যশোর
গোপালগঞ্জ
ফরিদপুর
খুলনা
প্রশ্নঃ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রয়েছে ডেটা সংরক্ষণের জন্য দেশের দ্বিতীয় সার্ভার স্টেশন। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত প্রথম সার্ভার স্টেশনে কোনও সমস্যা হলে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের যাবতীয় ডেটা এখান থেকেই উদ্ধার করা যাবে
মিশুক
পান্ডা
জাবিভাকা
নারুহিতা
প্রশ্নঃ ২০১৮ সালের রাশিয়া ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম কী ছিল?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
২০১৮ সালের রাশিয়া ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম ছিল 'জাবিভাকা'। রুশ ভাষায়
'জাবিভাকা' শব্দের অর্থ হচ্ছে 'যিনি গোল করেন'। রুশ ছাত্রী একাতেরিনা বোচারোভা 'জাবিভাকা' চরিত্রটি
নকশা করেছেন। মিশুক মাসকটটি মুস্তফা মনোয়ার ২ য় সাফ গেমসের জন্য নির্মাণ করেন। জাপানের নতুন সম্রাটের নাম
নারুহিতো ।
১০৮১
১৯৭০
১৯৬০
১৯৬৯
প্রশ্নঃ ইন্টারনেট কত সালে চালু হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় -১৯৯৩ সালে বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় - ১৯৯৬ সালে
আইবিএম -৩৬০ সিরিজ
আইবিএম -১৬২০
আইবিএম -১৬০০ সিরিজ
আইবিএম -৪৩০০ সিরিজ
প্রশ্নঃ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে কম্পিউটার ব্যবহারের সূচনা হয় ষাটের দশকে এবং নববই-এর দশকে তা ব্যাপকতা লাভ করে। দশকের মধ্যভাগ থেকে এ দেশে তথ্য প্রযুক্তি ব্যাপক পরিচিতি লাভ করতে শুরু করে। পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines - IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)। যন্ত্রটির প্রধান ব্যবহার ছিল জটিল গবেষণা কাজে গাণিতিক হিসাব সম্পন্নকরণ
ভয়েস ওভার ইন্টারনেট প্রোগ্রাম
ভয়েস ওভার ইন্ট্রানেট প্রটোকল
ভয়েস ওভার ইন্ট্রানেট প্রটোকল
ভিডি ও ওভার ইন্টারনেট প্রটোকল
প্রশ্নঃ ভিওআইপি কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
ভি ওআইপি এর পূর্ণরুপ 'ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল' এটি ইন্টারনেটে বিভিন্ন
VOIP সফটওয়্যার পাওয়া যায়। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো স্কাইপ, ভাইবার, হোয়াটস্ অ্যাপ ইত্যাদি।
Massive Rapid Transit .
Mass Rapid Transit .
Mass Rapid Transport .
Mass Road Transit.
প্রশ্নঃ MRT এর পূর্ণরুপ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
MTR এর পূর্ণরুপ হলো - Mass Rapid Transit. ঢাকা মহানগরীর
ক্রমবর্ধমান যানজট নিরসনের জন্য ২০১৬ সালে - Dhaka Mass Rapid
Transit Development project হাতে নেওয়া হয়। এ প্রজেক্টের আওতায় ২০.১ কিমি
দৈর্ঘ্যের রেলপথ তৈরি করা হবে।
১৩৭০
১৩২০
১২৭০
১২২০
প্রশ্নঃ রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি কত মেগাওয়াট?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল অবস্থিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ
উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ও
বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যৌথ অর্থায়নে এ প্রকল্পের জন্য সুন্দরবন থেকে ১৪ কিমি
দূরে পশুর নদীর ১,৮৩৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। ২০১০ সালে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে।
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
জাপান
রামিয়া
প্রশ্নঃ জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
G-7 (Group of seven ) এর ৪২ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় (২৪-২৫ আগস্ট, ২০১৯) ফ্রান্সের
বিয়ারিৎসে । উল্লেখ্য যে, G -7 বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের (কানাডা , ফ্রান্স , জার্মানি , ইতালি, যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য জাপান ) একটি সংঘ।
১০ অক্টোবর
১২ অক্টোবর
১৪ ডিসেম্বর
১৬ ডিসেম্বর
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান গণপরিষদ উত্থাপিত হয় ১৯৭২ সালের-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ৪ ঠা নভেম্বর সংবিধান দিবস।
ঢাকা
কলকাতা
ফ্রাঙ্কফুর্ট
মাদ্রিদ
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায় ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রায় ৫০০ বছর ধরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রতিবছর অক্টোবর মাসের মাঝামাঝি ৫ দিন ব্যাপী হয়ে আসছে বিশ্বের বৃহত্তম বই মেলা। সাধারণ ক্রেতার জন্যে সবচেয়ে বড় বইমেলা হচ্ছে কলকাতা বইমেলা যা সল্টলেকে অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
শেরে বাংলা এ কে ফজলুল হক
প্রশ্নঃ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ১৯৭২ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতির এক আদেশবলে (রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ৯৪, ১৯৭২) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৯৮২ সাল পর্যন্ত এটি ত্রাণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের অধীন ছিল এবং ১৯৮২-২০০১ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হলে, এ ট্রাস্টকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়।
ইলিশ মাছ
জামদানি শাড়ি
পাট পণ্য
আম
প্রশ্নঃ বাংলাদেশের কোন পণ্য সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জি.আই ) সনদ পায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
বাংলাদেশের প্রথম জি. আই পণ্য হিসেবে ১৭ নভেম্বর, ২০১৬ সালে স্বীকৃতি পায়
জামদানি শাড়ি । এছাড়া আরো দুটি পণ্য ইলিশ ও ক্ষীরশাপাতি আমকে জি. আই পণ্য
হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যথাক্রমে ৬ আগস্ট , ২০১৭ এবং ২৭ জানুয়ারি, ২০১৯ তারিখে।
Control Unit
Register Array
Accumulator
ALU
প্রশ্নঃ মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং -এ ব্যবহৃত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
মাইক্রোপ্রসেসরের ALU ( Arithmetic Logic Unit ) অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়।
ALU কে কম্পিউটারের গণনা শাখা বলা হয়। মূলত কম্পিউটারের প্রসেসর নামে একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ
থাকে, যার একটি অংশ ALU । Control Unit এর মাধ্যমে কম্পিউটারের পাত্র বিশেষকে Accumulator বলা হয়া ।
জাপান
যুক্তরাষ্ট্র
কানাডা
সুইজারল্যান্ড
প্রশ্নঃ ১৪ -তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
জাপান ২০১৯ সালের ২৮-২৯ জুন ১৪ তম G -20 সম্মেলন আয়োজন করে।
২০২০ সালে সৌদি আরবে ১৫ তম এবং ২০২১ সালে ইতালিতে ১৬ তম G -20
সম্মেলন অনুষ্ঠিত হবে।
নওগাঁ
পাবনা
দিনাজপুর
বান্দরবান
প্রশ্নঃ বাংলাদেশ প্রথম লোহার খনি আবিস্কৃত হয় কোথায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উন্নত মানের আকরিক ম্যাগনেটাইট রয়েছে ৫০০-৬০০ মিলিয়ন টন।
দক্ষিণ আফ্রিকা
সিঙ্গাপুর
তিউনিশিয়া
আর্জেন্টিনা
প্রশ্নঃ কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মন্ত্রিসভার ২৮ সদস্যের ১৪ জনই নারী।
গা + ওক
গা + অক
গা + অক
গৈ + অক
প্রশ্নঃ 'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে এ, ঐ , ও , ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও
ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
কামিন
কামিনী
কুলিনী
কুলিন
প্রশ্নঃ 'কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
নিরর্থকতা
সার্থকতা
ব্যর্থকতা
ভিন্নার্থকতা
প্রশ্নঃ "ন্যাকামিটা এখন রাখো' বাক্যে 'ন্যাকমি' শব্দের সঙ্গে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
শিশু + ষ্ণ
শিশু + জ্ঞ্য
শিশু + শষ
শৈ + শষ
প্রশ্নঃ 'শৈশব ' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
যে শব্দের সাথে 'ষ্ণ' অ - প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ-কার ও ও -কারে পরিণত হয়।
ও +অ সন্ধিতে 'অব' হয়। যেমন - গুরু + ষ্ণ = গৌরব , শিশু + ষ্ণ = শৈশব, লঘু + ষ্ণ = লাঘব, মধুর + ষ্ণ = মাধব।
ইতিহাসবেত্তা
ঐতিহাসিক
ইতিহাস স্রষ্ট্রা
ইতিহাস রচয়িতা
প্রশ্নঃ 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী হবে?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
বিদায় পত্র
মান পত্র
শ্রদ্ধাঞ্জলি
সম্মানপত্র
প্রশ্নঃ কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায়ানুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেয়া হয়, তাকে কী বলে?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
ফুলের ন্যায় কুমারী
কুমারী ফুলের ন্যায়
ফুল রুপ কুমারী
কুমারী ফুল
প্রশ্নঃ 'ফুলকুমারী' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় , তাকেই
উপমিত কর্মধারয় সমাস বলে । এতে দুটোই বিশেষ্য হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে ।
যেমন - পুরুষসিংহ (বিশেষ্য + বিশেষ্য ) = পুরুষ সিংহের ন্যায় ।
নাম ধাতু
প্রযোজক ধাতু
সাধিত সাধু
সিদ্ধ ধাতু
প্রশ্নঃ মৌলিক ধাতুর অপর নাম কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোই মৌলিক ধাতু । এগুলোকে যৌগিক শব্দ বলে।
যেমন : গায়ক = গৈ + ণক (অক) অর্থ : গান করে যে ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ