ব+ন্+ধ+ন্
বন্+ধন্
ব+ন্ধ+ন
বান্+ধন্
প্রশ্নঃ ' বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter) - কে বোঝালে ও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরুপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি , তাই অক্ষর । উদাহরণস্বরুপ , ইংরেজি 'Incident' শব্দে 'In-ci-dent' - এ তিনটি Syllable আছে। এই তিনটি Syllable -ই হলো অক্ষর। কিন্তু , আলাদাভাবে ' I-n-c-i-d-e-n-t'- এগুলাে অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। তদ্রুপ , বাংলা 'বন্ধন' শব্দেও বন্+ধন্ -- এ দুটো অক্ষর। কিন্তু ব +ন্ + ধ্ + ন্ -- এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।
৭টি
৯টি
১০টি
৮টি
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। যথা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ; এবং মাত্রাহীন বর্ণ দশটি । যথা: এ, ঐ ও , ঔ, ঙ, ঞ , ৎ,ং, ঃ,। এছাড়া পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
জ+ঞ
ঞ+গ
ঞ+জ
গ+ঞ
প্রশ্নঃ 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ : জ্ + ঞ । এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ : জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।
সভাসদ
শুভেচ্ছা
ফলবান
তন্বী
প্রশ্নঃ নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'শুভেচ্ছ' শব্দটি সন্ধিসাধিত শব্দ। 'অ' -কার কিংবা 'আ' -কারের পর 'ই'-কার কিংবা 'ঈ' -কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়' যেমন : অ + ই =এ ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা । তন্বী ( তনু + ঈ) প্রত্যয় ও সন্ধি -উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভা + সদ ) ও ফলবান (ফল +বান ) প্রত্যয়যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর (খ) ।
জনশ্রুতি
অনমনীয়
খাসমহল
তপোবন
প্রশ্নঃ বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ) ; তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ) ; খাস যে মহল= খাসমহল (কর্মধারয়); নেই নমন যার = অনমনীয় ( নঞ বহুব্রীহি সমাস) সুতরাং সঠিক উত্তর (খ) ।
জাত
গৈরিক
উদ্ধত
গাম্ভীর্য
প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ্য পদ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'জাত' বিশেষণ পদটির অর্থ : জন্মেছে এমন ; 'গৈরিক' বিশেষণবাচক পদটির অর্থ : যার স্বভাবে বিনয়ের অভাব এবং 'গাম্ভীর্য ' বিশেষ্যবাচক শব্দটির অর্থ: গম্ভীরতা বা গম্ভীর ভাব। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
কল্যাণ
প্রবণ
নিক্কণ
বিপণি
প্রশ্নঃ নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' --এর ব্যবহার হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কল্যাণ' 'নিক্কণ' ও 'বিপণি' - শব্দগুলো 'ণ' -এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে প্র, পরি, নির- এ তিনটি উপসর্গের পর 'প' -বর্গের ৫ টি (প, ফ,ব,ভ,ম) বর্ণ থাকলে তারপরে 'ন' ধ্বনি থাকলে তা মূর্ধন্য 'ণ' হয়। যেমন: প্রবণ , প্রমাণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
প্রশ্নঃ 'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে'--- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ না-সূচক বাক্যে না , নয়, নহে, নি ,নেই , নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না -বাচক ক্রিয়া ও না -বাচক শব্দ বা না- বাচক অব্যয় মিলে বাক্যে দু'বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ-সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে ' - বাক্যটির নেতিবাচক রুপ 'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।'
বাতিল
পালাবদল
মামুলি
নিরপেক্ষ
প্রশ্নঃ ' Null and Void' --এর বাংলা পরিভাষা কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল -এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns : মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
ইংরেজি + ফার্সি
ইংরেজি + আরবি
তুর্কি + আরবি
ইংরেজি + পর্তুগিজ
প্রশ্নঃ ' হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যেসব শব্দ দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয়, তাকে মিশ্র শব্দ বলে। যেমন ; 'হেডমৌলভী' (ইংরেজি + ফারসি ) দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরকম আর ও কিছু শব্দ হলো : হাটবাজার (বাংলা + ফারসি ) ; চৌহদ্দি (ফারসি + আরবি) ; রাজ -বাদশা (তৎসম + ফারসি) ইত্যাদি।
রবী + ইন্দ্র
রবী + ঈন্দ্র
রবি + ইন্দ্র
রবি + ঈন্দ্র
প্রশ্নঃ ' রবীন্দ্র' --এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ই-কার কিংবা ঈ-কারের পর 'ই'-কার কিংবা 'ঈ' - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ 'ঈ'-কার হয়। দীর্ঘ 'ঈ'- কার পূর্ববর্তী ব্যঞ্জনে সাথে যুক্ত হয় । যেমন : রবি + ইন্দ্র = রবীন্দ্র , অতি + ইত = অতীত , পরি + ঈক্ষা = পরীক্ষা ইত্যাদি।
বিশেষ্য
অব্যয়
ক্রিয়া
বিশেষণ
প্রশ্নঃ ' এ যে আমাদের চেনা লোক' ---বাক্যে ' চেনা' কোন পদ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ , গুণ, অবস্থা, সংখ্যা , পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এ বাক্যে 'চেনা ' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষদ পদ।
উৎকর্ষতা
অপকর্ষ
উৎকর্ষ
অপকর্ষতা
প্রশ্নঃ 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'প্রকর্ষ' বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দ : উৎকর্ষ , শ্রেষ্ঠত্ব , উন্নতি ।
ছায়ানট
চক্রবাক
রুদ্রমঙ্গল
বালুচর
প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'ছায়ানট' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। চক্রবাক কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 'রুদ্রমঙ্গল' কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ। | 'বালুচর' জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ।
১৯০৯
১৯১০
১৯১৪
১৯২১
প্রশ্নঃ ' সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক সুবচন নির্বাসনে রক্তাক্ত প্রান্তর নুরলদীনের সারা জীবন পায়ের আওয়াজ পাওয়া যায় |
সুবচন নির্বাসনে
রক্তাক্ত প্রান্তর
নূরলদীনের সারা জীবন
পায়ের আওয়াজ পাওয়া যায়
প্রশ্নঃ মুক্তিযুদ্ধবিষয়ক নাটক ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সুবচন নির্বাসনে' আবদুল্লাহ আল মামুন রচিত একটি বিখ্যাত নাটক। | 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরী রচিত একটি ঐতিহাসিক নাটক। 'নূরলদীনের সারা জীবন সৈয়দ শামসুল হকের একটি ঐতিহাসিক নাটক। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কাব্যনাট্য।
রাখালী
মাটির কান্না
বেদের মেয়ে
বোবা কাহিনী
প্রশ্নঃ কোনটি জসীমউদ্দীনের নাটক?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'রাখালী' পল্লিকবি জসীম উদ্দিন রচিত প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া ' মাটির কান্না' তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ। 'বোবাকিহিনী 'তার রচিত একমাত্র উপনন্যাস 'বেদের মেয়" জসীমউদ্দীনের বিখ্যাত লোকনাট্য।
শ্রীচৈতন্যদেব
শ্রীকৃষ্ণ
আদিনাথ
মনোহর দাশ
প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। চৈতন্যদেব বাল্যকাল থেকেই কবিতা ও সঙ্গীতপ্রিয় ছিলেন। এসব ভাবগত গানের দ্বারা তার মনে ভক্তি ভাবের উন্মেষ ঘটে। তিনি প্রচার করলেন “জীবে দয়া ঈশ্বরে ভক্তি বিশেষ করে নামধর্ম, নাম সংকীর্তন”। তাঁর কল্যাণেই বাঙালির স্বাজাত্যবোধ ও নিজস্ব সংস্কৃতি রক্ষিত হয়। চৈতন্যদেবের আবির্ভাব কেবল ধর্ম ও সামাজিক ক্ষেত্রে নয়, বাংলা সাহিত্যের অঙ্গনেও এক বৈপ্লবিক ঘটনা। চৈতন্যদেবের বৈষ্ণবতত্ত্বকে অবলম্বন করে বৈষ্ণব কবিরা রচনা করে পদাবলী গান।
কবর
চিঠি
রক্তাক্ত প্রান্তর
মুখরা রমণী বশীকরণ
প্রশ্নঃ মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শেক্সপিয়ারের 'টেমিং অব দ্য শ্রু' নাটকের অনুবাদ করে মুনীর চৌধুরী রচনা করেন 'মুখরা রমণী বশীকরণ' এছাড়া তার রচিত 'কবর' ভাষা আন্দোলনভিত্তিক, রক্তাক্ত ' নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ সময়কে ভিত্তি করে রচিত হয়েছে।
দিবারাত্রির কাব্য
হাঁসুলী বাঁকের উপকথা
কবিতার কথা
পথের পাঁচালী
প্রশ্নঃ কোনটি উপন্যাস নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস । 'হাঁসুলী বাঁকের উপকথা ; তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ; 'পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ উপন্যাস ।
গবেষণা গ্রন্থ
ধর্মবিষয়ক প্রবন্ধ
ইতিহাস আশ্রয়ী উপন্যাস
আত্মজীবনী
প্রশ্নঃ ' বিষাদ সিন্ধু' একটি ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'বিষাদ সিন্ধু' মীর মশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস । এটি তার অমর সৃষ্টি । মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হাসান-হোসেনের করুণ মৃত্যু 'বিষাদ সিন্ধু' গ্রন্থের মূল বিষয়।
১৭৫৬
১৭৫২
১৭৬০
১৭৬২
প্রশ্নঃ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৭১২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য। বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনীর করা 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' উক্তিটি দ্বারা তার কবি প্রতিভার প্রমাণ পাওয়া যায়।
দৌলত কাজী
মাগন ঠাকুর
সাবিরিদ খান
আলাওল
প্রশ্নঃ ' তোহফা' কাব্যটি কে রচনা করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা , সয়ফুলমুলুক -বদিউজ্জামাল । মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা 'সতীময়না ও লোরচন্দ্রানী'। মাগন ঠাকুরের রচনা হিসেবে 'চন্দ্রাবতী' কাব্যের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের কবি হিসেবে সাবিরিদ খান কালিকামঙ্গল কাব্যধারার 'বিদ্যাসুন্দর ' কাহিনির অন্যতম কবি রুপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন।
কবিগান
পুঁথি সাহিত্য
নাথ সাহিত্য
বৈষ্ণব পদ সাহিত্য
প্রশ্নঃ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এন্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবিশাল পরিসরের শেষ পর্যায়ে কবিগানের উদ্ভব ঘটেছিল। তখন মুসলমানরা পুঁথি সাহিত্য এবং হিন্দুরা কবিগান রচনায় মনোনিবেশ করেছিল। পুঁথি সাহিত্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন - ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। আর কিবওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন গোঁজলা গুই , হরু ঠাকুর , নিতাই বৈরাগী ও এন্টনি ফিরিঙ্গি। লৌলিক -অলৌলিক কাহিনি নিয়ে বাংলা ভাষায় যেসব সাহিত্য রচিত হয়েছে তাকে নাথ সাহিত্য বলে। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের প্রেমলীলা নিয়ে বাংলা ভাষায় (এবং ব্রজবুলিতে ) এক বিপুলকায় সাহিত্য রচিত হয়েছে, রাধা -কৃষ্ণের সেই প্রণয়লীলার কাহিনি নিয়ে রচিত পদসমূহকে সংক্ষেপে বৈষ্ণব পদসাহিত্য বলে।
উইলিয়াম কেরি
গোলকনাথ শর্মা
রামরাম বসু
হরপ্রসাদ রায়
প্রশ্নঃ ' রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রামরাম বসু রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সম্পর্কে জ্ঞাত কাহিনিগুলোর বর্ণনা প্রদান করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ উইলিয়াম কেরি রচিত বিখ্যাত গ্রন্থ 'কথোপকথন' । গোলকনাথ শর্মার 'হিতোপদেশ' ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে মুদ্রিত ও প্রকাশিত হয় । হরপ্রসাদ রায়ের অনূদিত গ্রন্থ ' পুরুষপরীক্ষা'।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ