Input
Out put
উভয়েই
কোনোটিই নয়
প্রশ্নঃ কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী-বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা ,মডেম, হ্যান্ডসেট ইত্যাদি।
এলুমিনিয়াম
প্লাসটিক
সিলিকন
কোনোটিই নয়
প্রশ্নঃ কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর , সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরুপে ব্যবহৃত হয়।
নির্ধারিত ফাইল কপি করা
আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
সবশেষ পরিবর্তন Undo করা
কোনোটিই নয়
প্রশ্নঃ Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের কোনো ফাইল, ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়।
অর্থ সাশ্রয়
সময় সাশ্রয়
স্থানের সাশ্রয়
উপরের সবকটি
প্রশ্নঃ একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (share) করে অর্থ , স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরুপ এখানে প্রিন্টারের কথা বলা যায় ।
ekanei.com
Olx.com
google.com
amazon.com
প্রশ্নঃ নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বর্তমানে অনলাইনে কেনা-বেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো - amazon.com , Olx.com ekhanei.com, bikroy.com ইত্যাদি । অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
Task bar
Notification area
Menu bar
Web browser
প্রশ্নঃ নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইন্টারনেট সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা আবশ্যক । যথা : কম্পিউটার ,ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার (যেমন : ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লেরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি)।
Read-out
Read from
Read
উপরের সবগুলোই
প্রশ্নঃ কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কম্পিউটারে আমরা যখন কোনো তথ্য রাখি, তা কম্পিউটার মেমােরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটারের তা মেমোরি থেকে read ( পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read।
Magnetic Ink Character Reader
Magnetic Ink Code
Magnetic Ink Case Reader
কোনোটিই নয়
প্রশ্নঃ MICR-এর পূর্ণরূপ কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ MICR-এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।
Data Definition Language
Data Manipulation Language
Query Language
উপরের সবগুলোই
প্রশ্নঃ নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ।Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজ ও তথ্য গণনায় সহায়তা করে।
২০০৪
২০০৬
২০০৩
২০০৮
প্রশ্নঃ সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হলেও জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন।
IOS
Windows phone
Android
Symbian
প্রশ্নঃ নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্মার্টফোনে বিভিন্ন ওপেন সোর্স (যে কেউ এর উন্নয়ন ঘটাতে পারে) অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। যেমন- এন্ড্রয়েড , ফায়ারফক্স ওএস, মীগো ইত্যাদি। ওপেন আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি , সিম্বিয়ান ইত্যাদি।
ভয়েস টেলিফোনি
ভিডিও কল
মোবাইল টিভি
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
প্রশ্নঃ মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 3 G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি, যা তারবিহীন কথা বলা মোবাইলে ইন্টারনেট ব্যবহার, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
Bill Gatea
Tim Cook
Andrew S Grove
Lawrence J. Ellison
প্রশ্নঃ Oracle Corporation--এর প্রতিষ্ঠাতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান। সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম-এর পরেই এর অবস্থান। ১৯৭৭ সালে ল্যারি এলিসন ,বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।
RAM
Clipboard
Terminal
Hard Disk
প্রশ্নঃ প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রোগ্রাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম ও (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারে তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য।
Super Computer
Network
Server
Enterprise
প্রশ্নঃ পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দুই বা ততোধিক পারসোনাল কম্পিউটার এক সাথ যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল , প্রিন্টার ও অন্যান্য বিষয় নিজেদের মাঝে শেয়ার করতে পারে। অন্যদিকে সার্ভার হলো কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক কমান্ড গ্রহণ ও সে অনুযায়ী নির্দিষ্ট তথ্য সরবরাহ করার এ্যাপ্লিকেশন (সফটওয়্যারে) সাধারণত নেটওয়ার্কের মাধ্যমেই ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ