Apart
Distance
Discrimination
Dialogue
প্রশ্নঃ What does "apartheid" refer to?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Apartheid ' শব্দের অর্থ বর্ণবৈষম্য। নিম্নোক্ত চারটি option - এর মধ্যে (ক) Apart অর্থ আলাদা, (খ) Distance অর্থ দূরত্ব , (গ) Discrimination অর্থ বৈষম্য এবং (ঘ) Dialogue অর্থ সংলাপ । সুতরাং ' Apartheid ' শব্দের সঠিক অর্থ (গ) Discrimination । তাই সঠিক উত্তর (গ)।
presentation
right
change
sign
প্রশ্নঃ The word "manifestation" means
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Manifestation ' শব্দের অর্থ প্রদর্শন, (ক) Presentation অর্থ প্রদর্শন / উপস্থাপন , (খ) right অর্থ অধিকার , (গ) change অর্থ পরিবর্তন এবং (ঘ) sign অর্থ প্রতীকী চিহ্ন বা বস্তু। সুতরাং Manifestation অর্থ (ক) presentation .
nerve specialist
eye specialist
heart specialist
bone specialist
প্রশ্নঃ Substitution for cardiologist will be--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Nerve specialist : স্নায়ু বিশেষজ্ঞ, (খ) Eye specialist : চক্ষুরোগ বিশেষজ্ঞ (গ) Heart specialist : হৃৎপিণ্ড বিশেষজ্ঞ বা Cardiologist ও বলা হয় এবং (ঘ) Bone specialist : অস্থি/হাড় বিশেষজ্ঞ। সুতরাং সঠিক উত্তর (গ)।
he has zest in musicq
He has zest to music
He has zest for music
He has zest at music
প্রশ্নঃ Choose the correct sentence?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কোনো কিছুর প্রতি প্রবল আকর্ষণ বোঝাতে zest - এর পর preposition হিসেবে for বসে। প্রদত্ত চারটি options - এর মধ্যে (গ) He has zest for music বাক্যটি দ্বারা সংগীতের প্রতি প্রবল আকর্ষণ বোঝাচ্ছে।
Speeding
Stopping
Changing speed
Directing
প্রশ্নঃ What is the steering of a car used for ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি গাড়ির steering - এর কাজ গাড়ি নিয়ন্ত্রণ/ পরিচালনা করা অর্থাৎ Directing করা । অন্য তিনটি options - এর মধ্যে Speeding - এর জন্য Accelerator, Stopping - এর জন্য Brake এবং Changing speed -এর জন্য Gear প্রয়োজন। অতএব, সঠিক উত্তর (ঘ)।
cartoonish
cartoonic
cartoonier
cartoon boy
প্রশ্নঃ Write down the adjectival form of the word "cartoon"
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Cartoon এর adjectival form হবে ' cartoonish '/ cartoonlike/cartoony ।
a
an
the
none
প্রশ্নঃ What will be the appropriate article in the blank of the sentence? I see you are --- Wordsworth.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ I see you are a Wordsworth . Wordsworth শব্দটি Proper Noun - এর উদাহরণ হলে ও প্রদত্ত বাক্যে এটি একটি common noun- এর উদাহরণ। সুতরাং এক্ষত্রে শূন্যস্থানে a বসবে।
Sunami
Tshunami
Shunami
Tsunami
প্রশ্নঃ Which of the following is the right spelling?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
on
in
at
upon
প্রশ্নঃ Fill in the blank with appropriate preposition. he takes pride --- his wealth.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Take pride in একটি phrase , যার অর্থ কোনো কিছু নিয়ে গর্ব করা। প্রদত্ত বাক্যে 'সে তার সম্পদ নিয়ে গর্ব করে' এরুপ বোঝাচ্ছে। সুতরাং শূন্যস্থানে 'in ' বসবে।
Waste
Ear
Pretend
Famous
প্রশ্নঃ Which word can be used both as verb and noun?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রদত্ত চারটি options এর মধ্যে (ক) waste শব্দটিই verb এবং Noun হিসেবে ব্যবহৃত হয়। অন্য তিনটির মধ্যে (খ) Ear শুধু Noun , (গ) Pretend শুধু verb এবং (ঘ) Famous হলো adjective । অতএব, সঠিক উত্তর (ক) Waste । 'Waste' অর্থ অপচয় করা অথবা 'বর্জ্য' ।
adverb
noun
verb
adjective
প্রশ্নঃ Identify the parts of speech of the word "vivid"
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Vavid' শব্দটির অর্থ প্রাণবন্ত/উজ্জ্বল ,যা noun/ pronoun- কে modify করে। সুতরাং , শব্দটি Adjective ।
William Shakespeare
George Bernard Shaw
Somerset Maugham
Ben Jonson
প্রশ্নঃ Who is the writer of "Arms and the Man"?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Arms ' and the Man' George Bernard Shaw -এর একটি বিখ্যাত drama/one-act play । সুতরাং সঠিক উত্তর খ।
USA
England
Ireland
Scotland
প্রশ্নঃ Robert Frost is a poet of---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Rebert Forest একজন বিখ্যাত আমেরিকান কবি। তার বিখ্যাত কয়েকটি কবিতা: Stopping by Woods on a Snowy Evening, The Road not Taken, Birches, The Runway প্রভৃতি ।
World Bank
Government
Private Sector
Other doners
প্রশ্নঃ Public universities are funded by---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি সরকারি অর্থায়নে পরিচালিত হয়।
would met
will have met
would have met
would meet
প্রশ্নঃ Complete the sentence : If you had informed me before, I --- you.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এটি একটি conditional -এর উদাহরণ। If যুক্ত বাক্যটি past participle হলে পরের অংশে sub + would /could might + have +v3 বসে। সুতরাং ,এখানে (গ) I would have met you হবে। অতএব, সঠিক উত্তর (গ)।
for
of
to
with
প্রশ্নঃ The new rule is advantageous --- us.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সুবিধাজনক' এরুপ বোঝাতে advantageous- এর পর preposition হিসেবে to বসে। সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর হবে (গ)।
Skim
Outline
Summarize
Paraphrase
প্রশ্নঃ "To Look quickly through a book is an important study skill." What is the meaning of the "To look quickly through" phrase in the sentence?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ To look quickly throug - দ্রুত চোখ বোলানো । Option -সমূহের মধ্যে Skim অর্থ দ্রুত প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নেয়া, যেটি পড়ালেখার জন্য একটি ভালো কৌশল । সুতরাং, সঠিক উত্তর (ক)।
Either they of I are wrong
Either they of I is wrong
Either they or I am wrong
Either they of I were wrong
প্রশ্নঃ Choose the correct sentence:
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Either ----- or , Neither .... nor - এর ক্ষেত্রে or বা nor - এর পরের subject অনুযায়ী verb বসবে। সুতরাং (গ) Either they or I am wrong -ই সঠিক উত্তর ।
show
quality
figure
picture
প্রশ্নঃ The witness cut a poor --- in this cross examination.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Cut a good/bad figure' একটি phrase, যার অর্থ ভালো বা মন্দ করা। 'সাক্ষী ভালোভাবে উত্তর দিতে পারেনি' এরুপ বোঝাচ্ছে। সুতরাং সঠিক উত্তর হবে (গ) figure.
although
despite
because
because of
প্রশ্নঃ She did not buy it ---- the price was so high.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রদত্ত বাক্যের শূন্যস্থানে because হবে। কেননা না কেনার 'কারণ' হিসেবে high price দেখানো হয়েছে। সুতরাং, সঠিক উত্তর (গ)।
preference
optional
choiceable
obligatory
প্রশ্নঃ The word "mandatory" means---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Mandatory' শব্দের অর্থ 'বাধ্যতামূলক'। প্রদত্ত চারটি options - এর মধ্যে (ক) Preference অর্থ পক্ষপাত, (খ) optional অর্থ ঐচ্ছিক, (গ) choiceable এর অর্থ অনুমেয় এবং (ঘ) obligatory অর্থ বাধ্যতামূলক। 'Mandatroy ' শব্দের অর্থ (ঘ) obligatory . সুতরাং সঠিক উত্তর (ঘ)।
he caught her sight
he saw her
he overlooked her
he threatened her
প্রশ্নঃ The phrase, "I caught sight of her" means---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ The phrase 'I caught sight of her' অর্থ I saw her. অন্যদিকে (ক) he caught her sight (গ) he overlooked her এবং (ঘ) he threatened her . সুতরাং phrase টির সঠিক উত্তর (খ) he saw her.
Bangladesh Standard Telling Institute
Bangladesh System Testing Institute
Bangladesh Science and Technology Institute
Bangladesh Standard Testing Institute
প্রশ্নঃ What is meant by BSTI?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ BSTI- এর পূর্ণ রুপ হলো (ঘ) Bangladesh Standard Testing Institute. অতএব, সঠিক উত্তর (ঘ)।
matricide
fracticcide
insecticide
raticide
প্রশ্নঃ The word "pesticide" means---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Pesticide' শব্দের অর্থ 'কীটনাশক' এবং insecticide অর্থ কীটনাশক বস্তু। সুতরাং সঠিক উত্তর (গ)।
Wisdom
Wise
Light
Knowledge
প্রশ্নঃ What is the antonym of the word "ignorance"?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Ignorance' অর্থ অজ্ঞতা। প্রদত্ত চরটি option - এর মধ্যে (ক) Wisdom অর্থ বিজ্ঞতা/ পাণ্ডিত্য, (খ) Wise অর্থজ্ঞানী , (গ) Light অর্থ আলো এবং (ঘ) Knowledge অর্থ জ্ঞান । সুতরাং এখানে সঠিক উত্তর (ক) Wisdom।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ