দ্রাবিড়
নেগ্রিটো
ভোটচীন
অস্ট্রিক
প্রশ্নঃ বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়। উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।
পুণ্ড্র
তাম্রলিপ্ত
গৌড়
হরিকেল
প্রশ্নঃ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দে লিখিত বৈদিক সাহিত্য ও মহাভারতে পুণ্ডু জাতি র উল্লেখ আছে। ধারণা করা হয়, এ জাতিই পুণ্ড্র জনপদ গড়ে তুলেছিল। এ জনপদের রাজধানী ছিল পুণ্ডৃনগর । সে সময়কার জনপদটি বর্তমানের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তুত ছিল। বৈয়াকরণিক পাণিনির (আনু .খ্রি.পূ. চতুর্থ শতাব্দীর মধ্যভাগ) গ্রন্থে সর্বপ্রথম 'গৌড় ' নামের উল্লেখ পাওয়া যায়। হরিকেল ও তাম্রলিপ্ত খ্রিষ্টীয় সপ্তম শতকের কাছাকাছি গড়ে ওঠা জনপদ।
আলমগীরনামা
আইন-ই-আকবরী
আকবরনামা
তুজুক-ই-আকবরী
প্রশ্নঃ বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক আবুল ফজল রচিত ঐতিহাসিক ঘটনাপঞ্জি সম্বলিত ফার্সি ভাষার তিন খণ্ডের গ্রন্থ হলো 'আকবরনামা' । এ গ্রন্থের তৃতীয় খণ্ডের নাম হলো 'আইন-ই-আকবরী' । যেখানে বাংলা (দেশ ও ভাষা ) নামের উৎপত্তির বিষয়টি সর্বাধিক উল্লেখিত আছে। আর সম্রাট আওরঙ্গজেবের লেখা গ্রন্থ হলো 'ফতোয়া -ই- আলমগীরী'।
শাহ সুজা
শায়েস্তা খান
মীর জুমলা
সুবেদার ইসলাম খান
প্রশ্নঃ ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহম্মদ আজম ১৬৭৮ সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করলে ও এর অধিকাংশ কাজ সমাপ্ত করেন শায়েস্তা খান। চকবাজারের ঐতিহাসিক বড় কাটরা নির্মাণ করেন সম্রাট শাজাহানের দ্বিতীয় পুত্র বাংলার সুবেদার শাহ সুজা।
১৭৭০ খ্রিস্টাব্দ
১৭৬০ খ্রিস্টাব্দ
১৭৬৫ খ্রিস্টাব্দ
১৭৫৬ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ বাংলার ' ছিয়াত্তরের মন্বন্তর' --এর সময় কাল :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা পণয়ন করলে দেওয়ানি থাকে নবাবের হাতে। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। এর ফল হিসেবে ১৭৭০ খ্রিষ্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ , যা 'ছিয়াত্তরের মন্বত্তর' নামে পরিচিত। এ দুর্ভিক্ষ বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।
৩১ জানুয়ারি ১৯৫২
২ফেব্রুয়ারি ১৯৫২
১৮ফেব্রুয়ারি ১৯৫২
২০ জানুয়ারি ১৯৫২
প্রশ্নঃ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 'গঠিত হয় ১৯৫২ সালের ৩১ জানুয়ারি। আর এ কমিটির আহ্বায়ক ছিলন কাজী গোলাম মাহবুব।
১৯৭০ সালে
১৯৬৬ সালে
১৯৬৫ সালে
১৯৬৯ সালে
প্রশ্নঃ ৬ দফা দাবি পেশ করা হয় :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পূর্ব পাকিস্তানকে সামরিক শাসন থেকে রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কমূসূচি পেশ করেন।
ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন
মার্শাল 'ল' পদত্যাগের আন্দোলন
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১ মার্চ ১৯৭১ ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চের ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করেন। ঐ স্থগিতাদেশের প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে আসে। সেদিন থেকে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর পূর্ব মুহুর্ত পর্যন্ত পূর্ব পাকিস্তান জুড়ে চলে অসহযোগ আন্দোলন ।
বেতার/রেডিওর মাধ্যমে
ওয়্যারলেসের মাধ্যমে
টেলিগ্রামের মাধ্যমে
টেলিভিশনের মাধ্যমে
প্রশ্নঃ ২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৭১ সালের মার্চের মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবনন্ধু শেখ মুজিবুর রহমাকে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ইপিআরের ওয়্যারলেসের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন , যা পরদিন অর্থ মার্চে চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্রগ্রাম আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রচার করেন।
আষাঢ়-শ্রাবণ মাসে
ভাদ্র -আশ্বিন মাসে
অগ্রহায়ন -পৌষ মাসে
মাঘ-ফাল্গুন
প্রশ্নঃ বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ন পৌষ মাসে ( নভেম্বর -জানুয়ারি) । আউশ ধান কাটা হয় আগস্টে আর বোরো ধান কাটা হয় এপ্রিল-মে মাসে।
৫০%
৫৮%
৬২%
৬৬%
প্রশ্নঃ সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলাজুড়ে বিস্তৃত এ বনভূমিতে মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে ৬,০১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ শতকরা হিসেবে তা ৬০% -এর একটু বেশি।
দেশ থেকে পোলিও নির্মূল
HIV / AIDS নির্মূল করা
যক্ষ্মা নির্মূল করা
ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
প্রশ্নঃ MDG-এর অন্যতম লক্ষ্য কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত সহস্রাব্দ শীর্ষ বৈঠকে ২০১৫ সালের মধ্যে ৮ টি লক্ষ্য পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG নামে পরিচিত। MDG-এর ৮ টি লক্ষ্যের প্রথম লক্ষ্য হলো ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।
১২ তম
১৩ তম
১৪ তম
১৫ তম
প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ৩০জুন ২০১১ সংবিধানের ১৫ তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাধয়াক সরকার ব্যবস্থা রদ করা হয়। এ ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল ২৭ মার্চ ১৯৯৬ সংবিধানের ১৩ তম সংশোধনীর মাধ্যমে ।
এক কক্ষ
দুই বা দ্বিকক্ষ
তিন কক্ষ
বহুকক্ষ বিশিষ্ট
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে কোনো দেশের আইন পরিষদ এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। আর পার্শ্ববর্তী দেশ ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।
১৬২ টি
১১১ টি
৫১ টি
১০১ টি
প্রশ্নঃ ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পর স্বাধীন ভারত ও পাকিস্তানের মধ্যে পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ ও ভারতের অধিকারভুক্ত কিছু ভূখণ্ড উভয় দেশের মধ্যে থেকে যায়। এ ধরনের ভূখণ্ডই ছিটমহল। ২০১৫ সালে উভয় দেশের মধ্যে এ ছিটমহল বিনিময় হয় । এ বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ভূখন্ডে ভারতের ১১১ টি আর ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের ৫১ টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়।
১৯৭২ সাল
১৯৭৩ সাল
১৯৭৪ সাল
১৯৭৭ সাল
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কোনো দেশের ভৌগোলিক অবস্থান বলতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাভিত্তিক অবস্থানকে বোঝায়। বাংলাদেশ থেকে পূর্ব দ্রাঘিমারেখা এবং থেকে উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।
রাখাইন
মারমা
পাঙন
খিয়াং
প্রশ্নঃ কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে বর্তমানে ৪৫ টি নৃ-গোষ্ঠী বসবাস করে। এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে। এরা পারিবারিকভাবে পিতৃতান্ত্রিক । বাংলাদেশ ছাড়া ভারতের মণিপুর , আসাম ও ত্রিপুরাতে ও অধিকসংখ্যক পাঙন জনসাধারণ বসবাস করছে।
পরিবিবি
ইসলাম খান
শায়েস্তা খান
ঈশা খান
প্রশ্নঃ ঢাকার ' ধোলাই খাল' কে খনন করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৬০৮ -১৬১০ খ্রিষ্টাব্দে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'ধোলাই খাল' খনন করেন। এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করেছিল। খালটি পার হওয়ার জন্য ফরাশগঞ্জ ও গেণ্ডারিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল।
৯ মে ১৯৫৪
২২ ফেব্রুয়ারি ১৯৫৩
১৬ ফেব্রুয়ারি ১৯৫৬
২১ ফেব্রুয়ারি ১৯৫২
প্রশ্নঃ বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাকিস্তানে গণপরিষদ ৯ মে ১৯৫৪ তারিখে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আর ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়।
২৫ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১৪ ডিসেম্বর ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
প্রশ্নঃ মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার বাহিনীর সহযোগিতায় ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালি বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালায়। আর ১৯৭১ সালের ২৫ মার্চ , ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর যথাক্রমে মুক্তিযুদ্ধ শুরু হয়, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের চূড়ান্ত বিজয় সংঘটিত হয়।
যুক্তরাজ্য
পূর্ব জার্মানি
স্পেন
গ্রিস
প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মাানি । দেশটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ,গ্রিস ১৯৭২ সালের ১১ মার্চ এবং স্পেন ১৯৭২ সালের ১২ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৭ টি
২০ টি
৬৪ টি
১৯ টি
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে জেলার সংখ্যা ছিল ১৬ টি। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় নদীয়া জেলা থেকে প্রাপ্ত অংশ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ১৭ তম জেলা ' কুষ্টিয়া' গঠিত হয় । পরবর্তীতে ১৯৬৯ সালের ১ জানুয়ারি বৃহত্তর বরিশাল জেলা থেকে ' পটুয়াখালী' (১৮ তম ) এবং একই সালের ১ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে 'টাঙ্গাইল' (১৯ তম) জেলা আত্মপ্রকাশ করে। জেলা হিসেবে গঠিত হয় জামালপুর । তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখ ও প্রজ্ঞাুপন মূলে দেশে জেলার সংখ্যা হয় ৬৪ টি ।]
রাঙামাটি
বান্দরবান
মৌলভীবাজার
সিলেট
প্রশ্নঃ 'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শুভলং ঝরনা বা জল প্রপাতটি রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নে অবস্থিত। বাকলাই জলপ্রপাত বান্দরবানের থানচিতে ; মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত।
পুটিয়া, রাজশাহী
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
লালপুর, নাটোর
ঈশ্বরদী, পাবনা
প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর । এ স্থানেই দেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়ে থাকে।
১৭ জানুয়ারি ১৯৭২
২৬ মার্চ ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
২১ ফেব্রুয়ারি ১৯৭২
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার পর ১৭ জানুয়ারি ১৯৭২ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ