প্রশ্নঃ during the liberation war of bangladesh the president ofUSsR was--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন USRR (বর্তমান রাশিয়া)- এর প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। তিনি কোল্ডওয়ার বা ঠাণ্ডা যুদ্ধকালীন তথা ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
প্রশ্নঃ whiceh of the following is the name of the bank established by BRICS
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক Nero Development Bank। এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুলাই ২০১৪ এবং কার্যক্রম শুরু করে ২৭ ফেব্রুয়ারি ২০১৬। এ সংস্থাটির সদর দপ্তর সাংহাই, চীন।
প্রশ্নঃ which of the following is the regulator of capital market in bangladesh
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের পুঁজি বাজার পরিচালনা করে BSEC (Bangladesh Securities and Exchange Commission)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ জুন ১৯৯৩।
প্রশ্নঃ Special drawing right (sdrs) is reletated to--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Special Drawing Rights (SDR) হলো পরিপূরক, সংগৃহীত বৈদেশিক বিনিময়/মুদ্রা, যা IMF কর্তৃক নিয়ন্ত্রিত ও বিবৃত। বর্তমানে ৫টি SDR হলো ইউএস ডলার, ইউরো, চীনের ইউয়ান, জাপানের ইয়েন ও ব্রিটিশ পাউন্ড।
প্রশ্নঃ how many global goals have been included in sustainable development goals (sdgr)?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে গৃহীত হয় ১৫ বছর (২০১৬-২০৩০) মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG)। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ দীর্ঘ তিন বছরের দরকষাকষি শেষে ১৭টি লক্ষ্য সামনে রেখে এ কর্মসূচি গ্রহণ করে।
প্রশ্নঃ which country does to belong to G -7
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট G-7। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালের ১৫ নভেম্বর। এ সংস্থার সদস্য হলো কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও জাপান।
প্রশ্নঃ budget deficit(%of gdp) stands at FY 2018-19 of bangladesh is--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৮-১৯ অর্থবছরে অনুদানসহ বাজেটে ঘাটতির পরিমাণ জিডিপির ৪.৭৮% এবং অনুদান ছাড়া বাজেটের ৪.৯%।
প্রশ্নঃ Awami mulim league was funded in--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আওয়ামী মুসলিম লীগ ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে এক কর্মী সম্মেলনে প্রতিষ্ঠিত হয়। নবগঠিত দলটির সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক।
প্রশ্নঃ in 2018-19 budget of bangladesh, forecast of private investment is
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিনিয়োগের পরিমাণ জিডিপির ২৫.১৫%।
প্রশ্নঃ in 2018 womens t-20 asia cup final, who was awarded the title player of the match?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এশিয়া কাপ নারী টি-টুয়েন্টি ২০১৮ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে। এ ম্যাচে বাংলাদেশ ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করে। এ ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন রুমানা আহমেদ (বাংলাদেশ)।
প্রশ্নঃ 'Blackmonday' is releted to--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বের অন্যতম বৃহৎ শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে প্রথমবার ১৯২৯ সালের ১৮ অক্টোবর যে বিপর্যয় ঘটে সে দিনাটি ছিল সোমবার। এরপর ১৯৮৭ সালের ১৯ অক্টোবর যে দিনটিতে দ্বিতীয়বার বিপর্যয় ঘটে সেদিনও ছিল সোমবার। এ উভয় সোমবারে শেয়ার বিপর্যয়ের উক্ত ঘটনাকেই 'Black Monday' বা ‘কৃষ্ণ সোমবার’ হিসেবে আখ্যায়িত করা হয়।
প্রশ্নঃ panmunjom declaraton is a peace treaty signed between
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২৭ এপ্রিল ২০১৮ দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমের দক্ষিণ কোরিয়া অংশে অবস্থিত পিস হাউসে অনুষ্ঠিত হয় উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক। ঐতিহাসিক বৈঠক থেকে উভয় দেশ তাদের চলমান বৈরিতার অবসান ঘটানোর ঘোষণা দেয়। এ যৌথ ঘোষণার মধ্য দিয়ে শান্তির এক ঐতিহাসিক প্রেক্ষাপট রচিত হয় কোরীয় উপদ্বীপে।
প্রশ্নঃ the official match ball used by fifa in world cup 2018 is--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ৯ নভেম্বর ২০১৭ প্রকাশ করা হয় রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। এ বলের নাম TELSTAR 18 সাদা-কালো এ বলের নির্মাতা প্রতিষ্ঠান হলো বিশ্বের বৃহৎ খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।
প্রশ্নঃ the slogan adopted by CEDAW is
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ CEDAW-এর পূর্ণরূপ Convention on the Elimination of All Forms of Discrimination Against Women / নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের জন্য ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদে গৃহীত হয় এ সনদ।
প্রশ্নঃ the asian team defeated a lathin america team for the first time in the history of fifa world cup is
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফিফা বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মতো ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জাপান ল্যাটিন আমেরিকার রাষ্ট্র কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে।
প্রশ্নঃ which device may be used for primary input o OCR?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Scanner একটি অপটিক্যাল ইনপুট ডিভাইস। এর সাহায্যে ছবি বা লেখা কম্পিউটারে ইনপুট করা যায়। অর্থাৎ এটি যে কোনো ধরনের চিত্র বা লেখাকে অপটিক্যাল পদ্ধতিতে ডিজিটাল ডেটায় রূপান্তর করে। তাই OCR বা অপটিক্যাল ক্যারেক্টার রিডারের প্রাইমারি ইনপুট ডিভাইস হিসেবে scanner ব্যবহার করা যায়।
প্রশ্নঃ the prototocol that provides information is
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Infotainment হলো এমন একটি প্রযুক্তি যেখানে একই সাথে ইনফরমেশন বা তথ্য আদান-প্রদান ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে Protocol হিসেবে FTP ব্যবহার করা হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ