এ. এল. ইউ (ALU)
কন্ট্রোল ইউনিট (control unit)
রেজিস্টার সেট (Register set)
কোনোটিই নয়
প্রশ্নঃ কম্পিউটার সিপিইউ (CPU) --এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কম্পিউটারের CPU ( Central Processing Unit) বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ তিন ভাগে বিভক্ত। যথা : গাণিতিক যুক্তি ইউনিট বা Arithmetic Logic Unit (ALU) , নিয়ন্ত্রণ ইউনিট ও রেজিস্টার। এখানে ALU বা গাণিতিক যুক্তি ইউনিট, গাণিতিক সিদ্ধান্তের কাজ করে।
AND
NOR
Ex-OR
OR
প্রশ্নঃ " একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়" --এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ X-OR গেটে ইনপুট যদি 1,1 হয় অর্থাৎ দুটি ইনপুটই যদি 1 হয় হবে আউটপুট 0 বা হবে। আবার, যদি দুটি ইনপুটই 0 হয় তবে আউটপুট ও 0 বা হবে। AND গেটের ক্ষেত্রে দুটি ইনপুট 0 হয় তবে আউটপুট 0 বা হয় কিন্তু দুটি ইনপুট 1 হয়। OR গেটে AND গেটের মতোই ঘটে। সুতরাং সঠিক উত্তর X-OR বা Ex-OR গেট।
C
DOS
CP/M
XENIX
প্রশ্নঃ কোনটি অপারেটিং সিস্টেম নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ C হলো উচ্চস্তরের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা । DOS হলো PC-DOS বা MS-DOS অপারেটিং সিস্টেমের সাধারণ নাম । CP/M হলো ইন্টেল 8080/85 ভিত্তিক মাইক্রো কম্পিউটারের জন্য Mass Market অপারেটিং সিস্টেম। মুক্ত সোর্স অপারেটিং সিস্টেম UNIX এর একটি সংস্করণ হলো XEXIX।
নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
উপরের কোনোটিই নয়
প্রশ্নঃ ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সার্ভারগুলোকে ক্লাউড সার্ভার বলা হয়। এ সার্ভারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকীর সামর্থ্য, প্রয়োজন ও চাহিদা মোতাবেক এরা সেবা দিয়ে থাকে। বিষয়টি আরো পরিষ্কার করে বললে Resources Flexibility , On Demand ,Pay as you go - এ তিনটি বৈশিষ্ট্যের ক্লাউড সার্ভারের সেবা নির্ভর করে।
১২৮
৩২
১২
৬
প্রশ্নঃ IP - V6 এড্রেস কত বিটের?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর থাকে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা IP (Internet Protocol) অ্যাড্রেস নামে পরিচিত। বহু প্রচলিত দুটি IP অ্যাড্রেস হলো ও । এখানে এর বিট সংখ্যা ৩২ এবং এর বিট সংখ্যা ১২৮ ।
OMR
COM
Plotter
Monitor
প্রশ্নঃ নিচের কোনটি ইনপুট ডিভাইস?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ OMR (Optical Mark Reader ) হলো একটি ইনপুট ডিভাইস। অন্যদিকে Plotter হলো এক ধরনের Printer , যা আউটপুট ডিভাইস এবং Monitor -ও একটি আউটপুট ডিভাইস।
২৫৬ টি
৪০৯৬ টি
৬৫৫৩৬ টি
৪২৯৪৯৬৭২৯৬ টি
প্রশ্নঃ ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোড করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড মূল বাইট বা ১৬ বিটের কোড।এই কোডের মাধ্যমে ৬৫ বা টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
এটির নির্মাতা গুগল
এটি লিনাক্স কার্নেল নির্ভর
এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
উপরের সবগুলো সঠিক
প্রশ্নঃ এনড্রয়েড অপারেটিং সিস্টিমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অ্যানড্রয়েড হলো গুগল কর্তৃক উদ্ভাবিত স্মার্টফোনের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। সাধারণভাবে লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেম।
অ্যাপেল
গুগল
মাইক্রোসফট
আইবিএম
প্রশ্নঃ আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০০৭ সালে অ্যাপল মাল্টি টাচ ইন্টারফেজ আইফোন বাজারে আনে, যার অপারেটিং সিস্টেম হলে আইওএস (IOS)।
RAM
ROM
Mercury Delay Lines
Registors
প্রশ্নঃ EDSAC কম্পিউটার -এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার হতো?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলক ও তার দল প্রথম প্রজন্মের কম্পিউটার EDSAC ( Electronic Delay Storage Automatic Calculator) নির্মাণ করেন। এর সংরক্ষণ স্মৃতি হিসেবে মার্কারি ডিলে লাইন (Mercury Delay Line Memory) ব্যবহৃত হয়েছিল।
১৯৯০ সালে
১৯৮৮ সালে
১৯৯৪ সালে
১৯৯৮ সালে
প্রশ্নঃ ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আমাজন হলো বিশ্বের সর্ববৃহৎ ই -কমার্স প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক বিভিন্ন সামগ্রী ক্রয় -বিক্রয়ে প্রতিষ্ঠানটির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। amazon.com এর সদর দপ্তর ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।
Simple Message Transmission Protocol
Strategic Mail Transfer Protocol
Strategic Mail Transmission Protocol
Simple Mail Transfer Protocol
প্রশ্নঃ ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ SMTP এর পূর্ণরুপ হলো Simple Mail Transfer Protocol । যেসব মেইল বাইরে পাঠনো হয়, সেগুলোকে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয় । আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
প্রোগ্রাম
প্রোটোকল
প্রোগ্রামিং
ফ্লোচার্ট
প্রশ্নঃ TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে , ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রোটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছে। যেমন - TCP/ IP, FTP ইত্যাদি।
Queue
Stack
Union
Array
প্রশ্নঃ Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কোনো একটি ডেটা গঠনে ' push' ও 'pop' শব্দ দুটি সাধারণত Stacks -এর জন্য ব্যবহৃত হয় । ' Push' হলো একটি Stack -এ নতুন কোনো উপাদান যুক্ত করা এবং 'pop' হলো Stack থেকে তাৎক্ষণিক যুক্ত ডেটা বা উপাদান সরিয়ে নেয়া। Stack -এর বিকল্প নাম হিসেবে LIFO ( Last In First Out) ব্যবহৃত হয়।
তামার তার
অপটিক্যাল ফাইবার
তারহীন সংযোগ
উপরের সবকটি
প্রশ্নঃ ওয়াই-ফাই (Wi- Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ওয়াই-ফাই বা ওয়্যারলেস ফিডালিটি (Wireless Fidelity) হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান- প্রদান করতে পারে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ