সমতট
পুণ্ড্র
বঙ্গ
হরিকেল
প্রশ্নঃ বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বঙ্গ: বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। পুরানাে শিলালিপিতে ‘বিক্রমপুর’ ও ‘নাব্য' নামে দুটি অংশের উল্লেখ রয়েছে। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায়। এছাড়া রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।
আলী মর্দান খলজী
তুঘরিল খান
শামসুদ্দিন ফিরোজ শাহ
ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
প্রশ্নঃ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজী ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন।
১৬১০ সালে
১৫৭৬ সালে
১৯০৫ সালে
১৯৪৭ সালে
প্রশ্নঃ ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
ইসলাম খান
রাজা মানসিংহ
মীর জুমলা
শায়েস্তা খান
প্রশ্নঃ কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চট্টগ্রামের নাম 'ইসলামাবাদ' রাখেন শায়েস্তা খান।
১৬৯০ সালে
১৭৬৫ সালে
১৭৯৩ সালে
১৮২৯ সালে
প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যর দেওয়ানী লাভ করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৭৬৫ সালে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দীউয়ানি ও রাজস্ব ক্ষমতা গ্রহন করে। ১৭৬৫ থেকে ১৭৭২ সাল পর্যন্ত কোম্পানি বাংলার প্রশাসনের সঙ্গে রাজস্ব ক্ষমতা ভাগাভগি করলেও তারা প্রশাসনিক কোনো দায়-দায়িত্ব সরাসরি গ্রহণ করেনি। কোম্পানির পক্ষে সৈয়দ মোহাম্মদ রেজা খান রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে থাকেন।
মাওলানা কেরামত আলী
শাহ ওলিউল্লাহ
হাজী শরীয়তউল্লাহ
পীর মুহসীনুদ্দীন
প্রশ্নঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফরায়েজী আন্দোলন ঊনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন। প্রাথমিক পর্যায়ে এ আন্দোলনের লক্ষ্য ছিল ধর্ম সংস্কার। কিন্তু পরবর্তী সময়ে এই আন্দোলনে আর্থ-সামাজিক সংস্কারের প্রবণতা লক্ষ্য করা যায়। ফরায়েজী শব্দটি ‘ফরজ’ থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য। কাজেই ফরায়েজী বলতে তাদেরকেই বোঝায় যাদের লক্ষ্য হচ্ছে অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্যসমূহ কার্যকর করা। এ আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহ।
সৈয়দ আমীর আলী
নওয়াব আবদুল লতিফ
নওয়াব স্যার সলিমুল্লাহ
স্যার সৈয়দ আহমেদ খান
প্রশ্নঃ বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নওয়াব আবদুল লতিফ ১৮৬৩ সালে নানা পদক্ষেপ গ্রহণ করেন। এই সালে তিনি কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ সোসাইটির লক্ষ্য ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের স্বপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলমান হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত কথা। তাঁর প্রচেষ্ঠায় কলকাতা মাদ্রাসায় ইস্ট-ফার্সি বিভাগ খোলা হয় এবং সেখানে উর্দু ও বাংলা ভাষা শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাঁরই চেষ্টার ফলে মহসীন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার কাজে সংরক্ষিত করা হয়। রাজশাহী সরকারী মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল।
১৯০৫ সালে
১৯১৬ সালে
১৯২৩ সালে
১৯১১ সালে
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।কিন্তু ১৯১১ সালে, প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় ১৯৪৭ সালে। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
এ কে ফজলুল হক
খাজা নাজিমউদ্দীন
আবুল হাশেম
প্রশ্নঃ অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৪৬ এর নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের বিপুল বিজয়েহোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম মূল কৃতিত্বের দাবীদার ছিলেন।১৯৪৬ সালে বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তান আন্দোলনে তিনি ব্যাপক সমর্থন প্রদান করেন।পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে ১৯৪৬ সালে তিনি পাকিস্তান আন্দোলনের প্রতি তার সমর্থন এবং সহযোগিতা প্রদান করেন। স্বাধীন ভারতবর্ষের ব্যাপারে কেবিনেট মিশন প্ল্যানের বিরুদ্ধে জিন্নাহ ১৯৪৬ সালের আগস্ট ১৬ তারিখে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন।
আবুল হাশেম
শেখ মুজিবুর রহমান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ধীরেন্দ্রনাথ দত্ত
প্রশ্নঃ পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।
ব্রহ্মপুত্র
পদ্মা
মেঘনা
যমুনা
প্রশ্নঃ বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা। এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমানে শীর্ণকায়।
ময়নামতি
পাহাড়পুর
মহাস্থান গড়
সোনারগাঁও
প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র- পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড়। প্রাচীন পুরাজ্যের রাজধানী ছিল- পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। বিখ্যাত সাধক শাহ-সুলতান বলখির মাজার অবস্থিত- মহাস্থানগড়ে। বেহুলা-লখিন্দরের বাসর ঘর অবস্থিত- মহাস্থানগড়ে।
কুসুম্বা মসজিদ
বড় সোনা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
সাত গম্বুজ মসজিদ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।[১] এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
গিয়াসউদ্দীন আযম শাহ
আলাউদ্দীন হুসেন শাহ
ফখরুদ্দীন মোবারক শাহ
ইলিয়াস শাহ
প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গিয়াসউদ্দিন আজম শাহ পন্ডিত ও কবিদের সমাদর করতেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রবিনিময় হত। বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এ সময়ে সম্পন্ন করেন। এসময় কৃত্তিবাসের রামায়ণ বাংলায় অনুবাদ করা হয়।
১৬ ডিসেম্বর
২৬ মার্চ
২১ ফেব্রুয়ারি
৭ মার্চ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের জাতীয় দিবস সমূহ জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী শহীদ দিবস/আন্তর্জাতকি মাতৃভাষা দিবস-২১ ফেব্রুয়ারী জাতীয় পতাকা দিবস-০২ মার্চ জাতীয় শিশু দিবস- ১৭ মার্চ জাতীয় দিবস/স্বাধীনতা দিবস- ২৬ মার্চ মজিবনগর দিবস- ১৭ এপ্রিল জাতীয় জন্ম নিবন্ধন দিবস – জুলাই জাতীয় শোক দিবস- ১৫ আগষ্ট জাতীয় সংহতি ও বিপ্লব দিবস- ৭ নভেম্বর সশস্ত্রবাহিনী দিসব- ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস- ০১ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস- ১৪ ডিসেম্বর বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
স্পিকার
প্রধান বিচারপতি
প্রশ্নঃ বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। জাতীয় সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। স্পিকার (সংসদের পঞ্চদশ সংশোধনীর পূর্বে ছিল প্রধান বিচারপতি) রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের পর থেকে তার মেয়াদকাল ৫ বছর। আবার রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন স্পিকারের নিকট পদত্যাগ পত্র দাখিলের মাধ্যমে। রাষ্ট্রপতি সংবিধানের ৫০(২) ধারা মতে ধারাবাহিক ২ বারের অধিক মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। ৫৬(৩) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ ও ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হয় না। একই সঙ্গে তার ওপর আদালত এর কোনো এখতিয়ার বারিত। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন স্পিকার স্বয়ং। রাষ্ট্রপতি প্রধামন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করবেন। তার নিকট কোনো বিল পেশ করার ১৫ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয় নচেৎ তা স্বয়ংক্রিয় ভাবে অনুমোদিত হয়ে যায়। তবে অর্থ বিল এ সম্মতি দানে তিনি বিলম্ব করতে পারবেন না। দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোটের মাধ্যমে শারীরিক বা মানসিক কোনো কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। তার সরকারি বাসভবন বঙ্গভবন মতিঝিল এর দিলকুশায় অবস্থিত। তার নিরাপত্তায় বিশেষ বাহিনী হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (PGR) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)।
হামিদুর রহমান
ফজলুর রহমান খান
নভেরা আহমদ
জুলফিকার আলী খান
প্রশ্নঃ বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফজলুর রহমান খান বাংলাদেশের একজন বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি এফ আর খান নামে সুপরিচিত। তিনি পৃথিবীর অন্যতম উচ্চতম ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর 'সিয়ার্স টাওয়ার' এর নকশা প্রণয়ন করেন।
আওরঙ্গজেবের কন্যা
শায়েস্তা খানের কন্যা
মুর্শিদকুলি খানের স্ত্রী
আজিমুসশানের মাতা
প্রশ্নঃ পরী বিবি কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিবি পরী বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী। বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখ্ত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।
রামপাল
ধর্মপাল
চন্দ্রগুপ্ত মৌর্য
আদিশুর
প্রশ্নঃ পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
চট্টগ্রাম
ভোলা
কক্সবাজার
পটুয়াখালী
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংদেশের ৬৪টি জেলার মধ্যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ও উপজেলা তেঁতুলিয়া । সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ । সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের জেলা চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ । উল্লেখ্য বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা (পঞ্চগড়)।
SAARC Preferential Trading Arrangement
South Asian Preferential Trading Arrangement
SAARC Preferential Tariff Agreement
South Asian Preferential Tariff Agreement
প্রশ্নঃ SAPTA অর্থ ------
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ SAPTA অর্থ - SAARC Preferential Trading Arrangement.
ভারতের শচীন টেন্ডুলকার
অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান
ইংল্যান্ডের বেন হার্টন
বাংলাদেশের মোঃ আশরাফুল
প্রশ্নঃ ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
আর্জেন্টিনা
ব্রাজিল
ইতালি
ফ্রান্স
প্রশ্নঃ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্বপ্নের স্বর্ণের ট্রফিটা পাঁচবার ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয় তারা।
ইয়ুরি গ্যাগারিন, রাশিয়া
জন গ্লেন, যুক্তরাষ্ট্র
রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০-মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে।
প্যারিস
টোকিও
জেনেভা
নিউইয়র্ক
প্রশ্নঃ WTO-এর সদর দপ্তর কোন শহরে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ