লর্ড রিপন
লর্ড কার্জন
লর্ড মিন্টো
লর্ড হার্ডিঞ্জ
প্রশ্নঃ পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিট্রিশ শাসনামলে বাংলা, বিহার, উড়িষ্যা মধ্য প্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি। এর আয়তন বড় হওয়ার ১৯০৩ সালে বঙ্গবঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়। এ পরিকল্পনায় ঢাকা, চট্রগ্রাম , রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ। এ প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গবঙ্গ রদের সময় গভর্নর ছিলেন লর্ড হার্ডিঞ্জ।
ধানের শীষ
নৌকা
লাঙল
বাইসাইকেল
প্রশ্নঃ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাকিস্তান শাসনামলে পূর্ব বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ১১ মার্চ। এ নির্বাচনে মুসলিম লীগের পরাজয় নিশ্চিত করতে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক দল, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল একত্রিত হয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠন করে যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ধানের শীষ ও লাঙ্গল যথাক্রমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দিল বিএনপি এ জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক।
বিল অব রাইটস
ম্যাগনাকার্টা
পিটিশন অব রাইটস
মুখ্য আইন
প্রশ্নঃ ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ার লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি পেশ করেন। এ কর্মসূচিকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে। স্বয়ং বঙ্গবন্ধু এ ছয় দফাকে পূর্ব পাকিস্তানের 'বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
নবাব সিরাজউদ্দৌলা
মুর্শিদ কুলী খান
ইলিয়াস শাহ
আলাউদ্দিন হুসেন শাহ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৭০০ সালে শায়েস্তা খানের দক্ষ সুবাদার হিসেবে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হন মুর্শিদকুলী খান। তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে বাংলার ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নতি করতে সক্ষম হন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মুঘল সম্রাটগণ দূরবর্তী রজ্যগুলোর দিকে দৃষ্টি দিতে পারেননি। ফলে এসব অঞ্চলের সুবাদারগণ অনেকটা স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে থাকেন। মুর্শিদকুলী খান ও অনেকটা স্বাধীন হয়ে পড়েন। নবাব মুর্শিদ কুলী খানের সময় থেকেই বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে। ১৩৩৮ সালে ফখরুদ্দীন মোবারক শাহ বাংলার স্বাধীনতার সূচনা করলে ও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করে শামসুদ্দীন ইলিয়াস শাহ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সুলতান আলাউদ্দীন হোসেন শাহ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান।
ডায়মন্ড
রূপালী
ড্রামহেড
ব্রিশাইল
প্রশ্নঃ আলুর একটি জাত ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ডায়মন্ড আলুর একটি উন্নতজাতের নাম। ড্রামহেড একটি উন্নতজাতের বাঁধাকপি । রুপালি ও ডেলফোজ উন্নতজাতের তুলাবীজ। ব্রিশাইল একটি উন্নত জাতের ধান।
আউশ ধান
আমন ধান
বোরো ধান
ইরি ধান
প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী ২০১৪ -১৫ অর্থবছরে বাংলাদেশে আউশ ধান উৎপাদনের পরিমাণ ২৩.২৮ লক্ষ মেট্রিক টন। আমন ধান উৎপাদন হয় ১৩১.৯০ লক্ষ মেট্রিক টন। আর বোরো ধান উৎপাদনের পরিমাণ ১৯১.৯২ লক্ষ মেট্রিক টন।
BARI
BRRI
BADC
BINA
প্রশ্নঃ প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ BARI- এর পূর্ণরুপ Bangladesh Agricultural Research Institute । এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। BINA (Bangladesh Institute of Nuclear Agriculture ) বাংলাদেশের একটি পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। BRRI ( Bangladesh Rice Research Institute ) ধান গবেষণা প্রতিষ্ঠান। আর BADC ( Bangladesh Agricultural Development Corporation ) বাংলাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা , সেচ প্রযুক্তি উন্নয়ন , ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও মানসম্পন্ন সার সরবরাহ করে।
১০০ ঃ ১০৬
১০০ ঃ ১০০.৬
১০০ঃ১০০.৩
১০০ ঃ ১০০
প্রশ্নঃ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুমাত ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন এবং পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন। নারী ও পুরুষের অনুপাত ১০০ঃ ১০০.৩ ।
৬৫.৪ বছর
৬৭.৫ বছর
৭০.৯ বছর
৭৩.৭ বছর
প্রশ্নঃ সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল (২০১৪) ৭০.৭ বছর। এর মধ্যে পুরুষ ৬৯.১ বছর এবং নারী ৭১.৬ বছর। অন্যদিকে ২২ জুন ২০১৬ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Report on Bangladesh Sample Vital Registration system (SVRS) 2015 প্রকাশ করে। এ রিপোর্ট মতে, প্রত্যাশিত আয়ুষ্কাল ৭০.৯ বছর ( ৭০ বছর ১০ মাস ২৪ দিন) ।
শেরপুর
ময়মনসিংহ
সিলেট
নেত্রকোনা
প্রশ্নঃ যে জেলায় হাজংদের বসবাস নেই ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে মোট ৪৫ টি ক্ষুদ্র -নৃগোষ্ঠী বসবাস করে। এদের মধ্যে হাজং উপজাতির বসবাস শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও নেত্রকোনায়। সিলেট জেলায় বসবাসকারী উপজাতি হলো খাসি (খাসিয়া ) , গারো, নায়েক, পাত্র, বীন, বোনাজ, মুণ্ডা, মণিপুরী ও ভূমি হাজং ছাড়াও ময়মনসিংহ জেলায় গারো, বর্মণ ও ডালু উপজাতির বসবাস রয়েছে। রাজবংশী ও কোচ উপজাতি বাস করে শেরপুর জেলায়।
৪.৪ জন
৫.০ জন
৫.৪ জন
৫.৫ জন
প্রশ্নঃ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশে House hold প্রতি জনসংখ্যা বা খানা প্রতি জনসংখ্যা ৪.৪ জন।
ঢাকা বিভাগ
রাজাশাহী বিভাগ
বরিশাল বিভাগ
খুলনা বিভাগ
প্রশ্নঃ যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পঞ্চম আদমশুমারি ২০১১ তথ্য অনুযায়ী বাংলাদেশে সর্বোচ্চ সাক্ষরতার হার বরিশাল বিভাগে। এর পরিমাণ ৫৬.৮৮% । আর সিলেট বিভাগে সাক্ষরতার হার সর্বনিম্ন (৪৫.০%)।
৬.৮৫%
৬.৯৭%
৭.০০%
৭.৫%
প্রশ্নঃ ২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনযায়ী বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর হিসাব মতে ২০১৫ -১৬ , ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬.০৬ ও ৬.৫৫ শতাংশ ।
ফিনল্যান্ড
ডেনিমার্কে
নরওয়েতে
সুইডেনে
প্রশ্নঃ বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ১৫ ২০০৮ ডেনমার্কে রপ্তানি করা হয়। এ জাহাজটির রপ্তানি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।
পেট্রাপোল
কৃষ্ণনগড়
ডউকি
মোহাদিপুর
প্রশ্নঃ বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলা বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত এটি চালু হওয়ার ঘোষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২ ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থুলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত।
৬টি
৮টি
১০টি
১২টি
প্রশ্নঃ বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে সরকারি ইপিজেড-এর সংখ্যা ৮ টি। যথা : টচ্রগ্রাম , ঢাকা, মংলা , ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী। ১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্রগ্রাম । দেশের প্রথম ও একমাত্র বেসরকারি EPZ - এর নাম KEPZ (চট্রগ্রাম) । আয়তনে বাংলাদেশের বৃহৎ EPZ ঢাকা।
চীন
ভারত
যুক্তরাজ্য
থাইল্যান্ড
প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৪-১৫ অর্থবছরে চীন বাংলাদেশে রপ্তানি করেছে ১১,২৬৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারত রপ্তানি করে ৫৫৮৮ মিলিয়ন মার্কিন ডলার । এই অর্থবছরে বাংলাদেশে রপ্তানিকারী শীর্ষ ৯ টি দেশের মধ্যে যুক্তরাজ্য ও থাইল্যান্ড নেই।
ব্র্যাক ব্যাংক
ডাচ-বাংলা ব্যাংক
এবি ব্যাংক
সোনালী ব্যাংক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং আনুষ্ঠানিকভাবে শুরু করে ডাচ্ -বাংলা ব্যাংক ৩১ মার্চ ২০১১। এপ্রিল ২০১৩ থেকে প্রচলিত ব্র্যাক ব্যাংকের বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং উদ্ভব হয় । ১৯৯৭ সালে। বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রবর্তক এবি ব্যাংক লিমিটেড। ডেবিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং ও জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ধারণার ও প্রবর্তন করে ডাচ্-বাংলা ব্যাংক।
বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়
পরিকল্পনা মন্ত্রণালয়
শিল্প মন্ত্রণালয়
প্রশ্নঃ ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো , বাংলাদেশ চা বোর্ড , ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান বাণিঝ্য মন্ত্রণালয়ের অধীন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে অর্থ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। পরিকল্পনা , পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইত্যাদি।
প্রথম
দ্বিতীয়
সপ্তম
অষ্টম
প্রশ্নঃ বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। এ সপ্তম জাতীয় সংসদে সর্বপ্রথম প্রধান মন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়। সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ -সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন। প্রথম দিকে এ প্রশ্নোত্তর পর্বের জন্য সময় বরাদ্দ ছিল ১৫ মিনিট। পরে তা বাড়িয়ে ৩০ মিনিট করা হয় । সরকারি দলের সদস্যদের জন্য ১৫ মিনিট ধার্য করা হয়।
লক্ষ্মীপুর জেলায়
মেহেরপুর জেলায়
ঝালকাঠী জেলায়
রাঙামাটি জেলায়
প্রশ্নঃ মাত্র ১টি সংসদীয় আসন ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ লক্ষ্মীপুর জেলায় জাতীয় সংসদের আসন রয়েছে ৪ টি। মেহেরপুর ও ঝালকাঠি জেলায় রয়েছে ২ টি করে আসন। আর বাংলাদেশের তিন পার্বত্য জেলা বন্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১ টি জাতীয় সংসদীয় আসন রয়েছে।
আলমগীর কবির
খান আতাউর রহমান
হুমায়ূন আহমেদ
সুভাষ দত্ত
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ' ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৭৩ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। হুমায়ূন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি ও শ্যামল ছায়া । মুক্তিযুদ্ধের ওপর নির্মিত 'আবার তোরা মানুষ ' চলচ্চিত্র টি নির্মাণ করেন খান আতাউর রহমান। স্বাধীনতা যুদ্ধ নিয়ে সুভাষ দত্ত নির্মাণ করেন 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' ।
সংসদ নেতার ভোট
হুইপের ভোট
স্পিকারের ভোট
রাষ্ট্রপতির ভোট
প্রশ্নঃ জাতীয় সংসদে ' কাউন্টিং' ভোট কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশ্নে উল্লিখিত ' counting vote' না হয়ে ' casting vote' হবে। পরস্পরবিরোধী পক্ষদ্বয়ের ভোট সমান হলে জয়পরাজয় র্নিধারণের জন্য সভাপতি যে ভোট যদি থাকেন তাকে 'কাস্টিং ভোট' বলে। বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট।
National Information Legal Guide
National Institute Local Government
National Identity Licence Guide
National Industrial League Group
প্রশ্নঃ NILG এর পূর্ণরূপ ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ NILG- এর পূর্ণরুপ National Institute of Local Government (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)। এটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ত মানব সম্পদের উন্নয়নে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের ১ জুলাই 'ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল এন্ড ট্রেংনি ইনস্টিটিউশনস অর্ডিন্যাস ১৯৬১ ' অনুসারে স্থানীয় সরকার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।(NILG)
২৬
২৭
২৮
৩১
প্রশ্নঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৮ জুলাই ১৯৭৫ চাকরি পুনর্গঠনে সরকারের ক্ষমতাকে কার্যকারিতা দেয়ার জন্য চাকরি আইন করা হয়, যা কার্যকর হয় ১ জুলাই ১৯৭৩ থেকে। ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল জারির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) গঠন করা হয়। প্রথম দিকে ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হয় ২৮ টি। ১৯৮৫ সালে স্বাস্থ্য ক্যাডার ও পরিবার পরিকল্পনা ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা দাঁড়ায় ২৯ টি । ১ নভেম্বর ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলে বিচার ক্যাডার বিলুপ্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে নেয়া হয় । ফলে মোট ক্যাডার সংখ্যা হয় ২৮ টি । সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২০১৪ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত হয়। ফলে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৭ টি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ