প্রশ্নঃ The primary job of the operating systems ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Operating system পুরো Computer System–এর প্রধান নিয়ন্ত্রক। computer-এর power on করা হলে সর্বপ্রথম firmware চালু হয়। Hdd -এর detect নিশ্চিত হলে boot sector থেকে operating system চালু হয়। এ operating system কম্পিউটারের সমস্ত Hardware-এর সমন্বয় সাধন করে। একে বলে hardware resource management । আবার সমস্ত application software -এর সাথে haredware-এর সমন্বয় ঘটে user- এর মাধ্যমে। এ ক্ষেত্রে user–এর সমস্ত –command-process ও নিয়ন্ত্রন হয় operating system দ্বারা। সুতরাং Operating system–এর primary job হলো resource management ।
প্রশ্নঃ ব্লটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরন করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে। ৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে। ব্লুটুথ ১.০-এর তথ্য আদান-প্রদান-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১ মেগাবিট। বর্তমানে ব্লুটুথ ৫.০-এর সর্বোচ্চ গতি হল সেকেন্ডে ২ মেগাবাইট
প্রশ্নঃ বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিভিন্ন কম্পিউটারে মধ্যে সংযোগের যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে টপোলজি বলে।
প্রশ্নঃ 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।
প্রশ্নঃ A coat was sold for Tk. 75 . The coat was sold for 150% of the cost of the coat. How much did the coat cost ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
Given that, 150% = 75
=> 1 % = 75/150
=> 100% = 75/150 * 100 = 50
therefore, the coat cost = 50 tk.
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ