মাননীয় স্পিকার
মাননীয় প্রধানমন্ত্রী
মহামান্য রাষ্ট্রপতি
চিফ হুইফ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোতাবেক বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন মহামান্য রাষ্ট্রপতি ।
৪৫
৩০
৬০
৫০
প্রশ্নঃ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা পূর্বের ৪৫ টি আসন থেকে বৃদ্ধি করে ৫০ টিতে উন্নীত করা হয়।
১.২৯%
২.৯৯%
১.৩৭%
১.৮৪%
প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে বিভিন্ন সংস্থার বিভিন্ন তথ্য পাওয়া যায়। যেমন - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য মতে ১.৩৭% , UNFPA- এর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৫ মতে ১.২%, এবং পঞ্চম আদমশুমারি ২০১১ অনুসারে ১.৩৭% ।
৯ জন
৭ জন
১০ জন
১২ জন
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় উপাধি। সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৭ জন বীর সন্তানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।
আমাজন
নীলনদ
মেকং
ভোলগা
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদী--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। এর উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে এবং পতিত হয়েছে ভূমধ্যসাগরে । নীলনদের দৈর্ঘ্য ৬,৮২৫ কিমি। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
মার্টিন লুথার কিং--
আব্রাহাম লিংকন
নেলসন ম্যান্ডেলা
জর্জ ওয়াশিংটন
প্রশ্নঃ দাস প্রথা বিলুপ্ত করেন---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দাসপ্রথা বিলুপ্ত করেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তিনি ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দেন ১৮৬৩ সালের ১ জানুয়ারি। লিংকন ছিলেন আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট।
ড. ইউনূস
বারাক হোসেন ওবামা
অং সান সুচি
বান কি মুন
প্রশ্নঃ ২০০৯ সালে শান্তিতে নোবেল প্রাইজ পান---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। দীর্ঘ পাঁচ দশকের রক্তস্রোত বন্ধে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
সেক্সপিয়ার
বরার্ট ফ্রস্ট
আর্নেস্ট হেমিংওয়ে
জন কিটস
প্রশ্নঃ হ্যামলেট নাটকটি লেখেন---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ উইলিয়াম শ্রেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্রাজেডি 'হ্যামলেট' । এ নাটকের প্রধান চরিত্রগুলো হলো হ্যামলেট , অফিলিয়া, গারট্রুড, ক্লাউডিয়াস । নাটকটি পাঁচ অঙ্ক বিশিষ্ট।
মুনীর চৌধুরী
জসীমউদ্দীন
আব্বাস উদ্দিন
কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ কবর কবিতাটি লেখেন
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ 'কবর' কবিতাটি লেখেন পল্লীকবি জসীমউদ্দীন। কবিতাটি কবির ছাত্রাবস্থায় মাধ্যমিক স্তরের পাঠ্য তালিকাভুক্ত হয়। কবিতাটিতে মোট ১১৮ লাইন আছে। কবিতাটি ষাণ্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
ঢাকা
কাঠমান্ডুতে
কলম্বোতে
কাবুলে
প্রশ্নঃ SAARC -এর সদর দপ্তর অবস্থিত--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ আনুষ্ঠানিকভাবে ১৯৮৫ সালে গঠিত আঞ্চলিক সংগঠন সার্ক -এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮ । সর্বশেষ সদস্য আফগানিস্তান।
সুইডেনে
জাপানে
নরওয়েতে
কানাডায়
প্রশ্নঃ মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে।
৮টি
৬টি
৪টি
১০টি
প্রশ্নঃ কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নোবেল পুরস্কার দেয়া হয় ৬ টি বিষয়ে। এ ৬ টি বিষয় হলো - সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, চিকিৎসাবিজ্ঞান ও শান্তি।
উথান্ট
ট্রিগভ্যালি
ড্যাগ হ্যামার শোল্ড
বুট্রস ঘালি
প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রাইগভে লাই। তিনি নরওয়ের নাগরিক ছিলেন। তার মেয়াদকাল ছিল ২ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল থেকে ১০ অক্টোবর ১৯৫২ সাল পর্যন্ত।
৩০
২৭
২৫
২৮
প্রশ্নঃ ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ২৮। এর সদর দপ্তর ব্যাসেলস-এ অবস্থিত। এটি ১৯৯২ সালে স্বাক্ষরিত ম্যাসট্রিক্ট চুক্তি অনুযায়ী ১৯৯৩ সালের ১ নভেম্বর নামকরণ করা হয়।
সিআইএ
কেজিবি
মোসাদ
RAW
প্রশ্নঃ ইসরাইলী গোয়ান্দা সংস্থার নাম--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ইসরাইলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। ১৩ ডিসেম্বর ১৯৪৯ Central Institute of Coordination নামে মোসাদের কার্যক্রম শুরু হয়। তবে মোসাদের সদর দপ্তর তেল আবিব।
পাটের
ধানের
গমের
আখের
প্রশ্নঃ সম্প্রতি বাংলাদেশে জীবনরহস্য আবিষ্কৃত হয়েছে---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে পাটের জীবনরহস্য আবিষ্কার করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে পেঁপে ও ২০০৯ সালে মালয়েশিয়ার হয়ে রাবারের জীবনরহস্য উন্মোচনের গবেষেণায় নেতৃত্ব দেন। ২০১০ সালে তিনি তোষা পাটের জীবনরহস্য উন্মোচন করেন। ২০১২ সালে তিনি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। ২০১৩ সালে তিনি দেশী পাটের জীবনরসহ্য উন্মোচন করেন।
এশিয়ায়
আফ্রিকায়
দক্ষিণ আমেরিকায়
মধ্যপ্রাচ্যে
প্রশ্নঃ চিলি কোথায় অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চিলি দক্ষিণ আমেরিকার একটি দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব চিলি। রাজধানী সান্টিয়াগো এবং মুদ্রা পেসো।
কাঞ্চনঝংগা
অন্নপূর্ণা
এভারেস্ট
নাঙ্গা পর্বত
প্রশ্নঃ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। এর উচ্চতা ৮৮৫০ মিটার। প্রথম এভারেস্ট বিজয়ী নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগে। প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম । ২৩ মে ২০১০ সালে তিনি এভারেস্ট জয় করেন।
১৯৯২ সালে
১৯৯৪ সালে
১৯৯৬ সালে
১৯৯০ সালে
প্রশ্নঃ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে। এ আইনটির নাম Primary Education ( Compulsory) Act, 1990 । এ আইনটি গেজেট আকারে প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি ১৯৯০ সালে। এটি ১৯৯০ সালের ২ তম আইন।
যুক্তরাষ্ট্রে
চীনে
ইংল্যান্ডে
রাশিয়ায়
প্রশ্নঃ শিল্প বিপ্লব শুরু হয়---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ড । আঠারো শতকের শেষের দিকে। এর ফলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, বিশ্বজোড়া বাজার গড়ে ওঠে।
মার্কটালী
আন্দ্রে মারলো
ডব্লিও এ.এস. ওডারল্যান্ড
এডওয়ার্ড কেনেডি
প্রশ্নঃ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা ডব্লিও এএস ওডারল্যান্ড। তিনি ১৯১৭ সালে নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি অস্ট্রেলিয়ায় মৃত্যুবরণ করেন।
কায়রো
কাসাব্লাংকা
প্যারিস
ইস্তাম্বুল
প্রশ্নঃ দুই মহাদেশ বিস্তৃত নগর--
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দুই মহাদেশ বিস্তৃত নগর তুরস্কের ইস্তানবুল। এ নগরীটি এশিয়া ও ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
লিটল বয়
ডেস্ট্রয়ার
স্কাড
প্যাট্রিয়ট
প্রশ্নঃ হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা লিটল বয়। এ বোমাটি বহন করে বি -২৯ বোমারু বিমান এনোলা গে। এর পাইলট ছিলেন কর্নেল পল টিব্বেটস। এ বোমাটির ওজন ছিল ৫ টন এবং বিস্ফোরণ ক্ষমতা ছিল ২০,০০০ টন টিএনটি ।
ফোলিক
হাইড্রক্লোরিক
ল্যাক্টিক
সাইট্রিক
প্রশ্নঃ দুধে কোন এসিড থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ দুধে ল্যাক্টিক এসিড থাকে। ল্যাক্টিক এসিড মিল্ক এসিড নামে ও পরিচিত। ল্যাক্টিক এসিড একটি রাসায়নিক যৌগ যা জৈবরসায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ল্যাক্টিক এসিড প্রথম পরিশোধিত করেন সুইডেনের রসায়নবিদ কার্ল উইলহেলম শিলি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ