২০৩ সে. মি.
২০৫ সে. মি.
২০৭ সে. মি.
২০৯ সে. মি.
প্রশ্নঃ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের ৭০-৮০ শতাংশ সংঘটিত হয় বর্ষা মৌসুমে। অঞ্চলভেদে বার্ষিক গড় বৃষ্টিপাতের তারতম্য আছে। পশ্চিম-কেন্দ্রীয় অঞ্চলে এর পরিমাণ ১৫০০ মি.মি. বা ১৫০ সে.মি. ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৩০০০ মি.মি. বা ৩০০ সে.মি.। সামগ্রিকভাবে গড় বৃষ্টিপাত ২০৩ সে.মি।
মেসোপটেমিয় সভ্যতা
সুমেরীয় সভ্যতা
মিশরীয় সভ্যতা
অ্যাসেরীয় সভ্যতা
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। আবার মেসোপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল। সেগুলো হলো সুমেরীয় সভ্যতা, ব্যাবলিনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।
হাতিবান্ধা
পাটগ্রাম
চিলমারী
ভূরুঙ্গামারী
প্রশ্নঃ বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলার অবস্থিত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। সোনাহাট স্থলবন্দর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত। বর্তমান মোট স্থলবন্দরের সংখ্যা ২৩ টি। সর্বশেষ স্থলবন্দর হলো বাল্লা (চুনারুঘাট, হবিগঞ্জ) ।
ইউএনডিপি
ইউনেস্কো
ইউএনএফপিএ
আইএলও
প্রশ্নঃ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এটি ছিল ইউনেস্কোর ৩০ তম সাধারণ অধিবেশন । প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে ১৮৮ টি দেশে।
ময়মনসিংহ
রংপুর
চাঁপাইনবাবগঞ্জ
দিনাজপুর
প্রশ্নঃ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাটিয়ালী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান । চটকা ও ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
৯ জানুয়ারি ১৯৭২
১০ জানুয়ারি ১৯৭২
১১ জানুয়ারি ১৯৭২
১২ জানুয়ারি ১৯৭২
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি দেয় এবং ঢাকার উদ্দেশ্যে লন্ডনে পাঠানো হয় । বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দিল্লি হয়ে ঢাকা প্রত্যাবর্তন করেন।
নিউইয়র্ক
ম্যানিলা
রোম
জেনেভা
প্রশ্নঃ FAO- এর সদর দপ্তর কোথায় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতিসংঘ (UN) , UNDP , UNICEF ও UNFPA এর সদর দপ্তর নিউইয়র্ক। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর ম্যানিলা। FAO, IFAD ও WFP এর সদর দপ্তর রোম । ECF , ILO, WTO, WHO, WMO ও UNHCR এর সদর দপ্তর জেনেভা।
পোলান্ড
সুইডেন
তুরস্ক
জাপান
প্রশ্নঃ ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পোল্যান্ডের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। সুইডেনের পার্লামেন্টের নাম ডায়েট (রিকসডাগ) । তুরঙ্কের পার্লামেন্টের নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অব তুরঙ্ক। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট।
রুপি
পেসো
রিংগিট
রুবল
প্রশ্নঃ মালিয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভারত, পাকিস্তান , নেপাল ও শ্রীলংকার মুদ্রার নাম রুপি। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিট। রাশিয়ার মুদ্রার নাম রুবল।
১০ এপ্রিল ১৯৭২
১৭ এপ্রিল ১৯৭১
১৮ এপ্রিল ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ১০ এপ্রিল ১৯৭১ ভারতের আগরতলায় একত্রিত হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হন। এ সরকারই স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার বা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার । ১৭ এপ্রিল ১৯৭১ তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমান মেহেরপুর জেলা) ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
মুগ ডাল
মসুর ডাল
খাসির মাংশ
ইলিশ মাছ
প্রশ্নঃ আমিষ বেশি আছে কোনটিতে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গরুর মাংস ও মসুরের ডাল উভয়েই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম।
ভিটামিন এ
ভিটামিন বি
ভিটামিন সি
ভিটামিন ডি
প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন 'বি' এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
ব্রোমিন
পারদ
সীসা
ক্রোমিয়াম
প্রশ্নঃ কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পারদ একমাত্র মৌলিক ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল থাকে এবং আয়োডিন অধাতু হওয়া সত্ত্বেও সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে।
১৯ তম
২০ তম
২১ তম
২২ তম
প্রশ্নঃ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং মোঃ আবদুল হামিদ এডভোকেট বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি ।
১৯৬০ সালে
১৯৫২ সালে
১৯৫৫ সালে
১৯৫৪ সালে
প্রশ্নঃ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর এবং ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয়। ১৯৫২ সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ভারত
শ্রীলংকা
প্রশ্নঃ ১১ তম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দল কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১১ তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল হলো যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১০ তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল ভারত। ৬ ষ্ঠ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল শ্রীলংকা।
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
হিলিয়াম
প্রশ্নঃ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক টিউব লাইটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
ফ্যাদোমিটার
ট্রান্সমিটার
ক্রেসকোগ্রাফি
সিসমোগ্রাফ
প্রশ্নঃ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
টি এস সি মোড়ে
জয়দেবপুরে
প্রশ্নঃ ‘সাবাস বাংলাদেশের’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি নিতুন কুণ্ডু।
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান। ১৯৯২ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পান।
হামিদুর রহমান
শামীম শিকদার
আমিনুল ইসলাম
নিতুন কুন্ডু
প্রশ্নঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান । স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম শিকদার। সাবাস বাংলাদশ এর স্থপতি নিতুন কুণ্ডু।
৫ জুন
২৩ জুন
১৮ জানুয়ারি
২৫ ডিসেম্বর
প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ২৩ জুন অলিম্পিক ডে।
শতকরা ২০ ভাগ
শতকরা ২৫ ভাগ
শতকরা ৩০ ভাগ
শতকরা ৩৫ ভাগ
প্রশ্নঃ কোন দেশের ভারসম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশের বনভূমি মোট স্থলভাগের ১৭.০৮%।
মৎস্য চাষ
রেশম চাষ
মৌমাছি চাষ
বৃক্ষ চাষ
প্রশ্নঃ এপিকালচার বলতে কি বোঝায় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মৎস্য চাষ বিষয়ক বিদ্যা পিসিকালচার। রেশম চাষ বিষয়ক বিদ্যা সেরিকালচার । মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা এপিকালচার।
২ টি
৩ টি
৪ টি
৬ টি
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ সংবিধানের ৪ টি মূলনীতি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ