গণকা
গমকিনী
গণকী
গণিকা
প্রশ্নঃ 'গণক' শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্ত্রীলিঙ্গ: যেসব পদে স্ত্রী জাতি বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন: বালিকা, মাতা, মেয়ে, নারী, মাতুলানী ইত্যাদি। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ গণকী।
বিদুষী
নিদুষী
বিদুয়িণী
বিদ্বানী
প্রশ্নঃ 'বিদ্বান' এর সঠিক স্ত্রীবাচক কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্ত্রীলিঙ্গ: যেসব পদে স্ত্রী জাতি বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন: বালিকা, মাতা, মেয়ে, নারী, মাতুলানী ইত্যাদি। বিদ্বান শব্দটির স্ত্রীলিঙ্গ বিদুষী।
যার বিয়ে হয়নি
যার স্বামী, পুত্র নেই
যার পুত্র হয়নি
যে স্বামীর বশীভূত
প্রশ্নঃ অবীরা বলতে কোন নারীকে বুঝায় ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
প্রত্যুদ্গমণ
প্রত্যুদ্গমন
প্রত্যুতগন
প্রত্যুতগমন
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ না-বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয়, তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন - নয় কাঁড়া =আকাঁড়া , ন অতিশীতোষ্ণ = নাতিশীতোষ্ণ।
তুর্কি
পর্তুগীজ
আরবি
ফারসি
প্রশ্নঃ 'চাকু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা।
হাত
বর্ণ
মৎস্য
কার্য
প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তদ্ভব শব্দ বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন- সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂>চম্মআর˂ >চামার।
বনো
বণ্য
বন্যে
বুনো
প্রশ্নঃ 'বন্য' শব্দটির চলিত রূপ কোনটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাক্ভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলতি ভাষারীতি বলে। বন্য শব্দটির চলিত রূপ বুনো।
বহুব্রীহি
তৎপুরুষ
দ্বিগু
কর্মধারয়
প্রশ্নঃ 'এতিমখানা' কোন সমাস ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। এ সমাসে পূর্বপদে দ্বিতীয়া হতে সপ্তমী পর্যন্ত যে কোন বিভক্তি থাকতে পারে। আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। উদাহরণঃ ধানের ক্ষেত = ধানক্ষেত এখানে পরপদ ‘ক্ষেত’ প্রাধান্য পেয়েছে এবং সমাসবদ্ধ হওয়ার পর পূর্বপদের বিভক্তি লোপ পায়। এতিমখানা তৎপুরুষ সমাস।
চালবাজি
ফেরববাজি
ফটকাবাজি
ভেলকিবাজি
প্রশ্নঃ 'ভানুমতির খেল' প্রবচনটি বোঝায় --
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে। কোনো স্বচ্ছন্দ, আন্তরিক কথাবার্তায় বা বর্ণনায় বক্তব্যকে চমকপ্রদ করে ইঙ্গিতময় করে তোলার ক্ষেত্রে সাধারণত প্রবাদ-প্রবচনের ব্যবহার হয়ে থাকে। নতুন অর্থে এর ব্যবহার হয় না বললেই চলে। যেমন- পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। বিলাত ঘুরে মক্কা যাওয়া দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো ভানুমতির খেল প্রবচনটির অর্থ ভেলকিবাজ।
অব্যয়
সর্বনাম
বিশেষণ
বিশেষ্য
প্রশ্নঃ 'ছেলে তো নয় যেন ননীর পুতুল' এখানে 'যেন'-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অব্যয় = ন ব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। অন্যকথায়, যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সাংযোগ বা বিয়োগ সম্ব›ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।(অব্যয়-বিস্তারিত) অব্যয শব্দের সাথে কোনো বিভক্তিচিহ্ন যক্ত হয় না, সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং সেগুলোর স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। যেমন – এবং কিন্তু নতুবা ইত্যাদি। বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় আছে। যথা- ক. খাঁটি বাংলা অব্যয় : আর, আবার,ও, হাঁ, না ইত্যাদি। খ. তৎসম অব্যয : যদি, যথা, সদা, সহসা, দৈবৎ, পুনশ্চ, আপাতত, হঠাৎ, অর্থাৎ, বরং, এবং, সুতরাং, বস্তুত, ইত্যাদি। ‘এবং’ ও ‘সুতরাং’ তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে ‘এবং’ শব্দের অর্থ এমন, আর ‘সুতরাং’ শব্দের অর্থ অত্যন্ত, অবশ্য। কি›তু এবং = ও (বাংলা), সুতরাং = অতএব (বাংলা) গ. বিদেশি অব্যয় : আলবত , বহুত, খুব, খাসা, মাইরি, শাবাশ, মারহাবা ইত্যাদি।
স্বায়ত্তশাসন
সায়ত্বশাসন
সায়ত্তশাসন
স্বায়ত্ত্বশাসন
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কিছু শুদ্ধ বানান: শিরশ্ছেদ, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, রাত্রি, অপরাহ্ণ।
নিরিহ
নীরীহ
নীরিহ
নিরীহ
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কিছু শুদ্ধ বানান: প্রাঙ্গণ, সান্ত্বনা, সর্বস্বান্ত, শীতার্ত, সদ্যোজাত।
১৯২১
১৯১৩
১৯১২
১৯১০
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার চল শুরু হয়। ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
সেলিনা হোসেন
যাযাবর
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
হুমায়ূন আহমেদ
প্রশ্নঃ 'দেয়াল' গ্রস্থটির রচয়িতা কে ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সাহিত্যের দুজন উপন্যাসিক দেয়াল নামে উপন্যাস লিখেছেন দেয়াল-আবু জাফর শামসউদ্দীন। দেয়াল-হুমায়ুন আহমেদ।
চোখের পর্দা
চোখের মণি
চোখের বালি
চোখের জল
প্রশ্নঃ বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চোখের পর্দা - লজ্জা চোখের মণি- অত্যন্ত প্রিয় বস্তু চোখের বালি- চক্ষুশূল, শত্রু
পুংলিঙ্গ
ক্লীবলিঙ্গ
উভয়লিঙ্গ
স্ত্রীলিঙ্গ
প্রশ্নঃ 'মানুষ মরণশীল' এ বাক্যে 'মানুষ' শব্দটি কওন লিঙ্গ ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
অবলা
অনুজা
তনয়া
সূত
প্রশ্নঃ 'কন্যা' শব্দের সমার্থক কোনটি ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
প্যাঁচানো
কুটিল বুদ্ধি
জটিল
কলহপ্রিয়
প্রশ্নঃ 'জিলাপির প্যাঁচ' বাগধারটির অর্থ কী ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
অর্থহীন
সামান্য অর্থ
অর্থের অহংকার
নিস্বার্থ
প্রশ্নঃ 'ব্যাঙের আধুলি' বাগধারাটির অর্থ কী ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
ধুমকেতু
বীরাঙ্গনা
শিখা
বিদ্রোহী
প্রশ্নঃ 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। চরণটি কওন কবিতার ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
নাটক
উপন্যাস
রম্যরচনা
প্রবন্ধ
প্রশ্নঃ 'সংশপ্তক' কওন জাতীয় গ্রস্থ ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
মন+ঈষা
মনঃ+ইষা
মনস+ঈষা
মনো+ঈষা
প্রশ্নঃ 'মনীষা' শব্দের সদ্ধি বিচ্ছেদ কী ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
যতি
ধাতু
উক্তি
প্রকৃতি
প্রশ্নঃ ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয় ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
উজ+জল
উৎ+জ্বল
উজ্জ+জ্বল
উজ্জ্ব+জল
প্রশ্নঃ 'উজ্জ্বল' শব্দের সঠিক সন্ধি বিশ্লেষণ কোনটি ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
নদী
সাগর
পাহাড়
সৌন্দর্য
প্রশ্নঃ 'স্রোতঃস্বিনী শব্দের অর্থ কী ?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ