বাংলা, মগহি, ভোজপুরিয়া
আসামি, তামিল, ওড়িয়া
হিন্দি, গুজরাটি, মারাঠি
পাঞ্জাবি, বাংলা , মারাঠি
প্রশ্নঃ নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয় __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাষা পরিবার বলতে বংশগতভাবে সম্পর্কিত একাধিক ভাষাকে বোঝায় ও বলা হয়, যেগুলো একটি সাধারণ আদি ভাষা থেকে উদ্ভূত। বিশ্বে প্রায় ১০০টিরও বেশি ভাষা পরিবার বিদ্যমান। ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ: ইংরেজি, উর্দু, সিন্ধি, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, বাংলা, ওরিয়া, অসমিয়া, ভোজপুরি ইত্যাদি। দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ : তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষা। প্রশ্নে উল্লিখিত তামিল ভাষাটি দ্রাবিড় পরিবারভুক্ত আর অন্য ভাষাগুলো ইন্দো-ইউরোপীয় পরিবারভুক্ত।
বাংলার ঋতুবৈচিত্র্য
বাংলার সবুজ মাঠ
বাংলার সামাজিক জীবন
বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি
প্রশ্নঃ 'কোথায় এমন হরিৎক্ষেত্রে আকাশতলে মেশে। ' কবি ডিএল রায় প্রসঙ্গে উক্তিটি করেছেন _
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ‘হরিৎ’ অর্থ সবুজ বর্ণ। ‘ক্ষেত্র’ অর্থ চাষের জমি, খেত। হরিৎক্ষেত্র বলে কবি ডিএল রায় বাংলার সবুজ মাঠকে বুঝিয়েছেন। তার আরেকটি বিখ্যাত গান হলো ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা।’
য্ + অ
য্ + আ
আ + য্
অ + য্
প্রশ্নঃ সন্ধির নিয়মানুসারে ঈ + অ = ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য (¨) ফলা হয়। যেমন ঈ + অ = য্ + অ। উদাহরণ – নদী + অম্বু = নদ্যম্বু।
প্রেমেন্দ্র মিত্র
নারায়ণ গঙ্গোপাধ্যায়
সত্যজিৎ রায়
শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ 'টেনিদা' যে সাহিত্যিকের কিশোরপাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। টেনিদা মূলত উত্তর কলকাতার পটলডাঙ্গায় বসবাসরত একটি স্থানীয় চরিত্র। চার তরুণের দলনেতা টেনিদা মাত্র সাত বারের চেষ্টায় মাধ্যমিকের গণ্ডি অতিক্রম করেছিলেন।
৬ টি
৭টি
৮টি
৯টি
প্রশ্নঃ 'বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল। ' __ এই বাক্যে যে -কয়টি শব্দে ধ্বনি -পরিবর্তন ঘটেছে_
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ‘বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল’ এই বাক্যে বউদি, ফাগুন, সক্কাল, বড়দা, তক্ক, কত্তে এ ৬টি শব্দ ধ্বনি-পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছে।
ফল্গু
তরঙ্গিণী
শৈবলিনী
পাটনি
প্রশ্নঃ 'নদী' শব্দের সমার্থক নয়_
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাটনি বিশেষ্য পদ, দেশি শব্দ। অর্থ খেয়াঘাটের মাঝি।
খাতক - মহাজন
আসমান _ জমিন
সিক্ত -রিক্ত
স্বপ্ন - বাস্তব
প্রশ্নঃ নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ_
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ‘সিক্ত’ বিশেষণ পদ এবং সংস্কৃত শব্দ, যার অর্থ ভেজা, আর্দ্র। ‘রিক্ত’ বিশেষণ পদ ও সংস্কৃত শব্দ, অর্থ শূন্য, খালি, অত্যন্ত দরিদ্র। সুতরাং সিক্ত ও রিক্ত বিপরীত শব্দ নয়।
কৃষিজমি
কৃষিকর্ম
নিষ্কর জমি
ভূমিজীবী
প্রশ্নঃ 'কারকিত' শব্দের অর্থ -
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কারকিত বিশেষ্য পদ, দেশি শব্দ, যার অর্থ কৃষিকাজের যত্ন ও তত্ত্বাবধান, কর্মনৈপুণ্য, কৃষিকর্ম।
মুহম্মদ শহীদুল্লাহর
মুহম্মদ আবদুল হাই -এর
মুনীর চৌধুরীর
মুহম্মদ এনামুল হকের
প্রশ্নঃ '..... মাইকেল -রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।' উক্তিটি __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুনির চৌধুরীর বিখ্যাত নাটক- কবর,রক্তাক্ত প্রান্তর।
ধূতি - চাদর
ঘর - বার
আকার - ইঙ্গিত
বুক -পিঠ
প্রশ্নঃ সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ _
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ধূতি-চাদর সহচর শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। প্রায় সমার্থক ও সহচর শব্দ যোগে গঠিত আরও কয়েকটি দ্বন্দ্ব সমাস : কাপড়-চোপড়, পোকা-মাকড়, দয়া-মায়া ইত্যাদি। ঘর-বার, আকার-ইঙ্গিত ও বুক-পিঠ শব্দত্রয় যথাক্রমে বিপরীতার্থক, অঙ্গদাচক ও দুটি ক্রিয়া বিশেষণ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
উৎপ্রেক্ষঋদ্ধ চিত্রকল্প
উপমাসঞ্জাত রুপক
প্রতীকায়িত ব্যজস্তূতি
অন্যাসক্ত রুপকাভাস
প্রশ্নঃ 'ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে। ছড়ানো খড় যেন।' সৈয়দ ওয়ালীউল্লাহ্-র 'নয়নচারা' গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি __ এর দৃষ্টান্ত ।
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উৎপ্রেক্ষা : প্রবল সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে সংশয় হলে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পটি পঞ্চাশের মন্বন্তরকে নিয়ে লেখা। এ গল্পে দুর্ভিক্ষজনিত কারণে মানুষ না খেতে পেয়ে মরে যেখানে সেখানে বিশেষত রাস্তার ধারে পড়েছিল। গ্রামীণ পরিবেশে রাস্তার দুপাশে যেমন খড় শুকাতে দেয়া হয়। তেমনিভাবে মানুষ মরে পড়ে থাকার এই দৃশ্যকে দেখে যে-কেউ খড় বলে ভুল করবে। মরা মানুষের ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার দৃশ্যে মানব মনে যে খড় ছড়িয়ে-ছিটিয়ে থাকার Image বা চিত্রকল্প তৈরি হয় তাই উৎপ্রেক্ষাজনিত চিত্রকল্প। এরূপ আরও একটি বিখ্যাত চিত্রকল্প হলো ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’—সুকান্ত ভট্টাচার্য।
অতি অল্প হইল
মানিকের খানিক ভালো
প্রাণের কথা বুকে বাজে
কথা কম কাজ বেশি
প্রশ্নঃ 'Brevity is the soul of wit' পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ __
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Brevity = is the soul of wit অর্থ অল্পসংখ্যক ভালো জিনিস অনেক unqualified জিনিসের থেকে ভালো যা মানিকের খানিক ভালো’ দ্বারা প্রকাশ পায়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ