প্রশ্নঃ Which of the following spreadsheet analysis software?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Ms Excel-একটি Spreadsheet analysis software। fMS Access একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। Illustrator- একটি গ্রাফিক্স্ এডিটিং সফটওয়্যার। Lates- একটি ডকুম্নেট প্রিাপারেটিং সিস্টেম প্রোগ্রাম।
প্রশ্নঃ Which is not a object oriented programming language?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Java, C++, C# x C প্রত্যেকেই উচ্চস্তরের (High Level) ভাষা। এদের মধ্যে java, C++ বহুল ব্যবহৃত দুটি Object + Oriented programming ভাষা। C # ও একটি Optect oriented programming ভাষা। তবে C- এর Object Orienter Version- ই হলো C++।
প্রশ্নঃ How many bits are used by Unicode to represent one character?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইউনিকোডের সাহায্যে একটি ক্যারেক্টার প্রকাশ করতে কমপক্ষে ১ বাইট বা ৮টিবি (BITC) দরকার। 4Ft-8 ইউনিকোনেড একটি ক্যারেকষ্টার প্রকাশে 1 – 6টি বাইট (byte) প্রয়োজন হয়। uTF – 16 TF ও uTF-32) ইউনিকোডে যথাক্রমে 5 ও 4 বাইট প্রয়োজন।
প্রশ্নঃ Which one is language translator?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Assembler, Complier এবং Intgerpreter-এ তিনটি কম্পিউটার ভাষার অনবাদক প্রোগ্রাম। Assembler ভাষাকে মেশিন ভাষায় রূপান্ত করতে Assembly ব্যবহৃত হয়।
প্রশ্নঃ The cell reference for a range of cells that starts in cell C1 and goes over to column H and down to row 10 is
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Spreadsheet analysis প্রোগ্রামের সিটে কোনো একটি সেল থেকে অপর একটি সেল পর্যন্ত (কোনো সেল বাদ না দিয়ে) দেখাতে বা প্রকাশ করতে প্রথম সেলের Adress লিখে কোলন চিহ্ন ( : ) দিয়ে পরের সেলের Adress লিখতে হয়। যেমন, C কলামের 1 নং রো (Row) থেকে H কলামের 10 নং রো পর্যন্ত cell গুলোকে একসাথে দেখাতে C1 : H10 লিখতে হবে।
প্রশ্নঃ Which topology does not allow transferring data directly from computer to computer ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Star topology ক্ষেত্রে একটি হোস্ট কম্পিউটার থেকে অন্যান্য কম্পিউটার গুলোর সংযোগ দেয়া হয়। এ ক্ষেত্রে কেন্দ্রী হোস্ট কম্পিউটারে কোনো সমস্যা হলে নেওয়ার্কের অন্তর্ভূক্ত অন্য কম্পিউটার গুলো অচল হয়ে যাবে। নেটওয়ার্কের অন্তর্ভূক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসটি তথ্য আদান প্রাদান করতে পারে না।
প্রশ্নঃ Trojan horse is a kind of-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Troan horse- কম্পিউটারের তথ্য নষ্টকারী একটি ম্যালওয়্যার ভাইরাস। এটি এম একটি ম্যালোসিয়াস (Malicious) প্রোগ্রাম যা কম্পিউটার ব্যবহারীর ব্যক্তিগত তথ্য যেমন: পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য, IP address- এ আক্রমণ করে। এছাড়াও এটি কম্পিউটারে সংরক্ষিত তথ্যও নষ্ট করে ও নিজের ক্লোন তৈরির মাধ্যমে Operating System- এ ঢুকে পড়ে।
প্রশ্নঃ The primary additive colors of a color monitor are-
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ