পাহাড়ের পাদদেশে
নদীর নিম্ন অববাহিকায়
নদীর উৎপত্তিস্থলে
নদী মোহনায়
প্রশ্নঃ ’পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি , বালি প্রভৃতি জমা হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরুপ সৃষ্টি হয়, তাকে পলল ব্যজনী বিা পলল পাখা (Alluvial Fan) বলে। হিমালয়ের পাদদেশে এরুপ অনেক পলল পাখা দেখা যায়।
জাপানের উন্নয়ন কৌশল
সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
প্রশ্নঃ ’সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ The Sendai Framework for Disaster Risk Reduction (2015 -30) হলো ১৪-১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের 'দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক' আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
রাজশাহী
দিনাজপুর
খুলনা
চট্টগ্রাম
প্রশ্নঃ প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।
আকবর
বাবর
শাহজাহান
হুমায়ুন
প্রশ্নঃ নিচের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহম্মদ বাবর তুর্কি ভাষায় 'তুজুক-ই- বাবুরী ' বা বাবরনামা নামে তার জীবন স্মৃতি রচনা করেন। তিনিই প্রথম আত্মজীবনী রচনাকারী মোগল সম্রাট। এটি মোগল রাজ কর্মকর্তা বৈরাম খান -ই-খানানের পুত্র আবদুর রহিম খান -ই -খানান কর্তৃক ফারসি ভাষায় অনূদিত হয়। এছাড়া মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্মচরিত বা স্মৃতিকথা রচিত হয় 'তুজুক-ই-জাহাঙ্গীরী 'নামে। আর খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনা সমৃদ্ধ একটি নথি 'আইন-ই-আকবরী'।
ফেব্রুয়ারিতে
মে মাসে
জুলাই মাসে
আগস্টে
প্রশ্নঃ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে 'বাঙালি জাতির মুক্তির সনদ' নামে খ্যাত ঐতিহাসিক 'ছয় দফা' ঘোষণা করেন। এ দফাকে যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ১৫ জুন ১২১৫ স্বাক্ষরিত ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফার প্রতম দফায় বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রুপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষীবাহিনী গঠন।
ক্যাপ্টেন এম মনসুর আলী
তাজউদ্দীন আহমদ
এ. এইচ. এম কামারুজ্জামান
খন্দকার মোশতাক আহমদ
প্রশ্নঃ মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনবার্সন মন্ত্রী কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১০ এপ্রিল ১৯৭১ গঠিত বাংলাদেশের প্রথম সরকার তথা মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র,সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামারুজ্জান । এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। অর্থ, বাণিজ্য শিল্প ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী। খন্দকার মোশতাক আহমদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী।
দ্বি-জাতি তত্ত্ব
সামাজিক চেতনা
অসাম্প্রদায়িকতা
বাঙ্গালী জাতীয়তাবাদ
প্রশ্নঃ কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাকিস্তান সৃষ্টির পর যখন বাংলা ভাষা ও সংস্কৃতির উপর প্রথম আঘাত আসে, তখন বাঙালি জনগণ বিশেষ করে যুবসম্প্রদায় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ভাষা আন্দোলন। মূলত তখন থেকেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা পূর্ব বাংলার ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্মের পথ সুগম করে। এ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক ,জব্বারসহ নাম না জানা অনেকের জীবন বিসর্জনের মধ্য দিয়ে।
শেরে বাংলা এ কে ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
নবাব স্যার সলিমুল্লাহ
প্রশ্নঃ ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাকিস্তান সরকার ১৯৫৪ সালের মার্চে তৎকালীন পূর্ব পাকিস্তানে /পূর্ব বাংলায় প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পূর্ব বাংলার কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে 'যুক্তফ্রন্ট নামে একটি ঐক্যজোট গঠিত হয়। যুক্তফ্রন্টের দলগুলো ছিল আওয়ামী মুসলিম লীগ ,কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরায়ার্দী ,শেরে বাংলা এ কে. ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'যুক্তফ্রন্ট' প্রদত্ত ২১ দফা পূর্ব বাংলার জনসমক্ষে তুলে ধরেন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে নির্বাচন যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। নবাব স্যার সলিমুল্লাহ ১৯০৬ সালে 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' প্রতিষ্ঠা করেন।
বরিশালে
ময়মনসিংহে
খাগড়াছড়িতে
দিনাজপুরে
প্রশ্নঃ জুম চাষ হয়---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি। এর প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ পদ্ধতি। এর প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। জুম বা স্থানান্তর চাষাবাদ সাধারণভাবে 'সুইডেন চাষাবাদ' বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ হিসেবে পরিচিত। জুম চাষ পার্বত্য অঞ্চলের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ক্ষুদ্র -নৃগোষ্ঠীদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে প্রতি বছর প্রায় ২০,০০০ হেক্টর ভূমি এ পদ্ধতিেত চাষাবাদ করা হয়।
রাঙ্গামাটি জেলায়
খাগড়াছড়ি জেলায়
বান্দরবান জেলায়
সিলেট জেলায়
প্রশ্নঃ চাকমা জনগোষ্ঠীর লোকসংখা সর্বাধিক---
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
১৯৭৯ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি দেশের জনসংখ্যার সরকারি গণরাই আদমশুমারি। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। দেশে সর্বশেষ পঞ্চম আদমশুমারি করা হয় ১৫- ১৯ মার্চ ২০১১। বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ।
নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
ক্রমহ্রাসমান
অপরিবর্তিত থাকছে
প্রশ্নঃ বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ তিন খাতে ভাগ করা হয়- কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত। বিগত কয়েকটি অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ১৬.০০ শতাংশ থেকে ক্রমশ হ্রাস পেয়ে ( ২০১৭-১৮ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১৪.২৩ শতাংশে (অর্থবছর ২০১৭-১৮ : চূড়ান্ত হিসাব।) সুতরাং বলা যায়, দেশের জিডিপিতে কৃষিখাতে অবদান ক্রমহ্রাসমান। তবে জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান । তবে জিডিপিতে অপর দুটি বৃহৎ খাত সেবা ও শিল্পের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক
সোনালী ব্যাংক
অগ্রণী ব্যাংক
রূপালী ব্যাংক
প্রশ্নঃ বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক ৫৯ টি । তন্মধ্যে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি ও রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত বিশেষায়িত ব্যাংক ৩ টি হলো : বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান হয় ১৯৭৩ সালে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান। BKB ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এবং ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক - এর সমন্বয়ে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংকের উত্তরসূরি। অপরদিকে সোনালী, অগ্রণী ও রুপালী বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
ধারা ২৬
ধারা ২৭
ধারা ২৮
ধারা ২৯
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গণপ্রজাতনন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ নম্বর ধারায় বলা হয়েছে। 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী'। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়নের কথা বলা হয়েছে ২৫ নম্বর অনুচ্ছেদে। সংবিধানের ২৯ অনুচ্ছেদ সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা সম্পর্কিত। ৩১ ধারায় বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার সম্পর্কে।
২৬
২৭
২৯
৩০
প্রশ্নঃ বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুযায়ী বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) ৩০ জন। আর বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৮ অনুসারে এ সংখ্যা ২৮ জন। ]
৭.০০%
৭.১২%
৭.৩০%
৭.৪০%
প্রশ্নঃ ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় ২০ অক্টোবর ২০১৫। এ পরিকল্পনার প্রতিপাদ্য হলো 'প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ' নাগরিকের ক্ষমতায়ন। ' সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে (২০১৬-২০) প্রতিবছর গড় মূল্যস্ফীতি ৫.৫% মাথাপিছু আয় ২০০৯ মার্কিন ডলার এবং দারিদ্র্যের হার ১৮.৬০% নির্ধারণ করা হয়। এ বার্ষিক পরিকল্পনার শেষ অর্থ বছরে (২০২০-২০২১) জিডিপি-এর প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে করা হয়েছে যথাক্রমে ৮% ও ৫.৫%।
৫.৯২%
৬.০%
৬.৪১%
৬.৪৩%
প্রশ্নঃ ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৩-১৪ অর্থবছরের শুরু থেকেই দেশে মূল্যস্ফীতির হার হ্রাস পেতে থাকে। বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ২০১৩-১৪ অর্থবছরে ৭.৩৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১৪-১৫ তে দাঁড়ায় ৬.৪১ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরে তা নেমে আসে ৫.৯২ শতাংশে। আর ২০১৭-১৮ (জুলাই-এপ্রিল ২০১৮) অর্থবছরে মূল্যস্ফীতি ৫.৮৩ শতাংশ।
ফার্নেস অয়েল
কয়লা
প্রাকৃতিক গ্যাস
ডিজেল
প্রশ্নঃ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বার্মা ওয়েল কোম্পানির হাত ধরে এ দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে। দেশের শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়া হয় সর্বপ্রথম ছাতক গ্যাসক্ষেত্র থেকে ১৯৫৯ সালে। শিল্পখাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। বর্তমানে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০% ব্যবহৃত হয় শক্তি উৎপাদন ও সার উৎপাদনের কাজে । দেশের মোট ব্যবহৃত গ্যাসের খাতওয়ারি হার হচ্ছে : বিদ্যুৎ উৎপাদন ৪০.৭৮% , সার ৫.০২% এবং শিল্প ,বাণিজ্য ও গার্হস্থ্য ৩৩.১৪% ।
৩ বছর
৪ বছর
৫ বছর
৬ বছর
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধানের ১১৮ ও ১১৯ নম্বর ধারায় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং এর দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১১৮ ও ১১৯ নম্বর ধারায় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং এর দ্বায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান, নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন। ১১৮ (৩) ধারায় বলা হয়েছে, এই সংবিধানের বিধানবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে।'
নির্বাচন কমিশনের অনুতিক্রমে প্রার্থী হতে পারবেন
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
প্রশ্নঃ দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না। কারণ গণপ্রতিনিধিত্ব আদেশে বা The Representation of the Peoples Order 1972 (RPO) -এ বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হলে সে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। উক্ত বিধিমালার ১২ (১) ধারায় বর্ণিত জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য যোগ্যতা হলাে: -দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। -কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে।
পৌরসভা
পল্লী বিদ্যুৎ
সিটি কর্পোরেশন
উপজেলা পরিষদ
প্রশ্নঃ কোনটি স্থানীয় সরকার নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকার ব্যবস্থাকে বোঝায়। প্রফেসর আর এম জ্যাকসন বলেন, 'স্থানীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করার এক পদ্ধতি বিশেষ। ' ২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকারব্যবস্থা বিদ্যমান। স্তরগুলো হলো - গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে -পৌরসভা ও সিটি কর্পোরেশন ।
আইন মন্ত্রণালয়ের
রাষ্ট্রপতির
স্পীকারের
জাতীয় সংসদের
প্রশ্নঃ আইন প্রণয়নের ক্ষমতা----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কেবল জাতীয় সংসদেরই আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫(১) ধারায় বলা হয়েছে যে, 'জাতীয় সংসদ ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন -ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যাস্ত হইবে; তবে শর্ত থাকে যে, সংসদের আইন-দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।
রাজনৈতিক দল
সুশীল সমাজ
বিচার বিভাগ
প্রশাসন বিভাগ
প্রশ্নঃ সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুশীল সমাজের ধারণাটি নতুন হলেও এর সুস্পষ্ট ধারণা পাওয়া যায় জন লক, রুশোসহ আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের লেখনীতে। তবে সুশীল সমাজ সম্পর্কে প্রচ্ছন্ন ধারণা পাওয়া যায় অ্যান্টোনিও গ্রামসির লেখায়। বিশেষ করে সমাজতন্ত্রের পতনের প্রাক্কালে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সুশীল সমাজকে আপনরুপে বিকশিত হতে দেখা যায়। মূলত সুশীল সমাজ হলো সমাজের এমন একটি শ্রেণি যারা সরকারে থাকে না আবার কর্পোরেট গ্রুপে ও থাকে না। এরা সরকার ও প্রাইভেট সেক্টরের মাঝামাঝি একটি গ্রুপ । এদের ধর্ম হলো - এরা সরকার ও প্রাইভেট সেক্টর উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বিস্তার করতে পারে। এরা সরকারকে সহযোগিতা ও করতে পারে আবার সরকার বিরোধী অবস্থান নিয়ে সরকারের ভিতও নাড়িয়ে দিতে পারে।
৩০ বছর
৩৫ বছর
৪০ বছর
৪৫ বছর
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নূন্যতম বয়স----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গণপ্রজান্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে সংবিধানের ৪৮(৪) ধারায় বলা হয়েছে যে, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ -সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
১২
১৩
১৪
১৫
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতেকে বৃহৎ তিনটি খাত- কৃষি, শিল্প ও সেবা খাতে বিভক্ত করা হয়। এ ৩টি বৃহৎ খাত সার্বিকভাবে ১৫ টি খাতে বিভক্ত। সেগুলো হলো : কৃষি খাত: ১. কৃষি ও বনজ (ক. শস্য ও শাকসবজি , খ. প্রাণিসম্পদ ও গ. বনজসম্পদ) ২. মৎস্যসম্পদ । শিল্প খাত: ৩. খনিজ ও খনন (ক. প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তৈল ও খ. অন্যান্য খনিজ সম্পদ ও খনন ) , ৪. শিল্প (ক. বৃহৎ ও মাঝারি শিল্প ও খ. ক্ষুদ্রায়তন শিল্প), ৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ (ক. বিদ্যুৎ খ. গ্যাস ও গ. পানি ) ৬. নির্মাণ। সেবা খাত: ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য ৮. হোটেল ও রেস্তোরাঁ ৯. পরিবহন ,সংরক্ষণ ও যোগাযোগ (ক. স্থুলপথ পরিবহন , খ. পানিপথ পরিবহন, গ. আকাশপথ পরিবহন ঘ. সহযোগী পরিবহন সেবা ও প্রতিষ্ঠানিক সেবা (ক. ব্যাংক খ. বীমা ও গ. অন্যান্য), ১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, ১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা ১৩. শিক্ষা ১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং ১৫. কমিউনিটি ,সামাজিক ও ব্যক্তিগত সেবা।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ