হয়েছে।
নিখুঁত
আনমনা
অবহেলা
নিমরাজী
প্রশ্নঃ কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিদেশি উপসর্গ মোট ২০ টি আরবি উপসর্গ ---> কিরে (লা)লু এই (গর)মে (বাজে) (আম) (খাস) ? . ইংরেজি উপসর্গ ---> (হেড) (সাব) বাড়িতে (হাফ) এবং স্কুলে (ফুল) হাতা শার্ট পরেন। . হিন্দি উপসর্গ ---> (হর) (হরেক) . ফারসি উপসর্গ ---> (নিম) বাবু (বে)আদব (বদ)মাশ (না)লায়েক (কম) (ব)খত (ফি)রোজকে (কার)চুপি করে (দর)বার থেকে (বর)খাস্ত করে দেন ।
শামসুর রাহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আব্দুল গাফ্ফার চৌধুরী
প্রশ্নঃ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গানটির বর্তমান সুরকার-আলতাফ মাহমুদ।
চাঁদ
সূর্য
নক্ষত্র
গগন
প্রশ্নঃ কোনটি তদ্ভব শব্দ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চন্দ্র>চন্দ>চাঁদ=তৎসম>অর্ধ তৎসম>তদ্ভব।
কেশব চন্দ্র সেন
গিরিশচন্দ্র সেন
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
মওলানা আকরাম খাঁ
প্রশ্নঃ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তিনি মিশকাত শরীফের অধিকাংশ হাদিস, তাজকেরাতুল আউলিয়া সহ আরো কয়েকটি ইসলামি গ্রন্থের বাংলা অনুবাদ করেন।
পাকা আম
কপটচারী
কপটহীন ব্যক্তি
ভণ্ডসাধু
প্রশ্নঃ 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।
রূপসী বাংলা
বনলতা সেন
ছাড়পত্র
সারাদুপুর
প্রশ্নঃ জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জীবনানন্দ দাস-রুপসী বাংলার কবি নামে পরিচিত।
অধিকার অর্থে
বশ অর্থে
অভ্যাস অর্থে
নিপুণতা
প্রশ্নঃ 'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এখানে হাতযশ বলতে দক্ষতা বুঝানো হয়েছে।
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু
প্রশ্নঃ কখনও উপন্যাস লেখেননিঃ
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুধীন্দ্রনাথ দত্ত কখনও কোনো উপন্যাস না লিখেও বাংলা সাহিত্যে একজন বিখ্যাত ব্যক্তি।
ভাঁড়ু দত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
প্রশ্নঃ 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গলের অন্তর্গত।
তীরে পৌঁছার ঝাক্কি
সঞ্চয়ের প্রবৃত্তি
মুমূর্ষু অবস্থা
আসন্ন বিপদ
কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাব ভাচ্য
ক্রিয়া বাচ্য
প্রশ্নঃ 'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। এ ধরনের বাক্যে কর্তায়- ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। নামপুরুষের ক্রিয়াপদ [ক্রিয়াপদ] হয়। মাঝে মাঝে মূল ক্রিয়াপদের সঙ্গে সহযোগী ক্রিয়াপদও যুক্ত হয়। কখনো কখনো কর্তা উহ্য থাকে, অর্থাৎ কর্তা অনুল্লেখিত থাকে। যেমন- আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ) তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ) এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত) কোথা থেকে আসা হচ্ছে। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত) এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না। (কর্তা ‘তুমি’ উহ্য) এ রাস্তা আমার চেনা নেই।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ