আঞ্চলিক
উপভাষা
লেখ্য
কথ্য
প্রশ্নঃ সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রুপের দুটো রীতি রয়েছে: একটি চলিত রীতি (standard colloquial Style), অপরটি সাধু রীতি (Standard written form )।
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
প্রশ্নঃ ভাষার মৌলিক অংশ কয়টি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন: ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word ) ৩. বাক্য ( Sentence ) ৪. অর্থ (Meaning)
হাইফেন
ড্যাস
কোলন ড্যাস
কোলন
প্রশ্নঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সাব্যস্ত হলো : এক মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলাে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের (-) ব্যবহার হয়। যেমন: প্রীতি উপহার। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস (-) চিহ্ন ব্যবহৃত হয়। যথা : তোমরা দরিদ্রের উপকার কর-এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। Thank you all # Stay with JobAssistant
তুণসী বনের বাঘ
বিড়াল তপস্বী
ভিজা বিড়াল
বকধার্মীক
প্রশ্নঃ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তুলসী বনের বাঘ ,বিড়াল তপস্বী ও বকধার্মিক বাগধারাগুলোর অর্থ ভণ্ড বা ভণ্ড সাধু। অপরদিকে ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটচারী।
চুরি করা
সেবা করা
অপরাধ করা
নষ্ট করা
প্রশ্নঃ ‘চক্ষুদান’ করা বাগধারার অর্থ কী ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা । যেমন - পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।
অত্যাধিক
অদ্যাপি
আদ্যাক্ষর
আবিস্কার
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কেবল মাত্র তুমি যাবে' বাক্যটির শুদ্ধ রুপ কেবল 'তুমি যাবে'। 'এতে আশ্চার্য হলাম' বাক্যটির শুদ্ধরুপ 'এতে আশ্চর্য/ আশ্চর্যান্বিত হলাম'। ' এ সংবাদে সন্তোষ হলাম' বাক্যটির শুদ্ধ রুপ 'এ সংবাদে সন্তুষ্ট হলাম।'
কেবল মাত্র তুমি যাবে
এতে আশ্চর্য হলাম
বিবিধ জিনিস কিনলাম
এ সংবাদে সন্তোষ হলাম
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অত্যাধিক বানানটির শুদ্ধ রুপ অত্যধিক, আদ্যাক্ষর বানানটির শুদ্ধ রুপ আদ্যক্ষর , আবিষ্কার বানানটির শুদ্ধ রুপ আবিষ্কার।
অভ্যাসের
পড়াশুনার
ভাষান্তরের
নির্ধারণের
প্রশ্নঃ অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তরের উপর নির্ভর করে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী , শব্দভাণ্ডার, প্রবাদ-প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন ।
সে ভাগ্য হারিয়েছে
সে ভাগ্যহারা
তার পোড়া কপাল
সে ভাগ্যের বাইরে
প্রশ্নঃ He is out of luck- এর অর্থ কী ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
বনঃ+ পতি
বন্+পতি
বনস+ পতি
বন+পতি
প্রশ্নঃ ‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বন্ + পতি = বনস্পতি , পর + পর = পরস্পর , আ+ চর্য= আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।
হিমালয়
অহরহ
সংসার
বনস্পতি
প্রশ্নঃ কোনটি স্বরসন্ধির উদাহরণ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সন্ধি দু'রকমের : স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি । স্বধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে । অ + আ = আ, হিম + আলয় = হিমালয় । এরুপ দেবালয় , রত্মাকর ,সিংহাসন ইত্যাদি।
ভাবাধিকরণ
ঐকদেশিক অধিকরণ
কালাধিকরণ
বৈষয়িক
প্রশ্নঃ ‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে। বনে বাঘ আছে । আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি।
করণে ৭মী
কর্মে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
প্রশ্নঃ ‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার : মুখ্যকর্ম গৌণকর্ম । যেমন: বাবা আমাকে (গৌণকর্ম ) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়) , য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে ,গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
তৎপুরুষ
বহুব্রীহি
প্রশ্নঃ পূর্বপদ প্রধান সমাস কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন জানু পর্যন্ত (পর্যন্ত শব্দের অব্যয় আ) = আজানুলম্বিত (বাহু) , মরণ পর্যন্ত = আমরণ।
কলেছাঁটা
ভবনদী
জয়ধ্বনি
জলমাত্র
প্রশ্নঃ কোনটি নিত্য সমাস ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর ; কেবল দর্শন= দর্শনমাত্র; অন্য গৃহ = গৃহান্তর ; কাল তুল্য সাপ = কালসাপ ; তুমি, আমি ও সে = আমরা , দুই এবং নব্বই = বিরানব্বই।
জেলেনী
সভানেত্রী
বাঁদী
পেত্নী
প্রশ্নঃ নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কর্তৃ কারকের এক বচনে ইন্ প্রতেয় ঈ রুপ গ্রহণ করে। যেমন জ্ঞান + ইনী = জ্ঞানিনী, গুণ + ইনী = গুণিনী ইত্যাদি ।
শিশু+ ষ্ণ
শিশু+ষ্ণ্য
শিশু+শব
শৈ+শব
প্রশ্নঃ ‘শৈশব’ এর প্রকৃতি- প্রত্যয় কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নিত্য স্ত্রীবাচক শব্দগুলোর পুরুষবাচক শব্দ নেই। যেমন: সতীন , সৎমা , এয়ো, দাই, সধবা, সপত্নী, কুলটা, বিমাতা, পোয়াতী , লক্ষ্মী , অন্তঃসত্ত্বা , ডাইনি , বাইজি, কলম্বিনী , শাঁখানী ইত্যাদি।
ডাইনী
সম্রাজ্ঞী
মানুষ
সভানেত্রী
প্রশ্নঃ নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
মর্দ
জেনানা
জেনানী
মরদী
প্রশ্নঃ ‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
ঘাতক
স্বজন
মহাজন
কুজন
প্রশ্নঃ ‘খাতক’ - এর বিপরীত শব্দ কোনটি ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
করী
ফণী
তনু
কর
প্রশ্নঃ ‘হাতি’ এর সমার্থক শব্দ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রদত্ত অপশনে 'হাতি' এর সমার্থক শব্দ নেই। 'হাতি' এর সমার্থক শব্দ গজ , দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ , বারণ, কুঞ্জর ইত্যাদি।
নশ্বর
অবিনশ্বর
নষ্ট স্বভাব
বিনষ্ট
প্রশ্নঃ নষ্ট হওয়া সভাব যার- এক কথায় কি বলে ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
প্লাবক
উরগ
নির্মোক
কৃত্তি
প্রশ্নঃ ‘সাপের খোলস’- বাক্য সংকোচন কি হবে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যা লাফিয়ে চলে - প্লাবক । বুকে হেটে চলে যে - উরগ । বাঘের চামড়া - কৃত্তি ।
বাক্যের মাঝে কোন পদ ব্যাখ্যা করার জন্য
প্রশ্ন বোঝানোর জন্য
সম্বোধন পদের জন্য
কোন অপূর্ণ বাক্যের জন্য
প্রশ্নঃ ‘কমা’ কোথায় বসে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ -বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।
সাৎ
সা
ষ্ণে
ষ্ণিক
প্রশ্নঃ কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে ষ হয় না । যেমন- অগ্নিসাৎ ধূলিসাৎ ভূমিসাৎ ইত্যাদি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ