ময়নামতি
পাহাড়পুর
মহাস্থানগড়
সোনারগাঁও
প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলার উল্লেখযোগ্য প্রাচীন জনপদগুলো হলো পুণ্ডু, গৌড় ,বঙ্গ ,হরিকেল , সমতট প্রভৃতি। পুণ্ডু হলো বাংলার প্রাচীনতম জনপদ ও সমৃদ্ধশালী রাজ্য। যার রাজধানী ছিল পুণ্ডুনগর। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে এই নগরীটি প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। উল্লেখ্য, পুণ্ডুনগরের বর্তমান নাম-ই হলো মহাস্থানগড় যা বর্তমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত।
চট্টগ্রাম
পাকশি
সৈয়দপুর
আখাউড়া
প্রশ্নঃ বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামরী জেলার সৈয়দপুরে অবস্থিত। পাকশীতে বাংলাদেশের সর্ববৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবচেয়ে বড় রেল স্টেশনের নাম হলো কমলাপুর রেলওয়ে স্টেশন।
১৩৬তম
১৩৭তম
১৩৮তম
১৩৯তম
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর। তারপর থেকে বাংলাদেশ বিভিন্ন দেশ ও সংস্থা কর্তৃক স্বীকৃতি পেতে থাকে। প্রথম সংস্থা হিসেবে কমনওয়েলথ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৯৭২ সালের ১৮ এপ্রিল। ১৯৭২ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। অতঃপর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।
মধুপুর বন
সুন্দরবন
বান্দরবন
হিমছড়ি বন
প্রশ্নঃ বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে তিনটি। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ , নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও খুলনা অঞ্চলের সুন্দরবন হলো বিশ্ব ঐতিহ্যের অংশ । ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনের ১,৪৯,৫০০ হেক্টর বা ১৩৯৫ বর্গ কিলোমিটার এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, এটি ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য এলাকা।
Hyper Text Transfer Protocol
High Text Tarmination procedure
Harvard Teletext Proof
Highhest Times Technical Professional
প্রশ্নঃ http- কোনটির সংক্ষিপ্ত রূপ ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
নয়াদিল্লী
ঢাকা
ম্যানিলা
কুয়ালালামপুর
প্রশ্নঃ CIRDAP- এর সদর দপ্তর কোথায় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের জন্য সিরডাপ (CIRDAP) প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালের ৬ জুলাই। বর্তমানে এই সংস্থার সদস্যভুক্ত দেশ হলো ১৫ টি । ঢাকায় সুপ্রিম কোর্টের সামনে চামেলী হাউসে সিরডাপের সদর দপ্তর অবস্থিত।
১৯৭৫
১৯৮৫
১৯৮৭
১৯৯৭
প্রশ্নঃ সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সার্ক হলো দক্ষিণ এশিয়া একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্ট্রা । ১৯৮৫ সালে ৮ ডিসেম্বর 'সার্ক সনদ' স্বাক্ষরিত হওয়াার মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। বর্তমানে এর সদস্যভুক্ত মোট দেশের সংখ্যা ৮ টি । সর্বশেষ ২০১৪ সালের ২৬-২৭ নভেম্বর সার্কের ১৮ তম শীর্ষ সম্মেলন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, কাঠমান্ডুতে সার্কের সচিবালয় রয়েছে।
গ্লিসারিন
সিলিকন
ইথানল
সোডিয়াম
প্রশ্নঃ সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়____
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
জিওলোজি
এ্যানথ্রপলোজি
এনপোমলিজি
নিউরোলজি
প্রশ্নঃ কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো___
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
যুক্তরাষ্ট্র-কানাডা
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
কানাডা-অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্র-ব্রাজিল
প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নায়াগ্রা জলপ্রপাত হলো বিশ্বের প্রশস্ততম জলপ্রপাত । এটি মূলত তিনটি ঝর্ণার সমষ্টি যা কানাডার ওন্টারিও ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সীমান্তে অবস্থিত। বিশ্বের পর্যটকদের নিকট একটি আকর্ষণীয় জায়গা হিসেবে নায়াগ্রা খুবই পরিচিত ।
নাইজার
বাংলাদেশ
শাদ
মালি
প্রশ্নঃ ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ হলো নাইজার । তার পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী ১৮ বছর বয়সের পূর্বে নাইজার মেয়েদের বিয়ের হার ৭৭% এবং বাংলাদেশ ৭৪% । উল্লেখ্য, বিশ্বে মেয়েদের মোট বাল্যবিবাহের (যাদের বয়স ১৮ হয়নি) মধ্যে ৪২% শুধু দক্ষিণ এশিয়াতেই অনুষ্ঠিত হয়। যেখানে কেবল ভারতেই অনুষ্ঠিত হয় বিশ্বের ৩৩% বাল্যবিবাহ ।
সিয়েরা লিওন
কঙ্গো
লিবিয়া
ইথিওপিয়া
প্রশ্নঃ ‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'ইবোলা' ভাইরাসের উৎপত্তিস্থল হলো কঙ্গোর 'ইবোলা' নদী। কিন্তু এই ভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পশ্চিম আফ্রিকার কিছু দেশে। নাইজেরিয়া, লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওন হলো এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ। ডিসেম্বর ২০১৪ সাল পর্যন্ত ১৭ হাজারের বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয় যার মধ্যে প্রায় ৮ হাজার লোক এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই রোগের প্রাদুর্ভাব নিয়ে বিশেষ সতর্ক বাণী জারি করে।
১২ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
১৪ নটিক্যাল মাইল
৪০০ নটিক্যাল মাইল
প্রশ্নঃ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত (১ নটিক্যাল মাইল =১.৮৫২ কিমি)। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের বর্তমান মোট সমুদ্রসীমা হলো ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার।
১৭২৯ সালে
১৮২৯ সালে
১৬২৯ সালে
১৮২৮ সালে
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সতীদাহ প্রথা ছিল তৎকালীন হিন্দু সমাজে একটি ভয়াবহ কুসংস্কার যার ফলে বিধবাদের বেঁচে থাকার অধিকার ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীদের ও মৃত্যুবরণ করতে হতো। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রত্যক্ষ সহযোগিতায় লর্ড বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করার মাধ্যমে হিন্দু সমাজে বিধবাদের মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
মধুপুর
রংপুর
রাজশাহী
কুমিল্লা
প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রায় ৭,৭৭০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বরেন্দ্র ভূমি বিস্তৃত। এটি বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইস্টোসিন ভূ-প্রাকৃতিক একক যা পূর্বে করতোয়া নদী, পশ্চিমে মহানন্দা নদী এবং দক্ষিণে গঙ্গা উত্তর পাড় দ্বারা সীমাবদ্ধ। জেলা হিসেবে রাজশাহী ছাড়া ও বৃহত্তর দিনাজপুর ,রুপুর পাবনা ও বগুড়া জেলা জুড়ে এই বরেন্দ্রভূমি বিস্তৃত। বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় এই অঞ্চলের গড় উচ্চতা একটু বেশি।
কলম্বো
ম্যানিলা
ঢাকা
নিউইয়র্ক
প্রশ্নঃ `BIMSTEC' এর সদর দপ্তর কোথায় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অর্থণৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে ১৯৯৭ সালের ৬ জুন গঠিত হয়। বিমস্টেক নামের অর্থনৈতিক সংস্থাটি । শুরুতে বিমসটেকের ( BIMSTEC) পূর্ণরুপ Bangladesh, India, Myanmar , Sri Lanika, Thailand , Economic Co-operation থাকলেও বর্তমানে এর পূর্ণরুপ হলো Bay of Bengal Initiative for Multi -Sectoral Technical and Economic Co-operation. বিমসটেকের বর্তমান সদস্য রাষ্ট্র হলো ৭টি। প্রতিষ্ঠার শুরুতে এটির সদর দপ্তর না থাকলেও ২০১৪ সালে ঢাকায় এর সদর দপ্তর স্থাপতি হয়। আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সিরডাপ, আইসিডিডিআরবি, আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
সাইট্টিক এসিড
টারটারিক এসিড
এসকরবিক এসিড
ফসফরিক এসিড
প্রশ্নঃ তেঁতুলে কোন ধরনের এসিড থাকে ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
২ অক্টোবর
৪ অক্টোবর
৫ অক্টোবর
৬ অক্টোবর
প্রশ্নঃ আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বব্যাপী শিক্ষক পরিষদ (Teachers' organizations world wide ) কর্তৃক ১৯৯৪ সাল হতে প্রতিবছরের ৫ অক্টোবর 'আন্তর্জাতিক শিক্ষক দিবস' পালিত হয়ে আসছে। বর্তমানে ১০০ টির বেশি দিবস' পালিত হয়ে আসছে। বর্তমানে ১০০ টির বেশি দেশে এ দিবসটি মর্যাদার সাথে পালিত হয়।
১২ জন
১৪ জন
১৬ জন
১৫ জন
প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের একটি মূল অঙ্গসংস্থা। সদর দপ্তর নেদারল্যান্ডের 'দি দেগ' শহরে। ১৫ জন বিচারকের সমন্বয়ে এই আদালত গঠিত যাদের চাকরির মেয়াদ হলো ৯ বছর। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রর বিরুদ্ধে এই আদালতের নিকট বিচারপ্রার্থী হতে পারে।
জ্যাঁ তিহল
মালালা ইউসুফজাঈ
ড. ইউনুস
বারাক ওবামা
প্রশ্নঃ ২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৪ সালে শান্তিতে নোবেল লাভ করে পাকিস্তানের মালালা ইউসুফজাঈ ও ভারতের কৈলাস সত্যার্থী। নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 'নরওয়েজিয়ান নোবেল কমিটি' তাদের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরস্কারে ভূষিত করে। উল্লেখ্য, মালালা ইউসুফজাঈ হলো বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ী। ২০১৬ সালে শান্তিতে পুরস্কার লাভ করেন কমম্বিয়ার হুয়ান ম্যানুয়েল সান্তোস।
হামেস রদ্রিগুয়েজ
টমাস মুলার
লিওনেল মেসি
নেইমার
প্রশ্নঃ ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কেন ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ২০১৪ তে গোল্ডেন বল লাভ করে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। গোল্ডেন বুট লাভ করে কলম্বিয়ার তারকা হামেস রড্রিগুয়েজ (গোল ৬টি) । উল্লেখ্য , বিশ্বকাপ শিরোপা লাভ করে জার্মানি এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা।
গঙ্গা কপোতাক্ষ প্রকল্প
তিস্তা সেচ প্রকল্প
কাপ্তাই সেচ প্রকল্প
ফেনী সেচ প্রকল্প
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো 'তিস্তা সেচ প্রকল্প' মূলত এটির নাম তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প ( TBIP)। এটি লালমনিরহাট জেলার তিস্তা নদীর ডালিয়া ও দোয়ানী পয়েন্টে অবস্থিত। এই প্রকল্পটি বগুড়া রেললাইন এবং পূর্বদিকে বগুড়া -কাউনিয়া রেললাইন দ্বারা বেষ্টিত। ৭ লক্ষ ৫০ হাজার হেক্টর ভূমি এলাকা প্রকল্পটির আওতাধীন হলেও ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর ভূমিতে সেচ প্রদান করা হয়।
পেট্রোল
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
প্রশ্নঃ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
টুয়েন্টি ফিট ফ্রম স্টাবডম
হিলিয়াম
টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
গ্রাভিটি
প্রশ্নঃ ৮৬ তম অস্কার পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৬ সালে ৮৮ তম অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় 'স্পটলাইট (পরিচালক আলেসান্দ্রো গঞ্জালেস ইনারিত)।
বগুড়া
চট্টগ্রাম
নরসিংদী
ঝিনাইদহ
প্রশ্নঃ ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ