liberal
bondage
frugal
diversity
প্রশ্নঃ The antonym of the word 'liberty' is _____ .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ liberty (n.) - শব্দটির অর্থ মুক্তি, স্বাধীনতা ; liberal (a.) - উদার, মুক্ত হস্ত; bondage (n.) -দাসত্ব , বন্দিদশা; frugal (adj) - মিতব্যয়ী ,হিসাবী , diversity (n.) - বৈচিত্র্য , বিভিন্নতা। অর্থের বিবেচনায় liberty বা স্বাধীনতা শব্দটির একমাত্র antonym বা বিপরীত শব্দ bondage যার অর্থ দাসত্ব। সুতরাং সঠিক উত্তর (খ)।
summon
exile
impede
recollection
প্রশ্নঃ The synonym of the word 'call' is _____ .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Call (v.) - ডাকা , ডাক দেওয়া , আহ্বান করা; Summon (v.) - তলব করা , ডাকিয়া আনা; exile (v.) - নির্বাসিত করা ,বিতাড়িত করা , impede (v.) - বাধা দেওয়া ; recollection (n.)- অনুস্বরণ পুন: স্মমণ । সুতরাং Call ও summon সমার্থক।
too
for
to
in order to
প্রশ্নঃ It takes to ____ make a quarrel .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে 'to ' বসবে । কারণ sentence টি একটি প্রবাদ বাক্য। ' It takes two to make a quarrel' - এক হাতে তালি বাজে না'।
prefer
preferrence
preferable
preferring
প্রশ্নঃ Death is ____ to dishonour .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Prefer (v) - কোন ব্যক্তি বা বস্তুকে অন্য কোন ব্যক্তি বা বস্তুর তুলনায় বেশি পছন্দ করা ; Preference (n.) - পছন্দ, অধিকতর পছন্দ , preferable -Prefer verb -টির progressive form যা সাধারণত ব্যবহৃত হয় না। প্রদত্ত বাক্যটির অর্থ হবে Death is preferable is dishonour অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। সুতরাং সঠিক উত্তর (গ) ।
lost all
losing all
loses all
lose all
প্রশ্নঃ Grasp all, _____ .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রদত্ত বাক্যটি একটি প্রবাদ বাক্য। Grasp all, lose all - যার অর্থ অতি লোভে তাঁতি নষ্ট। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
adjective
adverb
noun
conjunction
প্রশ্নঃ Please look above . Here 'above' is ____ .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রদত্ত বাক্যে above শব্দটি look verb -কে modify করেছে। কোথায় /কোন দিকে তাকাবে? উপরে তাকাবে। তাই এখানে above হচ্ছে adverb of place . সুতরাং সঠিক উত্তর (খ) ।
Preposition
Conjunction
Adverb
Noun
প্রশ্নঃ Look before you leap . The word 'before' used in a sentence is ____ .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Look before you leap - 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না । এই বাক্যে ব্যবহৃত before শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে । তবে উক্ত বাক্যে before শব্দটি সংযোগমূলক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটা এখানে conjunction ।
By reading , you will learn
Read and learn
If you read , you will learn
In case of failure to read , you will not learn
প্রশ্নঃ Read to learn .(Complex)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশ্নোক্ত Simple Sentence টির অর্থ হচ্ছে জানার জন্য পড়। এটাকে complex বা জটিল বাক্যে রুপান্তর করলে হয়- 'পড় যাতে তুমি শিখতে / জানতে পার' - Read so that you can learn । কিন্তু answer option - গুলোতে এ রকম কোন উত্তর দেওয়া নেই। তাই ভাবার্থের দিক থেকে সঠিক উত্তর হিসেবে (গ) option টিকে ধরে নেওয়া যায়।
No other player is as better as he
No other player is as good as he
No other player is as best as he
No other players is considered as best as he
প্রশ্নঃ He is the best player .(Negative)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ He is the best player - সে সবচেয়ে ভাল খেলোয়াড় । এই বাক্যটিকে Negative করলে অর্থ হবে - অন্য কোনো খেলোয়াড় তার মত এত ভাল নয় -No other player is as good as he. এক্ষেত্রে নিয়মটি হচ্ছে: No other + superlative - এর পরের অংশ + verb + so/as + superlative degree - এর positive form +as বাক্যের subject ।
He is too dishonest that he cannot speak the truth
He is too dishonest to be spoken the truth
He is too dishonest to speak the truth
He is very dishonest and cannot speak the truth
প্রশ্নঃ He is so dishonest that he cannot speak the truth .(Simple)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ So ..... that দ্বারা গঠিত complex sentence - কে simple sentence - এ রুপান্তরের নিয়ম হচ্ছে - Subject + Be verb + too + Adjective +to + verb . অথবা NP1 + be + too + Adjective + for + NP2 + to + verb . সুতরাং সঠিক উত্তর (গ)।
I would help
I would be helped
I helped
I would have helped
প্রশ্নঃ I (help) you if I could .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এটি একটি conditional sentence , 2nd conditonal -এর ক্ষেত্রে if clause টি যদি past Indefinite -এ থাকে, তাহলে বাকি অংশে পূরণের নিয়মটি হবে- Subject + would / could / might +verb -এর base form + extension . সুতরাং সঠিক উত্তর (ক)।
yell
sound
cry
loudly
প্রশ্নঃ The synonym of the word 'scream' is ____ .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Scream (v). -অর্থ তীক্ষ্ণ আর্তনাদ করিয়া বলা বা আর্তনাদ করা , Yell (v.) - তীব্রস্বরে গর্জন করা বা চিৎকার করা, আর্তনাদ করা; Sound (n.) শব্দ, ধ্বনি, আওয়াজ , Cry - (v.) - কান্না করা, চিৎকার করা; Loudly (adv.)- উচ্চস্বরে,জোরে। Oxford dictionary -তে scream verb - টির synonym হিসেবে সরাসরি yell দেওয়া হয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।
Let not it be done
Let it be not done
Let it be done
Let it no be done
প্রশ্নঃ The passive form of 'Don't do it' is ____.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Do not বা Don't দিয়ে শুরু হওয়া Imperative Sentence -কে Passive করার নিয়ম -Let not + object টি subject হবে + be +verb -এর Past Participle . অতএব সঠিক উত্তর (ক)।
go near to light
to become known
to realize
to lit a light
প্রশ্নঃ some interesting facts about your past have just come to light . Here 'come to light' means _____ .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Come to light' একটি phrase যার অর্থ প্রকাশ হয়ে যাওয়া বা to become public / known । সুতরাং সঠিক উত্তর (খ)।
visit
visiting
watch
look
প্রশ্নঃ He came to Dhaka with a view to ____ a new place .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ With a view to, look forward to, accustomed to, addicted to, be/get used to ইত্যাদি phrase গুলোর পর সর্বদা মূল verb- এর সাথে ing যুক্ত হয়।
The wise do not talk much .
The wise does not talk mach .
The wise do not talk much .
The wise men does not talk much .
প্রশ্নঃ জ্ঞানীরা বেশি কথা বলেন না ।
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Adjective -এর কোনো plural form হয় না। তবে adjective -এর পূর্বে article the ' ব্যবহৃত হলে তা একশ্রেণীর সকল ব্যক্তিকে বুঝায়। এক্ষেত্রে verb টি plural হয় । কাজেই সঠিক উত্তর (গ)।
Stand , I come now
Wait , I am coming now
Keep standing , I am coming now
Stand here, I am coming
প্রশ্নঃ দাঁড়াও ,আমি এখনি আসছি ।
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশ্নোক্ত বাক্যে, 'দাঁড়াও ' বলতে অপেক্ষা করতে বলা হয়েছে। কাজেই, সঠিক উত্তর হবে (খ)।
He has been ill since a week .
He has been in till a week .
He has been ill for a week .
He has been ill during a week .
প্রশ্নঃ সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ ।
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Present perfect continuous tense -এ period of time বুঝালে for এবং point of time বুঝালে Since ব্যবহৃত হয় । এক সপ্তাহ যাবৎ কথাটি period of time - কে নির্দেশ করে ফলে সঠিক উত্তর হবে (গ) ।
It is as if a thunder from the clouds .
It is a bolt from the blue .
It is a strong thunder .
It is bolts from the blues .
প্রশ্নঃ এটা যেন বিনা মেঘে বজ্রপাত ।
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ A bolt from the blue একটি Phrase যার অর্থ বিনা মেঘে বজ্রপাত। কাজেই সঠিক উত্তর (খ)। কিন্তু, প্রশ্নোক্ত বাক্যে 'যেন' থাকায় 'as if' দরকার ছিল; আর প্রথম উত্তরটিতে as if থাকলেও অর্থবোধক নয়। এ কারণে (খ) কে সঠিক ধরা যায়।
am
is
are
been
প্রশ্নঃ He and I well
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাধারণত and দ্বারা দুটি subject যুক্ত হলে verb plural হয়। সুতরাং সঠিক উত্তর (গ)।
Could
Could have
Can
would have
প্রশ্নঃ If we practiced speaking English , we speak better .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Conditional Sentence -এ If clause টি Past Indefinite Tense -এ থাকলে, বাকি অংশে Subject -এর পর would/ could / might + v1 + extension ব্যবহৃত হয়। কাজেই সঠিক উত্তর (ক)।
asset
wealth
valuable
precious
প্রশ্নঃ It is health which is ____.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Health is wealth একটি proverb এবং simple sentence । এ বাক্যটির complex হচ্ছে প্রশ্নোক্ত বাক্যটি এবং শূন্যস্থানে সে হিসাবে wealth -ই হবে।
in
by
at
on
প্রশ্নঃ I have no money ______ hand .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হাতে সময় বা টাকা আছে বা থাকা অর্থে in hand ব্যবহৃত হয়। যেমন: আমার হাতে কিছু টাকা আছে - I have some money in hand .ঠিক এই বাক্যটির negative হচ্ছে প্রশ্নোক্ত বাক্য । সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
He saw no one in the room .
He did not see someone in the room .
He saw anyone in the room .
He saw someone in the room .
প্রশ্নঃ Did he see anyone in the room . (assertive)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রদত্ত intrrogative বাক্যটি Did he see anyone in the room যার অর্থ সে কি রুমের ভিতরে কাউকে দেখেছিল? এই sentence টিকে Assertive করতে হবে কিন্তু অর্থ প্রদান করবে negative . উত্তর হিসেবে যে option গুলো দেওয়া আছে, তার মধ্যে (খ) -তে someone থাকায় , তা appropriate answer হিসেবে ধরা যায় না । কারণ negative sentence -এ negative অর্থ প্রকাশের ক্ষেত্রে someone এর পরিবর্তে anyone বা no one appropriate কাজেই সঠিক উত্তর (ক)।
by
with
for
to
প্রশ্নঃ The fruit is sweet ____ the teste .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কোন ব্যক্তি বা বস্তুর অতিরিক্ত information উল্লেখ করার জন্য এর পূর্বে by ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর (ক)।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ