হার্ডওয়্যার ও হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল
সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল
কোনোটিই নয়
প্রশ্নঃ ’কম্পিউটার বাগ’ কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাগ (Bug) : প্রোগ্রামে সংঘটিত যাবতীয় ভুল-ত্রুটিসমুহকে বাগ (Bug) বলে। ডিবাগিং (Debug) : প্রোগ্রামে সংঘটিত ভুল-ত্রুটিসমুহ সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং (Debug) বলে।
সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণের ঘাটতি
প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন
প্রশ্নঃ গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বুঝায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গ্রীন হাউস এফেক্ট হল পরিবেশ দূষণ এবং গাছপালা কেটে ফেলার ফলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে ফলে সূর্য থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ঢোকার পর যতটা আবার পৃথিবীর বাইরে বিকিরিত হওয়া উচিত তা হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
নীল আলোর তরঙ্গের দৈর্ঘ্য বেশি বলে
নীল আলোর প্রতিফন বেশি বলে
প্রশ্নঃ আকাশ নীল দেখায় কেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। কোন কণিকার ওপর আলো পড়লে সেই কণিকা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, যাকে আলোর বিক্ষেপণ বলে। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, সেই আলোর বিক্ষেপণ তত বেশি হয়। আলোর বিক্ষেপণ এর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আকাশে এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং আকাশ নীল দেখায়।
বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
বাইরে এসে আকাশের দিক মুখ করে দাঁড়িয়ে থাকবেন
কোনো বড় গাছের নিচে আশ্রয় নিবেন
গাড়ির মধ্যেই বসে থাকবেন
প্রশ্নঃ বজ্রপাতের সময় আপনি নিচের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করাকে কোনো গাছতলায় বা খালি মাঠে অবস্থান করার চেয়ে নিরাপদ মনে করা হয়।কারন গাড়ির নিচে চাকায় যে বিদ্যুৎ অপরিবাহী টায়ার আছে তা গাড়িকে ভূমি থেকে আলাদা রাখে।
কচ্ছপ
সিল মাছ
ক্যাটল ফিস
হাঙ্গর
প্রশ্নঃ কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে।
ওয়াট
ওয়াট-ঘন্টা
কিলোওয়াট-ঘন্টা
কুলম্ব
প্রশ্নঃ বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিদ্যুৎ-সরবরাহ কোম্পানি বাড়িতে যে বিদ্যুত সরবরাহ করে তার পরিমাপ শক্তির একক অনুযায়ী করা হয় । একে কিলোওয়াট-ঘন্টা বা বোর্ড অফ ট্রেড একক বলা হয় ।
স্মৃতি অংশ
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
শক্ত ধাতব অংশ
প্রশ্নঃ কম্পিউটারের হার্ডওয়ার বলতে কি বুঝায়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ একটি কম্পিউটার ব্যবস্থার বিভিন্ন অংশ বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। যেমন, সিস্টেম ইউনিট বা পরিচালনা শাখা (যা কম্পিউটারের ভিতর থাকে), মনিটর, যাতে থাকে কম্পিউটারের পর্দা, কি বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার এবং জয় স্টিক।
৩টি অংশ
৪টি অংশ
৫টি অংশ
৬টি অংশ
প্রশ্নঃ কম্পিউটারের হার্ডওয়ারের মধ্যে থাকে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হার্ডওয়্যারের তিনটি অংশ সিপিইউ,ইনপুট, আউটপুট।
১ মেগাবাইট
১ গিগাবাইট
১ কিলোবাইট
১ টেরাবাইট
প্রশ্নঃ ১০২৪ বাইট = কত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১০২৪ বাইট = ১ কিলোবাইট ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট
অফসেট মুদ্রণ পদ্ধতিতে
পোলারয়েড ফটোকপি পদ্ধতিতে
ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
প্রশ্নঃ অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে -
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে।
প্রক্রিয়াকরণ
প্রোগ্রাম
নিয়ন্ত্রন
স্মৃতি
প্রশ্নঃ সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে কি বলা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কম্পিউটার বা মেশিনের মাধ্যমে কোন সমস্যা সমাধানের জন্য যে প্রয়োজনীয় নিদের্শ দেয়া হয়, সেই নিদের্শমালার সমষ্টিকেই বলা হয় প্রোগ্রাম।
হিসাবকারী যন্ত্র
সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র
সমস্যা সমাধানের যন্ত্র
হিসাব পরীক্ষার যন্ত্র
প্রশ্নঃ কম্পিউটার একটি-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গণনাযন্ত্র বা কম্পিউটার হল এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে।
নির্গমন মুখ
যক্তি বর্তনী
স্মৃতি
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
প্রশ্নঃ নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ CPU বা কেন্দ্রীয়প্রক্রিয়াকরণ অংশকে কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের প্রধান অংশ, যা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর নামেও পরিচিত cpu-তে সমস্ত কম্পিউটার প্রোগ্রাম ইনস্টল করা হয়, এটি কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে।
shift + copy
shift + Alter
Alt + c
Ctrl
প্রশ্নঃ এম এস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কি বোর্ডে কমান্ড বাটন হচ্ছে-
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কপি করার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+C
চন্দ্র
সূর্য
বৃহস্পতি
কোনোটিই নয়
প্রশ্নঃ অতি বেগুনি রশ্মি কোথা হতে আসে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ-চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। এই রশ্মি আসে সূর্য থেকে।
আব্দুল কাদির
জসীমউদ্দীন
সত্যেন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
প্রশ্নঃ ’বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জসীম উদ্দীন রচিত রাখালী কাব্যেগ্রন্থের কবর কবিতার পঙক্তিঃ বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।
নিরুপায়
নাচার
অনন্যোপায়
উপায়হীন
প্রশ্নঃ ’যার কোনো উপায় নেই’ -এককথায় কি হবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যার অন্য উপায় নেই → অনন্যোপায় । যার কোন উপায় নেই → নিরুপায়।
অবহিত
অনুক্ত
অবাচ্য
অনুল্লেখ
প্রশ্নঃ ’যা বলা হয়নি’ -এক কথায় কি হবে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যা বলা হয়নি-অনুক্ত। যা বলা হবে- বক্তব্য।
শুরু করা
তাড়াতাড়ি শেষ করা
বিশ্বাস করা
শেষ বিদায়
প্রশ্নঃ ’অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ অগস্ত্য যাত্রা (চির প্রস্থান, শেষ বিদায়)- ভক্তদেরকে শোক সাগরে ভাসিয়ে মহানায়ক অগস্ত্য যাত্রা করলেন।
হঠাৎ
চিরন্তন
তিরোভাব
স্থির
প্রশ্নঃ ’আকস্মিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ স্থির-চঞ্চল আবির্ভাব-তিরোভাব আকস্মিক- চিরন্তন
ঢেউ
সোজা
অসংহত
ঋজু
প্রশ্নঃ ’ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ঢেউ — ঊর্মি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল।
বিচ + ছিন্ন
বি + ছিন্ন
বিৎ + চ্ছিন্ন
বিৎ + ছিন
প্রশ্নঃ ’বিচ্ছিন্ন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন :
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ই + ছ=চ্ছ পরি + ছদ=পরিচ্ছদ। বি+ ছিন্ন= বিচ্ছিন্ন। বি+ছেদ= বিচ্ছেদ।
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
প্রশ্নঃ ’ছায়াশীতল’ কোন সমাসের (ছায়াতে শীতল)
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। উদাহরণঃ ধানের ক্ষেত = ধানক্ষেত ছায়াতে শীতল= ছায়াশীতল।
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
প্রশ্নঃ ’হারামনি’ কোন সমাস (হারিয়েছে যে মনি)?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম= নীলপদ্ম, হারিয়েছে যে মনি= হারামনি।
কর্তায় ৭মী
কর্মে ৭মী
অপাদানে শূন্য
অধিকরণে ৭মী
প্রশ্নঃ পড়াশোনায় মন দাও- বাক্যে ‘পড়াশোনায়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। পড়াশোনায় মন দাও। কী বিষয়ে মন দাও? পড়াশোনায়- অধিকরণে সপ্তমী।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ