প্রবন্ধ
উপন্যাস
নাটক
আত্মজীবনী
প্রশ্নঃ রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর ' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয় । তার আরেকটি প্রবন্ধ 'অবরোধবাসিনী' । তার রচিত দুটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' ।
নেকড়ে অরণ্য
বন্দী শিবির থেকে
নিষিদ্ধ লোবান
প্রিয়যোদ্ধা প্রিয়তম
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধাকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ কাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা : তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি ,স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে। আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ : আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম ) , যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান ) ও আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান) অন্যদিকে নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শাসুল হক ও হারুন হাবীব।
লালন শাহ্
হাসন রাজা
পাগলা কানাই
রাধারমণ দত্ত
প্রশ্নঃ ’আমার ঘরের চাবি পারের হাতে’- গানটির রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান- 'আমার ঘরের চাবি পরের হাতে' খাঁচার ভিতর অচিন পাখি' 'বাড়ির কাছে আরশী নগর ' 'আমার ঘরখানায় কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। অন্যদিকে মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান- 'লোকে বলে বলেরে' বাউলা কে বানাইলো রে ' 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো' পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।
কাজী আবদুল ওদুদ
আবুল ফজদ
রশীদ করিম
হুমায়ুন কবির
প্রশ্নঃ ’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'নদী ও নারী' (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলার কাব্য, মার্কসবাদ , শিক্ষক ও শিক্ষার্থী (প্রবন্ধ) : স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী (কাব্য)। অন্যদিকে কাজী আবদুল ওদুুদ ,আবুল ফজল ও রশীদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে - নদীবক্ষে ,চৌচির ও উত্তম পুরুষ।
শেষলেখা
শেষপ্রশ্ন
শেষকথা
শেষদিন
প্রশ্নঃ কোনটি বরীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বেশেষ কাব্যগ্রন্থ শেষলেখা (১৯৪১) । তিনি মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাজ্ঞলি , ক্ষণিকা, সেজুঁতি ,জন্মদিন। অন্যদিকে 'শেষপ্রশ্ন' উপন্যাস ও 'শেষকথা' ছোটগল্পের রচয়িতা যথাক্রমে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর ।
কলকাতা
ঢাকা
লন্ডন
মুর্শিদাবাদ
প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় । নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট নিয়ে রচিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র : নবীন মাধব, রাইচরণ, তোরাপ, গোলক বসু । তার আরো কয়েকটি নাটক: নবীন তপস্বিনী, লীলাবতী , জামাই বারিক, কমলে কামিনী।
আগমনী
কোরবানী
প্রলয়োল্লাস
বিদ্রোহী
প্রশ্নঃ কাজী নজরুল ইসমালের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা (১৯২২) । এ কাব্যগ্রন্থে মোট ১২ টি কবিতা স্থানে পেয়েছে। কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা যথাক্রমে 'প্রলয়োল্লাস' ও ' বিদ্রোহী ' 'বিদ্রোহী কবিতা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যের অন্যান্য কবিতা: আগমনী, কোরবানী ,রক্তাম্বরধারিণী মা , ধূমকেতু ,কামাল পাশা, আনোয়ার ,রণ ভেরী, শাত-ইল-আরব ,খেয়া-পারের তরণী ও মোহররম।
গাজী মিয়াঁর বস্তানী
হাঁসুলী বাঁকের উপকথা
ভাওয়াল গড়ের উপাখ্যান
ঠাকুরবাড়ির আঙিনা
প্রশ্নঃ কোনটি জসীমউদ্দীনের রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পল্লিকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙিনায়' । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট ,মাটির কান্না (কাব্য) , পদ্মাপাড়, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধু (নাটক) ;চলে মুসাফির, হলদে পরীর দেশ (ভ্রমণকাহিনি) ; বোবাকাহিনী (উপন্যাস) । অন্যদিকে গাজী মিয়াঁর বস্তানী (আত্মজীবনীমূলক) ,হাঁসূলী বাঁকের উপকথা (উপন্যাস) ও ভাওয়াল গড়ের উপাখ্যান (উপন্যাস) গ্রন্থের রচয়িতা যথাক্রমে মীর মশাররফ হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আবু জাফর শামসুদ্দীন।
১৮৬০
১৮৬৫
১৮৫৯
১৮৬১
প্রশ্নঃ কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) । সংস্কৃত মহাকাব্য রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯ টি ,যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যের আরো কয়েকটি মহাকাব্য : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'বৃত্রসংহার' নবীনচন্দ্র সেনের 'রৈবতক', কায়কোবাদের মাহশ্মশান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর 'স্পেনবিজয় কাব্য' হামিদ আলীর 'কাসেমবধ কাব্য'
কাজী নজরুল ইসলাম
শাহাদাৎ হোসেন
সঞ্জয় ভট্টাচার্য
সুধীন্দ্রনাথ দত্ত
প্রশ্নঃ ’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্রাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু ,লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"
হরপ্রসাদ শাস্ত্রী
রামরাম বসু
দেবেন্দ্রনাথ ঠাকুর
অক্ষয়কুমার দত্ত
প্রশ্নঃ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু রচিত দুটি গ্রন্থ : রাজা প্রতাপাদিত্য চরিত্র' 'লিপিমালা' । উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: বত্রিশ সিংহাসন , হিতোপদেশ, রাজাবলি । অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা । তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।
বুদ্ধদেব বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
মীর মশাররফ হোসেন
সৈযদ শামসুল হক
প্রশ্নঃ ’চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্পের প্রধান চরিত্র 'চন্দরা' । তার ছোটগল্পের বিখ্যাত আরো কয়েকটি চরিত্র: ফটিক (ছুটি) ,রতন (পোস্টমাস্টার) মৃন্ময়ী (সমাপ্তি) চারু (নষ্টনীড়) ,সুরবালা (একরাত্রি) ,কাদম্বিনী (জীবিত ও মৃত) ,রহমত ও খুকী (কাবুলিওয়ালা) ,কল্যাণী (অপরিচিতা) ,অপু (হৈমন্ত্রী) ।
উপন্যাস
ছোটগল্প
প্রবন্ধ
অনুবাদ নাটক
প্রশ্নঃ মুনীর চৌধুরী ‘মুখরা রমনী বশীকরণ’ একটি-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের 'The Taming of The Sharew' নাটকের অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ ' নামে। তার আরো দুটি অনুবাদ নাটক জর্জ বার্নার্ড শ-র 'ইউ নেভার ক্যান টেল' -এর অনুবাদ 'কেউ কিছু বলতে পারে না' ও জন গলসওয়ার্দির 'দি সিলভার বকস' এর অনুবাদ 'রুপার কৌটা' তার আরো কয়েকটি নাটক: রক্তাক্ত প্রান্তর ,চিঠি, কবর, দণ্ডকারণ্য।
আবু ইসহাক
সুী গঙ্গোপাধ্যায়
প্রমথনাথ বিশী
প্রমথ চৌধুরী
প্রশ্নঃ ’বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ: চার ইয়ারি কথা' আহুতি (গল্পগ্রন্থ) : তেল -নুন-লকড়ি, বীরবলের হালখাতা , নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) । অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীললোহিত ' ও 'সনাতন পাঠক'।
শূণ্য
ত্রিভুজ
পূন্য
ভূবন
প্রশ্নঃ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধরুপ যথাক্রমে শ্বন +য = শূন্য, পূ + উন্য = পুণ্য ও ও ভূ +অন =ভুবন । এই তিনটি শব্দই সংস্কুত কৃৎ প্রত্যয় যোগে গঠিত।
জবাবদিহি
মিথস্ক্রিয়া
একত্রিত
গৌরবিত
প্রশ্নঃ কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অপশনে প্রদত্ত 'একত্রিত' শব্দটি প্রত্যয়ের অপপ্রয়োগজিনত অশুদ্ধ। এর শুদ্ধ প্রয়োগ একত্র। শব্দে অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ করা যায়। যেমন- উৎকর্ষতা শব্দের শুদ্ধরুপ উৎকর্ষ ,ধৈর্যতা শব্দের শুদ্ধরুপ ধৈর্য, ঐক্যতা শব্দের শুদ্ধরুপ একতা /ঐক্য ইত্যাদি। 'জবাবদিহি' মিশ্র শব্দ ( আরবি + ফারসি) 'মিথস্ক্রিয়া ' শব্দটি সংস্কৃত এবং গৌরবিত শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ ।
৭টি
৮টি
৬টি
১১টি
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি । যথা : অ, আ, ই, উ, এ, ও , অ্যা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা ও স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ যথাক্রমে ১১,৮ ও ৬ টি।
সংস্কৃত
হিন্দি
অহমিয়া
তুর্কি
প্রশ্নঃ ”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'বাবা' শব্দটি তুর্কি ভাষার শব্দ। আরো কয়েকটি তুর্কি ভাষার শব্দ : চাকর , চাকু, তোপ , উজবুক, উর্দি কুলি, খান, খোকা, বাবুর্চি ,বেগম ,ি মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি। হিন্দি শব্দ: খানাপিনা পানি, ভরসা কাহিনি,চাটনি ইত্যাদি। হিন্দি শব্দ : খানাপিনা , পানি , ভরসা, কাহিনি, চাটনি ইত্যাদি। সংস্কৃত শব্দ : চন্দ্র , সূর্য, নক্ষত্র , ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
বাতিল
পালাবদল
মামুলি
নিরপেক্ষ
প্রশ্নঃ ”Null and Void" এর বাংলা পরিভাষা কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Null and Void' এর পরিভাষা হলো : বাতিল। অন্য Option গুলোর মধ্যে পালাবদল -এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি -trifling এবং নিরপেক্ষ neutral ।
স্বায়ত্ত্বশাসন
সায়ত্তশাসন
সায়ত্ত্বশাসন
স্বায়ত্তশাসন
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশ্নে উল্লিখিত চারটি অপশন-ই অশুদ্ধ। এর শুদ্ধ বানান স্বায়ত্তশাসন।
দেশি
বিদেশী
তদ্ভব
অর্ধ-তৎসম
প্রশ্নঃ ”গিন্নি” কোন শ্রেণির শব্দ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ-তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ : জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী , বোষ্টম, কুচ্ছিত-এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী ,বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
শ্রৎ+ধা+অ+আ
শ্রৎ+ধা+আ
শ্র+ধা+আ
শ্রু+ধা+আ
প্রশ্নঃ ”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকতি-প্রত্যয় কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সংস্কৃত কৃৎ প্রত্যয় অ (অঙ) +স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ হলো শ্রদ্ধা । এর গঠন : শ্রৎ + ধা + অ + আ = শ্রদ্ধা। এরুপ আরো কয়েকটি শব্দ: কৃপ + অ+ আ=কৃপা, ক্রীড় +অ +আ=ক্রীড়া , প্র + জ্ঞা + অ +আ= প্রজ্ঞা, ব্যথি + অ + আ=ব্যথা।
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
প্রশ্নঃ পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পুষ্পের সৌরভ =পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান= চাবাগান, রাজার পুত্র =রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।
অর্ণব
অর্ক
প্রসূন
পল্লব
প্রশ্নঃ ”সূর্য” শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সূর্য শব্দের প্রতিশব্দ: অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তণ্ড ,সবিতা, দিনেশ, রবি, অংশুমালী, আফতাব। অর্ণব শব্দের অর্থ : সমুদ্র ,অম্বুধি ,পয়োধি, পাথার, সাগর, জলধি, রন্তাকর , সিন্ধু। প্রসূন অর্থ পুষ্প ,ফুল, কুসুম। পল্লব অর্থ গাছের পাতা ,কিশলয়, কচি পাতা।
হ্+ম
ক্+ম
ষ্+ম
ম্+হ
প্রশ্নঃ ”হ্ম” যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'হ্ম' যুক্তবর্ণটি বিশ্লিষ্ট করলে হ্ + ম পাওয়া যায় । যেমন -ব্রহ্ম, ব্রাহ্মণ । ক্ষ= ক্+ষ (উচ্চারণ ক্+খ-এর মতো ) যেমন -শিক্ষা , বক্ষ, রক্ষা।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ