তথ্য প্রযুক্তি (আইটি) (ইংরেজি: Information technology, সক্ষেপে IT) সাধারণত একটি ব্যবসা বা অন্যান্য উদ্যোগের প্রেক্ষিতে, সংরক্ষণ, উদ্ধার, প্রেরণ এবং তথ্য ম্যানিপুলেটের জন্য ব্যবহৃত কম্পিউটার ও টেলিযোগাযোগ যন্ত্রপাতির অ্যাপ্লিকেশন।
'তথ্য' শব্দটির ইংরেজি পরিভাষা হলো 'Information'। ইংরেজি ইনফরমেশন শব্দটি ল্যাটিন শব্দমূল 'informatio' থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল 'informare', যার অর্থ: কাউকে কোনো কিছু অবগত করা, পথ দেখানো, শেখানো, আদান-প্রদান ইত্যাদি।
'প্রযুক্তি' শব্দটির ব্যবহার বহুমাত্রায় লক্ষ করা যায়। আধুনিক জীবনযাত্রায় ইলেকট্রনিক্স যন্ত্রপাতির সমন্বয়ে এমন একটি মিশ্র পদ্ধতি যার মাধ্যমে জীবনযাত্রা পূর্বের তুলনায় আরও সহজ হয়ে উঠে।
ডেকমার্কের রাজা
জামানের সম্রাট
ব্রিটেনের রানী
সুইজারল্যান্ডের রাজকুমার
প্রশ্নঃ ব্লটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরন করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে। ৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে। ব্লুটুথ ১.০-এর তথ্য আদান-প্রদান-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১ মেগাবিট। বর্তমানে ব্লুটুথ ৫.০-এর সর্বোচ্চ গতি হল সেকেন্ডে ২ মেগাবাইট
মারফোলজি
টেকনোলজি
নিউরোলজি
টপোলজি
প্রশ্নঃ বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিভিন্ন কম্পিউটারে মধ্যে সংযোগের যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে টপোলজি বলে।
আইপি এড্রেস
ম্যাক এড্রেস
ইউআরএল
নেটৌয়ার্ক ডেভেলপার
প্রশ্নঃ নেটওয়ার্ক কারডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রত্যেকটি কম্পিউটারকে uniquely identify এর জন্য একটি unique address থাকে, যাকে বলা হয় ম্যাক(MAC) address বা physical address. এটি কম্পিউটারের Network card এ লিপিবদ্ধ থাকে।
Graphical User Instrument
Graphical Unified Interface
Graphical User Interface
Graphical Unified Instrument
প্রশ্নঃ কম্পিউটারে GUI শব্দটির পুর্নরুপ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
GUI = Graphical User Interface
১০০০০০০
১০২৪
১০০০
১০০০০
প্রশ্নঃ কত গিগাবাইটে এক পেটাবাইট
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
কিবোর্ড
র্যাম
কন্ট্রোল ইউনিট
মাউস
প্রশ্নঃ মেমরি ও ALU- এর মধ্যে সংযোগ স্থাপন করে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ALU=Arithmetic Logical Unit
Optical Messege Reader
Optical Mark Render
Optical Mark Reader
Optical mark Render
লিনাক্স
মজিলা
উবুন্টু
উইন্ডোজ
প্রশ্নঃ নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কিছু পরিচিত অপারেটিং সিস্টেম ---- Android, IOS, Linux, MAC, MS-DOS, Unix, vector Linux, Xenixa, Windows vista,XP,7,8 Mozila একটি Browser. এরকম আরো কয়েকটি ব্রাউজার হচ্ছে ---Nexus(www এর পরিবর্তিত রুপ),Nescape Navigator(1994),Internet Explorer (1995),Safari (2003) Google chrome,
মাউস
প্লটার
মডেম
কীবোর্ড
প্রশ্নঃ নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
modem (মডেম) stands for mo = modulator and dem = demodulator. hence it makes analog to digital and digital to analog signals. when you pass a signal then it sends this signal to the BTS(base transceiver station) from MS(mobile station) and does reverse. so it is a input and output device.
mouse , keyboard= only for input becasue it sends signal to the computer.
plotter is an printing machine thus we can say it an output device.
স্টার্ট আপ ডিস্ক
ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক
হাইডেনসিটি ডিস্ক
ম্যাগনেটিক ডিস্ক
প্রশ্নঃ কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে স্টার্ট আপ ডিস্ক বলে । সিস্টেম সফটওয়্যার একটি কম্পিউটার সফটওয়্যার যেটার নকশা করা হয়েছে, কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য। সাধারন সিস্টেম সফটওয়্যারের প্রকারগুলো হল: কম্পিউটারের বাইওস (BIOS) এবং ডিভাইস ফার্মওয়্যার ( firmware) যেটা হার্ডওয়্যার (আগে থেকে অর্ন্তভুক্ত বা পরে লাগানো) পরিচালনার এবং নিয়ন্ত্রনের সাধারণ কাজ করে থাকে।অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের সকল অংশকে একত্রে কাজ করায়। যেমন ডেটা আদান প্রদান, আউটপুট তৈরী এবং প্রদর্শন। এটা উচ্চ-স্তরের সিস্টেম সফটওয়্যার চালানোর এবং এপ্লিকেশন সফটওয়্যার চালানোর একটি প্লাটফর্ম ও বটে।ইউটিলিটি সফটওয়্যার এটা কোন কিছু বিশ্লেষণ, বাছাই বা পছন্দ নির্ধারণ, তরান্বিতকরণ এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রন করার ক্ষমতা দেয়।কিছু কিছু প্রকাশনায়, সিস্টেম সফটওয়্যারের ব্যাখ্যায় সফটওয়্যার উন্নয়নের টুলস যেমন কম্পাইলার, লিঙ্কার অথবা ডিভাগার ইত্যাদিকেও এর আওতায় ফেলা হয়েছে। সিস্টেম সফটওয়্যারের বিপরীতে, এপ্লিকেশন সফটওয়্যার বলতে বুঝায় যে সফটওয়্যার দ্বারা ব্যবহারকারী লেখা লিখতে পারে, গেমস খেলতে পারে, গান শুনতে পারে অথবা ইন্টারনেট ব্যবহার করতে পারে।
এক্সপানশন বোর্ডে
এক্সটার্নাল ড্রাইভে
মাদার বোর্ডে
সবগুলো
প্রশ্নঃ RAM - কোথায় লাগানো থাকে
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
RAM=Random Access Memory
র্যাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) এ অবস্থিত, যাকে প্রসেসরও বলা হয়, এটি মাদারবোর্ডের কম্পিউটার কেসের ভিতরে অবস্থিত। একে কখনও কখনও কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এবং এর কাজ হ'ল কমান্ডগুলি পরিচালনা করা।
.pdf
.doc
.docx
.txt
প্রশ্নঃ Office 2007-এর MS- Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পিডিফ ফাইল এর জন্য এক্সটেনশন হচ্ছে .pdf টেক্সট ফাইলের জন্য এক্সটেনশন হচ্ছে .txt অফিস ২০০৭ এর ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে .docx এর আগের ভার্সনগুলায় ওয়ার্ড ফাইলের এক্সটেনশন ছিলো .doc
মেঘাবাইট
বাইট
কিলোবাইট
বিট
প্রশ্নঃ বাইনারি পদ্দ্বতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিট হচ্ছে একদম ফাউন্ডেশন ।বিট ২ প্রকারঃ ১ এবং ০।বিভিন্ন কম্বিনেশনে থাকা ৮টা ১ এবং ০ এর ১টা সেট কে বলে ১বাইট। অর্থাৎ, ৮বিটে ১বাইট হয়।
TCP
FTP
POP
SMTP
প্রশ্নঃ নিচের কোন প্রটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ই-মেইল ডাউনলোড করে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
পোস্ট অফিস প্রোটোকল (পিওপি) এক ধরণের কম্পিউটার নেটওয়ার্কিং এবং ইন্টারনেট স্ট্যান্ডার্ড প্রোটোকল যা হোস্ট মেশিনের অ্যাক্সেসের মাধ্যমে একটি রিমোট মেল সার্ভার থেকে ইমেল উত্তোলন ও পুনরুদ্ধার করে।
পিওপি হ'ল OSI মডেলের একটি Application Layer Protocol.
বাইনারী
ডেসিম্যাল
হেক্সা ডেসিম্যাল
অক্টাল
প্রশ্নঃ কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
সাধারণত ০ এবং ১ এ দুই সংখ্যার পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি । বাইনারির সবচেয়ে সহজ একটি পদ্ধতি এটা, যার ভিত্তি হচ্ছে ২। এ পদ্ধতি বোঝার জন্য সবচেয়ে ভালো একটি উদাহরণ হচ্ছে অডোমিটার।
এমএস ওয়ার্ড
এমএস পাওয়ার পয়েন্ট
নোটপ্যাড
এমএস এক্সেল
প্রশ্নঃ কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
উল্লিখিত সবগুলো সফটওয়্যারই বিশ্ববিখ্যাত সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত। এগুলোর মধ্যে এএস এক্সেল কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে এমএস ওয়ার্ড লেখালেখি কাজের জন্য; পাওয়ার পয়েন্ট বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন (Presentation) করার কাজের জন্য এবং নোটপ্যাড মাইক্রোসফট উইন্ডোজ-এর টেক্সট এডিটর হিসাবে কাজ করে যাতে যে কেউ টেক্সট ফাইল খুলতে ও পড়তে পারে।
কো এক্সিয়াল কেবল
ফাইবার অপটিক কেবল
টুইস্টেড পেয়ার কেবল
আর জে ৪৫ কানেক্টর
প্রশ্নঃ কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
সাধারণত স্বল্প ও বৃহত্তর পরিসরে ডেটা বা তথ্য পরিবহনে কো-এক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি বেল ব্যবহৃত হয়। এর মধ্যে ফাইবার অপটিক কেবলই সবচেয়ে দ্রুত তথ্য পরিবহন করতে পারে। কো- এক্সিয়াল কেবলের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 10 Mbps (Megabits per second) । একইভাবে, টুইস্টেড পেয়ারকেবলের রেট সর্বোচ্চ 1000 Mbps এবং ফাইবার অপটিক কেবলের রেট সর্বোচ্চ 2 Gbps (Gegabits per second) ।
মনিটর
স্পিকার
প্রিন্টার
মাউস
প্রশ্নঃ নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
মাউস হলো এক ধরনের ইনপুট ডিভাইস। এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো। সাধারণত GUI (Graphical User Interface) সিস্টেমে এটি ব্যবহৃত হয়। এর সাহায্যে সহজেই কোনো অংশ সিলেক্ট করা যায়।
পেন ড্রাইভ
প্রসেসর
ভিজিএ
পাওয়ার সাপ্লাই
প্রশ্নঃ নিচের কোনটি ডাটা(data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ হলো ইউএসবি (Universal serial Bus) সংযোগ সমন্বিত একটি উপাত্ত সংরক্ষণ মাধ্যম। এটি এক ধরনের ন্যান্ড-টাইপ ফ্ল্যাশ স্মৃতি (NAND-Type flash memory) যা ক্ষুদ্র, হালকা, স্থানান্তরযোগ্য ও পুনর্লিখনযোগ্য। অন্যদিকে, প্রসেসর (মাইক্রোপ্রসেসর) হলো কম্পিউটারের মস্তিষ্ক যা কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ভিজিএ (Video Graphics Adaptor) মনিটরের পর্দায় লেখা বা অন্যান্য আউটপুট প্রদর্শন করে। পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ গ্রহণের মাধ্যমে কম্পিউটার তার কার্য পরিচালনার শক্তি লাভ করে।
সি-মস
ওয়াই ম্যাক্স
ব্রডব্যান্ড
ব্লু টুথ
প্রশ্নঃ নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
উচ্চ ক্ষমতার তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি হলো ওয়াইম্যাক্স (Worldwide Interoperability for Microwave) । ব্রড ব্যান্ড হলো এমন ধরনের ডেটা স্থানান্তর ব্যান্ড উইড্থ, যার গতি 1 Mbps – এর কিছু বেশি। আর ব্লু টুথ প্রযুক্তির মাধ্যমে খুব সংক্ষিপ্ত দূরত্বের মধ্যে ডেটা স্থানান্তর সম্ভব।
পাওয়ার পয়েন্ট
এমএস এক্সেল
সি
উইন্ডোজ
প্রশ্নঃ নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধানে একে ‘১’ ও ‘০’ দ্বারা গঠিত ডিজিটাল সংকেতের সাহায্যে বুঝিয়ে তা সমাধান করা হয় । এই ডিজিটাল সংকেত দ্বারা গঠিত কৃত্রিম ভাষাই হলো কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন – BASIC, PASCAL, C+ +, FORTRAN ইত্যাদি। অন্যদিকে পাওয়ার পয়েন্ট ও এমএসে এক্সেল দুইটি প্যাকেজ প্রোগ্রাম এবং উইন্ডোজ একটি সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম।
ইয়াহু
গুগল
স্কাইপ
বিং
প্রশ্নঃ নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের বিশাল জ্ঞানভান্ডার হতে কাঙ্ক্ষিত যে কোনো বিষয় খুঁজে বের করা হয়। যেমন – গুগল, ইয়াহু, স্কাইপ, আস্ক ইত্যাদি। ২০০৯ সালের জুনে মাইক্রোসফট কর্পোরেশনের ‘বিং’ (Bing) নামক সার্চ ইঞ্জিনটি যাত্রা শুরু করে।
worldwide wireless windows
world wide web
world wide wan
worldwide write-free woofer
প্রশ্নঃ কোন ওয়েবসাইটের নামের শুরুতে "www" এর অর্থ কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
WWW – এর পূর্ণ অর্থ হচ্ছে World Wide Web। ইন্টারনেটের অনেকগুলো জনপ্রিয় সার্ভিসের মধ্যে World Wide Web অন্যতম। এটি একটি হাইপারটেক্সটভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এর মাধ্যমে হাইপার টেক্সটভিত্তিক ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করা যায়।
ফ্লপি ডিস্ক
কমপ্যাক্ট ডিস্ক
ডিজিটাল ভিডিও ডিস্ক
মডেম
প্রশ্নঃ নিচের কোন মাধ্যমটির ডাটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
DVD – এর পূর্ণরূপ হচ্ছে Digital Versatile Disk বা Digital Video Disk, সিডি-রম প্রযুক্তিকে স্থলাভিষিক্ত করার জন্য ডিভিডি নামক নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ডিভিডি সিডি রম-এর চাইতে বহুগুণ বেশি ডেটা ধারণ করতে পারে। সিডিতে এক পার্শে্ব ডেটা সংরক্ষণ করা হয় কিন্তু ডিভিডিতে এক পার্শে্ব কিংবা উভয় পার্শে্ব ই ডেটা সংরক্ষণ করা যায়। আবার ডিভিডিতে সিঙ্গেল লেয়ার কিংবা ডবল লেয়ার ডেটা সংরক্ষণ করা যায়। এসব কারণে সিডি রমের উন্নততর ডেটা সংরক্ষণ ব্যবস্থা হচ্ছে ডিভিডি। একটি ডিভিডিতে ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাই্ট পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায়।
মাউস
ট্রাকার বল
স্ক্যানার
প্রিন্টার
প্রশ্নঃ নিচের কোনটি আউটপুট যন্ত্র?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ
কম্পিউটারে প্রদত্ত উপাত্তসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে তার ফলাফল যে সকল যন্ত্রের সাহায্যে প্রদর্শিত হয় ও পাওয়া যায় তাকে বলে নির্গমনমুখ যন্ত্রাংশ বা আউটপুট ডিভাইস। যেমন- মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ডিস্ক ইত্যাদি। অন্যদিকে যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার যাবতীয় তথ্য ও নির্দেশ গ্রহণ করে থাকে তাকে বলে গ্রহণমুখ যন্ত্রাংশ বা ইনপুট ডিভাইস। যেমন – কী-বোড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রীন, মাইক্রোফোন, ট্র্যাকার বল ইত্যাদি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ