আনন্দদান
লোকরঞ্জন
সমাজ উন্নয়ন
মানবকল্যাণ
প্রশ্নঃ প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক, সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী তার ‘সাহিত্যে খেলা' প্রবন্ধে বলেছেন, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো; আনন্দদান করা, শিক্ষাদান করা নয়।
নিমিলিত
নিমীলিত
নীমিলিত
নিমিলীত
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নিমীলিত শব্দটি গঠনগত দিক দিয়ে উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয় সাধিত শব্দ। এর গঠন নি +√( )মীল + ত । অর্থ মুদিত, মোহিত, সংকুচিত।
প্রভাবতী সম্ভাষণ
শকুন্তলা
ভ্রান্তিবিলাস
বাঙালীর ইতিহাস
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিদ্যাসাগর রচিত বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য রচনা ‘প্রভাবতী সম্ভাষণ’। আরো কয়েকটি মৌলিক গ্রন্থ-অতি অল্প হইল, আবার অতি অল্প হই ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। শকুন্তলা ও ভ্রান্তিবিলাস হলো বিদ্যাসাগর রচিত অনুবাদ গ্রন্থ। ‘বাঙালীর ইতিহাস' গ্রন্থটি নীহাররঞ্জন রায় রচিত গবেষণাধর্মী গ্রন্থ।
হপ্তপয়কর
ইউসুফ-জোলেখা
সিকান্দরনামা
তোহফা
প্রশ্নঃ আলাওলের রচনা নয় কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হপ্তপয়কর, তোহফা, সিকান্দরনামা হলো আলাওল রচিত মধ্যযুগীয় গ্রন্থ। ‘ইউসুফ-জোলেখা’ শাহ মুহম্মদ সগীর রচিত একটি কাহিনি কাব্যগ্রন্থ। এছাড়াও আবদুল হাকিম, ফকির গরীবুল্লাহ প্রমুখ এই নামে কাব্য রচনা করেছেন।
শেক্সপীয়রীয়
শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়
পেত্রার্কীয়
কবির একান্ত নিজস্ব
প্রশ্নঃ 'বঙ্গভাষা' শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ‘বঙ্গভাষা’ সনেটটি রীতি বা মিলের দিক থেকে অনিয়মিত ধরনের। কবিতার প্রমথ চারটি চরণ ও শেষ দুটি চরণ শেক্সপীয়রীয় রীতিতে রচিত। পঞ্চম থেকে অষ্টম— এই চারটি চরণ অনিয়মিত শেক্সপীয়রীয় ঢঙের, নবম থেকে দ্বাদশ-এই চারটি চরণে পেত্রার্কীয় ঢঙ দেখা যায়। সুতরাং শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় দুটি রীতিই ব্যবহৃত হয়েছে।
মৌন
নিশ্চুপ
নির্বাক
মৌনী
প্রশ্নঃ 'মুখর' এর বিপরীত শব্দ ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মুখর-এর বিপরীত শব্দ মৌনী। অন্যদিকে মুখরতা– মৌন, সবাক- নির্বাক।
নিষ্পন্দ
নিষ্পন্ন
নিষ্ফল
নিস্পৃহ
প্রশ্নঃ কোনটি অশুদ্ধ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
সম্মানসূচক ডি. লিট
সম্মানসূচক ডি. ফিল
সম্মানসূচক পি.এইচ. ডি
সম্মানসূচক ডিএসসি
প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে।
কলেজ ছাত্র
বিশ্ববিদ্যালয়ের ছাত্র
কলেজ শিক্ষক
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
প্রশ্নঃ 'কবর' কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জসীমউদ্দীনের কবিপ্রতিভার উন্মেষ ঘটেছিল ছাত্রজীবনে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালেই তার ‘কবর’ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়েছিল। ফলে ঐ সময়েই তিনি দেশব্যাপী কবি খ্যাতি অর্জন করেছিলেন। কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়েছিল। ফলে ঐ সময়েই তিনি দেশব্যাপী কবি খ্যাতি অর্জন করেছিলেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
প্রশ্নঃ বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম যতি বা ছেদচিহ্নের ব্যবহার করেন। তিনি গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপরে ভাগ করে ইংরেজি গদ্য থেকে সবগুলো যতি বা ছেদ-চিহ্ন বাংলায় ব্যবহার করেন।
বিস্ময়
নির্ভয়
প্রত্যয়
দ্বিধা
প্রশ্নঃ 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
কুমিল্লা
ঢাকা
বরিশাল
বর্ধমান
প্রশ্নঃ কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম ১৯১১ খ্রিস্টাব্দে বরিশাল জেলার শায়েস্তাবাদে। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। তার উল্লেখযোগ্য গ্রন্থ— সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাঁটা, উদাত্ত পৃথিবী।
নিঃসন্তান
মৃতবৎসা
বন্ধ্যা
স্ত্রৈণ
প্রশ্নঃ 'যে নারীর সন্তান হয় না' তাকে এককথায় বলে ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে নারীর সন্তান হয় না— বন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না— মৃতবৎত্স। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে— কাকবন্ধ্যা। যে স্ত্রীর বশীভূত – স্ত্রৈণ।
পরের ক্ষতি করে আত্মস্বার্থ হাসিল
অপ্রাসঙ্গিক প্রসঙ্গের অবতারণা
আবদারহীন নগদ কারবার
স্বাভাবিক ক্ষমতার বাইরে প্রতিপত্তি
প্রশ্নঃ 'ফেলো কড়ি, মাখো তেল' বলতে বোঝায় ----
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
সমতাভিত্তিক সম্পর্ক
একত্রে গমন
সমবেত সংগীত
সমান ব্যবহার
প্রশ্নঃ 'সমভিব্যাহার' শব্দের অর্থ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সমভিব্যাহার অর্থ সাহচর্য, একত্রে গমন।
অদৃষ্টের বন্ধন
সীমাবদ্ধ জ্ঞান
দীর্ঘায়ু ব্যক্তি
পক্ষী সমাচার
প্রশ্নঃ 'কাকভূশণ্ডি' বাগধারার অর্থ -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কাকভূশণ্ডি অর্থ পুরাণে কল্পিত ত্রিকালদর্শী কাক। আলংকারিক বাগর্থ বয়োবৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তি। অর্থাৎ ভূশণ্ডি কাকের মতো দীর্ঘজীবী। কূপমণ্ডুক বাগর্থ ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
ইন্দু
তুরগ
রাকেশ
বিধু
প্রশ্নঃ কোনটি চাঁদের সমার্থ শব্দ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইন্দু, রাকেশ ও বিধু অর্থ চাঁদ। অন্যদিকে তুরগ অর্থ ঘোড়া, অশ্ব।
মুহম্মদ আবদুল হাই
আহমদ শরীফ
সুকুমার সেন
অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ বাংলা সাহিত্যে 'অন্ধকার যুগ' সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ড. আহমদ শরীফের মতে ১৩-১৪ শতক অর্থাৎ ১২০১-১৪০০ সাল পর্যন্ত (তথাকথিত অন্ধকার যুগ ১২০১-১৩৫০) সময়টা ছিল সৃজ্যমান লোকায়ত সাহিত্যের কথকতার যুগ। সুতরাং তিনি অন্ধকার-যুগ মানতে রাজি নন।
আলকাতরা
আলমারি
আলবোলা
আলপিন
প্রশ্নঃ কোনটি পর্তুগিজ শব্দ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আলবোলা ফারসি বিশেষ্য পদ, যার অর্থ হুঁকো ।
মোটা শরীর
মোটা কাপড়
মোটা বুদ্ধি
সব গুলোই
প্রশ্নঃ নিচের কোনটিতে আভিধানিক অর্থ প্রযোজ্য?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মোটা শরীর, মোটা কাপড় ও মোটা বুদ্ধি এই তিনটিই অভিধান সিদ্ধশব্দ বা আভিধানিক অর্থ প্রযোজ্য। অন্যদিকে মোটা টাকা আভিধানিক অর্থ প্রজোজ্য নয়।
বিহঙ্গের ধ্বনি
কর্কশ ধ্বনি
ধনুকের ধ্বনি
বীরের ধ্বনি
প্রশ্নঃ 'টঙ্কার' বলতে বোঝায় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ টঙ্কার অর্থ ধনুকের ধ্বনি। বিহঙ্গের (পাখির) ডাক/ধ্বনি— কূজন/কাকলি। বীরের গর্জন— হুঙ্কার ।
অনির্বাচ্য
অনির্বচনীয়
অনির্ণেয়
অনির্দেশ্য
প্রশ্নঃ 'যাকে ভাষায় প্রকাশ করা যায় না'--তাকে এককথায় বলে ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যা বাক্যে প্রকাশ করা যায় না— অনিবৰ্চনীয়। যা কথায় বর্ণনা করা যায় না— অবর্ণনীয়। যা নির্ণয় করা যায় না— অনির্ণেয়।
তেতাল্লিশ
একচল্লিশ
বিয়াল্লিশ
চল্লিশ
প্রশ্নঃ দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে (১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়।
Civics : polity
History : histology
Brain : psychology
Fossil : palaeontology
প্রশ্নঃ Select the lettered pair that has the same relationship as the original pair of words : Heart : Cardiology
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Heart (হৃৎপিণ্ড) বিষয়ক বিদ্যা হলো cardiology (হৃদবিজ্ঞান) ঠিক তেমনি fossils (জীবাশ্ম) বিষয়ক বিদ্যা হলো palaeontogy (জীবাশ্মবিজ্ঞান)।
Worse : worst
Scold : praise
Weather : temperature
Rise : walk
প্রশ্নঃ Select the lettered pair that has the same relationship as the original pair of words : Wet : Dry
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Wet (আর্দ্র) এর বিপরীত শব্দ dry (শুষ্ক) এবং scold (তিরস্কার করা) এর বিপরীত শব্দ praise (প্রশংসা করা) ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ