প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
প্রশ্নঃ '' 'পুরষ্কার' বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত 'অপরিস্কার' "। -----বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে -----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'পুরষ্কার' ও 'অপরিষ্কার, শব্দ দুটোর শুদ্ধরুপ যথাক্রমে 'পুরস্কার ' ও অপরিষ্কার ' । সুতরাং প্রশ্নে প্রদত্ত দুটো শব্দই অশুদ্ধ।
মনীষী
মনিষি
মনীষি
মনিষী
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মনীষী - (১) [বিশেষণ পদ] তীক্ষ্ণধী, বুদ্ধিমান্। (২) [বিশেষ্য পদ] বিদ্বান্ বা পন্ডিত ব্যক্তি। [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) মনীষিণী।,
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'দৈন্যতা ' অশুদ্ধ শব্দটির শুদ্ধরুপ 'দৈন্য' । 'খ' অপশনে প্রদত্ত 'মহত্ব' এর সঠিক বানান 'মহত্ত্ব। তাই সঠিক উত্তর হবে (ঘ) ।
ভোক্তার কল্যাণ
ভোগ্যপণ্য
ক্রয়কৃত পণ্য
ক্রেতার গুণাগুণ
প্রশ্নঃ ' Consumer goods' --এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Consumer goods' এর পরিভাষা--ভোগ্যপণ্য।
সলিল
উদক
জলধি
নীর
প্রশ্নঃ ' জল' শব্দের সমার্থক নয় কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'জলধি' হলো সমুদ্রের সমার্থক শব্দ ।
অনুলোম-প্রতিলোম
নশ্বর-শাশ্বত
গরিষ্ঠ-লঘিষ্ঠ
হৃষ্ট-পুষ্ট
প্রশ্নঃ কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'হৃষ্ট-পুষ্ট' দ্বারা বোঝায় বলিষ্ঠ ও প্রফুল্ল অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্যযুক্ত।
পরশু
পরের ধন
কোকিল
পার্শববর্তী
প্রশ্নঃ ' পরশ্ব' শব্দটির অর্থ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
৭ টি
৯টি
১১ টি
১৩ টি
প্রশ্নঃ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি। যথা : অ, আ, ই, উ, এ , ও, অ্যা ।
সমাস দ্বারা
লিঙ্গ পরিবর্তন দ্বারা
উপসর্গ যোগে
ক, খ, ও গ তিন উপায়েই হয়
প্রশ্নঃ বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে । যেমন : বি + হার = বিহার, উপ + হার = উপহার ইত্যাদি । সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয় । যেমন : বনে চরে যে = বনচর , বিষাদ রুপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায় , কখনো শব্দ সাধন হয় না।
নুন
লবণাক্ত
লাবণ্য
ললিত
প্রশ্নঃ ' লবণ' শব্দের বিশেষ্য কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'লবণ' বিশেষ্য শব্দটির অর্থ: ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। 'লবণ'- এর বিশেষণ' লবণাক্ত' ।
যোগ্যতা
আকাঙ্ক্ষা
আসক্তি
আসত্তি
প্রশ্নঃ কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা: ১. আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙক্ষা বলে। ২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর পর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।
প্রলয়
খণ্ডিত
নিঃশ্বাস
অনুপম
প্রশ্নঃ নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রুট + খন্ড + ত (ক্ত) =খণ্ডিত । এটি কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ।
দ্বীপ + আয়ন
দ্বীপ + অয়ন
দ্বিপ + অনট
দ্বীপ + অনট
প্রশ্নঃ ' দ্বৈপায়ন ' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয় , আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: হিম + অচল = হিমাচল, দ্বীপ + অয়ন = দ্বৈপায়ন ইত্যাদি।
দ্বিগু
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
প্রশ্নঃ 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব। এটি কর্মধারয় সমাস। যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় ,তাকে কর্মধারয় সমাস বলে।
প্রাতিপদিক
অভিশ্রুতি
অপিনিহিতি
ধ্বনি-বিপর্যয়
প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। যেমন : লাজ , ঘর, বড় ইত্যাদি।
লুইপা
শবরপা
ভুসুকুপা
কাহ্নপা
প্রশ্নঃ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহুপা । তার রচিত পদসংখ্যা ১৩ টি । এই পদগুলোতে নিপুণ কবিত্বশক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্র ও উদঘাটিত আছে।
নিরঞ্জনের রুষ্মা
দোহাকোষ
গুপিচন্দ্রের সন্ন্যাস
ময়নামতির নাম
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হরপ্রসাদ শাস্ত্রী' হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা ' গ্রন্থে চারটি পুঁথি সংকলন (১. চর্যাচর্যনিশ্চয় ২. সরোজবজ্রের দোহাকোষ , ৩. কাহ্নপাদের দোহাকোষ ও ৪. ডাকার্ণব ) করেন। তাই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ।
ঠোঁটের পরশে পান লাল হল
পানের পরশে ঠোঁট লাল হল
অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
প্রশ্নঃ " তাম্বুল রাতুল হইল অধর পরশে।" ----অর্থ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশ্নোল্লিখিত উদ্বৃত চরণটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত 'পদ্মাবতী' কাব্যের পদ্মাবতী রুপ -বর্ণন খণ্ডের অংশবিশেষ । 'তাম্বুল রাতুল হইল অধরপরশে ' (মূলে আছে- 'তাম্বুলের রক্ত লেগে অধর রক্তিম হল' ) আলাওলের পরিবর্তনটিতে বিশেষত্ব আছে। তিনি 'অধরের স্পর্শে তাম্বুল রক্তবর্ণ হয়েছে' এ কথা বলেছেন। তাই সঠিক উত্তর (ক) ।
সৈয়দ আলাওল
জৈনুদ্দিন
দীনবন্ধু মিত্র
অমিয় দেব
প্রশ্নঃ ' হপ্তপয়কর' কার রচনা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সৈয়দ আলাওল রচিত 'হপ্তপয়কর' কাব্যটি পারস্য কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ । এ কাব্যে আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনি বর্ণিত হয়েছে।
কানাহরি দত্ত
মানিক দত্ত
ভারতচন্দ্র
দাশু রায়
প্রশ্নঃ মঙ্গলকাব্যের কবি নন কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দাশু রায় পাঁচালী গানের খ্যাতিমান কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন।
জন ক্লার্ক মার্শম্যান
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
উইলিয়াম করি
ডেভিড হেয়ার
প্রশ্নঃ ' সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
স্মৃতি কথামালা
আত্মচরিত
আত্মকথা
আমার কথা
প্রশ্নঃ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম 'আত্মচরিত' সংকলিত অংশে তার শৈশব জীবনের কথা বিধৃত হয়েছে। এ রচনায় তিনি তার পিতা , পিতামহ ও জননীর কথা বর্ণনা করেছেন।
খুলনার পিঠাভোগ
যশোরের কেশবপুর
ছোটনাগপুর মালভূমি
কুষ্টিয়ার শিলাইদহ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন -এর তথ্য অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাভোগ গ্রামে খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদফতর -এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিটা ভিত্তি প্রস্তরের সন্ধান পাওয়া গেছে।]
প্রবোধচন্দ্র সেন
প্রমথনাথ বিশি
প্রমথ চৌধুরী
প্রদ্যুম্ন মিত্র
প্রশ্নঃ ' তেল নুন লকড়ি' কার রচিত গ্রন্থ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'তেল নুন লকড়ি 'প্রমথ চৌধুরী রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো: বীরবলের হালখাতা, নানা কথা ও প্রবন্ধ সংগ্রহ (১ম খন্ড ২য় খণ্ড )
কৃষ্ণকুমারী
শর্মিষ্ঠা
সধবার একাদশী
নীলদর্পণ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক 'কৃষ্ণকুমারী' । এই নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ