read a book
reads a book
reading a book
buy some books
প্রশ্নঃ Tawfiq went to library with a view to _______.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ With a view to ( উদ্দেশ্য) হচ্ছে একটি phrase যার পর verb আসলে verb এর সাথে ing যুক্ত হয়।এমন আরো কিছু phrase হচ্ছে -Look forward to ,conducive to , addicted to ইত্যাদি।
when the bell rang
than the bell rang
the bell rang
after the bell ringing
প্রশ্নঃ Hardly had we reached school _____.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না.... হতেই / করতে না ..... করতেই বোঝাতে যে Structures ব্যবহৃত হয় তা হলো ... No Sooner had ... Than , scarcely /hardly he'd .... when ইত্যাদি। আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than - এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।
he is honest
but he is honest
and he is honest
but he was honest
প্রশ্নঃ Though he is poor, _____.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Though /although (যদিও ) যুক্ত বাক্যে সাধারণত দুটি বিপরীতমুখী Expressions থাকে। তবে principal clause এর শুরুতে and , but কোনো কিছু যুক্ত হয় না।
heart
hearten
heartly
heartily
প্রশ্নঃ The adverb form of 'heart' is______
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Option গুলোর মধ্যে (ক) heart হচ্ছে noun; (খ) hearten হলো heart এর verb; (গ) heartly এর কোনো ব্যবহার নেই এবং (ঘ) heartily হচ্ছে heart এর Adverb form .
dangerous
danger
dangerously
endanger
প্রশ্নঃ Verb form of the word'danger' is_____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Danger শব্দটি হচ্ছে Noun আর এর Verb করতে হলে প্রথম ' in ' prefix যুক্ত করতে হয় । সে হিসাবে (ঘ) option টিই সঠিক । অন্য Option গুলোর মধ্যে (ক) dangerous হচ্ছে Adjective ; (খ) danger হচ্ছে Noun আর (গ) dangerously হলো Adverb ।
length
longer
longest
lengthen
প্রশ্নঃ Noun form of the word 'Long' is_____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Long শব্দের Noun হচ্ছে length । সুতরাং (ক) option টি সঠিক। অন্যদিকে, longer হচ্ছে long - এর comparative form; longest হচ্ছে Adjective ; (খ) danger হচ্ছে Noun আর (গ) dangerously হলো Adverb ।
Very few river in Bangladesh is as big as the padma
Very few rivers in Bangladesh are as big as the padma
No other river in Bangladesh is so big as the padma
No other rivers in Bangladesh are as big as the padma
প্রশ্নঃ The padma is one of the biggest revers in Bangladesh.(possitive)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ One of the + superlative + plural noun দ্বারা superlative degree গঠিত হলে এর positive করতে হলে very few + plural noun + Plural verb + as + positive degree + as/so (negative হলে) + superlative -এর subject ব্যবহার করতে হয় । সুতরাং (খ) option ই সঠিক ।
There is no mother but loves her child
Every mother cannot but loves her child
No mother loves her child
There is no mother loving her child
প্রশ্নঃ Every mother loves her child.(Negative)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Every দ্বারা কোনো positive বা Affirmative sentence গঠিত হলে তার Negative করতে There is no + positive sentence - এর subject + but ( ছাড়া অর্থে ) + verb + extension । সুতরাং (ক) সঠিক ।
In spite of working hard, you cannot shine in life
Though he works hard,he cannot shine in life
Unless you work hard,you cannot shine in life
Unless you do not work hard,you can,t shine in life
প্রশ্নঃ Without working hard you cannot shine in life.(Make it complex sentence)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Without + gerund যদি conditional sense -এ simple sentence এ ব্যবহৃত হয় , তবে complex করার সময় if বা unless যুক্ত clause -এ অতিরিক্ত not ব্যবহৃত হয় না। সুতরাং (গ) ই সঠিক উত্তর ।
helped
would help
will help
can help
প্রশ্নঃ If you wanted,I(help)you.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Second conditional Sentence -এর 'If clause ' এ Past Indefinite ব্যবহৃত হলে principal clause এ would/ could/might + verb এর present form ব্যবহৃত হয়। সুতরাং নিয়মানুযায়ী (খ) Option টি সঠিক ।
had left
left
will leave
leave
প্রশ্নঃ They arrived here after you(left).
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Past perfect tense এ after এর পূর্বে past Indefinite এবং পরে had + verb এর Past Participle form ব্যবহৃত হয়। সুতরাং (ক) had left সঠিক উত্তর ।
pen
penning
pened
penned
প্রশ্নঃ Let the sentence be (pen) through.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Imperative sentence এর passive করতে হলে let + subject + be + v3 ব্যবহার করতে হয়। প্রদত্ত বাক্যে pen verb হিসেবে ব্যবহৃত হওয়ায় করতে হয় । প্রদত্ত বাক্যে pen verb হিসেবে ব্যবহৃত হওয়ায় এর Past Participle form হবে penned । সুতরাং (ঘ) সঠিক ।
stick
strict
stitch
stich
প্রশ্নঃ A____in time saves nine.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'A stitch in time saves nine' হচ্ছে একটি Proverb যার অর্থ হচ্ছে - 'সময়ের এক ফোঁড় , অসময়ের দশ ফোঁড়।
hung
hang
hanged
hangged
প্রশ্নঃ The man was ____for murder.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Hang' verb টি ফাঁসিতে ঝোলানো অর্থ প্রকাশ করলে এর Past ও Past participle form হবে ' hanged' । প্রদত্ত sentence -এ murder word টি থাকায় (গ) hanged হবে।
were
is
has been
had been
প্রশ্নঃ He speaks as if he _____a mad.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'as if ' দ্বারা গঠিত বাক্যে 'as if' এর পূর্বে present tense থাকলে পরে past tense হবে। তবে, be verb - এর ক্ষেত্রে যে কোনো subject - এর জন্য' were ' হবে। উল্লেখ্য যে, as if - এরপরে past form হলেও তা present এর অর্থ বহন করে।
clever
dull
boring
tedious
প্রশ্নঃ The synonym of the word'witty' is _____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Witty - বুদ্ধিমান , রসিক। Option গুলোর clever বুদ্ধিমান , dull - নির্বোধ, নীরস, boring - বিরক্তিকর এবং tedious - বিরক্তিকর , ক্লান্তিজন। সুতরাং witty শব্দের synonym হচ্ছে clever.
hostile
unfriendly
meek
amiable
প্রশ্নঃ The synonym of the word 'cordial' is _____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Cordial - আন্তরিক । Option -গুলোর মধ্যে hostile - শত্রুভাবাপন্ন , unfriendly - অবন্ধুত্বপূর্ণ ; meek -বিনম্র এবং amiable - সদয়, আন্তরিক । সুতরাং cordial ও amiable - সদয়, আন্তরিক । সুতরাং cordial ও amiable হচ্ছে synonymous।
hostile
negative
favourable
unfavourable
প্রশ্নঃ The antonym of the word 'adverse' is _____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Adverse - প্রতিকূল, বিরুদ্ধ। Option গুলোর মধ্যে hostile - শত্রুভাবাপন্ন, negative -নেতিবাচক; favorable - অনুকূল এবং unfavorable - প্রতিকূল । সুতরাং adverse শব্দের antonym হচ্ছে favorable.
hard
elastic
changeable
ductile
প্রশ্নঃ The antonym of the word 'flexible' is_____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Flexible - নমনীয় । Option গুলোর মধ্যে hard - শক্ত , কঠিন, elastic - স্থিতিস্থাপক, প্রাণচঞ্চল, Changeable - পরিবর্তনীয় এবং ductile - নমনীয়। সুতরাং flexible শব্দের antonym হচ্ছে hard.
At length
Ten to one
At large
All in all
প্রশ্নঃ _____he is coming today.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ At length - অবশেষে ; ten to one- সম্ভবত; at large - স্বাধীনভাবে এবং all in all সর্বেসর্বা । ' Ten to one' phrase টিই এখানে appropriate meaning দেয় অর্থাৎ সম্ভবত সে আজ আসছে।
Take to task
put off
Put out
Play truant
প্রশ্নঃ You'll fail in the exam,if you ___from school.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Take to task - তিরস্কার করা ;Put off - ফেলে রাখা; Put out - নিভানো এবং Play truant -পলায়ন করা । প্রশ্নোক্ত sentence -এর meaning হিসাবে play truant ই সঠিক যার অর্থ হয় - স্কুল হতে পলায়ন করলে তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে।
slow coach
silver spoon
maiden speech
weal and woe
প্রশ্নঃ He ____pleased us all.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Slow coach - অলস ব্যক্তি ; Silver spoon -ধনী ঘরে জন্মগ্রহণ; maiden speech - প্রথম বক্তৃতা এবং weal and woe - সুখ -দুঃখ । প্রশ্নোক্ত বাক্যের অর্থানুসারে maiden speech ই সঠিক ।
আঞ্চলিক
উপভাষা
লেখ্য
কথ্য
প্রশ্নঃ সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রুপের দুটো রীতি রয়েছে: একটি চলিত রীতি (standard colloquial Style), অপরটি সাধু রীতি (Standard written form )।
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
প্রশ্নঃ ভাষার মৌলিক অংশ কয়টি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন: ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word ) ৩. বাক্য ( Sentence ) ৪. অর্থ (Meaning)
হাইফেন
ড্যাস
কোলন ড্যাস
কোলন
প্রশ্নঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সাব্যস্ত হলো : এক মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলাে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের (-) ব্যবহার হয়। যেমন: প্রীতি উপহার। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস (-) চিহ্ন ব্যবহৃত হয়। যথা : তোমরা দরিদ্রের উপকার কর-এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। Thank you all # Stay with JobAssistant
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ