সাধারণ বিজ্ঞান এর জন্য কোন ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। ব্যাখ্যা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
ব্যাখ্যা যোগ করুন।
পারমাণবিক জ্বালানি
পীট কয়লা
ফুয়েল সেল
সূর্য
প্রশ্নঃ নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ--------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারণ, উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না। এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।
লাল, হলুদ, নীল
লাল, কমলা, বেগুনী
হলুদ, সবুজ, নীল
লাল, নীল, সবুজ
প্রশ্নঃ যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায়, এগুলো হলো – লাল, সবুজ, নীল। সূত্রঃ সবুজ ও নীলা ভাই বোন। সবুজ নী= নীল লা= লাল
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি রেখা
মকরক্রান্তি রেখা
আন্তর্জাতিক তারিখ রেখা
প্রশ্নঃ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।
মাঝে মাঝে পানির উপর নাক তুলে
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
পটকার মধ্যে জমানো বাতাস হতে
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
প্রশ্নঃ মাছ অক্সিজেন নেয়-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মাছেরা অক্সিজেন দুই ভাবে নিয়ে থাকে । প্রথমত মাছ তার নিজের ফুল্কোর ( gills ) সাহায্যে জলের ভিতর থেকে জলের দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে , এবং দ্বিতীয়ত জলের উপরের বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিয়ে থাকে ।
ভিটামিন 'এ'
ভিটামিন 'সি'
লৌহ
ক্যালসিয়াম
প্রশ্নঃ কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
কচুশাকে প্রচুর পরিমান লৌহ নামক খনিজ পদার্থ থাকে। কচু শাকে ভিটামিন-এ প্রচুর পরিমানে পাওয়া যায়।
তামার দন্ড ও দস্তার দন্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
প্রশ্নঃ সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
ব্যাখ্যাঃ সাধারণ ড্রাইসেলে কার্বন দণ্ড ধনাত্বক পাত এবং দস্তার কৌটা ঋনাত্বক পাত হিসাবে ব্যবহৃত হয়। কার্বন দণ্ডের চারপাশে থাকে কার্বন গুড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড। ম্যাঙ্গানিজ অক্সাইড ছদন নিবারক হিসাবে কাজ করে। দস্তার কৌটা এবং কার্বন গুড়ো ও ম্যাঙ্গানিজ অক্সাইডের মাঝে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন পেস্ট থাকে যা বিদ্যুৎ উত্তেজক হিসাবে কাজ করে।
এতে বিদ্যুতের অপচয় কম হয়
এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
প্রশ্নঃ দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ বিদ্যুৎ পরিবহনে যে তার ব্যবহৃত হয় তার রোধ আছে। রোধের কারণে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ শক্তি বাপ শক্তি হিসেবে অপচয় হয়। দূরত্ব যত বেশি হয়, অপচয়ও তত বেশি হয়। সেজন্য অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে তড়িৎ প্রবাহ কমিয়ে ভোল্টেজ বাড়ানো হয় যাতে অপচয় কম হয়।
তামা ও টিন
তামা ও দস্তা
তামা ও নিকেল
তামা ও সীসা
প্রশ্নঃ সংকর ধাতু পিতলের উপাদান হলো------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ পিতল বা ব্রাস একটি সংকর ধাতু। উপাদানঃ তামা ৮০%, দস্তা (জিঙ্ক)-২০%।
অক্সিজেন ও গ্লুকোজ
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
প্রশ্নঃ আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন ও খাদ্যসার (গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটিএসিড) গ্রহণ করে। পক্ষান্তরে রক্ত দেহকোষ থেকে বিপাকের ফলে উৎপন্ন পদার্থ ও CO² গ্রহণ করে।
মহাকর্ষ বলের জন্য
মাধ্যাকর্ষণ বলের জন্য
আমরা স্থির থাকার জন্য
পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
প্রশ্নঃ পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না।
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
প্রশ্নঃ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি। গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
তাপ শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
প্রশ্নঃ বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ বৈদ্যুতিক মটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাপীয় ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
আয়ন বায়ু
প্রত্যয়ন বায়ু
মৌসুমী বায়ু
নিয়ত বায়ু
প্রশ্নঃ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় - - নিয়ত
এরা অনেক ছোট হয়
এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
এরা পানিতে জন্মে
এদের পাতা অনেক কম থাকে
প্রশ্নঃ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে এর কারণ হলো , এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে ।
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
কীটপতঙ্গের সাহায্যে
ফুলে ফুলে সংস্পর্শে
প্রশ্নঃ ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ধানগাছ বীজ অঙ্কুরিত হওয়ার পর ভ্রূণকান্ড ও ভ্রূণমূল যথাক্রমে ধানের কান্ড ও গুচ্ছমূলে পরিণত হয়। কান্ড পর্বসন্ধি ও পর্বমধ্য দ্বারা গঠিত। কান্ড থেকে উৎপন্ন পাতা একটি লম্বা পত্রফলক ও চ্যাপ্টা বৃন্তের সমন্বয়ে গঠিত। সর্বশেষ পাতাকে ধ্বজাপত্র (flag leaf) বলে, তাতে থাকে শেষ পর্বমধ্য বা যৌগমঞ্জরি (panicle)। সাধারণ জাতের ধানের তুলনায় উচ্চফলনশীল জাতগুলি অধিক সংখ্যক কুঁশি ও দানা উৎপাদন করে, তাই এদের ফলনও বেশি। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে বাতাসের সাথে পরাগ ঝড়ে পড়ে ।
১০ কিমি
১০ নিউটন
২৭ কিমি
৫ কিমি
প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গড়ে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের শীর্ষ পর্যন্ত, ১ বর্গ সেন্টিমিটার প্রস্থছেদের একটি বায়ুর কলামের ভর ১.০৩ কিলোগ্রাম, এবং এটি ১০.১ নিউটন বল বা ওজন প্রয়োগ করে। যার ফলে ১০.১নিউটন/সেমি২ বা ১০১ কিলোনিউটন/মিটার২ (১০১ কিলোপ্যাস্কেল, কেপিএ) চাপের সৃষ্টি হয়
ইরি - ৮
ইরি - ১
ইরি - ২০
ইরি - ৩
প্রশ্নঃ সর্বপ্রথমে যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে ১৯৬৮ সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) থেকে প্রথম উফশী জাতের ধান (আইআর ৮) মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু হয়। খাটো আকৃতির এ উফশী ধান থেকে প্রতি হেক্টরে ৫-৬ টন (বিঘাপ্রতি ১৮-২১ মণ) ফলন পাওয়া যায়। তখন থেকে উফশী ধান লোকমুখে ইরি ধান নামে পরিচিতি লাভ করে।
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
লোহাকে টেম্পারিং করা হয়েছে
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
প্রশ্নঃ ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে । ইস্পাত একটি লোহা ও কার্বনের সংকর যাতে মান ভেদে মোট ওজনের ০ .২% থেকে ২.১% কার্বন থাকে। ম্যাংগানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে ব্যবহৃত হলেও কার্বন সবচেয়ে সাশ্রয়ী। লোহার সাথে এই ধাতুগুলো যুক্ত হয়ে লোহার দৃঢ়তা বৃদ্ধি করে।নিন্ম গলনাংক ও ঠালাই যৌগ্যতার জন্য উচ্চ কার্বনযুক্ত সংকর ঠালাই লোহা (কাস্ট আয়রণ) নামে পরিচিত।ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে ।
নাইট্রোজেন গ্যাস
মিথেন
হাইড্রোজেন গ্যাস
কার্বন মনোক্সাইড
প্রশ্নঃ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন , বিউটেন, পেন্টেন , হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন , কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড । প্রাকৃতিক গ্যাসের অনুপাত:- (a.) মিথেন- 97.33% (b.) ইথেন - 1.72% (c.) প্রোপেন - 0.35% (d.) ঊচ্চতর কার্বনের শিকল যুক্ত অংশ- 0.19% (e.) কার্বন ডাই অক্সাইড - 0.05% (f.) অক্সিজেন- 0.02% (g.) হাইড্রোজেন- 0.03% (h.) হাইড্রোজেন সালফাইড - 0.01% (i.) অন্যান্য- 0.3% মোট - 100%
পরমাণু
ইলেকট্রন
অণু
প্রোটন
প্রশ্নঃ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ পরমাণু হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু হল মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না। যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মূল কণিকা বলা হয়। যেমনঃ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
বায়ু প্রবাহের প্রভাব
সমুদ্রের পানিতে তাপ পরিচালনা
সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
সমুদ্রের ঘূর্ণিঝড়
প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ সমুদ্র স্রোত উৎপত্তির কারণ হল- বায়ুপ্রবাহ, উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, গভীরতার তারতম্য, পৃথিবীর আবর্তন এবং স্থলভাগের অবস্থান।
ক্ষমতা
কাজ
শক্তি
বল
প্রশ্নঃ কাজ করার সামর্থ্যকে বলে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
দর্পণের কাজ করে
আতষীকাচের কাজ করে
লেন্সের কাজ করে
প্রিজমের কাজ করে
প্রশ্নঃ রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাখ্যাঃ দুইটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে সাদা রঙের আলো সাতটি মূল রঙের আলোতে বিশ্লিষ্ট হয়। রঙধনু একটি আলোকীয় ঘটনা। এক পশলা বৃষ্টির পর আবার যখন সূর্য ওঠে তখন কখনও কখনও সুর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল রঙের অর্ধবৃত্ত দেখা যায়, একে বলা হয় রঙধনু বা রামধনু। রঙধনুতে সাতটি রঙ থাকে। বৃষ্টির কণায় সূর্যের আলোর প্রতিসরণ থেকে রঙধনু উৎপত্তি। এক্ষেত্রে বৃষ্টির পানির কণাগুলো প্রিজমের কাজ করে।
জিপসাম
বালি
সাজি মাটি
চুনাপাথর
প্রশ্নঃ কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কাঁচের প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা। আজকের দিনে আমাদের যে কাঁচ তৈরি পদ্ধতি রয়েছে, তাতে যে মূল তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলি হল কোয়ার্টজ(সিলিকা), সোডা, এবং চুন। যখন এগুলির মিশ্রণকে ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠাণ্ডা করা যায় তাহলে কাঁচের জন্ম হয়। ঢাকার আশে পাশে ২-৩ টি (ফ্লোট/শীট) গ্লাস কোম্পানি আছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত 'নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (NGIL)' বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ ফ্লোট এন্ড শীট গ্লাস কোম্পানি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এই কোম্পানি বিদেশেও উন্নতমানের ফ্লোট, শীট ও কালার গ্লাস বিদেশে রপ্তানি করছে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ