to listen
listening
listened
listen
প্রশ্নঃ The speaker failed to make the audience-to him patiently. -Which of the following is the correct verb form in the blank above
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ make এর পরে সবসময় verb এর present form/base form বসে।
The Augustan Age
The Victorian Age
The Georgian Age
The Restoration Age
প্রশ্নঃ Which of the following ages in literary history is the latest?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ The Georgian Age is the latest age in literary history.
Iazak Walton
Samuel Johnson
Samuel Butler
Sir Thomas Browne
প্রশ্নঃ The first English dictionary was compiled by-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Samuel Johnson's 'Dictionary of the English Language' is one of the most famous dictionaries in history. First published in 1755, the dictionary took just over eight years to compile, required six helpers, and listed 40,000 words.
All of them
Who all
they all
All of whom
প্রশ্নঃ My uncle has three sons,-work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ All of whom - Relative of Pronoun of 'three sons'.
The patriots will always be remembered by people
The patriots are always being remembered
People are always remembered by The patriots
The patriots are always remembered
প্রশ্নঃ People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Passive Structure: Subject (obj.) + be verb+ always + past participle form of the main verb +by+ obj. (sub.)
arrogant
belligerent
questioning
fearless
প্রশ্নঃ What is the meaning of the word 'intrepid'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ intrepid (adjective) fearless; adventurous (often used for rhetorical or humorous effect). "our intrepid reporter" Similar: fearless unafraid undaunted dauntless undismayed unalarmed
The final step
The end of a road
The last line of a book
The essential point
প্রশ্নঃ What is the meaning of the expression 'bottom line'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ The bottom line describes the ultimate outcome of a situation or the most important or fundamental facet of that situation. When someone asks for the bottom line, he wants to cut out all superfluous details and focus on the primary problem or objective.
The letter 'S'
Men and women
Chaos and confusion
The holding of more than one office at a time
প্রশ্নঃ The word 'plurality' means-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ The word 'plurality' means- The holding of more than one office at a time
Adults
Children
Old people
Women
প্রশ্নঃ 'Paediatric' relates to the treatment of-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'Paediatric' relates to the treatment of- Children
distribute
export
import
smuggle
in
for
on
at
প্রশ্নঃ Are you doing anything special-the weekend? -fill in the gap with appropriate preposition.
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ At is used before the end of week, month and year.
He was too clever not to miss the point
He was to clever to miss the point
He was too clever to miss the point
He was too clever to grasp the point
প্রশ্নঃ Which of the following is a correct sentence?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Too +adj+to+Verb(present form) Too... to, Sentence is a negative sentence.
the best poet of the country
a winner of the Noble Prize in poetry
the Court Poet of England
a classical poet
প্রশ্নঃ The 'Poet Laureate' is-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Poet laureate is the court poet of England.
Comedy of Manners
Theater of the Absurd
Heroic Tragedy
Comedy of Humours
প্রশ্নঃ Which of the following school of literary writings is connected with a medical theory?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Comedy of Humour is a medical theory.
Keats
Donne
Blake
Spenser
প্রশ্নঃ Who of the following was both a poet and painter?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Blake was both a poet and painter.
Unbelievable
Unthinkable
Unlikely
Unthinking
প্রশ্নঃ What is the synonym of 'incredible'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Incredible - Unbelievable
Opaque
llliterate
Obscure
Immature
Medicine
Technlogy
Law
Politics
প্রশ্নঃ 'plebiscite' is a term related to-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Plebiscite (referendum) is a term related to politics.
Shakespeare
Wordsworth
Keats
Eliot
প্রশ্নঃ Who wrote 'beauty is truth, truth is beauty'?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Keats is the poet of beauty.
an isles
an archipelago
a peninsula
a continent
প্রশ্নঃ Many islands make up-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Many islands make up an archipelago.
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
শেখ ফজলল করিম
প্রশ্নঃ ' সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' --- চরণ দুটি কার লেখা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
শেখ ফজলল করিম (৯ এপ্রিল ১৮৮২/বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। তার লেখা কবিতার কয়েকটি লাইন,
কোথায় স্বর্গ?
কোথায় নরক?
কে বলে তা বহুদূর?
মানুষের মাঝেই স্বর্গ-নরক
মানুষেতে সুরাসুর
পতিত
অনুর্বব
ঊষর
বন্ধ্যা
প্রশ্নঃ যে ভূমিতে ফসল জন্মায় না -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
অকালের ফুল অকালকুসুম
অগ্র পশ্চাৎ না ভেবে কাজ করে যে অবিমৃশ্যকারী
অনুমান করা যায় না যা অননুমেয়
অরিকে দমন করে যে অরিন্দম
অশ্ব,রথ,হস্তী,ও পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ
অগ্রে দান করে যে অগ্রদানী
অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিৎসু
অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা
বিপরীত
নিকৃষ্ট
বিকৃত
অভাব
প্রশ্নঃ ' অপমান' শব্দের ' অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়
হাসান হাফিজুর রহমান
আল-মাহমুদ
হুমায়ুন আজাদ
শক্তি চট্টোপাধ্যায়
প্রশ্নঃ ' সোনালী কাবিন ' এর রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
সোনালী কাবিন ' এর রচয়িতা আল মাহমুদ
‘সোনালী কাবিন’ আল মাহামুদের সনেট জাতীয় কাব্য। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে।
‘‘সোনার দিনার নেই, দেনেমাহর চেয়ো না হরিণী
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি,
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনোকালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;
ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,
ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি;
দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন
আমার তো নেই সখী, যেই পণ্যে অলংকার কিনি।
বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল
পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না;
তুমি যদি খাও তবে আমাকেও দিয়ো সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা;
দারুণ আহত বটে আর্ত আজ শিরা-উপশিরা।”
মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে । তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।
১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন। লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্যও খ্যতি অর্জন করেছিলেন।
আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতৃপ্রদত্ত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম মীর আবদুর রব ও মাতার নাম রওশন আরা মীর। তার দাদার নাম আব্দুল ওহাব মোল্লা যিনি হবিগঞ্জ জেলায় জমিদার ছিলেন।
কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাধনা হাই স্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে পড়ালেখা করেন। মূলত এই সময় থেকেই তার লেখালেখির শুরু। আল মাহমুদ বেড়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি মধ্যযুগীয় প্রণয়োপাখ্যান, বৈষ্ণব পদাবলি, রবীন্দ্রনাথ ও নজরুল প্রমুখের সাহিত্য পাঠ করে ঢাকায় আসার পর কাব্য সাধনা শুরু করেন এবং ষাট দশকেই স্বীকৃতি ও পাঠকপ্রিয়তা লাভ করেন।
সংবাদপত্রে লেখালেখির সূত্র ধরে ১৯৫৪ সালে মাহমুদ ঢাকা আগমন করেন। সমকালীন বাংলা সাপ্তাহিক পত্র/পত্রিকার মধ্যে কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী সম্পাদিত ও নাজমুল হক প্রকাশিত সাপ্তাহিক কাফেলা পত্রিকায় লেখালেখি শুরু করেন। পাশাপাশি তিনি দৈনিক মিল্লাত পত্রিকায় প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা জগতে পদচারণা শুরু করেন। ১৯৫৫ সাল কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী কাফেলা পত্রিকার চাকরি ছেড়ে দিলে তিনি সেখানে সম্পাদক হিসেবে যোগ দেন।
১৯৭১ সালে তিনি ভারত গমন করেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। যুদ্ধের পরে দৈনিক গণকণ্ঠ নামক পত্রিকায় প্রতিষ্ঠা-সম্পাদক হিসেবে যোগ দেন। সম্পাদক থাকাকালীন এ সময় সরকারের বিরুদ্ধে লেখার কারণে এক বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হয়।
১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর তিনি গল্প লেখার দিকে মনোযোগী হন। ১৯৭৫ সালে তার প্রথম ছোটগল্প গ্রন্থ পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। পরে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমীর গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন। পরিচালক হিসেবে ১৯৯৩ সালে অবসর গ্রহণ করেন।
১৯৫৪ সাল অর্থাৎ ১৮ বছর বয়স থেকে তার কবিতা প্রকাশ পেতে থাকে। ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকা এবং কলকাতার নতুন সাহিত্য, চতুষ্কোণ, ময়ূখ ও কৃত্তিবাস ও বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা-কলকাতার পাঠকদের কাছে তার নাম পরিচিত হয়ে ওঠে এবং তাকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়। কাব্যগ্রন্থ লোক লোকান্তর (১৯৬৩) সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। এরপর কালের কলস (১৯৬৬), সোনালি কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে উঠো (১৯৭৬) কাব্যগ্রন্থগুলো তাকে প্রথম সারির কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। ১৯৯৩ সালে বের হয় তার প্রথম উপন্যাস কবি ও কোলাহল।
তিনি আধুনিক বাংলা কবিতার নগরকেন্দ্রিক প্রেক্ষাপটে ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেম-বিরহকে তার কবিতায় অবলম্বন করেন। নারী ও প্রেমের বিষয়টি তার কবিতায় ব্যাপকভাবে এসেছে। উদ্দীপনা সৃষ্টিকারী হিসেবে নারীর যৌনতা, আকাঙ্ক্ষা ও ভোগের লালসাকে তিনি শিল্পের অংশ হিসেবেই দেখিয়েছেন আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোর মধ্যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের প্রয়োগ তার অনন্য কীর্তি।
১৯৬৮ সালে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ নামে দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম সোনালি কাবিন। ১৯৭০-এর দশকের শেষার্ধ তার কবিতায় বিশ্বস্রষ্টার প্রতি বিশ্বাস উৎকীর্ণ হতে থাকে; এর জন্য তিনি প্রগতিশীলদের সমালোচনার মুখোমুখি হন। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস “কবি ও কোলাহল”। কোনো কোনো তাত্ত্বিকের ব্যাখ্যা অনুযায়ী, বিশ্বাসগ্রস্ততার কারণে তার বেশকিছু কবিতা লোকায়তিক সাহিত্যদর্শন দৃষ্টান্তবাদ দ্বারা অগ্রহণযোগ্য। তবে একথাও সত্য, কবিতায় দর্শন থাকে, কিন্তু দর্শন দ্বারা কবিতা নিয়ন্ত্রিত নয়, কবিতা আবেগের কারবার।
বিসর্জন
ডাকঘর
বসন্ত
অচলায়তন
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু-উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ