louses
lice
lices
licess
প্রশ্নঃ The is the plural form of the word "louse"?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কতগুলো noun (mouse, goose, louse) -এর মধ্যবর্তী vowel পরিবর্তন করে plural করা হয়। সুতরাং louse (উকুন) -এর plural form হলো lice।
He refrained to take any drastic action
He refrained to taking any drastic action
He refrained i taking any drastic actions
He refrained from taking any drastic action
প্রশ্নঃ Choose the correct sentence?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Refrain from doing something অর্থ নিজেকে কো কিছু থেকে বিরত রাখা। সুতরাং সঠিক বাক্য He refrained from taking any drastic action ।
ttility
frankness
privilege
superficial
প্রশ্নঃ Which word is closest in meaning to "Franchise"?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Franchise ( কোনো দেশ কর্তৃক প্রদত্ত অধিকার; জনাধিকার ) এর সমার্থক শব্দ Privilege (অসামান্য অধিকার, প্রাধিকার ) । অন্যদিকে utility অর্থ উপযোগ, উপযোগিতা, frankness অর্থ অকপটা, অমায়িকতা,আর Superficial অর্থ অগভীর , বাহ্য।
always
very rarely
nearly
hourly
প্রশ্নঃ "Once in a blue moon" means ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Once in a blue moon অর্থ কদাচিৎ বা প্রায় কখনো না অর্থাৎ very rarely ।
1558-1603
1625-1649
1603-1625
1649-1660
প্রশ্নঃ "Jecobean Period" of English Literature refers to ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইংরেজি সাহিত্যে Jocobean Period বলতে বোঝায় 1603-1625 সময়কাকে। 1558-1603 সময়কালকে বলা হয় Elizabethan Age, 1625-1649 সময়কালকে বলা হয় Caroline Age, 1625-1649 সময়কালকে বলা হয় Caroline Age; আর Commonwealth Period -এর সময়কাল 1649-1660।
Gerund
adverb
preposition
praticiple
প্রশ্নঃ A retired officer lives next door. Here "retired" word is used as a/an :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Verb - এর Past Participle form (retire +d ) যদি বাক্যে adjective - এর কাজ সম্পন্ন করে তাকে Past Participle বলে। বাক্যে retired (অবসরপ্রাপ্ত) শব্দটি adjective হিসেবে কাজ করছে। সুতরাং সঠিক উত্তর Participle ।
at
with
in
for
প্রশ্নঃ Choose the appropriate preposition in the blank of the following sentence : Eight men were concerned --- the plot.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Be concerned form something অর্থ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া।For যোগে বাক্যটির বাংলা: আটজন লোক ষড়যন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিল।
will freeze
freezes
would freeze
froze
প্রশ্নঃ Fill in the gap with the right tense : When water --- it turns into ice.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ When - দ্বারা যুক্ত দুটি clause এর result clause টি present indefinite tense -এ হলে when clause টিও present indefinite tense -এ হবে। সুতরাং শূণ্যস্থানে freezes হবে।
Extraordinary
spendthrift
economical
authentic
প্রশ্নঃ Which one is the correct antonym of "frugal"?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Frugal ( মিতব্যয়ী, হিসাবি) -এর সঠিক antonym হলো spendthrift (অমিতব্যয়ী, অপব্যয়ী) । তাছাড়া exraordinary শব্দের অর্থ অসাধারণ, economical -অর্থ মিতব্যয়ী, হিসাবি যা frugal -এর সমার্থক । আর authentic শব্দের অর্থ খাঁটি, অকৃত্রিম।
To challenge the enemy with courage
Force the enemy to submit
Out of one's wit
Surrender before the enemy
প্রশ্নঃ Choose the meaning of the idiom --- "Take the bull by the horns."
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ' Take the bull by the horns' idiom টির বাংলা অর্থ সাহসের সাথে শত্রুর মোকাবিলা করা বা বিপদের মোকাবিলা করা অর্থাৎ to challenge the enemy with courage ।
a few
quite a few
many
a little
প্রশ্নঃ Fill in the blank with the correct quantifier. I still have --- money.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Money শব্দটি non-countable noun । সুতরাং money শব্দটির পূর্বে non-countable quantifier বসবে। Option এর a few, quite a few এবং many quantifier গুলো countable noun -এর পূর্বে বসে। একমাত্র a little , non-countable noun এর পূর্বে ববে।
He is poor and honest
As he is poor, he is honest
He is poor but honest
Since he is poor, he is honest
প্রশ্নঃ Select the right compound structure of the sentence : "Though he is poor, he is honest"
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Though যুক্ত Complex sentence এ দুটি clause এ be verb এবং be verb এর পর adjective থাকলে Compound sentence এর structure হবে Sub + be verb + though যুক্ত অংশের adjective but + অপর adjective ।
The Rime of the Ancient Mariner
Kubla Khan
The Nightingle
The Dungeon
প্রশ্নঃ Where do the following lines occur in? "Alone, alone, all, all alone, Alone on a wide,k wide sea ......"
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'The Rime of the Ancient Mariner ' কবিতাটি Lyrical Ballads এর অন্তর্ভুক্ত যা S.T. Coleridge রচিত। প্রশ্নের চরণগুলো 'The Rime of the Ancient Mariner' কবিতা থেকে নেয়া হয়েছে।
Emily Dickinson
T.S Eliot
Mathew Arnold
John Donne
প্রশ্নঃ "For God's sake hold your tongue, and let me love." This line is written by ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'For God's sake hold your tongue, and let me love' লাইনটি John Donne এর কবিতা ' The Canonization ' থেকে নেওয়া হয়েছে। তার কবিতায় তিনি ভালোবাসাকে উপজীব্য করে তোলেন। এজন্য তিনি Poet of love হিসেবে বেশি প্রসিদ্ধ।
better to had get
had better to get
had better got
had better get
প্রশ্নঃ Fill in the blank : Tourists ---- their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শূন্যস্থানে had better get বসবে, কেননা had better এর পর verb -এর verb -এর base form বসে। অন্যান্য option -এ had better +verb -এর base form এর সঠিক প্রয়োগ নেই।
preposition
adverb
noun
conjuction
প্রশ্নঃ The sun went down. The "down" word is used here as a/an :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Underlined word 'down' বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা down শব্দটি verb কে modify করছে।
Doing this is impossible
This is impossible to be done
This is must be done
This can't be done
প্রশ্নঃ Identify the right passive voice of "It is impossible to do this".
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ It is + adjective + infinitive + noun /pronoun যুক্ত বাক্যকে Passive voice করার structure : Noun /Pronoun + be verb + adjective + to be + verb -এর p.p। সুতরাং সঠিক Passive voice হলে This is impossible to be done ।
John Milton
Jane Mansfield
William Cowper
William Shakespeare
প্রশ্নঃ Of the following authors, who wrote an epic?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Option এ প্রদত্ত author দের মধ্যে epic (মহাকাব্য ) লেখেন এমন author হলেন John Milton । Jon Milton -এর উল্লেখযোগ্য মহাকাব্য হলো Paradise Lost, Paradise Regained।
vague idea
in offensive expression
a sonnet
wise saying
প্রশ্নঃ The literary term "euphemism" means---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাহিত্য সংক্রান্ত পদ' euphemisem' -এর অর্থ সুভাষণ, খারাপ বা কর্কশ শব্দের পরিবর্তে শ্রুতিমধুর বা কোমল শব্দের ব্যবহার, যেমন -'মৃত্যু' শব্দের বদলে 'পরলোকগমন' । Option (খ) এ প্রদত্ত in offensive (inoffensive expression) -এর অর্থ শালীন অভিব্যক্তি।
Common noun
Abstract noun
Materiel noun
Proper noun
প্রশ্নঃ "Mutton" is a/an
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Mutton (মেষমাংস, ভেড়ার মাংস) হলো Material noun কেননা, mutton শব্দটি পদার্থ বিষয়ক।
Verbal noun
Praticiple
Verb
Greund
প্রশ্নঃ Reading is an excellent habit, Here, the "Reading" word is a -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ verb -এর সাথে ing যুক্ত হয়ে যদি তা বাক্যে noun হিসেবে কাজ করে তখন তাকে Gerund বলে। Underlined word, reading শব্দটি বাক্যে subject তথা noun হিসেবে কাজ করছে, সুতরাং শব্দটি Gerund।
such
either
that
any
প্রশ্নঃ Which one of the following words is an example of a distributive pronoun?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় তা Distributive pronoun । Either , each, neither হলো distributive pronoun -এর উদাহরণ । অন্যদিকে that , such হলো Demonstrative pronoun, আর any হলো Indefinite pronoun ।
Mathew Arnold
Alexander Pope
Robert Browning
Alfred Tennyson
প্রশ্নঃ Who is not a Victorian poet?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইংরেজি সাহিত্যে 1832-1901 সময়কালকে Victorian period বলা হয়। আর এ সময়ের উল্লেখযোগ্য কবি হলেন Mathew Arnold (1822-1888) , Robert Browning (1812 -1889) ও Alfred Tennyson (1809-1892) । অন্যদিকে Alexander Pope (1688-1744) হলেন Augustan period (1700 -1745) - এর কবি।
A big speech
Maiden speech
An unimportant speeech
A verbose speech
প্রশ্নঃ A speech of too many words is called---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শব্দ বহুল Speech কে বলা হয় ' a verbose speech' (শব্দাড়ম্বরপূর্ণ বক্তৃতা)।
Noun clause
Adjective clause
Adverbial clause
Subordinate clause
প্রশ্নঃ "Strike while the iron is hot" is an example of ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Adverbial clause হলো এক ধরনের Independent clause যা adverb হিসেবে কাজ করে এবং complex sentence এর verb, adjective এমনক adverb কে modify করতে পারে। সুতরাং Strike while the iron is hot হলো Adverbial clause -এর উদাহরণ ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ