১৭৬৫
১৭৫৭
১৮৫৭
১৭৬০
প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কত সালে হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২৩ জুন ১৯৫৭ পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব সিরাজ-দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের মাধ্যমে ইংরেজদের কাছে নবাবের পরাজয় ঘটে। এর ফলে ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। এ যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ।
বীর উত্তম
বীর বিক্রম
বীরশ্রেষ্ঠ
বীর প্রতীক
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্টীয় খেতাব কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন । বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।
২৫
৩০
৪৫
৫০
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৯০ সালে সংবিধানের (দশম সংশোধন) আইনের মাধ্যমে নারীদের জন্য ৩০ টি আসন সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের মেয়াদ উল্লেখ করা হয়। পরবর্তীতে চতুর্দশ সংশোধনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ টিতে উন্নীত করা হয়। ২০১১ সালের পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টিতে উন্নীত করা হয় ।
গোমতি
মহানন্দা
কর্ণফুলী
হালদা
প্রশ্নঃ বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গোমতি নদীর উৎপত্তিস্থল ত্রিপুরা পাহাড়ের ডুমুর । কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। মহানন্দা নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় । হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি বদনাতলী পর্বতশৃঙ্গ।
রাজশাহী
মেহেরপুর
নাটোর
বগুড়া
প্রশ্নঃ উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উত্তরা গণভবন নাটোর জেলার মূল শহর থেকে প্রায় দুই মাইল উত্তরে নাটোর -বগুড়া মহাসড়কের পাশে দিঘাপাতিয়া ইউনিয়নে অবস্থিত। উত্তরা গণভবন নির্মাণ করেন রাজা দয়ারাম রায়। ২৪ জুলাই ১৯৬৭ তৎকালীন গভর্নর মোনায়েম খান এটিকে গভর্নর হাউসে রুপান্তর করেন। ৯ ফেব্রুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়ীর নাম উত্তরা গণভবন করেন।
স্যার এফ রহমান
ড. মাহমুদ হাসান
ড. আর সি মজুমদার
বিচারপতি মোঃ ইব্রাহিম
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ রহমান। ড. রমেশচন্দ্র মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য। ড. মাহমুদ হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য । বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য।
দক্ষিণ এশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়া
পূর্ব এশিয়া
মধ্য এশিয়া
প্রশ্নঃ বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিতি। দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ বাংলাদেশ , ভারত , পাকিস্তান ,শ্রীলংকা ,নেপাল, ভুটান, মালদ্বীপ ,আফগানিস্তান ও ইরান। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ ব্রুনাই ,কম্বোডিয়া ,ইন্দোনেশিয়া ,লাওস , মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ,সিঙ্গাপুর ,থাইল্যান্ড ,পূর্ব তিমুর ও ভিয়েতনাম । পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত চীন , উত্তর কোরিয়া ,দক্ষিণ কোরিয়া ,জাপান ও মঙ্গোলিয়া । মধ্য এশিয়া অঞ্চলে অবস্থিত দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তান।
চাকমা
মারমা
তঞ্চঙ্গা
সাঁওতাল
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামের ২য় সর্বোচ্চ আদিবাসি গোষ্ঠী কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী চাকমা। পার্বত্য চট্রগ্রামে ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। পার্বত্য চট্রগ্রামে সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী চাকমা এবং দ্বিতীয় সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী মারমা।
দার্শনিক
বৈজ্ঞানিক
কবি
সাহিত্যিক
প্রশ্নঃ আরজ আলী মাতুব্বর কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আরজ আলী মাতুব্বর ছিলেন একজন দার্শনিক । তিনি ৩ ডিসেম্বর ১৯০০ বরিশাল জেলার লামচরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সত্যের সন্ধান (১৯৭৩) ,সৃষ্টি রহস্য (১৯৭৮) ইত্যাদি গ্রন্থ রচনা করেন। তিনি মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ১৯৮৬ সালে বরিশাল মেডিক্যাল কলেজে মৃত্যুবরণ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
হাছন রাজা
লালন ফকির
প্রশ্নঃ নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি নিজ গৃহেই বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে শুরু হয়। পরবর্তীতে তিনি ওরিয়েন্টাল সেমিনারি , নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশুনা করেন। ১৮৭৮ সালে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে কিছুদিন ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেন। কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন ছিল দশম শ্রেণি পর্যন্ত। বহু আধ্যাত্মিক গানের রচয়িতা হাসন রাজার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ হয়নি। বাউল সাধক ও বাউল সংগীতের রচয়িতা লালন শাহের কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ নেই। তাই (গ) ও (ঘ) উভয়ই সঠিক উত্তর ।
Trust, Norms, Network
Network
Trust, Norms
Trust
প্রশ্নঃ Social Capital কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Social Capital , যার বাংলা পারিভাষিক অর্থ সামাজিক পুঁজি । এটা একটি অর্থনৈতিক পরিভাষা। Social Capital সামাজিক এবং সাংস্কৃতিক পুঁজির এমন এক প্রকার অবস্থা যেখানে যোগাযোগ কৌশল বা Network প্রধান নিয়ামকের কাজ করে। আর এর মূলভিত্তি পারস্পরিক সাহায্য (Cooperation) বা Network যেখানে উৎপাদকরা প্রধান পণ্য তাদের জন্য উৎপাদন করে না বরং উৎপাদকরা প্রধান পণ্য তাদের জন্য উৎপাদন করে না বরং উৎপাদন পরিচালিত হয় সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য । এ দৃষ্টিকোণ থেকে Social Capital হল Trust ,Norms, Network। সুতরাং সঠিক উত্তর (ক)।
পাহাড়ি ভূমি
সমতল ভূমি
জলাভূমি
কৃষিভূমি
প্রশ্নঃ কোন অঞ্চলে High Diversity Index থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ High Deversity Index বলতে 'বৈচিত্র্যের উচ্চ সূচক'ক বোঝায়। বৈচিত্র্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে; যেমন ( Biodiversity ), ভূমি বৈচিত্র্য (Land Diversity ) ইত্যাদি। উপরোক্ত সম্ভাব্য উত্তরগুলো বিশ্লেষণ করলে উক্ত প্রশ্নের ক্ষেত্রে ভূ-বৈচিত্র্যই স্পষ্ট হয়ে ওঠে। বৈশিষ্ট্যের বিচারে জলাভূমিতেই তথা পৃথিবীর জলভাগেই সর্বাধিক বৈচিত্র্য (Diversity), দেখা যায়। পৃথিবীর মোট আয়তনের ৭০.৯% জলভাগ। আর এ বিশাল জলরাশিতে অসংখ্য জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। সুতরাং High Diversity Index বা বৈচিত্র্যের উচ্চ সূচক জলাভূমি বা জলভাগের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরপক্ষে সমতলভূমি, পাহাড়ি ভূমি এবং কৃষিভূমি স্থলভাগের অংশ যার বৈচিত্র্য জলভাগ্ন অঞ্চলের তুলনা কম।
৮ মে
১ মে
১৭ মে
৩১ মে
প্রশ্নঃ বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) ১ মে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ৮ মে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ১৭ মে। বিশ্ব তামাকমুক্ত দিবস ৩১ মে।
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আমেরিকা
পূর্ব ইউরোপ
দক্ষিণ এশিয়া
প্রশ্নঃ আমাজন অঞ্চল কোথায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। এ নদীর উপনদীর সংখ্যা ২০ টি। এ নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। এ নদীটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়। এ নদীর দৈর্ঘ্য ৬৪৩৭ কিমি.।
ব্যক্তির জ্ঞান
ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান
প্রাকৃতিক জ্ঞান
কোনোটাই নয়
প্রশ্নঃ Objective Knowledge কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Objective শব্দটির অর্থ বস্তুনিষ্ঠ, চিন্তানিরপেক্ষ, নৈর্ব্যক্তিক, ব্যক্তিনিরপেক্ষ ইত্যাদি। সুতরাং objective Knowledge বলতে ব্যক্তিনিরপেক্ষ জ্ঞানকে বোঝায়। বিশ্লেষিত অর্থে , যে জ্ঞান বা দর্শন ব্যক্তিগত অনুভূতি , মতামত, ভাবনা ও আদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত প্রদান করে সেটিই Objective Knowledge. অন্যদিকে ব্যক্তির জ্ঞান বলতে Natural Knowledge বোঝায়।
৫ জুন ২০১৫
৬ জুন ২০১৫
৭ জুন ২০১৫
৮ জুন ২০১৫
প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ৫ জুন ২০১৫ দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ জুন ২০১৫ দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ জুন ২০১৫ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগ করেন।
এশিয়া ও আফ্রিকা
ইউরোপ ও আফ্রিকা
এশিয়া ও ইউরোপ
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
প্রশ্নঃ ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইস্তানবুল তুরঙ্কের বৃহত্তম শব্দ । ১৪৩৫-১৯২৩ সাল পর্যন্ত ইস্তানবুল তুরঙ্কের রাজধানী ছিল। ইস্তানবুল শহরটি এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত।
হাঙ্গেরী
পোল্যান্ড
অস্ট্রিয়া
স্পেন
প্রশ্নঃ কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ NATO- এর পূর্ণরুপ North Atlantic Treaty Organization । ৪ এপ্রিল ১৯৪৯ ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর বর্তমান সদস্য দেশ ২৮ টি । উপরিউক্ত অপশনগুলোর মধ্যে হাঙ্গেরী ,পোল্যান্ড ও স্পেন ন্যাটোর সদস্য। অস্ট্রিয়া ন্যাটোর সদস্য দেশ নয়।
ইয়োনহ্যান
কে. সিএনএন
ফার্ম
তাস
প্রশ্নঃ উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কেসিএন এ (Korian Central New Agency ) । ইতার -তাস Information Telegraph Agency of Reussia রাশিয়ার সংবাদ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯০৪ । প্রশ্নপত্রে 'খ' অপশনে কেসিএনএন-এর স্থলে কেসিএন এ হলে সঠিক উত্তর 'খ' হবে।
সাধারণ পরিষদের
স্থায়ী সদস্যদের
নিরাপত্তা পরিষদের
ইউএস প্রেসিডেন্টের
প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব (সেক্রেটারি জেনারেল)। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই - তৃতীয়াংশ সদস্যদের ভোটে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।
দুর্ভিক্ষ ও দারিদ্র্য
উন্নয়নের গতিধারা
মাইক্রোক্রেডিট
বৈদেশিক সাহায্য
প্রশ্নঃ অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ১৯৯৮ সালে। অর্থনীতিতে নোবেল প্রাপ্ত প্রথম বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেন দুর্ভিক্ষ ও দারিদ্র্য (কল্যাণ অর্থনীতি, সামাজিক চয়নতত্ত্ব ) বিষয়ে গবেষণা করে এ নোবেল পুরস্কার লাভ করেন।
২০০৫
২০০৭
২০০৮
২০০৬
প্রশ্নঃ সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে কত সালে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ SAARC - এর পূর্ণরুপ South Asian Association for Regional Co-operation । ৮ ডিসেম্বর ১৯৮৫ আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য দেশ ৮টি। ৩ এপ্রিল ২০০৭ সার্কের অষ্টম ও সর্বশেষ সদস্য দেশ হিসেবে আফগানিস্তান অন্তর্ভুক্ত হয়।
মাটি, পানি
মাটি, পানি, আগুন
বাতাস, আগুন
ইথার
প্রশ্নঃ Super-lunar region কি দিয়ে তৈরি?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
শীলা
জমানো বরফ
ঘনীভূত মেঘ
চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা
প্রশ্নঃ Dry Ice কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কার্বন ডাই অক্সাইড উচ্চচাপে ঘনীভূত করা হলে যে ধোঁয়াটে জমাটবহ অবস্থার সৃষ্টি হয় তাকে dry ice বা শুষ্ক বরফ বলে। নাট্য মঞ্চে কৃত্রিম আবহ বা পরিবেশ সৃষ্টিতে এটি ব্যবহৃত হয়।
এক দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে
এক দরজার সামনে ১০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছ
এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে
এক দরজায় বিরাট সাগর, যেখানে কুমীর আছে
প্রশ্নঃ তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তিন মাস ধরে একটি বাঘ ক্ষুধার্ত থাকলে সে এতটাই শক্তিহীন হওয়ার কথা যে সে চলতে পারবেনা। অর্থাৎ উঠে দাঁড়ানো পর্যন্ত ক্ষমতা থাকার কথা নয় । সে ক্ষেত্রে ঐ বাঘের সম্মুখ দিয়ে কোনো প্রাণী হাটা -চলা করলে ও সে নিরাপদ । সুতরাং এ ক্ষেত্রে আমি বাঘের দরজাটাই ব্যবহার করব। অন্য তিনটি দরজার বিপদ এরিয়ে যেতে পারার সম্ভবনা খুবই কম।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ