নৈতিক শক্তি
নৈতিক বিধি
নৈতিক আদর্শ
সবগুলোই
প্রশ্নঃ নৈতিকভাবে বলা হয় মানবজীবনের----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। ভালো -মন্দ আচরণ, স্বচ্ছতা , সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষ গুণ হলো নৈতিকতা। প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্যান্য বিষয়ের উপর একে প্রাধান্য দেয়। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
ম্যাকিয়াভেলি
হবস
লক
রাসেল
প্রশ্নঃ ' Power : A New Social Analysis' গ্রন্থটি কার লেখা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Power: A New Social Analysis ' হলো দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত গ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে। এই গ্রন্থে তিনি যুক্তি দেখিয়েছেন মানুষের সর্বশেষ ও সর্বোচ্চ লক্ষ্য হলো ক্ষমতা ।
গাণিতিক মধ্যমান
দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
সম্ভাব্য সব ধরনের কাজের মধ্যমান
একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
প্রশ্নঃ ' সুবর্ণ মধ্যক' হলো ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সুবর্ণ মধ্যক' হলো একটি দার্শনিক পরিশব্দ। ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক (Golden mean ) বলেছেন। যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো 'সুবর্ণ মধ্যক' ।
মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি
উপরের তিনটিই সঠিক
প্রশ্নঃ নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নৈতিক আচরণবিধি (Code of ethics ) বলতে বুঝায় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা, কর্মচারীদের পেশাগত দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যের পরিচিতি ও প্রযোজ্য নিয়মনীতি। বাস্তবতার নিরিখে সকল প্রতিষ্ঠানের নৈতিক আচরণবিধি এক নাও হতে পারে। তাই সঠিক উত্তরটি হবে (ঘ) ।
সামাজিক মূল্যবোধকে
গণতান্ত্রিক মূল্যবোধকে
ব্যক্তিগত মূল্যবোধকে
স্বাধীনতার মূল্যবোধকে
প্রশ্নঃ ব্যক্তিগত মূল্যবোধ লালন করে ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির স্বতন্ত্র মূল্যবোধ। এই মূল্যবোধ ব্যক্তির স্বাধীনতাকে পালন করা হয়। যদি ও নির্দিষ্ট কোনো গোষ্ঠী, সংস্কৃতি , ধর্ম রাজনৈতিক দল, পরিবার , বন্ধু -বান্ধব, জাতীয়তা , ইতিহাস প্রভৃতি ব্যক্তিগত মূল্যবোধ গঠনে সাহায্য করে। তথাপি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজস্ব অর্জিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ব্যক্তি ব্যক্তিগত মূল্যবোধ মূল্যবোধের প্রধান পার্থক্য হলো ব্যক্তির স্বাধীনতা বা স্বকীয়তা । তাই সমাজের এক এক ব্যক্তির মূল্যবোধ এক এক রকম ।
দুর্নীতি রোধ করা
সামাজিক অবক্ষয় রোধ করা
রাজনৈতিক অবক্ষয় রোধ করা
সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
প্রশ্নঃ মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে চিন্তাভাবনা, লক্ষ্য , উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলে।এই মূল্যবোধ শিক্ষার প্রধান লক্ষ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।
সুসম্পর্ক গড়ে তোলে
আস্থার সম্পর্ক গড়ে তোলে
শান্তির সম্পর্ক গড়ে তোলে
কোনোটিই নয়
প্রশ্নঃ সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়। সম্পর্ক হতে পারে কয়েক ধরনের। তবে যেহেতু প্রশাসকের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা , বাক স্বাধীনতা , বিচার বিভাগের স্বাধীনতা , আইনের অনুশাসন প্রভৃতি ছাড়া একটি দেশের সুশাসন ভাবা যায় না , তাই সুশসান ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে আস্থায় সম্পর্ক গড়ে উঠে। এই আস্থার সম্পর্ক যত শক্তিশালী হবে, সুশাসন তত মজবুত হবে।
অর্থনৈতিক উন্নয়ন
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
সামাজিক উন্নয়ন
সবগুলোই
প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভবপর হয় না। প্রশ্নের (ক) ও (গ) নং অপশন নং এ থাকায় সঠিক উত্তর হবে (খ) । ঘ নং অপশনটি যদি ভিন্ন কিছু নয় , কিন্তু আইকিউ বিবেচনায় সেটি ভুল হবে।
স্বাধীনতা
ক্ষমতা
কর্মদক্ষতা
জনকল্যাণ
প্রশ্নঃ একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি । তবে সবগুলো জনক্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ -ই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ।
আইনের শাসন
জবাবদিহিতা
স্বজনপ্রীতি
ন্যায়পরায়ণতা
প্রশ্নঃ সুশাসনের পথে অন্তরায় ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুশাসনের অন্তরায়গুলো হলো - স্বজনপ্রীতি, দুর্নীতি , অনিয়ম ইত্যাদি। অন্যদিকে আইনের শাসন, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা হলো সুশাসনের বৈশিষ্ট্য।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ