এম. এ. জি. ওসমানী
তাজউদ্দিন আহমদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এ.কে ফজলুুল হক
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এ মামালার মোট আসামি ছিলেন ৩৫ জন।
গোপালগঞ্জ
সোহরাওয়ার্দী উদ্যান (রেসকোর্স ময়দান)
গাজীপুর
কুষ্টিয়ার মেহেরপুর
প্রশ্নঃ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল,১৯৭১ সালে।
পাবনা
দিনাজপুর
বরিশাল
সিলেট
প্রশ্নঃ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত।
মাতামুহুরি
করতোয়া
যমুনা
সাঙ্গু
প্রশ্নঃ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
পদ্মা, নাফ, মাতামুহুরি
সাঙ্গু, নাফ, মাতামুহুরি
সাঙ্গু, নাফ, যমুনা
মেঘনা, নাফ, সুরমা
প্রশ্নঃ মিয়ানমার হতে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হলো নাফ নদী।
জর্জ ওয়াশিংটন
আব্রাহাম লিংকন
থমাস জেফারসন
অ্যান্ড্রু জ্যাকসন
প্রশ্নঃ আমেরিকা গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জর্জ ওয়াশিংটন আমেরিকারর স্বাধীনতা ঘোষণাকারী।
ইংল্যান্ড
ব্রাজিল
কাতার
আর্জেন্টিনা
প্রশ্নঃ ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর এবং পুরুষদের আন্তর্জাতিক সংস্থার ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ফিফা অ্যাসোসিয়েশনের সদস্য দেশের জাতীয় দলসমূহ। এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। আরব বিশ্বে এটি হবে ফিফার প্রথম বিশ্বকাপ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটিই হবে প্রথম। ২০০২ সালের দক্ষিণ কোরিয়া ও জাপানের পর এশিয়াতে অনুষ্ঠিত এটি হবে ফিফার দ্বিতীয় বিশ্বকাপ। অতঃপর, এটিই হবে ৩২ দল বিশিষ্ট ফিফার সর্বশেষ আসর, এর পরবর্তীতে ৪৮টি দল নিয়ে উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। গত আসরের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স।
ইংল্যান্ড ও স্কটল্যান্ড
ইংল্যান্ড ও ওয়েলস
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
প্রশ্নঃ এবারের বিশ্বকাপের আয়োজক দেশ কারা?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস।
হুমায়ূন আহমদ
আবদুল গাফ্ফার চৌধুরী
কাজী নজরুল ইসলাম
ইমদাদুল হক মিলন
প্রশ্নঃ 'আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি"-গানটির রচিয়তা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গানটির সুরকার আলতাফ মাহমুদ
১৮২১
১৯১১
১৯২১
১৯৩১
প্রশ্নঃ কোন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।
লর্ড কার্জন
লুই আই কান
লর্ড ক্লাইভ
জর্জ হ্যারিসন
প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দ্বৈত শাসন [Implication of Diarchy in Bengal]: ১৭৬৫ খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ বাংলার নবাব নজম-উদ্-দৌলাকে কাঙ্ক্ষিত ৫৩ লক্ষ টাকা দেবার বিনিময়ে রাজস্ব আদায় এবং দেওয়ানি মামলার ভার গ্রহণ করলেন । দেশ শাসনের দায়িত্ব আগের মতোই নবাবের হাতে রইলো । এই ব্যবস্থা ইতিহাসে দ্বৈতশাসন নামে পরিচিত । এই ব্যবস্থায় বাংলার নবাব সামান্য বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হলেন । আর প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ইংরেজ কোম্পানি এদেশের প্রকৃত প্রভু হয়ে বসলেন । নবাব ও কোম্পানির মধ্যে এই ক্ষমতা ভাগাভাগির ফলে দেশশাসন ও প্রজাসাধারনের মঙ্গল বিধানের দায়িত্ব কেউই পালন করত না । ফলে বাংলায় রাজনৈতিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও গোলযোগ দেখা দেয় । ক্ষমতাহীন নবাব সেই বিশৃঙ্খলা দমনে ব্যর্থ হন । কোম্পানি নিযুক্ত রাজস্ব বিভাগের দুই সহকারী রেজা খাঁ ও সিতাব রায়ের শোষণ ও অত্যাচারে প্রজাদের দুর্দশার অন্ত ছিল না । পরিণতিতে ১৭৭০ খ্রিস্টাব্দে বা ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয় । এটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত ।
রোম
রিয়াদ
কুয়ালালামপুর
কলম্বো
প্রশ্নঃ ইতালির রাজধানীর নাম কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ লাতিউম অঞ্চলের প্রধানতম শহর ও ইতালির রাজধানী হল রোম শহর। এটি প্রাচীন রোমান সাম্রাজ্যেরও রাজধানী ছিল। রোমের সীমানার ভেতরে ভ্যাটিকান সিটি অবস্থিত। নেপোলি দক্ষিণ ইতালির প্রধানতম শহর। ভিসুভিয়াস পর্বতের পাদদেশে প্রাচীন পম্পেই নগরির ধ্বংসাবশেষের কাছেই এই শহরটি অবস্থিত।
ইসলামাবাদ
জেদ্দা
মক্কা
দোহা
প্রশ্নঃ OIC- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ OIC=Organization Of Islamic Cooperation.
রিংগিত
দিনার
লিরা
আরএমবি
১৯৭২
১৯৮২
১৯৯২
২০১৮
প্রশ্নঃ মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৮১ সালে মায়ানমারের সামরিক শাসনকর্তা ‘আরাকান’ রাজ্যের নাম পরিবর্তন করে ‘রাখাইন’ প্রদেশ হিসেবে ঘোষণা করেন। এর পেছনে মূল উদ্দেশ্য এটা বুঝানো যে; এই রাজ্য বৌদ্ধ রাখাইন সম্প্রদায়ের, রোহিঙ্গা মুসলমানদের নয়। ইতিহাস বিকৃতির এক ঘৃন্যতম দৃষ্টান্ত ছিল এই নাম পরিবর্তন !!! এখানেই শেষ নয়!!শত শত বছর ধরে রোহিঙ্গারা মায়ানমারে বসবাস করে আসলেও মায়ানমার সরকার তাদেরকে সেদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। এই জাতিগোষ্ঠির পরিচয় নিশ্চিহ্ন করতে ১৯৮২ সালে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে দেয় এবং সরকারিভাবে তাদেরকে সেখানে বহিরাগত ‘বসবাসকারী’হিসেবে উল্লেখ করে। এর মাধ্যমে তাদের ভোটাধিকার, সাংবিধানিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়।
হুমায়ূন আহমেদ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
ইমদাদুল হক মিলন
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১. বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে? উ: রবীন্দ্রনাথ ঠাকুর ২. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? উ: রবীন্দ্রনাথ ঠাকুর ৩. বাংলাদেশের জতীয় সংগীতে মোট কত লাইন রয়েছে? উ: ১০টি ৪. বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজি অনুবাদ করেন কে? উ: সৈয়দ আলী আহসান ৫. কোনো অনুষ্ঠান বা উৎসবে জাতীয় সংগীতের কতটুকু বাজানো হয়? উ: প্রথম চার লাইন
IBM
Apple
Dell
Microsoft
প্রশ্নঃ কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশিট, ওয়ার্ড, এবং পাওয়ার পয়েন্টের মতো প্রোগ্রামগুলোকে তৈরি করেছে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মাইক্রোসফট একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি ("'হার্ডওয়্যার"' ও "'সফটওয়্যার"') উৎপাদনকারী কোম্পানি। মাইক্রোসফটের যাত্রা শুরু হয় ৪ঠা এপ্রিল ১৯৭৫ সালে, এর প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল এলেন এর হাত ধরে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ম্যাক্সিকোর "আলবুকুয়ের্ক"-এ। (Albuquerque, New Mexico) "উইন্ডোজ" অপারেটিং সিস্টেম, "মাইক্রোসফট অফিস", "এক্সবক্স", "বিং" (BING- Google এর মতো একটি সার্চ ইঞ্জিন), "স্কাইপ" (skype)-এসব সেবা মাইক্রোসফট দিয়ে থাকে।
Excel
SQL
Power Point
Visual Studio
প্রশ্নঃ কোনটি স্প্রেডশিট সফটওয়্যার ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্প্রেডশিট (ইংরেজি: Spreadsheet) স্প্রেডশিট এর আভিধানিক অর্থ হল ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এ কাগজের ছক করে (রো ও কলাম) একটি ব্যবসায় প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। মূলত স্প্রেডশিট হচ্ছে কম্পিউটার প্রগ্রাম যা কাগজের ওয়ার্কশিটের নকল বা সিমুলেশন। স্প্রেডশিট প্রোগ্রামে টেবিল বা সারণি আকারে তথ্য সন্নিবেশ ও উপস্থাপন এবং এগুলির উপর গাণিতিক বিভিন্ন অপারেশন প্রয়োগ ও বিশ্লেষণের ব্যবস্থা থাকে। মাইক্রোসফট এক্সেল, অ্যাপল নাম্বার্স, ওপেনঅফিস.অর্গ ক্যাল্ক, গনুমেরিক, ইত্যাদি কিছু প্রচলিত স্প্রেডশিট প্রোগ্রাম।
Local Area Network
Local Action Network
Local Active Network
Local Auction Network
প্রশ্নঃ LAN - এর পূর্ণরুপ কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ LAN এর পূর্ণরুপ হচ্ছে- Local Area Network
Font সাইজ ছোট করা হয়
Centering করা হয়
Font সাইজ বড় করা হয়
কোনোটিই নয়
প্রশ্নঃ Ctrl + I কী -বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Control I and C-i, Ctrl+I is a shortcut key most often used to italicize and un-italicize text. Tip. On Apple computers, the shortcut for italic may be the Command key+I keys.
Font সাইজ ছোট করা হয়
Font সাইজ বড় করা হয়
Bold করা হয়
Copy করা হয়
প্রশ্নঃ Ctrl +B কী বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Ctrl B: Alternatively referred to as Control B and C-b, Ctrl+B is a shortcut key most often used to bold and un-bold text. Tip. On Apple computers, the shortcut to bold is the Command key+B or Command key+Shift+B keys.
Font সাইজ ছোট করা হয়
Font সাইজ বড় করা হয়
Ctrl + C করা হয়
Copy করা হয়
প্রশ্নঃ Ctrl +C কীব বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ Control C and C-c, Ctrl+C is a shortcut key most often used to copy highlighted text or another object into the clipboard while in a graphical user environment.
ডিস্ক ড্রাইভ
কী -বোর্ড
মনিটর
রেজিস্টার
প্রশ্নঃ একটি কম্পিউটারের ব্যবহৃত ক্ষুদ্রতম মেমোরি কী?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে প্রধান, এবং সাধারণত একটি কম্পিউটারে ডাটা স্টোরেজ হার্ডওয়্যার ডিভাইস। অপারেটিং সিস্টেম , সফ্টওয়্যার শিরোনাম, এবং অন্যান্য অন্যান্য ফাইল হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষণ করা হয়।
ডিস্ক ড্রাইভ
কী -বোর্ড
মনিটর
প্রিন্টার
প্রশ্নঃ কম্পিউটারের কোন অংশ তথ্য সংরক্ষণ করতে সাহায্য করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে প্রধান, এবং সাধারণত একটি কম্পিউটারে ডাটা স্টোরেজ হার্ডওয়্যার ডিভাইস। অপারেটিং সিস্টেম , সফ্টওয়্যার শিরোনাম, এবং অন্যান্য অন্যান্য ফাইল হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষণ করা হয়।
ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
অভ্যন্তরীণ ডিভাইস
বহিরাগত ডিভাইস
প্রশ্নঃ মাউস কী রকম ডিভাইস ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯৮০ এর দশকে আ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম এটি উপস্থাপন করে, এর আকৃতি ইঁদুরের মত তাই এর নাম mouse দেয়া হয়েছিল। এটি একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে মনিটরের বা প্রোগ্রামের যে কোন স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ