ফসফরাস
নাইট্রোজেন
পটাশিয়াম
সালফার
প্রশ্নঃ ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৬৪% ।
নিউট্রন ও প্রোটন
ইলেকট্রন ও প্রোটন
নিউট্রন ও পজিট্রন
ইলেকট্রন ও পজিট্রন
প্রশ্নঃ পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। পরমাণুর মধ্যে মৌলিক কণিকা হিসেবে ইলেকট্রন ,প্রোটন ও নিউট্রন বিদ্যমান। প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। ইলেক্ট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।
অক্সিজেন পরিবহন করা
রোগ প্রতিরোধ করা
রক্ত জমাট বাধতে সাহায্য করা
উপরে উল্লিখিত সব কয়টিই
প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজমের এক ধরনের লৌহঘটিত প্রােটিন জাতীয় রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন আমিষ ও লৌহ এর প্রধান উপাদান। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্ত লাল হয় । হিমোগ্লােবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা।
৪ টি
৬ টি
৫ টি
৮ টি
প্রশ্নঃ সুষম খাদ্যের উপাদান কয়টি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলো হলো: শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন , ফ্যাট বা চর্বি , ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ ও পানি।
অগ্ন্যাশয় হতে
প্যানক্রিয়াস হতে
লিভার হতে
পিটুইটারী গ্লান্ড হতে
প্রশ্নঃ ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্যানক্রিয়াস (Pancreas ) -এর বাংলা প্রতিশব্দ অগ্ন্যাশয়। মানবদেহের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক গ্রন্থির 'আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স ' নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন নিঃসৃত হয় ।
পটকা মাছ
হাঙ্গর
শুশুক
জেলী ফিস
প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শুশুক বা ডলফিন জাতীয় প্রাণীগুলো পানিতে বা করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা পানি থেকে ভেসে উঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
গ্লাইকোজেন
গ্লুকোজ
ফ্রুক্টোজ (Fructose)
সুক্রোজ
প্রশ্নঃ অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ খাদ্য বিভিন্ন এনজাইম দ্বারা পরিপাক হয়ে ক্ষুদ্রতম অংশে পরিণত হয় । এগুলো সাধারণত মনোস্যাকারাইসে পরিশােষিত হয়। অতিরিক্ত খাদ্য হতে উৎপন্ন সুগার ভবিষ্যতের জন্য লিভার সঞ্চয় করে রাখে। এ সুগার হলো গ্লাইকোজেন জাতীয় খাদ্য।
জুওলজী
বায়োলজী
ইভোলিউশন
জেনেটিক্স
প্রশ্নঃ প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জীবজিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতি নীতি অর্থাৎ বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি ,প্রকৃতি, বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতি বিদ্যা বা জীনতত্ত্ব ( জেনেটিক্স) বলে। 'ইভোলিউশন' অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
ভাত
গরুর মাংস
মসুর ডাল
ময়দা
প্রশ্নঃ কোন খাদ্যে প্রোটিন বেশি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রাণী এবং উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তবে মসুরের ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। উল্লেখ্য ভাত ও ময়দা শর্করা জাতীয় খাদ্য। সূত্র : জীববিজ্ঞান নবম -দশম শ্রেণী' পৃষ্ঠা ৬৪ ; সংস্করণ নভেম্বর ২০১২ এনসিটিবি।
আয়োডিন
আয়রন
ম্যাগনেসিয়াম
ক্যালসিয়াম ও ফসফরাস
প্রশ্নঃ হাড় ও দাঁতকে মজবুত করে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করা , রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
ঘূর্ণীঝড়
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
প্রশ্নঃ সুনামীর কারণ হল -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ও ধ্বংসাত্মক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়।এরুপ বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয়।
এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
ইনসুলিনের অভাবে এ রোগ হয়
প্রশ্নঃ ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই।
নদী
সাগর
হ্রদ
বৃষ্টিপাত
প্রশ্নঃ প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মৃদু পানির প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ মৃদু পানি পাওয়া যায়।
পরমাণু শক্তি
কয়লা
পেট্রোল
প্রাকৃতিক গ্যাস
প্রশ্নঃ নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যেসব জ্বালানি নানা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়, সেগুলোর মজুদ ভবিষ্যতে কখনো শেষ হবে না অর্থাৎ বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য জ্বালানি বলে। সৌরশক্তি ,বৃষ্টি ,বাতাস , নদী বা সমুদ্রের পানি, পরমাণু শক্তি প্রভৃতি হলো নবায়নযোগ্য জ্বালানির উৎস ।
কৃত্রিম সার প্রয়োগ
পানি সেচ
মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
প্রশ্নঃ জমির লবণাক্ততা নিয়িন্ত্রণ করে কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য কারণে লবণাক্ততা সৃষ্টি হয় যা পানি সেচের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ।
তামা
রূপা
সোনা
কার্বন
প্রশ্নঃ নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ সুপরিবাহী বলে। বিদ্যুৎ পরিবহনের এ ধর্মকে বিদ্যুৎ পরিবাহিতা বলে। তামা, সোনা, রুপা ইত্যাদি বিদ্যুৎ সুপরিবাহী। তবে যার রোধ যত কম তার বিদ্যুৎ পরিবাহিতা তত বেশি। এক্ষেত্রে রুপার রোধ সবচেয়ে কম বলে এর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি।
অড়হর
ছোলা
খেসারী
মটর
প্রশ্নঃ কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ল্যাথারিজম একটি পায়ের রোগ । এ রোগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রোগের জন্য দায়ী।
পরিপাক
খাদ্য গ্রহণ
শ্বসন
রক্ত সংবহন
প্রশ্নঃ মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা ,আমিষ , চর্বি , জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই -অক্সাইড উৎপন্ন করে।
ঘনত্ব কম
ঘনত্ব বেশি
তাপমাত্রা বেশি
দ্রবণীয়তা বেশি
প্রশ্নঃ বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় এবং এর ঘনত্ব কমে যায়। পানির ঘনত্ব বেশি থাকার কারণে বরফ পানিতে ভাসে।
নাইট্রিক
সালফিউরিক
হাইড্রোক্লোরিক
পারক্লোরিক
প্রশ্নঃ গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাটারি এক প্রকার তড়িৎকোষ ।একটি পাত্রে খানিকটা পাতলা সালফিউরিক এসিড নিয়ে তার মধ্যে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবালে একটি তড়িৎকোষ বা ব্যাটারি তৈরি হয় ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ