চৈত্র সংক্রান্তি
পৌষ সংক্রান্তি
শিরে সংক্রান্তি
শিব-সংক্রান্তি
প্রশ্নঃ কোনটি বাগধারা বোঝায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ - আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং শিব সংক্রান্তি বাগধারা নয়। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন । এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও মেলা হয় । পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন।
মানব
গোলাপ
একাঙ্ক
ধাতব
প্রশ্নঃ কোনটি মৌলিক শব্দ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার। যথা : মৌলিক শব্দ এবং সাধিত শব্দ । যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। যেমন - গোলাপ, তিন, নাক, লাল, মা, পা ইত্যাদি। অন্যদিকে মানব [মনু + ষ্ণ(অ) ], একাঙ্ক (এক + অঙ্ক) ও ধাতব [ধাতু +ষ্ণ (অ) ] সাধিত শব্দ ।
বঙ্গভাষা ও সাহিত্য
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
বাংলা সাহিত্যের কথা
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর (১৮৮৫ -১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ- 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড) ১৯৫৩ , ২য় খণ্ড ১৯৬৫) । তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ- ' ভাষা ও সাহিত্য , বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। তার শিশুতোষ গ্রন্থ: শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রুপকথা প্রভৃতি। অন্যদিকে 'বঙ্গভাষা ও সাহিত্য' ও 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস ' গ্রন্থ দুটির লেখক যথাক্রমে ' ড. দীনেশচন্দ্র সেন এবং ড. সুকুমার সেন। মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন।
মুনীর চৌধুরী
হাসান হাফিজুর রহমান
শামসুর রাহমান
গাজীউল হক
প্রশ্নঃ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী' -এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর'-এর রচয়িতা মুনীর চৌধুরী । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমার তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিইজ' এর সহসম্পাদক হিসেবে।পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষবসা
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
প্রশ্নঃ নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ (ক) অপশনের সবগুলো বানানই অশুদ্ধ। শুদ্ধরুপ : নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব। অন্যদিকে (খ) অপশনের অনূর্বর ও (গ) অপশনের ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধরুপ যথাক্রমে - অনুর্বর ও ভুঁড়িওয়ালা । (ঘ) অপশনের সবগুলো বানানই শুদ্ধ।
মমতাজউদদীন আহমদ
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন
রামেন্দু মজুমদার
প্রশ্নঃ বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' --এর প্রবর্তক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯-২০০৮) নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সাথে ১৯৮১-৮২ সালে 'গ্রাম থিয়েটার ' গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। তার রচিত উল্লেখযোগ্য নাটক : ঘুম নেই , চাক, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি , কেরামতমঙ্গল, কীত্তনখোলা হাতহদাই, হরগজ বনপাংশুল । অন্যদিকে নাট্যকার মমতাজউদ্দীন আহমদের উল্লেখযোগ্য নাটক : স্বাধীনতা , বর্ণচোরা । আবদুল্লাহ আল মামুনের উল্লেখযোগ্য নাটক : সুবচন নির্বাসনে, এখন দুঃসময় এখন ও ক্রীতদাস , কোকিলারা। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেকযোগ্য নাট্যগ্রন্থ : তত্ত্ব ও শিল্পরুপ, বাংলাদেশের নাট্যচর্চার তিন দশক।
একাগ্রতায়
সমান ব্যবহারে
সম ভাবনায়
একযোগে
প্রশ্নঃ ' সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সমভিব্যাহারে' শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ - সঙ্গে ; একযোগে বা সংঘদ্ধ হয়ে । যেমন - মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।
ভাবরস
মধুর রস
প্রেমরস
লীলারস
প্রশ্নঃ শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কাব্যসাহিত্য শৃঙ্গার, হাস্য , করুণ ,বীর, অদ্ভুত , ভয়ানক, বীভৎস শান্ত, বাৎসল্য- রসের সন্ধান পাওয়া যায়। বিভিন্ন প্রকার ভাব থেকে রসের উৎপত্তি । বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা - শান্ত, দাস্য , সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণর রপকাশ্রয়ে ভক্ত ও ভাগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈিচত্র্যের পরিচয় পাওয়া যায়।
Buddhist Mystic Songs
চর্যাগীতিকা
চর্যাগীতিকোষ
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ- 'Buddhist Mystic Songs' (১৯৬০) । তার কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ: দীওয়ান হাফিজ, অমিয়শতক, রুবাইয়াত -ই-ওমর খ্যায়াম , বিদ্যাপতি শতক, মহররম শরীফ, Hundred Sayings of the Holy Prophet । তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত। তার সম্পাদনায় রচিত হয় - বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ।
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
হরপ্রসাদ শাস্ত্রী
চন্দ্রকুমার দে
দীনেশচন্দ্র সেন
প্রশ্নঃ 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা , মৈমনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা। 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেক্যযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী , দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 'পূর্ববঙ্গ গীতিকা ' নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম'চর্যাপদ' উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ: ঠাকুর ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।
সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
প্রশ্নঃ ' জলে-স্থলে' কী সমাস?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জলে -স্থলে, হাতে -কলমে, দুধে -ভাতে , দেশে -বিদেশে ইত্যাদি। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন - হাট ও বাজার =হাট-বাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বুঝায়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব । যেমন- আয় ও ব্যয় = আয়-ব্যয়। যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন- জায়া ও পতি =দম্পতি।
যৌগিক স্বরধ্বনি
তালব্য স্বরধ্বনি
মিলিত স্বরধ্বনি
কোনোটি নয়
প্রশ্নঃ 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গঠনের বিচারে স্বরধ্বনি তিন প্রকার । যথা : ক. আনুনাসিক স্বরধ্বনি , খ. মৌলিক স্বরধ্বনি ও গ. দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির দ্রুত উচ্চারণের ফলে একটি যুক্ত স্বরধ্বনি বলে। একে সন্ধিস্বর বা দ্বিস্বরধ্বনিও বলা হয়। বাংলা বর্ণমালায় 'ঐ' এবং 'ঔ'- এ দুটি যৌগিক স্বরধ্বনি।
বিস্ময় দ্বারা আপন্ন
বিস্ময়ে আপন্ন
বিস্ময়কে আপন্ন
বিস্ময়ে যে আপন্ন
প্রশ্নঃ 'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সমাস অর্থ শব্দ সংক্ষেপণ । পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়ে যে সমাস হয় সেটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিস্ময়কে আপন্ন- 'কে' লোপ করে হয় বিস্ময়াপন্ন।
পলাশীর যুদ্ধ
তৃতীয় পানিপথের যুদ্ধ
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ছিয়াত্তরের মন্বন্তর
প্রশ্নঃ কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুসলিম মহাকবি কায়কোবাদের (১৮৪৮-১৯৫২) শ্রেষ্ঠ মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪) । কাব্যটির ঐতিহাসিক পটভূমি হলো তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)। তৃতীয় পানিপথের যুদ্ধে মহারাষ্ট্রীয়দের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয় বর্ণনা কাব্যটির বিষয়বস্তু। কাব্যটি তিনটি খণ্ডে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথম খণ্ডে ২৯ সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪ সর্গ এবং তৃতীয় খণ্ডে ৭ সর্গ রয়েছে।
রহু চণ্ডালের হাড়
কৈবর্ত খণ্ড
ফুল বউ
অলীক মানুষ
প্রশ্নঃ সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'অলীক মানুষ' ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস । 'অলীক মানুষ' বলতে লেখক 'মিথিক্যাল ম্যান' বুঝিয়েছেন । উপন্যাসজুড়ে আছে দৃশ্যমান জগৎ ও অদৃশ্য জগতের দ্বন্দ্ব । বাস্তব - অলীকের সংঘাত-লৌকিক -অলৌকিকের মায়াবী আলো-আঁধারি জগৎ গতি ও বিপ্রতীপ গতির দ্বন্দ্ব দেখা যায় এই উপন্যাসে। সুদীর্ঘ প্রায় একশো বছরের দেশসমাজের নানা পরিবর্তনের ইতিহাস দেখা যায় একটি পরিবারকে কেন্দ্র করে। কখনো সলিটারি সেলে শফির আত্মকথন, কখনো বদিউজ্জামানের বয়ান। শফির ক্রমিক রুপান্তর। উপন্যাসের পর্বান্তরের মাঝে উনিশ-বিশ শতকের একটি পীর পরিবার, সামাজিক পটপরিবর্তন , মুসলমান সমাজ, ব্রাহ্মসমাজ ইত্যাদি সুন্দরভাবে চিত্রিত হয়েছে।
১৯১০
১৯১১
১৯১২
১৯১৩
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করেন। কাব্যগ্রন্থটি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা 'Song Offerings' নামে প্রকাশ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
আল মাহমুদ
আব্দুল মান্নান সৈয়দ
অমিয় চক্রবর্তী
শামসুর রাহমান
প্রশ্নঃ ' আসাদের শার্ট' কবিতার লেখক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
কোনটি চরাচরের, আর কোনটি নয়
কোনটি আচার্যের, আর কোনটি নয়
প্রশ্নঃ ' চর্যাচর্যবিনিশ্চয়' --এর অর্থ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী চর্যা শব্দের অর্থ - নিয়ম পালন; পালনীয় নিয়ম আচার। চর্যাচর্য অর্থ - আচরণীয় ও অনাচরণীয় ; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ - কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।
শৈবধর্ম
বৌদ্ধ সহজযান
নাথধর্ম
কোনোটি নয়
প্রশ্নঃ ' গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস -জাত যোগের মহিমা এবং নারী -ব্যভিচারপ্রধান সমাজচিত্র রুপায়িত হয়েছে। শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয়; সত্যপীর, রাগনামা , জয়নালের চৌতিশা। উল্লেখ্য , বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।
রামনিধি গুপ্ত
দাশরথি রায়
এন্টনি ফিরিঙ্গি
রামপ্রসাদ সেন
প্রশ্নঃ শাক্ত পদাবলির জন্য বিখ্যাত ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক । তার পদগুলো -শাক্ত পদাবলি, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিতি। তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ' কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন। তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: বিদ্যাসুন্দর, কালীকীর্তন। অন্যদিকে রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যে টপ্পা গানের প্রবর্তক। পর্তুগিজ এন্টনি ফিরিঙ্গি ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম কবিয়াল এবং দাশরথি রায় ছিলেন পাঁচালী গানের শক্তিশালী কবি।
হুমায়ুন আজাদ
হেলাল হাফিজ
আসাদ চৌধুরী
রফিক আজাদ
প্রশ্নঃ ' অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭-২০০৪) প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩) । এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা : স্নানের জন্যে জল দাও বাতাস, আত্মহত্যার অস্ত্রাবলি, জ্যোৎস্নার অত্যাচার। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। অন্যদিকে হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে । আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: তবক দেওয়া পান, বিত্ত নাই বেসাত নাই, জলের মধ্যে লেখাজোখা , নদী বিবস্ত্র হয় । রফিক আজাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অসম্ভবের পায়ে, এক জীবনে , প্রেমের কবিতা, প্রিয় শাড়িগুলি।
আইন
প্রথা
শুল্ক
রাজস্বনীতি
প্রশ্নঃ 'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। 'Custom' শব্দের যথার্থ পারিভাষিক অর্থ - প্রথা; অভ্যাস; সামাজিক রীতিনীত। অন্যদিকে , Act বা Law -এর পরিভাষা আইন; Duty -এর পরিভাষা শুল্ক; Revenue policy- এর পরিভাষা রাজস্বনীতি।
ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'--কে স্মরণ করেছেন কেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'মানুষ' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে , তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্বরণ করেছেন। তাইতো কাজী নজরুল লিখেছেন, মোল্লা পুরুত লাগয়েছে তার সকল দুয়ারে চাবি!' কোথা চেঙ্গিস' গজনি মামুদ, কোথায় কালাপাহাড় ? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার! 'কালাপাহাড়' ছিলেন বাংলা ও বিহারের সন্তান ছিলেন এবং নিয়মিত বিষ্ণু পূজা করতেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন। ১৫৬৮ সালে পুরীর জগন্নাত দেবের মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বিগ্রহের ব্যাপক ক্ষতিসাধন করেন। আর তখন থেকেই তিনি 'কালাপাহাড়' নামে পরিচিত।
বঙ্কিমচন্দ্রের 'বিষবৃক্ষ'
রবীন্দ্রনাথের 'চোখের বালি'
বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
রবীন্দ্রনাথের 'যোগাযোগ'
প্রশ্নঃ ' প্রদীপ নিবিয়া গেল!' --এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'প্রদীপ নিবিয়া গেল।' ___ উক্তিটি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় রচতি কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের। এটি কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ' পান্থনিবাসে' -এর শেষ বাক্য ।
মীর মশাররফ হোসেনের
ইসমাইল হোসেন সিরাজীর
রবীন্দ্রনাথ ঠাকুরের
কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ ' মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' --কার উক্তি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি -'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ