অক্সিজেন
কার্ব ডাই-অক্সাইড
সালফার ডাই-অক্সাই
নাইট্রোজেন ডাই-অক্সাইড
প্রশ্নঃ কোন গ্যাসটি “ড্রাই আইস” তৈরিতে ব্যবহার করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'ড্রাই-আইস' তৈরিতে কার্বন ডাই -অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে গ্যাসকে তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রুপান্তরিত হয় । একে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। শুষ্ক বরফ নামকরণের তাৎপর্য হলো এটি দেখতে বরফের মত সাদা অথচ হাতে ধরলে হাত ভেজায় না । এটি নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে ও হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়।
টাইক্লোরোটাইফ্লুরো ইথেন
টেট্রাফ্লুরো ইথেন
ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
আর্গন
প্রশ্নঃ বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বর্তমানে পরিবেশবান্ধব ফ্রেয়ন হিসেবে রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনের কম্প্রেসারে টেট্রাফ্লুরোইথেন ব্যবহার করা হয়। এর IUPAC নাম 1,1,1,2 টেট্রাফ্লুরোইথেন। এর তাপজাতীয় ধর্মাবলী ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন-এর মতো হলেও ওজন স্তরের ভাঙনে এর প্রভাস কম। এছাড়া পৃথিবীর উষ্ণায়নেও এর প্রভাব কম হওয়ায় বর্তমানে ফ্রেয়ন হিসেবে এটিকে বেশি ব্যবহার করা হচ্ছে। একে নরফ্লুরেও বলা হয়।
আলফা রেস (Alpha rays)
বিটা রেস (Beta rays)
গামা রেস (Gama rays)
অক্স (এক্স) রেস (X-rays)
প্রশ্নঃ ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো - গামা রেস (Gama rays) । শরীরের কোনো স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। অপরদিকে কোবাল্ট আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি নিক্ষেপ করে দেহের সুস্থ কোষ কলা ঠিক রেখে ক্যান্সার টিউমার কোষকলাকে ধ্বংস করা হয়।
প্লাসটিড
মাইটোকন্ড্রিয়া
নিউক্লিয়াস
ক্রোমাটিন বস্তু
প্রশ্নঃ ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাকটেরিয়া এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। ব্যাকটেরিয়াল কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাষ্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই। এরা আদিকোষ (নিউক্লিয়াস সুগঠিত নয়) বিশিষ্ট এককোষী ,আণুবীক্ষণিক জীব।
এপিলেপসি
পারকিনসন
প্যারালাইসিস
থ্রমবোসিন
প্রশ্নঃ মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পারকিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যাতে হাতে ও পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী চলাফেরায় অপারগ হয়। স্নায়ু কোষে ডোপামিন নামক এক প্রকার নির্যাস তৈরি হয় যা চলাফেরায় সহায়তা করে। পারকিনসন রোগে ডোপামিন ছাড়া ঐ স্নায়ুকোষগুলো পেশিকোষগুলোকে সংবেদন পাঠাতে পারে না। ফলে পেশিকোষ কার্যকারিতা হারায়।
খেজুর পাম
সাগু পাম
নিপা পাম
তাল পাম
প্রশ্নঃ নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Nipa Fruticans সাধারণভাবে Nipa palm নামে পরিচিত। বাংলায় একে গোলপাতা বলে । গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম প্রধান উদ্ভিদ। এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরাে যে উদ্ভিদ গুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গেওয়া , কেওড়া গরান, আমুর ,বাইন, পশুর ইত্যাদি।
ট্রপোমন্ডল (Troposphere)
স্ট্রাটোমন্ডল (Stratosphere)
মেসোমন্ডল (Mesosphere)
তাপমন্ডল (Troposphere)
প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ট্রপোমণ্ডল (Troposphere) স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের ,বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠে থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৯ কিমি. এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
২.০৫%
০.৬৮%
০.০১%
০.০০১%
প্রশ্নঃ পৃথিবীর বারি মন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারন করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণ ও শতকরা হার হলো - জল বিভাগের নাম সমুদ্র, হিমবাহ, ভূগর্ভস্থ পানি , হ্রদ , মাটির আর্দ্রতা, বায়ুমণ্ডল, নদী, জীবমণ্ডল ১৩৭০,২৯, ৯.৫ , ০.১২৫, ০.০৬৫, ০.০১৩, ০.০০১৭ , ০.০০০৬ শতকরা হার (%) ৯৭.২৫ , ২.০৫, ০.৬৮, ০.০১, ০.০০৫, ০.০১ , ০.০০৫ , ০.০০১ ০.০০০১ , ০.০০০০৪
পিসিকালচার
এপিকালচার
মেরিকালচার
সেরিকালচার
প্রশ্নঃ বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার (Apiculture ) , অপরদিকে মৎস্যচাষ বিষয়ক বিদ্যা ও রেশম চাষ বিষয়ক বিদ্যাকে যথাক্রমে পিসিকালচার (Pisciculture ) ও সেরিকালচার (Sericulture ) বলা হয় ।
৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয়
জন্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হয়
প্রশ্নঃ মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যদি কোনো মা হেপাটাইটিস -বি দ্বারা আক্রান্ত থাকেন তবে তার গর্ভজাত সন্তানকে জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন দিতে হবে। তবে এর সাথে এইচবিআইজি (HBIG) - এর শটও দিতে হবে এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তােলার জন্য । মায়ের শরীরের হেপাটাইটিস B-এর জীবাণুর উপস্থিতি সনাক্ত না হলে শিশুর জন্মের পর 24 ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন প্রয়োগ করলে ও চলে।
Aedes aegypti মশা
House flies
Anopheles মশা
ইঁদুর ও কাঠবেড়ালী
প্রশ্নঃ ডেঙ্গু রোগ ছড়ায়---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'ডেঙ্গু' ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ। এডিস মশার কামড়ে বিশেষ করে Aedes aegypti ( এডিস এজিপটাই ) প্রজাতির মশার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এছাড়া এডিস-এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। Anopheles মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
স্ট্রাটোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
আয়োনোস্ফিয়ার
ওজোনস্তর
প্রশ্নঃ বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তুত বায়ুস্তরকে তাপমন্ডল বলে। এই মণ্ডলের বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়োনোস্ফিয়ার (Ionosphere ) বা আয়নমণ্ডল বলে। তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে অর্থাৎ প্রতিফলিত হয়।
দার্শনিক
পদার্থবিদ
রসায়নিকবিদ
কবি
প্রশ্নঃ স্টিফেন হকিন্স একজন---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্টিফেন হকিং একজন বিশিষ্ট ইংরেজ পদার্তবিজ্ঞানী ও গণিতজ্ঞ। ৮ জানুয়ারি ১৯৪২ তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন। মটর নিউরন ডিজিজে আক্রান্ত স্টিফেন হকিং 'ব্ল্যাক হোল থিওরি' প্রদান করেন। স্টিফেন হকিং রচিত বিখ্যাত বই ' A Brief History of Time' ১৪ মার্চ ২০১৮ তিনি মৃত্যুবরণ করেন।
নাইট্রোজেন গ্যাস
মিথেন গ্যাস
হাইড্রোজেন গ্যাস
কার্বন মনোক্সাইড
প্রশ্নঃ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রাকৃতিক গ্যাসের উপাদাগুলো হলাে: মিথেন ৮০% -৯০% ,ইথেন ১৩% ,প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে। আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫%-৯৯%।
তেল
সমুদ্রের ঢেউ
গ্যাস
কয়লা
প্রশ্নঃ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। সূর্য, পানি, বায়ু, পারমাণবিক শক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তির উৎসের উদাহরণ।
1111 1111
0000 0000
1010 0000
1100 0011
প্রশ্নঃ 10101111 এর 1's complement কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাইনারি পদ্ধতিতে প্রকাশিত সংখ্যার 0 ও 1 ডিজিট দুটিকে যথাক্রমে 1 ও 0 দ্বারা swap (বদল) করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1 এর পরিপূরক (1's complement ) বলে। তাই 10101111 সংখ্যাটিতে 1 ' এর পরিপূরক 0101000।
তামার তার
কো-এক্সিয়াল ক্যাবল
অপটিকাল ফাইবার
ওয়্যারলেস মিডিয়া
প্রশ্নঃ কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অপটিক্যাল ফাইবারের কোরের ভিতর দিয়ে আলো যাবার সময় তা বার বার প্রতিফলিত হয়ে আলোর বেগে চলতে থাকে। এভাবে বরাবরই সব জায়গায় প্রতিফলিত হয়ে এর ভিতর দিয়ে আলোর সিগনাল (ডেটা) স্থানান্তরিত হয়।
পিতল
তামা
লোহা
টিন
প্রশ্নঃ নিম্নের চারটি মধ্যে কোনটি ভিন্ন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। অপরদিকে তামা, লোহা ও টিন মৌলিক ধাতু। সুতরাং চারটির মধ্যে পিতল ভিন্ন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ