দ্রাবিড়
ইউরালীয়
ইন্দো-ইউরোপীয়
সেমেটিক
প্রশ্নঃ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পৃথিবীতে বেশকিছু মূল ভাষাবংশ রয়েছে। তার মধ্যে মূল ভাষাবংশ হচ্ছে ইন্দো-ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো-ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে।
আলস্যতা
অলস্য
আলস্য
আলসতা
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অলস শব্দের অর্থ কুঁড়ে ,পরিশ্রমবিমুখ, মন্থর, জড় প্রকৃতি, উদাস , অন্যমনস্ক। অলস শব্দ থেকে আলস্য শব্দ রুপান্তরিত ফলে উপরিউক্ত শব্দগুলোর মধ্যে আলস্য সঠিক।
সুবর্ণ
অনল
মার্তণ্ড
কর
প্রশ্নঃ ‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'আগুন' এর সমার্থক শব্দ অগ্নি, বহ্নি, অনল, পাবক, হুতাশন, দহন, সর্বভুক সর্বশুচি ,বৈশ্বানর।
চলৎ + চিত্র
চল + চিত্র
চলচ + চিত্র
চলিচ + চিত্র
প্রশ্নঃ ‘চলচিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'চলচ্চিত্র' শব্দের সঠিক সন্ধি -বিচ্ছেদ 'চলৎ + চিত্র'। এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ ।
ভাষাবিদ
ঋগ্বেদবিদ
বৈয়াকরণবিদ
আখ্যানবিদ
প্রশ্নঃ পাণিনি কে ছিলেন ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম 'অষ্টাধ্যায়ী' । সংস্কৃত ব্যাকরণ চর্চায় যাঙ্ক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী , পাণিনি খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী, কাত্যায়ন ও পতঞ্জলি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। পাণিনি, কাত্যায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত।
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্তমান
বৃদ্ধিপ্রাপ্ত
প্রশ্নঃ ক্ষীয়মান- এর বিপরীত শব্দ কি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উপরিউক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে বর্ধিষ্ণু। বিভিন্ন বইয়ে 'ক্ষীয়মান ' এর বিপরীত শব্দ হিসেবে 'বর্ধমান' শব্দটি প্রচলিত। তবে সংসদ বাংলা অভিধানে 'বর্ধমান ' -এর প্রতিশব্দ 'বর্ধিষ্ণু'।
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
ক্লীব লিঙ্গ
উভয় লিঙ্গ
প্রশ্নঃ ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যা দ্বারা স্ত্রী -পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। যেমন - কবি, পাখি, শিশু, সন্তান।
বিশেষণ
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
প্রশ্নঃ বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশেষ্য, বিশেষণ ,সর্বনাম পদের লিঙ্গান্তর করা সম্ভব কিন্তু অব্যয় এবং , ও জন্য বাক্যে ব্যবহার হয় লিঙ্গান্তর ছাড়াই।
হিন্দি
উর্দু
পর্তুগিজ
গ্রীক
প্রশ্নঃ ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পর্তুগিজ pera শব্দ থেকে বাংলা পেয়ারা শব্দটি এসেছে। সুতরাং পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
কল্যাণীয়েষু
সুচরিতেষু
শ্রদ্ধাস্পদাসু
প্রীতিভাজনেসু
প্রশ্নঃ নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কল্যাণীয়েষু শব্দটির স্ত্রীবাচক কল্যাণীয়াসু, সুচরিতেষু শব্দটির স্ত্রীবাচক সুচরিতাসু, শ্রদ্ধাস্পদাসু শব্দটি স্ত্রীবাচক এবং প্রীতিাজনেষু শব্দটি দ্বারা নারীকে সম্বোধন করা হয় না।
ডিসেম্বর ১৬, ১৯৭১
২৬ মার্চ, ১৯৯১
ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
প্রশ্নঃ নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঢাকা, ২১ ফেব্রুয়ারি , ১৯৫২ লেখা থাকলে বাক্যটিতে যথাযথভাবে বিরাম চিহ্ন ব্যবহৃত হতো। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আনন্দ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি যেসব চিহ্ন ব্যবহার করে বোঝানো হয়, সে চিহ্নসশূহকে যতিচিহ্ন বা বিরামচিহ্ন বলে।
যাদুবিদ্যা
সেতুবন্ধন
কুসংস্কারাচ্ছন্ন
উপাসনা
প্রশ্নঃ `Superstitions' শব্দের অর্থ____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Superstitions ' শব্দের অর্থ কুসংস্কার। কুসংস্কারাচ্ছন্ন শব্দের ইংরেজি প্রতিশব্দ 'Superstitious' ।
পঞ্চনদ
বেয়াদব
দেশান্তর
ভালমন্দ
প্রশ্নঃ নিচের কোনটি নিত্য সমাস ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ (দ্বিগু সমাস)। আদবের অভাব = বেয়াদব (অব্যয়ীভাব সমাস)। অন্যদেশ = দেশান্তর (নিত্য সমাস ) । ভালো ও মন্দ = ভালোমন্দ (দ্বন্দ্ব সমাসের উদাহরণ)।
চলচ্চিত্র
জীবনবৃত্তান্ত
প্রতিচিত্র
পটভূমি
প্রশ্নঃ Blue print- এর পারিভাষিক শব্দ কোনটি ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
তৎসম
অর্থ-তৎসম
দেশী
বিদেশী
প্রশ্নঃ গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গৃহিণী> গিন্নী, কৃষ্ণ> কেষ্ট শব্দ দুটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। যেমন: জ্যোস্না- জ্যোছনা ,শ্রাদ্ধ - ছেরাদ্দ , গৃহিণী- গিন্নী, কৃষ্ণ- কেষ্ট, বৈষ্ণব- বোষ্টম ইত্যাদি।
খেতে বসা
শুরু করা
ভন্ডামী করা
নিশ্চিন্ত বোধ করা
প্রশ্নঃ ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'হাত ধুয়ে বসা ' বাগধারার অর্থ আশা ত্যাগ করা, দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিন্ত বোধ করা।
শ্রবণ + অ
শ্রী + অন
শ্রু + অন
শ্রব + অন
প্রশ্নঃ ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শ্রবণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় রুট শ্রু + অন বা রুট + অনট। এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ ।
শিরোচ্ছেদ
শিরচ্ছেদ
শিরশ্ছেদ
শিরোঃচ্ছেদ
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
মন +তাপ
মনস + তাপ
মনো + তাপ
মরঃ + তাপ
প্রশ্নঃ ‘মনস্তাপ’ - এর সন্ধি-বিচ্ছেদ____
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'মনস্তাপ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ মনঃ + তাপ । এটি বিসর্গ সন্ধির উদাহরণ । বস্তুত বিসর্গ র্ এবং স্ এর সংক্ষিপ্ত রুপ । বিসর্গকে দু ভাগে ভাগ করা হয়েছে। ১. ব্ -জাত বিসর্গ ও ২. স্ - জাত বিসর্গ। মনস্তাপ স্-জাত বিসর্গের উদাহরণ।
আরবী
ফারসি
সংস্কৃত
ইংরেজি
প্রশ্নঃ সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাস মানে সংক্ষেপ , মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একপদীকরণ । অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
গিন্নি
হস্ত
গঞ্জ
তসবি
প্রশ্নঃ নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গৃহিনী>গিন্নী, কৃষ্ণ> কেষ্ট অর্ধ-তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্থ -তৎসম শব্দ। যেমন : জ্যোন্সা- জ্যোছনা ,শ্রাদ্ধ-ছেরাদ্দ, গৃহিণী- গিন্নী ,কৃষ্ণ- কেষ্ট , বৈষ্ণব- বোষ্টম ইত্যাদি। সুতরাং গিন্নী শব্দটিই সঠিক উত্তর ।
ডাক টিকিট
পোস্টাল কোড
প্রেরকের ঠিকানা
প্রাপকের ঠিকানা
প্রশ্নঃ শিরোনামের প্রধান অংশ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শিরোনামের প্রধান অংশ প্রাপকের ঠিকানা । একটি পত্রে প্রধানত দুটি অংশ থাকে। যথা : ১. পত্রগর্ভ বা অন্তর্ভাগ ২. পত্রের বহির্ভাগ বা শিরোনাম । এটি পত্রের বাইরের অংশ, এতে পত্র প্রাপকের নাম ঠিকানা লিপিবদ্ধ থাকে এবং সে অনুযায়ী পত্রটি প্রাপকের হাতে পৌঁছায়।
উপসর্গ
অনুসর্গ
সমাস
সন্ধি
প্রশ্নঃ পাশাপাশি দু‘টি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে সকল অব্যয় শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ , সংকোচন বা অন্য কোনো পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে। যেসব অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেগুলোকে অনুসর্গ বলে। পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
৯টি
১০টি
১১টি
১২টি
প্রশ্নঃ বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ টেক্সট বুক বোর্ড প্রকাশিত মুনীর চৌধুরী রচিত ৯ম -১০ম শ্রেণির ব্যাকরণ বইয়ের তথ্য মতে ১২ টি। তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে কম-বেশি পাওয়া যায়।
মু+ক্ত
মহ+ক্ত
মুচ+ক্ত
মৃচ+ক্ত
প্রশ্নঃ ’মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় রুট মুচ্ + ক্ত, এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। 'ক্ত' প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তসিস্থত 'চ' ও 'জ' সস্থলে 'ক' হয় । যেমন : রুট সিচ্ + ক্ত = সিক্ত, ভুজ্ + ক্ত = ভুক্ত ইত্যাদি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ