42
40
38
36
অপরিণামদর্শী
অবিমৃষ্যকারী
অকাল দর্শী
অবিসংবাদী
প্রশ্নঃ ”যে বিষয়ে কোনো বিতর্ক নেই” --- বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' - বাক্যটির সঠিক বাক্য সংকোচন 'অবিসংবাদী। যাতে বিরোধ বা মতভেদ নেই- অবিসংবাদিত। যাতে বিরোধ বা মতভেদ নেই- অবিসংবাদিত। অগ্র-পশ্চাৎ না ভেবে যে কাজ করে অবিমৃষ্যকারী । পরিণাম চিন্তা করে যে কাজ করে -পরিণামদর্শী। যিনি অবিবেচক - অপরিণামদর্শী।
চুরি করা
সেবা করা
অপরাধ করা
নষ্ট করা
প্রশ্নঃ ”চক্ষুদান করা” বাগধারার অর্থ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ 'চুরি করা' । এরুপ - হাতটান।
বর্ণ
শব্দ
অক্ষর
ধ্বনি
প্রশ্নঃ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাষার ক্ষুদ্রতম একক 'ধ্বনি' । শব্দের একক বর্ণ । শব্দের ক্ষুদ্রতম অংশ 'অক্ষর'। মুখনিঃসৃত অর্থবোধক আওয়াজ হলো ধ্বনি। ধ্বনির প্রতীক বা চিহ্ন হলো বর্ণ । অর্থবোধক বর্ণ ও বর্ণসমষ্টি হলো শব্দ।
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
সমরেশ বসু
প্রমথ চৌধুরী
প্রশ্নঃ ”বীরবল” ছদ্মনামে কে লিখতেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'বীরবল' ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী । 'ভানুসিহং' ছদ্মনামে লিখতেন 'রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমথ চৌধুরী রচিত গদ্য বীরবলের হালখাতা'। সমবেশ বসু লিখতেন 'কালকূট' ছদ্মনামে ।
স্বাধীনতা যুদ্ধ
ভাষা আন্দোলন
পানিপথের যুদ্ধ
দেশভাগ
প্রশ্নঃ ”কবর” নাটকের পটভূমি কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি ছিল 'ভাষা আন্দোলন। এটি ১৯৫৩ সালে জেলে বসে রচনা করেন। তিনি নাটকটি মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury the Dead (1936) নাটক অনুসরণে এ দেশীয় ঘটনাকে কেন্দ্র করে রচনা করেন।
মীর মশাররফ হোসেন
বেগম রোকেয়া
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ”তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উক্ত প্রবাদটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় 'কপালকুণ্ডলা' (১৮৬৬) উপন্যাসের উল্লেখযোগ্য পঙক্তি এটি।
আরেক ফাল্গুন
জীবন ঘষে আগুন
নন্দিত নরকে
পিঙ্গল আকাশ
প্রশ্নঃ ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস 'আরেক ফাল্গুন। এটি লেখক জহির রায়হান ১৯৬৮ সালে উপন্যাসটি রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ , তাদের প্রেম -প্রণয়ন ইত্যাদি উপন্যাসটির মূলবিষয়।
ডাকঘর
ঝিলিমিলি
বিসর্জন
অচলায়তন
প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'ঝিলিমিলি' রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় । এটি কাজী নজরুল ইসলামের রচনা, যা ১৯৩০ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে। ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২) নাটকগুলোর রবীন্দ্রনাথ ঠাকুুরের রচনা । আর 'বিসর্জন' (১৮৯০) হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যনাট্য ।
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
কোনোটিই নয়
প্রশ্নঃ ”চর্যাপদ” কোন ছন্দে লেখা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চর্যাপদ 'মাত্রাবৃত্ত' ছন্দে লেখা। আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য। মাত্রাবৃ্ত্ত হলো প্রতি পর্বে ৫/৬/৭/৮ এর মাত্রা সংখ্যার চাল।
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রশ্নঃ ”লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'লাঙ্গল' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন। এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। এছাড়া নবযুগ (১৯২০) , ধূমকেতু (১৯২২) সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন- সাধনা (১৮৯৪) , ভারতী (১৮৯৮) , বঙ্গদর্শন (১৯০১) , তত্ত্ববোধিনী (১৯১১) । ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনা করেন- সংবাদ প্রভাকর ( ১৮৩১-সাপ্তাহিক, ১৮৩৯- দৈনিক)।
কলাপী
নীরধি
বিটপী
অবনি
প্রশ্নঃ ”বৃক্ষ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ বিটপী'। 'বৃক্ষ' শব্দের আরও কিছু সমার্থক শব্দ -গাছ , তরু, অটবি, পল্লবী, উদ্ভিদ ।
ম্যাজেন্টা
পিস্তল
আলমারি
টেবিল
প্রশ্নঃ কোনটি ইংরেজী শব্দ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'টেবিল' ইংরেজি শব্দ, ম্যাজেন্টা ইতালীয় শব্দ। পিস্তল ও আলমারি পর্তুগিজ শব্দ।
শ্রীকর নন্দী
রামাই পন্ডিত
বিজয় গুপ্ত
বড়ু চন্ডীদাস
প্রশ্নঃ ”শূন্যপূরাণ” রচনা করেছেন---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'শূন্যপূরাণ ' রচনা করেন রামাই পণ্ডিত। ইতিহাসে এটিকে অন্ধকার যুগের (১২০১-১৩৫০) সাহিত্য ধরা হয় । বিজয় গুপ্ত রচনা করেন 'পদ্মপুরাণ' কাব্যগ্রন্থ । বডু চণ্ডীদাস রচনা করেন 'শ্রীকৃষ্ণকৃর্তন' কাব্যগ্রন্থ। এটি ও মধ্যযুগের নিদর্শন ।
শওকত ওসমান
জ্যোতি প্রকাশ দত্ত
আখতারুজ্জামান ইলিয়াস
আবু ইসহাক
প্রশ্নঃ ”দুধেভাতে উৎপাত” গল্পগ্রন্থের রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'দুধেভাতে -উৎপাত ' গল্পগ্রন্থের রচয়িতা- আখতারুজ্জামান ইলিয়াস । শওকত ওসমানের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ পিঁজরাপোল, প্রস্তর ফলক ইত্যাদি। আবু ইসহাক রচিত গল্প গ্রন্থ হারেম , মহাপতঙ্গ।
শওকত ওসমান
সৈয়দ ওয়ালীউল্লাহ
আখতারুজ্জামান ইলিয়াস
আবু ইসহাক
প্রশ্নঃ ”কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ । লেখকের উল্লেখযোগ্য উপন্যাস হলো -লালসালু (১৯৪৮) , চাঁদের অমাবস্যা (১৯৬৪) । শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস ক্রীতদাসের হাসি (১৯৬২) । আখতারুজ্জামান ইলিয়াসের উল্লেখযোগ্য উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭) । আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস সূর্য দীঘল বাড়ি (১৯৫৫) ।
আকাংখা
আকাংখ্যা
আকাঙ্খা
আকাঙক্ষা
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'আকাঙক্ষা' শুদ্ধ বানান। এরুপ - আকাঙিক্ষত, কাঙিক্ষত , মঙ্গলাকাঙক্ষী , শুভাকাঙক্ষী, হিতাকাঙ্ক্ষী ।
সৈয়দ মুজতবা আলী
সৈয়দ ওয়ালী উল্লাহ
সৈয়দ শামসুল হক
শওকত ওসমান
প্রশ্নঃ ”চাচা কাহিনীর” লেখক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'চাচা কাহিনীর ' লেখক সৈয়দ মুজতবা আলী। লেখকের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী 'দেশে-বিদেশে' (১৯৪৯) । সৈয়দ ওয়ালীউল্লাহর উল্লেখযোগ্য উপন্যাস 'লালসালু' (১৯৪৮) । সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২)।
ভ্রমণকাহিনী
উপন্যাস
রম্যরচনা
নাটক
প্রশ্নঃ ”দিবা রাত্রির কাব্য” কোন ধরনের রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'দিবা রাত্রির কাব্য' (১৯৩৫) উপন্যাস । এটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। লেখকের উল্লেখযোগ্য উপন্যাস -জননী (১৯৩৫) ,পদ্মা নদীর মাঝি (১৯৩৬)।
কৃষ্ণকান্তের উইল
কৃষ্ণকুমারী
পলাশীর যুদ্ধ
ভদ্রার্জুন
প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্ত’র নাটক কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কৃষ্ণকুমারী' (১৮৬১) মাইকেল মধুসূদন দত্তের নাটক । লেখকের উল্লেখযোগ্য নাটক - পদ্মাবতী (১৮৬০) ,শর্মিষ্ঠা (১৮৫৮) । 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় । বাংলাভাষার প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন ' (১৮৫২) রচনা করেন তারাচরণ সিকদার।
কবর
চিঠি
মুখরা রমণী বশীকরণ
রক্তাক্ত প্রান্তর
প্রশ্নঃ মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুনীর চৌধুরীর অনূদিত নাটক 'মুখরা রমণী বশীকরণ। এটি উইলিয়াম শেক্সপিয়রের 'The Taming of the Shrew' - এর অনুবাদ । এটি পাঁচ অঙ্কের কমেডি নাটক ।
জীবনানন্দ দাশ
অমিয় চক্রবর্তী
বুদ্ধদেব বসু
সুকান্ত ভট্টাচার্য
প্রশ্নঃ ”ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কার লেখা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্রাচার্যের লেখা। কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর (১৯৪৭) তিন মাস পরে প্রকাশিত হয়। এ গ্রন্থের কাব্যগুলো কবির বলিষ্ঠ উচ্চারণ ও মৌলিক চিত্রকল্প রয়েছে। এছাড়া 'ঘুম নেই' পূর্বাভাস ,অভিযান, হরতাল ইত্যাদি কবির লেখা অন্যতম কাব্যগন্থ।
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
বিহারীলাল
প্রশ্নঃ ”সঞ্চিতা” কোন কবির কাব্য সংকলন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ১৯২৮ সালে এটি প্রকাশ পায় । তিনি এ গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ করেন। ৭৮ টি কবিতা ও গানের সংকলন এটি। 'সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথকৃত নিজ কবিতার সংকলন। 'কাব্য সঞ্চয়ন' (১৯৩০) সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সংকলন।
অগ্নিবীণা
কুহেলিকা
পথের পাঁচালী
দোলন চাঁপা
প্রশ্নঃ কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'পথের পাঁচালী' গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়। উপন্যাসটি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯২৯ সালে। এর দ্বিতীয় খণ্ড অপরাজিত (১৯৩১) । অগ্নিবীণা, দোলন চাঁপা কাজী নজরুল ইসলাম রচিত দুইটি বিখ্যাত কাব্যগ্রন্থ । কুহেলিকা (১৯৩১) তার রচিত একটি বিখ্যাত উপন্যাস ।
বীরল
ভানুসিংহ
কমলাকান্ত
হুতুমপেঁচা
প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম 'কমলাকান্ত'। 'বীরবল' প্রমথ চৌধুরীর ছদ্মনাম'। ভানুসিহং' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। 'হুতুমপেঁচা' কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ