২৫ জোড়া
২৬ জোড়া
২৩ জোড়া
২৪ জোড়া
প্রশ্নঃ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া বা ৪৬ টি। মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা ৪৪টি (২২ জোড়া) এবং যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা ২টি (১ জোড়া)।
৫০৬
৪০৬
৩০৬
২০৬
প্রশ্নঃ একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মানুষের শরীরে হাড় থাকে = ২০৬ টি। মানুষের মেরুদন্ডে হাড় থাকে= ৩৩ টি।
ওজোন স্তর ধ্বংস করে
বায়ুর তাপ বৃদ্ধি করে
এসিড বৃষ্টিপাত ঘটায়
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে
প্রশ্নঃ সিএফসি কি ক্ষতি করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৭৪ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফ্রাংক সেরউড রোল্যান্ড ও তাঁর সহযোগী ড. মারিও জে. মলিনা ক্লোরোফ্লোরোকার্বনের (সি এফ সি)মতো দীর্ঘস্থায়ী হ্যালোকার্বন যৌগকে ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী করেন। তাঁদের এই মতবাদ রোল্যান্ড-মলিনাতত্ত্ব নামে পরিচিত।
ইলেকট্রন
অণু
পরমাণু
প্রোটন
প্রশ্নঃ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পরমানু ( Atom ): মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনাকে পরমানু বলে ।এর স্বাধীন সত্বা নেই এবং সচরাচর রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে।দুই বা ততোধিক পরমানুর সমন্বয়ে অনু (molecule) গঠিত হয় ।
সাদা
কালো
লাল
ধূসর
প্রশ্নঃ কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কালো রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারন কালো বস্তু তাপ শোষন করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরনও করে তাড়াতাড়ি।
নতুন ধরনের মাইক্রোফোন
অপটিক্যাল ফাইবারে বার্তা প্রেরণ
বোতাম টিপে ডায়াল করা
ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
প্রশ্নঃ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হল- ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ।
পাইনাস
কেয়া
সুন্দরী
বট
প্রশ্নঃ কোন উদ্ভিদের শ্বাসমূল আছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী এলাকার (সুন্দর বন) কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায়। মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন হওয়ায় ওই মাটিতে অক্সিজেন সরবরাহ খুব কম । এছাড়াও এসব এলাকা বেশির ভাগ সময়েই জলপ্লাবিত থাকে । মাটিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ দ্রবীভুত অবস্থায় থাকে, তাই উদ্ভিদের কিছু শাখা-মূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে উঠে আসে । এইসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাস ছিদ্র বা ‘নিউম্যাটোফোর’ থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলগুলি বায়ুমন্ডল থেকে অক্সিজেন শোষণ করে । এই রকম মূলকে শ্বাসমূল বলে ।
ব্যাঙের ছাতা
ইউগ্লিনা
ক্রাইসামিবা
কোনোটিই নয়
প্রশ্নঃ ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো- ব্যাঙ্গের ছাতা। ছত্রাক জাতের এ উদ্ভিদ সালোকসংশ্লেষণে অক্ষম।
স্মৃতি
বুদ্ধি বিবেচনা
নির্ভুল কাজ করার ক্ষমতা
দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা
প্রশ্নঃ কম্পিউটারে কোনটি নেই?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কম্পিটারের নির্ভুলভাবে দ্রুত কাজ করা এবং স্মৃতি সংরক্ষণের ক্ষমতা রয়েছে । তবে শুধু উন্নত মস্তিক ও জৈবিক বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণীরই বুদ্ধি বিবেচনার ক্ষমতা রয়েছে, যা কোনো যন্ত্রের নেই ।
ইন্টারনেট লাইনের সংযোগ হয়
টেলিভিশন লাইনের সংযোগ হয়
রেডিও লাইনের সংযোগ হয়
টেলিফোন লাইনের সংযোগ হয়
প্রশ্নঃ মোডেমের মাধ্যমে কম্পিউটারের ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মডেম একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাধ্যমের সাহায্যে পৌঁছে দেয়। Modem এর পূর্ণ নাম হল Modulation demodulation .
দুইটি
তিনটি
চারটি
পাঁচটি
প্রশ্নঃ রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান (ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব)।
১৭ এপ্রিল ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭২
৭ মার্চ ১৯৭৩
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়।
এগার
দশ
আট
পনের
প্রশ্নঃ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ১০ম সেক্টরটি সর্বাধিনায়কের সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়। এই সেক্টরের অধীনে ছিলো নৌ কমান্ডো বাহিনী এবং সর্বাধিনায়কের বিশেষ বাহিনী।
জ্ঞান আহরন
ডিগ্রি অর্জন
দক্ষতা অর্জন
পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার পুনগর্ঠন করার দক্ষতা আয়ত্ত করা
প্রশ্নঃ শিক্ষা বলতে কি বোঝায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়।
সংবাদ দেয়া
অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো
ছাত্রদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো
ছাত্রদের ক্লাস করতে সাহায্য করা
প্রশ্নঃ শিক্ষকের কোন দিকে নজর দেয়া উচিত?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
সমুদ্রের ঘূর্ণিঝড়
সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
বায়ু প্রবাহের প্রভাব
প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ --
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নিয়ত বায়ুপ্রবাহ [ Planetary or Permanent Wind]:- নিয়ত বায়ুপ্রবাহ হল সমুদ্র স্রোতের প্রধান কারণ ।
৩ স্তরবিশিষ্ট
৪ স্তরবিশিষ্ট
৫ স্তরবিশিষ্ট
স্তরবিহীন
প্রশ্নঃ পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পৃথিবীর বায়ুমণ্ডল চারটি প্রধান স্তরে (একে বায়ুমণ্ডলীয় স্তরবিন্যাস বলা হয়) ভাগ করা যায়।সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছেঃ থার্মোস্ফিয়ারঃএটি ৪র্থ স্তর,যা ৯০ কি.মি. থেকে ৫০০ ও ১০০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের ৩য় স্তর।এর গড় গভীরতা ৫০ থেকে ৮৫ কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারঃবায়ুমন্ডলের ২য় স্তর।এর গড় গভীরতা ১১ থেকে ৫০ কিলোমিটার। ট্রপোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের প্রথম স্তর।এর গড় গভীরতা প্রায় ১৭ কি.মি।
২৩ অক্টোবর ও ২২ ডিসেম্বর
২২ ডিসেম্বর ও ২৩ সেপ্টেম্বর
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
২১ জুন ও ২২ ডিসেম্বর
প্রশ্নঃ পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান (অর্থাৎ ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়।
মাধ্যাকর্ষণ শক্তি
মহাকর্ষ শক্তি
প্রচণ্ড উত্তাপ
অবিরাম আবর্তন
প্রশ্নঃ পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ ---
ব্যাখ্যা অনুমোদন এর জন্য অপেক্ষাধীন আছে। ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
১৮৯৭ সালে
১৯০২ সালে
১৯০৫ সালে
১৯২১ সালে
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
আকবর
ইলিয়াস শাহ
লক্ষণ সেন
বিজয় সেন
প্রশ্নঃ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন---
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
বান্দরবান
কক্সবাজার
রাঙ্গামাটি
চট্টগ্রাম
প্রশ্নঃ 'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত ।
ইংল্যান্ডে
ফ্রান্সে
বেলজিয়ামে
অস্ট্রিয়াতে
প্রশ্নঃ বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' অবস্থিত ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
রাজীব গান্ধী
ইন্দিরা গান্ধী
মহাত্মা গান্ধী
খান আবদুল গাফফার খান
প্রশ্নঃ 'সীমান্ত গান্ধী' নামে পরিচিত ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ খান আবদুল গফফর খান কে সীমান্ত গান্ধী বলা হয়। তিনি গান্ধী জীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হয়।
স্টালিন
লেনিন
রুজভেল্ট
হিটলার
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ----
ব্যাখ্যা অনুমোদন এর জন্য অপেক্ষাধীন আছে। ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ