আবুল হুসেন
নির্মলেন্দু গুণ
আবুল হাসান
শামসুর রাহমান
প্রশ্নঃ ”রাজা যায় রাজা আসে”- কাব্যগ্রন্থের রচয়িতা--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কবি ও সাংবাদিক আবুল হাসানের আসল নাম আবুল হোসেন মিয়া । মাত্র এক দশক কাব্য -সাধনা করে আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা - কাব্যগ্রন্থ : ওরা কয়েকজন। গল্প সংকলন: আবুল হাসান গল্পসংগ্রহ।
বাংলার মাটি বাংলার জল
তবক দেওয়া পান
চুনিয়া আমার আর্কেডিয়া
রৌদ্রে প্রতিধ্বনি
প্রশ্নঃ কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণের ১৯৭০ থেকে ২০০৭ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩৬ টি। 'বাংলার মাটি বাংলার জল' কাব্যগ্রন্থটি ১৯৭৮ সালে প্রকাশিত। এছাড়াও তার কয়েকটি উল্লেকযোগ্য কাব্যগ্রন্থ হলো - প্রেমাংশুর রক্ত চাই , না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, তার আগে চাই সমাজতন্ত্র, দূর হ দুঃশাসন, চাষাভুষার কাব্য, আচল পদাবলী, ইসক্রা ইত্যাদি।
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান
শহীদ কাদরী
সৈয়দ শামসুল হক
প্রশ্নঃ ”বিধ্বস্ত নীলিমা”র কবি--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের কবিগণের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভের অধিকারী আধুনিক কবি শামসুর রাহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫ টি কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
ধূসর পান্ডুলিপি
ঝরা পালক
মহাপৃথিবী
বেলা শেষের গান
প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রচনায় গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি , বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত পঞ্চপাণ্ডবের অন্যতম কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ হলো - ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, রুপসী বাংলা ।
আবুল মনসুর আহমদ
আবু জাফর শামসুদ্দীন
সৈয়দ ওয়ালীউল্লাহ
শওকত ওসমান
প্রশ্নঃ ”চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ বিষয়বস্তু নির্বাচনে এবং অভিনব আঙ্গিক প্রয়োগে বিশিষ্টতা দেখিয়েছেন বলে স্বল্পসংখ্যক গ্রন্থ রচনা করে ও বিশেষ খ্যাতির অধিকারী হয়েছিলেন। তার রচিত উপন্যাসসমূহ হলো লালসালু, চাঁদের অমাবস্যা , কাঁদো নদী কাঁদো । দার্শনিক চেতনাসমৃদ্ধ উপন্যাস হিসেবে এগুলো বিবেচ্য। ভাষার কারুকার্যে, দৃষ্টির তীক্ষ্ণতায়, আঙ্গিকের সুষ্ঠু। রুপায়ণে ও পটভূমির বৈচিত্র্যে লেখকের কৃতিত্ব বিদ্যমান। নাটক ও ছোটগল্প রচনায় তার সমান দক্ষতা ছিল।
একজন লোক বলে
দুইজন লোক বলে
সাধারণ মানুষ বলে
নির্দিষ্ট কেউ বলে
প্রশ্নঃ ”লোকে বলে”-- উক্তিটির তাৎপর্য কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'লোক' শব্দটি বিশেষ অর্থে মনুষ্য,জন, ব্যক্তি, জনসাধারণ প্রভৃতি অর্থপ্রকাশ করে।' লোকে বলে' কথাটির অর্থ হলো সাধারণ মানুষ বলে। এরুপ অর্থ প্রকাশক শব্দ লোকনিন্দা, লোকসমাজ , লোকপ্রসিদ্ধ, লোক ব্যবহার, লোকলজ্জা, লোকশিক্ষা, লোকশিল্প, লোকসাহিত্য প্রভৃতি ।
দৈন্যতা প্রশংসনীয় নয়
দীনতা প্রশংসনীয় নয়
দীনতা নিন্দনীয়
দীনতা অপ্রশংসনীয়
প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'দীন' শব্দটি বিশেষণ। যার অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিঃসম্বল ,করুণ ,কাতর, হীন,নীচ, অনুদার, ভীরু, অভাব প্রভৃতি । 'দৈন্য' শব্দটি বিশেষ্য। যার অর্থ দীনতা, দারিদ্র্য,দুরবস্থা, অভাব, অপ্রাচুর্য, হীনতা, কৃপণতা, সংকীর্ণতা ,কাতরতা প্রভৃতি। 'দৈন্যতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ দোষে দুষ্ট। কাজেই 'দীনতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত শুদ্ধ বাক্য।
পনি + এর
পনি + র
পন + ইর
পন + ই + র
প্রশ্নঃ ”পনির” শব্দটির সন্ধি বিচ্ছেদ--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ খাঁটি বাংলা সন্ধির নিয়মানুসারে ই বর্ণের পর এ-কার থাকলে এ-কার লোপ পায়। সে অনুসারে পনি + এর = পনির সঠিক সন্ধি বিচ্ছেদ।
যা করবার তা করেছি
তুমি যা বলবে তাই ঠিক
সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
প্রশ্নঃ কোনটি সরল বাক্য?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সরল বাক্যের নিয়মানুসারে যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরলবাক্য বলে। কাজেই এ নিয়মানুসারে (ঘ) উত্তরটি সঠিক । এ বাক্যটিকে জটিল বাক্যে রুপান্তর করলে হবে 'যদি তুমি অধম হও, তবুও আমি উত্তম হবো না কেন?
দুর্দশাগ্রস্থ
দুর্দশাগ্রস্ত
দূর্দশাগ্রস্থ
দূরদশাগ্রস্ত
প্রশ্নঃ কোনটি নির্ভূল?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'দুর্দশাগ্রস্ত' বানানটি শুদ্ধ। যার অর্থ মন্দ অবস্থায় পড়া, শোচনীয় অবস্থা, দুরবস্থা, দুর্গতি বা দুর্ভোগ ।
সহপাঠিনী
সহপাঠিনি
সহপাঠীনী
সহপাঠীনি
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শুদ্ধ বানান হলো সহপাঠিনী যা সহপাঠীর স্ত্রীবাচক শব্দ।
ক্ষত
আঁচিল
কড়া
রক্ত
প্রশ্নঃ ”কিণাঙ্ক” শব্দের অর্থ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কিণাঙ্ক' শব্দটি বিশেষ্য। যার অর্থ ঘষার দাগ , কড়া , শক্ত মাংস প্রভৃতি ।
আটটি রথ
আট প্রকার ধাতু
শূন্য অথবা ফাঁকি
আটজন অপ্সরী
প্রশ্নঃ ”অষ্টরম্ভা” শব্দটির অর্থ হলো---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'অষ্টরম্ভা' শব্দটি বিশেষ্য। যার অর্থ কিছুই না , শূন্য ফাঁকি।
সাজু
রূপাই
দুখী
সোজন
প্রশ্নঃ ”জালি লাউয়ের ডগার মতোন বাহু দু’খান সরু”- কার সম্বন্ধে বলা হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উদ্বৃত লাইনটি পল্লীকবি জসীমউদ্দীনের কাহিনীকাব্য 'নকসীকাথার মাঠ' থেকে সংগৃহীত। কাব্যটি নায়ক কিশোর রুপাই চাষার ছেলে , গায়ের রং কালো হলে ও কালো রুপে সে সমস্ত গ্রামটি আলো করে রেখেছে। নায়িকা সাজু রুপসী কিশোরী। সে চিত্র আঁকতে জানে, ফুল তুলতে জানে ,গান গাইতে জানে। লক্ষ্মী মেয়ে। রুপাই সম্বন্ধে কাব্যে আরো বলা হয়েছে- "এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল। কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল । কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া, ----- "।
মধুসূদন দত্ত
হেমচন্দ্র বন্দোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
কাজেম আল কোরেশী
প্রশ্নঃ ”রৈবতক”, ”কুরুক্ষেত্র”, ”প্রভাস” - এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মাইকেল মধুসূদন দত্তের আদর্শ সামনে রেখে নবীনচন্দ্র সেন মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করলেও কাহিনী নির্বাচনে স্বকীয় বৈশিষ্ট্য দেখিয়েছেন। প্রশ্নে উল্লেখিত মহাকাব্য ত্রয়ী নবীনচন্দ্র সেন মহাভারত , ভাগবত বিষ্ণুপুরাণ প্রভৃতি কৃষ্ণলীলাবিষয়ক গ্রন্থ থেকে উপকরণ নিয়ে তৎকালীন ভারতের সমাজ ও ইতিহাসের পরিপ্রেক্ষিতে কৃষ্ণচরিত্র অবলম্বনে চৌদ্দ বছরে এ মহাকাব্য রচনা করেন। কাহিনীগত তাৎপর্যে এ কাব্যসমূহ ঊনবিংশ শতাব্দীর মহাভারত নামে অভিহিত । এ কাব্যে রয়েছে কবির ধর্মবোধ ও স্বজাতবোধ। এ কাব্যের মূল বক্তব্য নিষ্কাম কর্ম ও নিষ্কাম প্রেমের ডোরে আর্য অনার্যদের রাখিবন্ধন এবং অখণ্ড হিন্দু সংস্কৃতির পত্তন।
সুরমা, কর্ণফুলী
রেবা, বেত্রবতী
পদ্মা, মেঘনা
বুড়িগঙ্গা, মহানন্দা
প্রশ্নঃ দুটি প্রাচীন নদীর নাম--
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
বেগম সুফিয়া কামাল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
চন্দ্রাবতী
স্বর্ণকুমারী দেবী
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বর্তমান কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে ১৫৫০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার রচিত কাব্যগুলোর নাম মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ প্রভৃতি।
শাহ মুহম্মদ সগীর
কবি আলাওল
সাবিরিদ খান
দৌলত কাজী
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম আনুমানিক ১৪ থেকে ১৫ শতক। বিশেষজ্ঞদের মতে তিনি রাজকর্মচারী ছিলেন। তার 'ইউসুফ জোলেখা' কাব্যটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচিত । এটি একটি কাহিনী-কাব্য। এ দেশের মুসলমানদের ধর্মকথা শোনাবার উদ্দেশ্যে তিনি কাব্য রচনায় প্রয়াসী হলে ও তার কাব্য শিল্পমূল্যেও সমৃদ্ধ।
ভারতচন্দ্র
আলাওল
সৈয়দ হামজা
আব্দুল হাকিম
প্রশ্নঃ ”পদ্মাবতী” কাব্য রচনা করেন---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল। আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের উৎসাহে কাব্য রচনা করেন। তার রচিত কাব্যগ্রন্থ পদ্মাবতী ,সয়ফুমুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দরনামা ও তোহ্ফা বা তত্ত্বোপদেশ। এছাড়া কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য 'সতীময়না ও লোরচন্দ্রানী'র উত্তরাংশ রচনা করেন। পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্যের ভাবানুবাদ । দুই খণ্ডে রচিত এ কাব্যে পদ্মাবতী ও রত্নসেনের প্রণয় আলোচনা করা হয়েছে। হীরামণি পাখির দূরদর্শিতার কথা উল্লেখ আছে। পদ্মাবতীর সৌন্দার্যকে কেন্দ্র করে যুদ্ধ ও পদ্মাবতীর সহমরণত্ব উল্লেখ করা হয়েছে।
অগ্নিবীণা
দোলনচাঁপা
চক্রবাক
বলাকা
প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, বিষের বাঁশি ,ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা , ফণি-মনসা, জিঞ্জির,সন্ধ্যা , প্রলয়শিখা ,দোলনচাঁপা , চক্রবাক প্রভৃতি।
পদ্মবন
বাংলা ভাষা
বিদেশী ভাষা
ফুলের বাগান
প্রশ্নঃ ”কেলিনু শৈবালে ভুলি কমল-কানন” -এখানে “কমল-কানন” শব্দের ব্যঞ্জনার্থ---
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
বরীন্দ্রনাথ
শরৎচন্দ্র
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মধুসূদন দত্ত
প্রশ্নঃ বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কবি, নাট্যকার , বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা এবং বাংলা কাব্য-সাহিত্যের আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের কাব্যে দেব-দেবীর মাহাত্ম্যসক মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণ ফুটানোতেই মধুসূদন দত্তের অতুলনীয় কীর্তি প্রকাশিত হয়।
১৮০০ খ্রিস্টাব্দ
১৮১৮ খ্রিস্টাব্দ
১৮৩৫ খ্রিস্টাব্দ
১৮৫০ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ ”সমাচার দর্পণ” পত্রিকার প্রকাশকাল---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হুগলির শ্রীরামপুর খ্রিষ্টান মিশনারি ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে 'সমাচার দর্পণ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করে। পত্রিকাটি ১৮৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এটি জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। সংবাদই এর প্রাণ ছিল। তবে ধর্ম বা তত্ত্ব ও আলোচনা হতো । এ পত্রিকাটির ভাষা ছিল সরল ও তথ্যবহুল ।
শাহ মুহম্মদ সগীর
দৌলত কাজী
দৌলত উজির বাহরাম খান
সাবিরিদ খান
প্রশ্নঃ লায়লী মজনু কাব্যে রচয়িতা---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফারসি কবি আবদুর রহমান জামির 'লায়লী- মজনু' কাব্যের ভাবানুবাদ দৌলত উজির বাহরাম খানের 'লায়লী মজনু' কাব্য । আমির পুত্র কায়েস বাল্যকালে বণিককন্যা লায়লীর প্রেমে পড়ে মজনু বা পাগল নামে খ্যাত হয়। লায়লী ও মজনুর প্রতি গভীর আকর্ষণ বোধ করে। কিন্তু উভয়ের বিবাহে আসে প্রবল বাধা। মজনু পাগলরুপে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে লায়লীর অন্য এক বিয়ে হলে ও তার মন থেকে মজনু সরে যায়নি। তাদের দীর্ঘ বিরহ জীবনের অবসান ঘটে করুণ মৃত্যুর মাধ্যমে।
৪৬ টি
সাড়ে ৪৬ টি
৪৯ টি
৫০ টি
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়াগণের এ রচনায় মোট পদের সংখ্যা ছিল ৫১ টি। যার মধ্যে সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়। ২৩ নং পদটির ৬ টি পঙক্তি ৪৬ টি পদ পাওয়া যায় । ২৩ নং পদটির ৬ টি পঙক্তি পাওয়া যায়। বাকি ৪ টি পংক্তি পাওয়া যায়নি। চর্যাপদের ২৪, ২৫, ৪৮ পদগুলো পাওয়া যায়নি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ