ছায়ানট
কৃত্যুক্ষুধা
ব্যথার দান
শিউলিমালা
প্রশ্নঃ কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ছায়ানট(১৯২৫) কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। মৃত্যুক্ষুধা (১৯৩০) হল উপন্যাস। ব্যথার দান (ছোট গল্প) ১৯২২ শিউলি মালা (গল্প) ১৯৩১
নিরুপমা দেবী
কামিনী রায়
স্বর্ণকুমারী দেবী
মানকুমারী বসু
প্রশ্নঃ ”ভারতী” পত্রিকা কে সম্পাদনা করতেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভারতী ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত প্রকাশিত একটি বাংলা মাসিক পত্রিকা। পত্রিকাটির প্রথম প্রকাশ শ্রাবণ ১২৮৪ বঙ্গাব্দ (১৮৭৭ খ্রিষ্টাব্দ)। প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের বড়োদাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ প্রথম সাত বছর এই পত্রিকার সম্পাদনা করেন। পরে বিভিন্ন সময়ে স্বর্ণকুমারী দেবী, হিরণ্ময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখ ঠাকুর পরিবারের সদস্যরাই প্রধানত এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।
নয়নচারা
উজানে মৃত্যু
কাঁদো নদী কাঁদো
সুড়ঙ্গ
প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস: লালসালু ১৯৪৮ চাঁদের অমাবস্যা ১৯৬৪ কাঁদো নদী কাঁদো ১৯৬৮ কদর্য এশীয় ২০০৬
লোকায়ত বাংলা
সাম্প্রদায়িকতা
বিচিত চিন্তা
বিচিত্র কথা
প্রশ্নঃ আহমদ শরীফ রচিতা প্রবন্ধগ্রন্থ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আহমদ শরীফ রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার প্রথম সম্পাদিত গ্রন্থ লায়লী মজনু ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় এই নামে দৌলত উজির বাহরাম খানও একটি গ্রন্থ সম্পাদনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে মৌলিক গ্রন্থ 'বিচিত চিন্তা' প্রকাশ হয়।
আনন্দ বেদনার কাব্য
নদী ও মানুষের কবিতা
দিবারাত্রির কাব্য
পুঁই ডালিমের কাব্য
প্রশ্নঃ কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
সারেং বউ
শঙ্খনীল কারাগার
জলাঙ্গী
নভেরা
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী :মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলোর রচয়িতা শওকত ওসমান।
সম্পা
অম্বু
দ্রুম
অভ্র
প্রশ্নঃ বৃক্ষ শব্দটি প্রতিশব্দ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বৃক্ষ =গাছ, তরু, দ্রুম, পাদপ, বিটপী. মহীরুহ, শাখী।
জসীমউদ্দীন
জহির রায়হান
আনিস চৌধুরী
মুনীর চৌধুরী
প্রশ্নঃ ”কবর” নাটকটি কে রচনা করেছেন?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
নন্দিত নরকে
শঙ্খনীল কারাগার
কোথাও কেউ নেই
বহুব্রীহি
প্রশ্নঃ হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
দ্বন্দ্ব
উপমান
রূপক
উপমিত
প্রশ্নঃ ”চাঁদমুখ” কোন সমাস?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
সমিচিন
সমীচিন
সমীচীন
সমিচীন
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
হরপ্রসাদ শাস্ত্রী
বসন্তরঞ্জন রায়
মুহম্মদ শহীদুল্লাহ
আশুতোষ ভট্টাচার্য
প্রশ্নঃ ’শ্রীকৃষ্ণকীর্তন’ শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এ কাব্যের রচয়িতা বডু চণ্ডীদাস । তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিকবি। ভাগবতের ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বডু চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। 'বসন্তরঞ্জন রায় দিদ্বদ্বল্লভ' ১৯০৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার করেন।
রঙ্গলাল বন্দোপাধ্যায়
মনোমোহন বসু
মদনমোহন তর্কালঙ্কার
হরিনাথ মজুমদার
প্রশ্নঃ ’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।’ -এই পঙ্ক্তি দুটির রচয়িতা-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এ পঙক্তি দুটির রচিয়তা মদনমোহন তর্কালঙ্কার । কবিতার নাম 'আমার প্রাণ' । ছাত্রাবস্থায় তিনি 'রসতরঙ্গিণী' , 'বাসবদত্তা' কাব্যগন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ কবিতা। তার অপর একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব' রাতি পোহইল ' ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩) । তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) , বিচিত্র প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) ,বিচিত্র প্রবন্ধ (১৯০৭) , শিক্ষা (১৯০৮) , শব্দতত্ত্ব (১৯০৯) ,কালান্তর (১৯৩৭) , সভ্যতার সংকট (১৯৪১) ইত্যাদি।
সমরসেন
বুদ্ধদেব বসু
মোহিতলাল মজুমদার
জসীমউদ্দীন
প্রশ্নঃ কোন কবি পঞ্চাপান্ডবদের একজন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন কবি প্রধান। এ পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন- বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) , জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) , সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০), বিষ্ণু দে (১৯০৯-১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৭) । এছাড়া আধুনিক কবিতার বিকাশে প্রেমেন্দ্র মিত্রও (১৯০৪-১৯৮৮) সাহায্য করেছিলেন।
চন্ডীদাস
জ্ঞানদাস
বিদ্যাপতি
গোবিন্দদাস
প্রশ্নঃ ’ব্রজবুলি’ -তে কোন কবি পদাবলি রচনা করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিদ্যাপতি মিথিলার সীতালার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে আনুমানিক ১৩৮০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ তার শ্রেষ্ঠ কীর্তি।
তারিখবাচক
সংখ্যাবাচক
ক্রমবাচক
আধিক্যবাচক
প্রশ্নঃ সার্ধশত জন্মবার্ষিকী। এখানে সার্ধশত কোন ধরনের শব্দ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
প্রযোজক কর্তা
মুখ্য কর্ম
প্রযোজক ক্রিয়া
প্রযোজ্য কর্তা
প্রশ্নঃ মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে ‘শিশু’ কে-
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
গোপালগঞ্জ
ফরিদপুর
রাজবাড়ী
মাদারীপুর
প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পল্লীকবি জসীমউদ্দিনের এক অনবদ্য সৃষ্টি 'আসমানী কবিতা'। কবির আসমানী কবিতার 'আসমানী' চরিত্রটি কোনো কল্পনা ছিল না। আসমানী অতি সাধারণ এক মেয়ের নাম। পল্লীকবি জসীমউদ্দীনের আসমানী কবিতার সেই 'আসমানী' চরিত্রটির বাড়ি ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে। কবি যখন আসমানী কবিতা লেখেন তখন আসমানীর বয়স ছিল মাত্র নয় বছর।
মরূদ্যান
কটূক্তি
পরিপক্ক
অঞ্জলি
প্রশ্নঃ কোন শব্দটি ভুল?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
হায়াৎ মামুদ
নীলিমা ইব্রাহীম
মাযহারুল ইসলাম
আখতারুজ্জামান ইলিয়াস
প্রশ্নঃ ’সংস্কৃতির ভাঙা সেতু’ প্রবন্ধ গ্রন্থের লেখক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'সংস্কৃতির ভাঙা সেতু' প্রবন্ধগ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস । তার রচিত অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো - উপন্যাস: চিলেকোঠার সেপাই (১৯৮৭) , খোয়াবনামা (১৯৯৬) । ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬) , খোঁয়ারি (১৯৮২) ,দুধেভাতে উৎপাত (১৯৭৫) ,দোজখের ওম (১৯৮৯)।
সৈয়দ শামসুল হক
মামুনুর রশীদ
হুমায়ূন আহমেদ
সেলিম-আল-দীন
প্রশ্নঃ ’নাট্যচার্য’ হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'নাট্যাচার্য' হিসাবে খ্যাতি অর্জন করেছেন নাট্যকার সেলিম আল -দীন । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রারম্ভকালীন অধ্যাপক ও গ্রাম থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত নাট্যগ্রন্থগুলোর মধ্যে সর্পবিষয়ক গল্প ও অন্যান্য (১৯৭৩) ; বাসন (১৯৮২); কেরামতমঙ্গল (১৯৮৫); চাকা (১৯৯০); যৈবতী কন্যার মন (১৯৯২), বনপাংশু (১৯৯১); হরগজ (১৯৯২) ; একটি মারমা রুপকথা (১৯৯৫) ; হাতহদাই (১৯৯৭) ইত্যাদি অন্যতম।
নির্মলেন্দু গুণ
আল মাহমুদ
আসাদ চৌধুরী
শহীদ কাদরী
প্রশ্নঃ ’তোমাকে অভিবাদ প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' (১৯৭৪) কাব্যগ্রন্থের কবি শহীদ কাদরী। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকাতে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো - উত্তরাধিকার (১৯৬৭) ,তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪) ,কোথা ও কোনো ক্রন্দন নেই (১৯৭৮) ,আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৭) ।
লোনা
ডিঙা
ফুল
চাকা
প্রশ্নঃ কোনটি মৌলিক শব্দ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পন্ন অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। একে আবার স্বয়ংসিদ্ধ শব্দ ও বলা হয়ে থাকে। যেমন-হাত, ফুল, বই, মুখ, গোলাপ, ভাই, বোন, নদ ,মাছ ইত্যাদি।
দূঃ+নীতি=দূর্নীতি
দূর+নীতি=দূর্ণীতি
দুর+ণীতি=দূণীতি
দুঃ+নীতি=দুর্নীতি
প্রশ্নঃ কোনটি সন্ধিগঠিত নির্ভুল শব্দ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ