Magus
Maguses
Magux
Magi
প্রশ্নঃ What is the plural of 'Magus'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Magus (n) - পুরোহিত এবং Plural number বা বহুবচন হচ্ছে Magi যার অর্থ পুরোহিত মণ্ডলী।
Powerful
Powerfully
Enpower
Empower
প্রশ্নঃ What is the verb form of 'Power'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Power (n) অর্থ শক্তি, ক্ষমতা। শব্দটির verb form হচ্ছে empower (কাউকে শক্তি বা ক্ষমতা প্রদান করা ) ; powerful (শক্তিশালী) এবং powerfully জোরে বা প্রবলভাবে ) শব্দ দুটি যথাক্রমে adjective এবং adverb ।
He insisted on my going to cinema.
He insisted me go to cinema.
He insisted in my going to cinema.
He insisted for my going to cinema.
প্রশ্নঃ Find out the correct sentence ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Insist (v) পীড়াপীড়ি/ জোর করা । কাউকে কোনো কিছু করার ওপর জোর দেয়া বা পীড়াপীড়ি করা অর্থ insist এর preposition হিসেবে on বসে।
Everybody has been satisfied by him.
Everybody was satisfied by him.
Everybody was satisfied with him.
Everybody would be satisfied at him.
প্রশ্নঃ Which one is the correct passive form of the sentence 'He satisfied everybody'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Passive voice কে Passive করার নিয়ম object + subject হবে, subject -এর number, person, tense অনুযায়ী verb হবে verb এর Past Participle এর Passive form - Everybody + was + satisfied with him.
Control
Represent
Republish
Repute
প্রশ্নঃ What is the synonym of the word "Repress"?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Repress (v) - দমিয়ে রাখা/ চেপে রাখা। Control (v) - দমন করা /নিয়ন্ত্রণ করা; Represent (v) - প্রতিনিধিত্ব করা, Republish (v)- পুনর্মুদ্রণ এবং Repute (v) - সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া। অর্থের বিবেচনায় সঠিক উত্তর (ক) ।
he was a child
he is a child
he has been a child
he were a child
প্রশ্নঃ He talks as though -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ As if / As though এর প্রথম অংশে Present Indefinite tense থাকলে পরের অংশে past Indefinite tense হয় । তবে এক্ষেত্রে be verb -টি সর্বদা were হবে । আর প্রথ অংশে Past Indefinite tense থাকলে পরের অংশে Past Perfect tense হয়।
Mandatory
Obligatory
Voluntary
Complimentary
প্রশ্নঃ What is the antonym of the word 'Compulsory'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Compulsory (adj) -অর্থ বাধ্যতামূলক । Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory -এর synonym । Complimentary (adj) - প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক। Voluntary (adj) - স্বেচ্ছাপ্রণোদিত / স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দটির বিপরীত বা antonym ।
Confession
Confess
Confusion
Confessionably
প্রশ্নঃ What is the noun of the word 'Confess'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Confess (v) - স্বীকার করা / অপরাধ বা পাপের স্বীকারোক্তি দেয়া এবং এ শব্দটির Noun form হচ্ছে - Confession যার অর্থ স্বীকারোক্তি /অপরাধ স্বীকার। অন্যদিকে Confusion (n) - বিশৃঙ্খলা /বিভ্রান্তি আর Confession ably বলে dictionary তে কোনো শব্দ নেই।
It is raining since morning.
It has been being raining since morning.
It has been raining for morning.
It has been raining since morning.
প্রশ্নঃ 'সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে '--The correct translation of this sentence is -------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Drizzle (v) অর্থ গুঁড়ি গুড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া । প্রদত্ত বাক্যটির সঠিক translation - টি হবে ' It has been drizzling since morning । সঠিক - option না থাকায় বিকল্প উত্তর হিসেবে (ঘ) সঠিক।
mercifullu
mercilessly
sympathetically
hopefully
প্রশ্নঃ 'Black and blue' means ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Black and blue - বেদম প্রহার বা to beat mercilessly । অন্যদিকে mercifully (adj) করুণার সাথে / দয়ার সাথে , sympathetically (adv) সহানুভূতির সাথে এবং hopefully (adv) -আশাপ্রদরুপে।
I advised him and he acted.
I advised him that he acted.
He acted according to my advis.
He acted as I advised him.
প্রশ্নঃ 'He acted on my advice' ---- complex form of this sentence is ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ He acted on my advice বাক্যটি একটি simple sentence । Complex sentence এর clause গুলো as, since , because , if, till, although ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। সঠিক উত্তর (ঘ)।
Moon
Sun
Earth
Mars
প্রশ্নঃ The word 'Lunar' is related to -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Lunar অর্থ চন্দ্রসংক্রান্ত । উল্লেখ্য Moon - চাঁদ, Sun - সূর্য ; Earth -পৃথিবী এবং Mars - মঙ্গলগ্রহ ।
a speech by a woman
the main speech
the first speech
the last speech
প্রশ্নঃ 'Maiden speech' means ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Maiden speech অর্থ প্রথম বক্তৃতা বা The first speech ।
on
by
in
to
প্রশ্নঃ The girl was reclining ----the couch.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Recline (v) - হেলান দেয়া বা সটান হয়ে শুয়ে পড়া এবং এ শব্দটির সাথে Preposition 'on ' বসে।
If he works hard, he succeeds.
If he works hard, he will succeed.
If he would works hard, he succeeded.
If he worked hard, he succeeded.
প্রশ্নঃ Choose the correct sentence :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ First conditional -এর Structure -টি হচ্ছে - If + Present tense এবং পরবর্তী clause - টি Future Indefinite tense - এ হবে। সুতরাং সঠিক answer (খ)।
he will learn his lessons.
he would learn his lessons
he learns his lessons
he had learnt his lessons
প্রশ্নঃ He went to bed after ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Past Perfect tense - এ দুটি কাজের উল্লেখ থাকে এবং before অথবা after ব্যবহৃত হয়। Before -এর আগে Past perfect অর্থাৎ sub + had + v3 এবং পরে Past Indefinite অর্থাৎ Sub +V2 ব্যবহৃত হয়। আর after থাকলে নিয়মটি সম্পূর্ণ উল্টে যাবে অর্থাৎ প্রথমে past Indefinite এবং পরে Past Perfect tense হবে।
An unexpected reward
An unexpected calamity
An unexpected blue colour
An expected person of blue wear
প্রশ্নঃ 'A bolt from the blue' means-----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ A bolt from the blue (বিনা মেঘে বজ্রপাত ) বা অনাকাঙ্ক্ষিত বিপদ। সঠিক উত্তর (খ)।
Beginning
Peaceful
Blessed
Malignant
প্রশ্নঃ The antonym of the word 'Benign' is------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Bening (adj) - সদয়/ নম্র / শান্ত / অনুকূল ইত্যাদি। অন্যদিকে Beginning -শুরু ; Peaceful - শান্তিপূর্ণ এবং blessed অর্থ ' পবিত্র বা মহিমান্বিত ; Malignant (adj) - ক্ষতিকর বা অপকারী । সঠিক Answer -(ঘ)।
He was dishonoured.
He was brought to brim.
He was brought to book.
He was punished.
প্রশ্নঃ "তাকে তিরস্কার করা হয়েছিল" ----এর শুদ্ধ ইংরেজি ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Bring to book অর্থ তিরস্কার করা। সঠিক উত্তর (গ)
to finish
finishing
in finishing
finish
প্রশ্নঃ We helped him ----- the work.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Help verb -টির infinitive এবং bare infinitive দুটিই ব্যবহার করা যায়। তাই সঠিক উত্তর (ক) এবং (ঘ) ।
tooth and nail
set out
to and fro
to the quick
প্রশ্নঃ He fought ---- to defeat the enemy.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Tooth and nail- যথাসাধ্য প্রবলভাবে চেষ্টা করা । উল্লেখ্য Set out অর্থ সুন্দরভাবে সাজানো , to and fro - এদিক - ওদিক ; to the quick - একটি অসম্পূর্ণ phrase । সঠিক answer -(ক) ।
had helped the poor.
would have helped the poor.
have helped the poor.
helped the poor.
প্রশ্নঃ Had I been a king, I ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Third conditional -এর structure হচ্ছে প্রথমে Past Perfect tense থাকলে, পরে Subject + Would /Could /might +have +v3 ব্যবহৃত হবে। সঠিক উত্তর (খ)।
Planned
Improvise
Immediate
Impromptu
প্রশ্নঃ Choose the correct synonym for 'Extempore'. ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Extempore অর্থ পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া । যার Synonym বা সমার্থক শব্দ হচ্ছে Impromtu। উল্লেখ্য , planned - পরিকল্পিত , Improvise - প্রয়োজনের সময়ে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে কিছু করা। Immediate - তাৎক্ষণিক ।
by
around
back
along
প্রশ্নঃ When you make a promise, you must not go -----on it.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Go back on - একটি Phrasal verb যার অর্থ খেলাপ করা। Go along - মেনে নেয়া ; Go by - পরিচিত হওয়া এবং Go around - চক্রাকারে ঘোরা / যথেষ্ট থাকা। সঠিক উত্তর (গ)।
Affable
Haughty
Disdainful
Wicked
প্রশ্নঃ What type of man is quite the opposite type of 'Supercilious'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Supercilious (adj)- অবজ্ঞামিশ্রিত, উচকপালে এবং এ শব্দটির opposite বা বিপরীত শব্দ Affable (adj) - অমায়িক , শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন । উল্লেখ্য, Haughty - অহংকারী ; Disdaainful -ঘূণ্য এবং Wicked - মন্দ/ অসৎ/ পাজি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ