১৭
১৬
২০
১৯
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৬ টি সংশোধনী আনা হয়েছে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধান। (ষোড়শ সংশোধন) বিল ২০১৪ জাতীয় সংসদে পাস হয়।]
নিঝুম দ্বীপ
সন্দ্বীপ
দক্ষিণ তালপট্টি
কুতুবদিয়া
প্রশ্নঃ পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দক্ষিণ তালপট্রি দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ । ভারতে দ্বীপটি 'নিউমুর দ্বীপ' আবার কখনও 'পূর্বাশা' নামে অভিহিত করা হয়।
যশোর
কুষ্টিয়া
মেহেরপুর
চুয়াডাঙ্গা
প্রশ্নঃ মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) আমবাগানে এ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলার কার্যক্রম শুরু হয় ২০০০ সালের ২৪ ফেব্রৃয়ারি।
ভোলা
নোয়াখালী
চট্টগ্রাম
কক্সবাজার
প্রশ্নঃ বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বে অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম ' নারিকেল জিনজিরা'। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ।
প্রবাসী শ্রমিক
পাট
রেডিমেড গার্মেন্টস
চামড়া
প্রশ্নঃ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রদত্ত তথ্য অনুসারে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জকারী খাত বা বিষয় হলো রেডিমেড গার্মেন্টস বা পোশাক পণ্য ২০১৫-১৬ অর্থবছরে পোশাক পণ্যের মোট রপ্তনি ২৫ বিলিয়ন মার্কিন ডলার।
গাজীপুর
মধুপুর
রাজবাড়ী
কুমিল্লার ময়ানমতি পাহাড়ের পাশে
প্রশ্নঃ শালবন বিহার কোথায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শালবন বিহার ময়নামতির প্রত্নতাত্ত্বিক খনন স্থানগুলো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। কুমিল্লার কাছে কোটবাড়ির বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এর অবস্থান ।
টিএসসি মোড়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
রেসকোর্স ময়দানে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাষ্কর্যগুলোর অন্যতম। এ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত যার স্থপতি শিল্পী নিতুন কুণ্ডু।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
রাজশাহী স্টেডিয়াম
প্রশ্নঃ এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১২ সালের ১১-২২ মার্চ ১১তম এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর
৭ মার্চ
২৬ মার্চ
১৭ এপ্রিল
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় দিবস কবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।
ডলার
পাউন্ড
টাকা
রুপী
প্রশ্নঃ শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শ্রীলঙ্কার মুদ্রার নাম শ্রীলঙ্কান রুপি।
৬
৭
৮
৯
প্রশ্নঃ সার্ক-এর সদস্য দেশ কয়টি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সার্কভুক্ত দেশ ৮ টি । দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ,নেপাল , ভুটান ,মালদ্বীপ ও আফগানিস্তান। ৩ এপ্রিল ২০০৭ সার্কের সর্বশেষ আ অষ্টম সদস্যপদ লাভ করে আফগানিস্তান।
মে. জে. জিয়াউর রহমান
মে. জে. সফিউল্লা
লে. জে. এইচ. এম. এরশাদ
জে. আতাউল গণি ওসমানি
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জে. আতাউল গনি ওসমানি। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের প্রধান সেনাপতির দায়িত্ব তাকে দেয়া হয়।
ঢাকা উত্তর
ঢাকা দক্ষিণ
ঢাকা
শেরে বাংলা নগর
প্রশ্নঃ বাংলাদেশের রাজধানী কোথায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ সংবিধানের ৫(১) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ সম্পন্ন করলে নবগঠিত প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানীর মর্যাদা পায় ঢাকা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায় । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী।
নিউইয়র্ক
লন্ডন
বার্লিন
দাম্মামে
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমান বন্দর। এটি সৌদির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে অবস্থিত। ১৯৯০ সালে এটির নির্মাণ কাজ শেষ হয়।
ভারত মহাসাগরে
আটলান্টিক মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
উত্তর মহাসাগরে
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিমে অবস্থিত পৃথিবীর গভীরতম খাদ বা স্থান মারিয়ানা ট্রেঞ্চ। বিভিন্ন সময়ে এর গভীরতা বিভিন্ন রকম মাপা হলে ও আধুনিক বিজ্ঞানীদের মতে এর গভীরতা ৩৬,০৭০ ফুট ( প্রায় ১১ কিলোমিটার) ।
কাস্পিয়ান
বৈকাল
মানস সরোবর
ডেড সী (Dead Sea)
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। ১৯৯৬ সাল ইউনেস্কো এটিকে ৭৫৪ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
লন্ডন
বার্লিন
ব্রাজিল
আর্জেন্টিনা
প্রশ্নঃ ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৪ সালের ১২ জুন -১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হয় ২০ তম বিশ্বকাপ ফুটবল। উল্লেখ্য , ২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।
ঢাকায়
ময়মনসিংহে
চট্টগ্রামে
নড়াইলে
প্রশ্নঃ শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ জাদুঘর 'বাংলাদেশ জাতীয় জাদুঘর' এর যে চারটি শাখা জাদুঘর রয়েছে তন্মধ্যে 'জয়নুল আবেদিন সংগ্রহশালা' অন্যতম। এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। এ জাদুঘরটি ময়মনসিংহে অবস্থিত।
ওরা এগার জন
গেরিলা
আবার তোরা মানুষ হ
স্টপ জেনোসাইড
প্রশ্নঃ বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ' কোলকাতা ফিল্ম ফেস্টিভাল ' পুরস্কার লাভ করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১১ সালের ১০-১৭ নভেম্বর ভারতের কোলকাতায় অনুষ্ঠিত ১৭ তম কোলকাতা ফিল্ম ফেস্টিভাল উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) লাভ করে বাংলাদেশের চলচ্চিত্র 'গেরিলা' । মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
১১
২১
৯
১৫
প্রশ্নঃ বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সংবিধান অনুযায়ী আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর এখতিয়ার রয়েছে একমাত্র রাষ্ট্রপতির। সংবিধান বলা হয়েছে -' রাষ্ট্রপতি যেরুপ সংখ্যক বিচারপতি প্রয়োজন বোধ করবেন, সেরুপ সংখ্যক বিচারপতি নিয়োগ দান করবেন। 'স্বাধীনভাবে পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জন বিচারপতি নিয়ে পরিচালিত হতো। ১৯৯১ সালে তা বৃদ্ধি করে ৭ জন করা হয়। ৯ জুলাই ২০০৯ রাষ্ট্রপতি সংবিধানের ৯৪ (২) ধারা মোতাবেক আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ তে উন্নীত করেন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ