a militant
an anarchist
a terrorist
an extremist
প্রশ্নঃ A person who believes that laws and governments are not necessary is known as __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অ্যানার্কিজম (Anarchism ) বা নৈরাজ্যবাদী আন্দোলন ঊনবিংশ শতাব্দীতে জোরদার হয়ে ওঠে। নৈরাজ্যবাদীদের মৌলিক বৈশিষ্ট্য হলো -১ সমাজ-বিশ্লেষণের ধার না ধারা; ২. কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি বা ধারাবাহিক রাজনৈতিক কর্মকান্ডের তোয়াক্কা না করা ; ৩. বিপ্লবী কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক পূর্বপ্রস্তুতির ধার না ধারা; ৪. বিদ্যমান সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে অস্বীকার করা ; ৫. ক্রমবর্ধমান সন্ত্রাস ও অরাজকতার মাধ্যমে অবস্থিত সরকার ও রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করার রীতিতে বিশ্বাসী হওয়া ইত্যাদি। মোটকথা, সুনির্ধারিত রাজনৈতিক পদ্ধতির অনুপস্থিতি ,সুস্পষ্ট লক্ষ্যহীনতা এবং সন্ত্রাস - এ তিনটিই ছিল নৈরাজ্যবাদীদের প্রধান বৈশিষ্ট্য।
no article , an
a , an
the , no article
no article , a
প্রশ্নঃ He went to ______ hospital because he had ___ heart attack.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাধারণত school, college, hospital , mosque ইত্যাদি স্থানগুলোতে মূল উদ্দেশ্যে গেলে এসব স্থানের পূর্বে article বসে না। রোগের নামের পূর্বে indefinite article হিসেবে a বসবে।
flour
foliage
floor
flower
প্রশ্নঃ The word 'florid ' indicates
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Florid শব্দটির অর্থ পুষ্পল, রক্তিমাভ। এটি 'flower' সম্বন্ধীয় বিষয়কে নির্দেশ করে। এর দ্বারা 'পুষ্প দ্বারা শোভিত বোঝায় । Florid -very fancy or too fancy, covers with flower, having a red or reddish color.
had invited you to come in
would invite you to come in
would be inviting you to come in
would have invited you to come in
প্রশ্নঃ Complete the following sentence : 'Had I known you were waiting outside, I ___
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Perfect conditional -এর নিয়মানুসারে এখানে sentence টির পরবর্তী clause হব Would have invited you to come in । 3rd conditional বা perfect conditional এর structure: Past Perfect + would have + v3 + extention ।
be incomprehensible
appeal primarily to emotions
put one to sleep
stimulate action
প্রশ্নঃ A soporific speech is likely to __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ A soporific speech বলতে সে ধরনের বক্তৃতাকে বোঝায় যা দর্শক -শ্রোতার চোখে ঘুম নিয়ে আসে। এ ধরনের বক্তৃতা শুনে শ্রোতারা ক্লান্ত হয়ে পড়েন এবং চোখে ঘুম জড়িয়ে আসে। Soporific - causing a person to become tired and ready to fall asleep।
Schizophrenia
Seizophrania
Scizophrenia
Schizophrania
প্রশ্নঃ Select the world with right spelling __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অপশন 'ক' -তে প্রদত্ত Schizophrenia (সিজোফ্রেনিয়া) শব্দটি শুদ্ধ বানান বিশিষ্ট। বাকি option গুলো ভুল বানানের শব্দ। এ শব্দটি দ্বারা একটি মানসিক রোগকে বোঝায়। ঝিম দিয়ে এক দৃষ্টিতে দীর্ঘক্ষণ একান্তে বসে থাকা এ রোগের প্রাথমিক লক্ষণ।
philanthropy
misogyny
benevolence
misanthropy
প্রশ্নঃ Love for the whole world is called __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একজন Philanthropist হলেন সেই ব্যক্তি যিনি মানবতাবাদী, সব মানুষের জন্য যার ভালোবাসা আছে। Misogyny-woman-hater; নারীবিদ্বেষী। Benevolence -kindness; generosity; বাদান্যতা , দয়া, জনহিতৈষিকা। Misanthropy -dislike or hatred or other people ,hatred of mankind; মানববিদ্বেষ।
Oligarchy
Plutocracy
Cryptocracy
Aristocracy
প্রশ্নঃ when we want to mean a government by the richest class we use the term __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি দেশের শাসন ক্ষমতা যখন ধনিক শ্রেণির হাতে থাকে তখন আমরা সেই সরকার ব্যবস্থাকে Plutocracy বা ধনিকতন্ত্র বলে থাকি। Oligarchy বা গোষ্ঠীতন্ত্র বলতে স্বল্পসংখ্যক লোকের শাসনকে বোঝায়। আর যে রাষ্ট্রীয় ব্যবস্থায় শুধু অভিজাত শ্রেণিরই কৃর্তৃত্ব বহাল থাকে সেই ব্যবস্থাকেই Aristocracy বা অভিজাততন্ত্র বলে। এছাড়া যে রাষ্ট্র ব্যবস্থায় প্রকৃত শাসকরা আড়ালে আবডালে থেকে শাসন কার্য পরিচালনা করে তাকে Cryptogram বলে।
operate
treat
admit
nurse
প্রশ্নঃ Hospitals __ the sick.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Treat' অর্থ ওষুধ ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান। হাসপাতালগুলো যেহেতু ওষুধ ও অস্ত্রােপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান করে, সেহেতু শূন্যস্থানে 'treat' verb টি বসবে। অন্য তিনটি অপশন Operate (পরিচালনা করা ), nurse (সেবা করা ) ও admit (স্বীকার করা ,ভর্তি করা ) এখানে যথোপযুক্ত নয়।
adverb
adjective
verb
noun
প্রশ্নঃ The warning of the authority falls on deaf ears. Here warning does the function of __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ The + verb + ing + of দ্বারা verbal noun গঠিত হয় । সুতরাং প্রদত্ত বাক্যের warning শব্দটি noun।
printing
cooking
dress
musical instruments
প্রশ্নঃ The word ' culinary ' is related to
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Culinary (adj) শব্দটি রান্নাঘর বা রান্না সম্বন্ধীয়। অর্থাৎ culinary is related to cooking ।
Are they known by you?
Would they be known by you?
Are they known with you ?
Are they known to you?
প্রশ্নঃ Identify the correct passive form of the sentence below : ' Do you Know them'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ know verb -এর পরে preposition রুপে to বসে। তাই সঠিক passive structure অনুসারে passive sentence টি হবে - Are they known to you?
cure-all
pancreatic
widespread disease
gland
প্রশ্নঃ 'Panacea' means__
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Panacea' শব্দটি সকল রোগের ঔষধ/আরোগ্য হিসেবে ব্যবহৃত হয় । অর্থাৎ cure of all disseases ।
ovams
ovumes
onums
ova
প্রশ্নঃ what is the plural number of 'ovum' ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Ovum - এর বাংলা অর্থ ডিম্বাণু আর ovum -এর plural form হলো ova।
False , True
Sharp , Blunt
Love, Affection
Abundance , Scarcity
প্রশ্নঃ কোন শব্দযুগলটি ভিন্ন ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Flase-মিথ্যা True -সত্য Sharp- ধারালো Blunt -ভোঁতা Abundance - প্রাচুর্য Scarcity- অভাব অর্থাৎ প্রতিটি শব্দ যুগের পরস্পর বিপরীত শব্দ (Antonym) রয়েছে। কিন্তু Love -ভালোবাসা ,স্নেহ, মমতা এবং Affection -স্নেহ, ভালোবাসা ,মমতা ও শব্দযুগল সমার্থক (Synonym)।
ballad
sketch story
historical novel
short novel
প্রশ্নঃ 'A christams carol' is a __ by charles Dickens .
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Charles Dickens -এর লেখা novella বা short novel হলো' A Christmas Carol' ।
preposition
adjective
adverb
noun
প্রশ্নঃ 'There was a small reception following the wedding: The word 'following' in the sentence above is a/an __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Sentence টিতে small reception - এর সাথে the wedding (বিবাহ অনুষ্ঠানের) সম্পর্ক তৈরিতে/বোঝাতে মাঝখানে following শব্দটি ব্যবহৃত হয়েছে। তাই following এখানে preposition রুপে কাজ করেছে। preposition সমূহ noun বা Pronoun -এর পূর্বে বসে sentence - এর অন্যান্য পদের সাথে তাদের সম্পর্ক নির্দেশ করে।
amoral
authentic
amnesia
aspersions
প্রশ্নঃ which of the following words has been formed with a prefix?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Moral শব্দের অর্থ নৈতিক নীতিগত। Amoral শব্দের অর্থ অনৈতিক ; অবৈধ । Moral শব্দের পূর্বে 'a' prefix বসে amoral শব্দটি গঠিত হয়েছে। Option -এর বাকি শব্দগুলো মৌলিক। Authentic -প্রামাণিক, খাঁটি , Amnesia - স্মৃতিভ্রম; আংশিক স্মৃতি হারোনো ও Aspersions -কুৎসা ,কটাক্ষ।
Lieaftenant
Leaftenant
Leiftenant
Lieutenant
প্রশ্নঃ লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সঠিক বানানসম্পন্ন শব্দ Lieutenant । এ বানানটি মনে রাখার একটি জনপ্রিয় কৌশল হলো 'মিথ্যা ' (Lie) , তুমি (u), দশ ( ten), পিঁপড়া ( ant) '।
Macbeth
King lear
Othello
Hamlet
প্রশ্নঃ 'To be' or not to be that is the question ', __ is a famous soliloquy from__
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'To be or not be -that is the question -এর উদ্ধৃতিটি Shakespeare রচিত বিখ্যাত নাটক ' Hamlet ' -এর কেন্দ্রীয় চরিত্র prince Hamlet -এর soliloquy (স্বগতোক্তি)।
newly-weds
old women
newborn babies
old people
প্রশ্নঃ 'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Pediatrics হলো শিশুদের চিকিৎসা ব্যবস্থা। অপরদিকে Geriatrics হলো বৃদ্ধদের (old people) চিকিৎসা পদ্ধতি / ব্যবস্থা।
Flower
Twig
Tree
Branch
প্রশ্নঃ নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand :: Leaf :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Analogy-টি Finger : Hand : Leaf : এখানে শব্দের অর্থ বিশ্লেষণ করলে একটি সম্পর্ক পাওয়া যায়। আঙ্গুল (Finger ) থাকে হাতে (Hand) । ঠিক সেভাবে পাতা (Leaf ) থাকে গাছের ছোট ডাল বা উপ-শাখায় (Twig) । সুতরাং সঠিক Analogy Finger : Hand :: Leaf :Twing।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ