উপনেতা
উপভোগ
উপগ্রহ
উপসাগর
প্রশ্নঃ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দে ক্ষুদ্র অর্থে 'উপ' উপসর্গ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে উপভোগ শব্দে 'উপ' উপসর্গটি 'বিশেষ তৃপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।
বৈকুণ্ঠের খাতা
জামাই বারিক
বিবাহ-বিভ্রাট
হিতে বিপরীত
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক 'বৈকুণ্ঠের খাতা'। এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। সংলাপের দ্রুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূল কারণ। 'জামাই বারিক' 'হিতে বিপরীত ও 'বিবাহ বিভ্রাট' প্রহসনত্রয়ের রচয়িতা যথাক্রমে দীনবন্ধু মিত্র , জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও অিমৃতলাল বসু।
গাজী মিয়াঁর বস্তানী
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাঁচার নক্সা
কলিকাতা কমলালয়
প্রশ্নঃ মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ 'গাজী মিয়াঁর বস্তানী" । এছাড়াও তার আরও কয়েকটি গ্রন্থ : বিষাদ -সিন্ধু নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা , ফাস কাগজ প্রভূতি। 'আলালের ঘরের দুলাল' 'হুতোম প্যাঁচার নকশা ' ও কলিকাতা কমলালয়' গ্রন্থত্রয়ের রচয়িতা যথাক্রমে -প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
রাজা রামমোহন রায়
গোলকনাথ শর্মা
রামরাম বসু
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
প্রশ্নঃ 'বেদান্তগ্রন্থ' ও দেদান্তসার' কার রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার ' গ্রন্থ দুটির রচয়িতা রাজা রামমোহন রায়। এছাড়া তার আর ও কয়েকটি গ্রন্থ: ভট্রাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ, গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি। গোলকনাথ শর্মা , রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই তিন পণ্ডিত ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বাংলা গদ্যপুস্তক রচনা করেন।
আমজাদ হোসেন
হুমায়ূন আহমেদ
শওকত ওসমান
সৈয়দ শামসুল হক
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হুমামূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। হলো - আগুনের পরশমণি, দেয়াল ও শ্যামল ছায়া । শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো - জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক , জলাঙ্গী। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ : নীলদংশন, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়।
আমজাদ হোসেন
আলমগীর
জহির রায়হান
সুভাষ দত্ত
প্রশ্নঃ 'জীবন থেকে নেয়া ' চলচ্চিত্রটির পরিচালক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ্ । একজন ছোটগল্পকার , ঔপন্যাসিক ও চলিচ্চিত্রকার হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত চলচ্চিত্র : সোনার কাজল, কাঁচের দেয়াল, বাহানা বেহুলা, আনোয়ারা , সঙ্গম, জীবন থেকে নেওয়া । তার রচিত উপন্যাস : হাজার বছর ধরে, আরেক ফাল্গুন , বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আর কত দিন, কয়েকটি মৃত্যু ,তৃষ্ণা।
লৌকিক প্রণয়সঙ্গীত
শুদ্ধ জীবনযাপন রীতি
সামাজিক মঙ্গলবোধ
রাষ্ট্র পরিচালনা নীতি
প্রশ্নঃ 'খনার বচন' -এর মূলভাব কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত ' খনার বচন' মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার বচন রচিত। অজস্র খনার বচন যুগ যুগ ধরে গ্রাম বাংলার জন -জীবনের সাথে মিশে আছে।
দুঃ + অবস্থা
দূর + বস্থা
দুর + বস্থা
দুর + অবস্থা
প্রশ্নঃ 'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পূর্বপদের শেষে যদি অ/ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ 'র' হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন -(উঃ +অ =উ +র) দুঃ + অবস্থা=দুরবস্থা , চতুঃ + অঙ্গ =চতুরঙ্গ।
করছিলাম
করেছি
করছি
করব
প্রশ্নঃ নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'করব' ক্রিয়াটি দ্বরা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে 'করব' ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে 'করছিলাম' , 'করেছি' এই তিনটি ক্রিয়ার মধ্যে 'করছিলাম' ও 'করছি' ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে। অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরম্পরাটি এরুপ : অতীত + অতীত, + বর্তমান + ভবিষ্যৎ । 'করেছি' ঘটমান কাল। ক্রিয়া পূর্বে শেষ হলে এবংতার ফল এখন ও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে।
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
প্রশ্নঃ জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে এক অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন। এজন্য তাকে বুদ্ধদেব বসু আখ্যায়িত করেছেন 'নির্জনতম কবি' বলে। তার কবিতায় তিনি সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রামবাংলার নিসর্গের যে ছবি তিনি একেছেন, সে নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুুক্ত হয়ে তার হাতে অনন্যসাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররুপময়' বলে আখ্যায়িত করেছেন।
তামসিক
বারুই
পান-ব্যবসায়ী
পর্ণকার
প্রশ্নঃ 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তাম্বুলিক অর্থ বারুই, পান-ব্যাবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত 'তাম্বুলিক' শব্দের স্থলে 'তাম্বূলিক' হবে।
বক্র
গরল
কুটিল
জটিল
প্রশ্নঃ 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সরল শব্দের বিপরীতার্থক শব্দ 'গরল' বাদে অপশনের বাকি তিনটিই। তবে এরা ভিন্নার্থে ব্যবহৃত হয় । গরল হলো অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ ।
পদ্মমণি
পদ্মাবতী
পদ্মগোখরা
পদ্মরাগ
প্রশ্নঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' । তার রচিত আরেকটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন'। 'পদ্মাবতী' নামে কাব্য ও নাটক লিখেন যথাক্রমে আলাওল ও মাইকেল মধুসূদন দত্ত। 'পদ্ম-গোখরো' গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
প্রাতিপাদিক
নাম -পদ
মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ
প্রশ্নঃ বিভক্তহীন নাম - শব্দকে কী বলে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যেমন -হাত ,বই, কলম ইত্যাদি। নাম বা শব্দ শেষে শব্দবিভক্তি যোগে গঠিত পদকে নামপদ বলে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে।
অনন্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
প্রশ্নঃ 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। ' _ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন -মেঘের গর্জন -গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
ট্রেন স্টেশন ছেড়েছে
বনে বাঘ আছে
প্রশ্নঃ কোনটি অপাদান কারক?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত ,জাত বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন- ট্রেন ঢাকা ছাড়ল। অন্য অপশনগুলোকে (ক) গৃহহীনে গৃহ দাও - সম্প্রদান কারক; (খ) জিজ্ঞাসিব জনে জনে -কর্মকারক (ঘ) বনে বাঘ আছে- অধিকরণ কারক।
ভ্রমণ কাহিনী
উপন্যাস
নাটক
কবিতা
প্রশ্নঃ 'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধন -হারা' (১৯২৭) ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্র : নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা। তার রচিত আরো দুটি উপন্যাস : মৃত্যুক্ষুধা ও কুহেলিকা ।
অজানা
দোতলা
আশীবিষ
কানাকানি
প্রশ্নঃ কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে বহুব্রীহি সমাসে দুটি একরুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: কানে কানে যে কথা = কানাকানি । আরো কয়েকটি ব্যতিহার বহুব্রীহি সমাস: হাতাহাতি হাসাহাসি , লাঠালাঠি, কোলাকুলি, চুলাচুলি। অন্যদিকে অজানা, দোতলা ও আশীবিষ যথাক্রমে নঞ্ , প্রত্যয়ান্ত ও ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
ভাতি
অনল
অংশ
জ্যোতি
প্রশ্নঃ 'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'আগুন' -এর সমার্থক শব্দ: অনল , পাবক, দহন, সর্বভুক ,সর্বশুচি ,বহ্নি , অগ্নি হুতাশন। অন্যদিকে ভাতি, অংশু ও জ্যোতি হলো 'কিরণ' শব্দের সমার্থক শব্দ।
বাংলার বারো ভুঁইঞাদের একজন
রাজপুত রাজা
বাংলার শাসক
মোগল সেনাপতি
প্রশ্নঃ প্রতাপ আদিত্য কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বার ভূইয়া নামে পরিচিত। যশোরের রাজা প্রতাপ্রাদিত্য বার ভূইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন। ১৬০০ খ্রিষ্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।
হস্তপত্র
জ্ঞাপনপত্র
তথ্যপত্র
প্রচারপত্র
প্রশ্নঃ 'Hand out' - এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ "Hand out" —এর শুদ্ধ বাংলা পরিভাষা - জ্ঞাপনপত্র।
সতীন সরকার
সৈয়দ আলী আহসান
সৈয়দ শামসুল হক
নিজে চেষ্টা করুন
প্রশ্নঃ স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন__
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অপশনে 'সতীন' -এর স্থলে 'যতীন' এবং রহমান' -এর স্থলে 'রাহমান 'হবে। যতীন সরকার ২০১০ সালে, সৈয়দ শামসুল হক ২০০০ সালে, শামসুর রাহমান ১৯৯১ সালে ও সৈয়দ আলী আহসান ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।]
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রুপ লাভ করে। যেমন- ভাষারীতি : সর্বনাম বিশেষ্য ক্রিয়া সাধু: তাহারা ভাত খাইতেছিল তারা ভাত খাচ্ছিল
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ