প্রবন্ধ
উপন্যাস
নাটক
আত্মজীবনী
প্রশ্নঃ রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর ' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয় । তার আরেকটি প্রবন্ধ 'অবরোধবাসিনী' । তার রচিত দুটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' ।
নেকড়ে অরণ্য
বন্দী শিবির থেকে
নিষিদ্ধ লোবান
প্রিয়যোদ্ধা প্রিয়তম
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধাকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ কাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা : তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি ,স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে। আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ : আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম ) , যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান ) ও আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান) অন্যদিকে নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শাসুল হক ও হারুন হাবীব।
লালন শাহ্
হাসন রাজা
পাগলা কানাই
রাধারমণ দত্ত
প্রশ্নঃ ’আমার ঘরের চাবি পারের হাতে’- গানটির রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান- 'আমার ঘরের চাবি পরের হাতে' খাঁচার ভিতর অচিন পাখি' 'বাড়ির কাছে আরশী নগর ' 'আমার ঘরখানায় কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। অন্যদিকে মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান- 'লোকে বলে বলেরে' বাউলা কে বানাইলো রে ' 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো' পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।
কাজী আবদুল ওদুদ
আবুল ফজদ
রশীদ করিম
হুমায়ুন কবির
প্রশ্নঃ ’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'নদী ও নারী' (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলার কাব্য, মার্কসবাদ , শিক্ষক ও শিক্ষার্থী (প্রবন্ধ) : স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী (কাব্য)। অন্যদিকে কাজী আবদুল ওদুুদ ,আবুল ফজল ও রশীদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে - নদীবক্ষে ,চৌচির ও উত্তম পুরুষ।
শেষলেখা
শেষপ্রশ্ন
শেষকথা
শেষদিন
প্রশ্নঃ কোনটি বরীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বেশেষ কাব্যগ্রন্থ শেষলেখা (১৯৪১) । তিনি মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাজ্ঞলি , ক্ষণিকা, সেজুঁতি ,জন্মদিন। অন্যদিকে 'শেষপ্রশ্ন' উপন্যাস ও 'শেষকথা' ছোটগল্পের রচয়িতা যথাক্রমে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর ।
কলকাতা
ঢাকা
লন্ডন
মুর্শিদাবাদ
প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় । নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট নিয়ে রচিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র : নবীন মাধব, রাইচরণ, তোরাপ, গোলক বসু । তার আরো কয়েকটি নাটক: নবীন তপস্বিনী, লীলাবতী , জামাই বারিক, কমলে কামিনী।
আগমনী
কোরবানী
প্রলয়োল্লাস
বিদ্রোহী
প্রশ্নঃ কাজী নজরুল ইসমালের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা (১৯২২) । এ কাব্যগ্রন্থে মোট ১২ টি কবিতা স্থানে পেয়েছে। কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা যথাক্রমে 'প্রলয়োল্লাস' ও ' বিদ্রোহী ' 'বিদ্রোহী কবিতা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যের অন্যান্য কবিতা: আগমনী, কোরবানী ,রক্তাম্বরধারিণী মা , ধূমকেতু ,কামাল পাশা, আনোয়ার ,রণ ভেরী, শাত-ইল-আরব ,খেয়া-পারের তরণী ও মোহররম।
গাজী মিয়াঁর বস্তানী
হাঁসুলী বাঁকের উপকথা
ভাওয়াল গড়ের উপাখ্যান
ঠাকুরবাড়ির আঙিনা
প্রশ্নঃ কোনটি জসীমউদ্দীনের রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পল্লিকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙিনায়' । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট ,মাটির কান্না (কাব্য) , পদ্মাপাড়, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধু (নাটক) ;চলে মুসাফির, হলদে পরীর দেশ (ভ্রমণকাহিনি) ; বোবাকাহিনী (উপন্যাস) । অন্যদিকে গাজী মিয়াঁর বস্তানী (আত্মজীবনীমূলক) ,হাঁসূলী বাঁকের উপকথা (উপন্যাস) ও ভাওয়াল গড়ের উপাখ্যান (উপন্যাস) গ্রন্থের রচয়িতা যথাক্রমে মীর মশাররফ হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আবু জাফর শামসুদ্দীন।
Alexander Pope
Jonathan Swift
William Wordsworth
G B Shaw
প্রশ্নঃ 'Gulliver's Travels' was written by
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
Do not forget the sacrifices of those who brought about independent Bangladesh
Do not forget their sacrifices who brought about independent Bangladesh
Do not forget theirs sacrifices who brought about independent Bangladesh
Do not forget the sacrifices made by them who brought about independent Bangladesh.
প্রশ্নঃ Choose the correct sentence:
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
The man appears to be stronger than all other lining men
The man appears to be stronger than other lining men
The man appears to be stronger than any other lining men
a+c
প্রশ্নঃ Choose the correct sentence:
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
Either of the roads lend to the Central Shahid Minar
Either of the roads lends to the Central Shahid Minar.
Either of the roads lends have led to the Central Shahid Minar.
Either of the roads have lend to the Central Shahid Minar
প্রশ্নঃ Choose the correct sentence:
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
Every candidates must bear their own burden
Every candidates must bear his own burden
Every candidate must bear his own burden
Every candidates must beat their own burden
প্রশ্নঃ Choose the correct sentence:
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
The teacher asked the students whether they supposed that they knew better than their teacher.
The teacher asked the students whether they had supposed that they knew better than their teacher
The teacher asked the students whether they supposed that they know better than their teacher
The teacher asked the students whether they supposed that they had known better than their teacher
প্রশ্নঃ The indirect form of the sentence: "The teacher said to his students, "Do you suppose you know better than your teacher?" is:
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
Orders will be carried out promptly
We will carry out every order promptly
Oreders must be carried out promptly
Orders should be carried out immediately
প্রশ্নঃ The active form of the sentence "Every order will be carried out promptly" is
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
stag
roe
doe
vixen
প্রশ্নঃ Which of the following is a masculine gender?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
denunsiation
denounciation
denuntiation
denunciation
প্রশ্নঃ Identify the correct spelling:
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
a personal pronoun
a distributive pronoun
a compound relative pronoun
a demonstrative pronoun
প্রশ্নঃ The underlined word in the sentence "Whoever violates the rule shall be punished" is
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
প্রশ্নঃ যদি a b উভয়ই ধনাত্মক সংখ্যা হয়, তবে = কত হবে?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
by
off
at
after
প্রশ্নঃ Take a deep breath and try to blow all the candles at the same time.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
বাক্যে কোনো word missing নেই । কোনো word যোগ ছাড়াই বাক্যটি অর্থ সম্পূর্ণ করতে সক্ষম। সুতরা সঠিক উত্তর হবে None।
পাহাড়ের পাদদেশে
নদীর নিম্ন অববাহিকায়
নদীর উৎপত্তিস্থলে
নদী মোহনায়
প্রশ্নঃ ’পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি , বালি প্রভৃতি জমা হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরুপ সৃষ্টি হয়, তাকে পলল ব্যজনী বিা পলল পাখা (Alluvial Fan) বলে। হিমালয়ের পাদদেশে এরুপ অনেক পলল পাখা দেখা যায়।
জাপানের উন্নয়ন কৌশল
সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
প্রশ্নঃ ’সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ The Sendai Framework for Disaster Risk Reduction (2015 -30) হলো ১৪-১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের 'দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক' আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
১৮৬০
১৮৬৫
১৮৫৯
১৮৬১
প্রশ্নঃ কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) । সংস্কৃত মহাকাব্য রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯ টি ,যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যের আরো কয়েকটি মহাকাব্য : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'বৃত্রসংহার' নবীনচন্দ্র সেনের 'রৈবতক', কায়কোবাদের মাহশ্মশান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর 'স্পেনবিজয় কাব্য' হামিদ আলীর 'কাসেমবধ কাব্য'
কাজী নজরুল ইসলাম
শাহাদাৎ হোসেন
সঞ্জয় ভট্টাচার্য
সুধীন্দ্রনাথ দত্ত
প্রশ্নঃ ’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্রাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু ,লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"
হরপ্রসাদ শাস্ত্রী
রামরাম বসু
দেবেন্দ্রনাথ ঠাকুর
অক্ষয়কুমার দত্ত
প্রশ্নঃ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু রচিত দুটি গ্রন্থ : রাজা প্রতাপাদিত্য চরিত্র' 'লিপিমালা' । উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: বত্রিশ সিংহাসন , হিতোপদেশ, রাজাবলি । অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা । তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ