বর্ণনাঃ সাম্প্রতিকালে হিসাব-নিকাশ, ব্যবস্থাপনা, বাজেট তৈরী, পরিসংখ্যানিক ডেটা বিশ্লেষণ কিংবা গাণিতিক গবেষণার কাজে Spread Sheet Software Excel – এক আর্শিবাদ। এর সাহায্যে এসব কাজে এসেছে অত্যাধিক গতিশীলতা ও নির্ভুলতা। এজন্য বলা হয়ে থাকে Spread Shett হচ্ছে কম্পিউটারের অন্যান্য আবিষ্কারের মধ্যে সর্বোৎকৃষ্ট।
বর্ণনাঃ MS Power Point – এ একটি নতুন slide তৈরির জন্য Ctrl+N short cut key – ব্যবহার করা হয়। নতুন slide add করতে চাইলে ctrl+ M short cut key ব্যবহার করতে হয় । Ctrl + S command টি slide – এর data save করার জন্য এবং Ctrl + P কমান্ড slide print করার জন্য ব্যবহৃত হয়। Ctrl+X শটকার্ট কী ব্যবহৃত হয় ডকুমেন্ট Cut করতে।
বর্ণনাঃ Unix একটি মাল্টি টাস্কিং operating system । Oracle একটি Database program । Ms Access power point ও Excel মাইক্রোসফ্ট প্রবির্তত Office Management Package Program - এর content ।