৩০,০০০ কোটি টাকা
৩০,৫০০ কোটি টাকা
৩১,০০০ কোটি টাকা
৩১,২০০ কোটি টাকা
প্রশ্নঃ ২০০৯-১০ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ধরা হয়---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ধরা হয় ৩০,৫০০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১,১০,৭০০ কোটি টাকা।
আসাম
মণিপুর
নাগাল্যান্ড
মিজোরাম
প্রশ্নঃ টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভারতের মণিপুর রাজ্যের বারাক এবং তুইভাই নদীর সঙ্গমস্থলে ভারত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের জন্য নির্মিত বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে ১০০ কিমি দূরে অবস্থিত। টিপাইমুখ বাঁধ বাস্তবায়ন করলে বাংলাদেশের উপর মারাত্মক বিরুপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অনেকে এ প্রকল্পকে আরেকটি ফারাক্কা বাঁধ হবে বলে মতামত দিয়েছেন। এ বাঁধটির উচ্চতা হবে ১৬৪ মিটার। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ১৫০০ মেগাওয়াট।
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
অরুন্ধতী রায়
রাজা রামমোহন রায়
প্রশ্নঃ ”আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না”-- এ উক্তিটি করেন--
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
ইরান
ইসরাইল
উত্তর কোরিয়া
দক্ষিণ আফ্রিকা
প্রশ্নঃ বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতারধর দেশ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া। দেশটি ৯ অক্টোবর , ২০০৬ সালে অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পারমাণবিক শক্তিধর অন্যান্য রাষ্ট্রসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া , চীন , ভারত এবং পাকিস্তান।
ফার্ন
ফনিমনসা
আদা
পাথরকুচি
প্রশ্নঃ কোন উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে। আদা এক ধরনের রাইজোম জাতীয় রুপান্তরিত কাণ্ড। পাথরকুঁচি উদ্ভিদ তার পাতার সাহয্যে বংশবৃদ্ধি করে। ফার্ন এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
রোম
জেনেভা
ব্যাংকক
প্যারিস
প্রশ্নঃ FAO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ FAO- বা বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ১৬ অক্টোবর , ২০০৬ সালে অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পারমাণিক শক্তিধর অন্যান্য রাষ্ট্রসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য , ফ্রান্স ,রাশিয়া ,চীন ,ভারত এবং পাকিস্তান।
বাজেট বিশ্লেষণ
দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
পঞ্চবার্ষিকী পরিকল্পনা
দরিদ্রজনকে ঋণদান প্রণালী
প্রশ্নঃ PRSP হচ্ছে
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ PRSP বা Poverty Reduction Strategy Papers দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯৯ সালে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্যোগে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্যের পরিমাণ ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ।
ময়মনসিংহ
রাজশাহী
রংপুর
ঢাকা
প্রশ্নঃ ”ভাওয়াইয়া” বাংলাদেশের কোন অঞ্চলের গান?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'ভাওয়াইয়া' বাংলা লোকসঙ্গীতের এক বিশিষ্ট ধারা। চড়ার দিকে এর সুর দীর্ঘ টানযুক্ত হয়। তবে এই সুর ভাটিয়ালির মতো একটানা নয় । স্থানে স্থানে ভাওয়াইয়ার সুর ভেঙে আসে এবং তাতে শ্বাসের আঘাত লাগে। ভাঙ্গা ভাঙ্গা দীর্ঘ টানের সঙ্গে শ্বাসের আঘাত মিশে ভাওয়াইয়া গানকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করে। ভাওয়াইয়া একটি শ্রেণীর নাম। এর নানা উপশ্রেণী আছে। যেমন - মৈষাল বন্ধুর গান, গাড়োয়ালি গান, মাহুত বন্ধুর গান, চটকা, ক্ষীরোল প্রভৃতি ভাওয়াইয়ার উল্লেখযোগ্য উপশ্রেণী।
নার্গিস
সিডর
ক্যাটারিনা
মোরা
প্রশ্নঃ বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড় ছিল আইলা, ,যা ২৫ মে ২০০৯ আঘাত হানে। তবে সর্বশেষ ২১ মে ২০১৬ আঘাত হানে ঘূর্ণিঝড় রোয়ানু।
ভারত
ব্রাজিল
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ আফ্রিকা
প্রশ্নঃ ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১০ সালের ১১ জুন -১১ জুলাই বিশ্বকাপ ফুটবলের ১৯ তম আসর বসে দক্ষিণ আফ্রিকায়। এ আসরে ৩২ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় স্পেন, রানার্সআপ হয় নেদারল্যান্ডস। এ আসরের মাসকট ছিল জ্যাকুমি। ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে। এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি এবং রানার্স আপ আর্জেটিনা। ২০১৮ সালে ২১ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ার।
ঢাকা
নয়াদিল্লী
কলম্বো
কাঠমান্ডু
প্রশ্নঃ প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রথম সাফ গেমস ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। এতে ৫ টি ইভেন্টের ওপর ৭ টি দেশ অংশগ্রহণ করে।
নাটোর
নওগাঁ
চাঁপাইনবাবগঞ্জ
রাজশাহী
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর ১৯৪৮ সালে বরিশাল জেলার বাবুগঞ্জের রহিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জ ঘাঁটি দখল করতে গিয়ে সম্মুখ সমরে শহীদ হন। তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
২৯ ডিসেম্বর ২০০৮
৩০ ডিসেম্বর ২০০৮
৩১ ডিসেম্বর ২০০৮
০১ জানুয়ারি ২০০৯
প্রশ্নঃ নবম জাতীয় সংসদ নির্বাচ অনুষ্ঠিত হয়--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর (সোমবার) ২০০৮ সালে। এ নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ২০০৮ এবং প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ২০০৮ এবং প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১১ ডিসেম্বর ২০০৮। এ নির্বাচনে মহাজোট সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ জানুয়ারি ২০১৪ ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
তাজউদ্দীন আহমেদ
প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার ভবেরপাড়ার বৈদ্যনাথতলা/ আমবাগানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। এ সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
জাতীয় সংসদ
মন্ত্রী পরিষদ
রাষ্ট্রপতি শাসিত সরকার
পার্লামেন্ট
প্রশ্নঃ বাংলাদেশের আইনসভার নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে 'জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হবে।
মারদেকা প্রাসাদ
এলিসি প্রাসাদ
বাকিংহাম প্রাসাদ
মানালা প্রাসাদ
প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফ্রান্সের প্যারিসে অবস্থিত এলিসি প্রাসাদ (Elysee Palace) ১৭১৮ সালে নির্মাণ শুরু হয় এবং ১৭২২ সালে নির্মাণ কাজ শেষ হয়। বহু খ্যাতনামা ব্যক্তির মালিকানার পরিবর্তন এবং বহু স্থপতির হাতের ছোঁয়ার বর্তমান এলিসি প্রাসাদকে প্রথম ১২ ডিসেম্বর ১৮৪৮ সালে জাতীয় পরিষদ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ঘোষণা করে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ