ধমনীর ভিতর দিয়ে
স্নায়ুর ভিতর দিয়ে
শিরার ভিতর দিয়ে
ল্যাকটিমালের ভিতর দিয়ে
প্রশ্নঃ নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ---
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
পটকা মাছ
শুশুক মাছ
হাঙ্গর
জেলীফিস
প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ তিমি, সীল, শুশু, জলসিংহ, ডুগং, মানাটি প্রভৃতি, এরা জলে বাস করলেও, বাতাসে নিঃশ্বাস নেয়।
ইলেকট্রন ও পজিট্রন
ইলেকট্রন ও প্রোটিন
নিউট্রন ও পজিট্রন
নিউট্রন ও প্রোটন
প্রশ্নঃ পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। পরমাণুর মধ্যে মৌলিক কণিকা ইলেট্রন, প্রোটন, ও নিউট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে ইলেট্রন ও প্রোটন আর বাইরে থাকে নিউট্রন।
পারদ
ব্রোমিন
আয়োডিন
সিলিনিয়াম
প্রশ্নঃ কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মৌলিক অধাতু ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল থাকে। মৌলিক ধাতু পারদ সাধারণ তাপমাত্রায় তরল থাকে।
লেন্সের
আতশী কাচের
প্রিজমের
দর্পণের
প্রশ্নঃ রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বৃষ্টি শেষে বাতাসে যে পানির কণা ভাসমান থাকে তা অনেকটা প্রিজমের মতো কাজ করে সূর্যের আলোকে বিভাজিত করে। যখন প্রিজমের মতো আচরণ করে পানির কণাগুলো সূর্যের সাদা আলোকে সাতটি আলাদা আলোতে ভাগ করে তখন তা আমাদের চোখে রংধনু হিসেবে ধরা দেয়। তবে বৃষ্টির পরপর আকাশে থাকা জলকণা যে রংধনু সৃষ্টি করবেই তার কোন নিশ্চয়তা নেই। সকালে পশ্চিমাকাশে ও বিকালে পূর্বাকাশে রংধনুর দেখা পাওয়া যায়।
কমবে
বাড়বে
শূন্য হবে
একই থাকবে
প্রশ্নঃ চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ। তাই চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন কমবে।
মৃতজীবী
মিথোজীবী
পরাশ্রয়ী
কোনোটিই নয়
প্রশ্নঃ অর্কিড কি ধরনের উদ্ভিদ?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়।
ধান গাছে
তামাক গাছে
বেগুন গাছে
পাট গাছে
প্রশ্নঃ কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ হল্যান্ডের প্রাণরসায়নবিদ এডলফ মেয়ার (১৮৮৬) তামাক গাছের মোজাইক নামক ভাইরাস রোগ নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন।
মার্কনী
ফ্যারাডে
রন্টজেন
এডিসন
প্রশ্নঃ ফনোগ্রাম কে আবিষ্কার করেন?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ কলের গানের প্রাচীন নাম ফনোগ্রাম। এর জনক টমাস আলভা এডিসন। ১৮৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথম কাঠ ও বিভিন্ন উপকরণে এটি তৈরি করা হয়।
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
স্মৃতি
যুক্তি বর্তনী
নির্গমন মুখ
প্রশ্নঃ নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
প্লেটো
বার্জেস
এরিস্টটল
গেটে
প্রশ্নঃ রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রাষ্ট্রবিজ্ঞানের জনক- এরিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক-নিকোলো মেকিয়াভেলী।
৬২ জন
৬৮ জন
৫৮ জন
৪৪ জন
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
হাসেম খান
জয়নুল আবেদীন
হামিদুর রহমান
কামরুল হাসান
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের পতাকার প্রধান ডিজাইনার শিবনারায়ন দাস। পরবর্তীতে পতাকা থেকে মানচিত্র সরিয়ে ফেলা হয়। সেটার ডিজাইনার কামরুল হাসান।
মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা
মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ
বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা
বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো
প্রশ্নঃ শিক্ষার মূল লক্ষ্য কি?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে এনে
ভালোভাবে পড়াশুনা করিয়ে
তার মনের ভিতরের প্রবৃত্তিকে উসকে দিয়ে
তাকে ভালোরকম শাসন করে
প্রশ্নঃ শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন?
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
আরব সাগর
দক্ষিণ মহাসাগর
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
প্রশ্নঃ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর।
নিয়ত বায়ু
মৌসুমী বায়ু
প্রত্যয়ন বায়ু
আয়ন বায়ু
প্রশ্নঃ যে বায়ু সর্বদাই উচ্চাচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ নিয়ত বায়ু(Planetary Winds or, Permanent Winds): যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে।
১ ডিসেম্বর
২১ জুলাই
২১ জুন
২২ ডিসেম্বর
প্রশ্নঃ দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ----
ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। জব এসিস্ট্যান্টকে আরও সমৃদ্ধ করতে বর্ণনা যোগে অবদান রাখুন এবং আপনার পয়েন্ট বুঝে নিন।
সুমেরু
কুমেরু
বিষুব রেখা
দ্রাঘিমা রেখা
প্রশ্নঃ মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ সুমেরু অঞ্চল বা আর্কটিক (ইংরেজি: Arctic) পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ arktos থেকে যার অর্থ " ভালুক"। সুমেরুর বিপরীতে পৃথিবীর অপর (দক্ষিণতম) প্রান্তে আছে কুমেরু (দক্ষিণ মেরু)।
৫ টি
২১ টি
২২ টি
২৭ টি
প্রশ্নঃ বাংলাদেশের সিভিল সার্ভিসে ক্যাডার কয়টি?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ২০১৮ সালের ১৩ নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে। ফলে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৭টি থেকে কমে ২৬টি হয়।
মহাস্থানগড়
পাহাড়পুর
ময়নামতি
বিক্রমপুর
প্রশ্নঃ প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
৫৭ জন
৬০ জন
৬২ জন
৬৫ জন
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়, জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয় এবং অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়।
১৬৯৮ সালে
১৫৯৮ সালে
১৩৯৮ সালে
১২৯৮ সালে
প্রশ্নঃ তৈমুর লং ভারত আক্রমণ করেন ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ফিরোজ শাহ তুঘলকের মৃত্যুর পর দিল্লী সুলতানির পতন আসন্ন হয়ে পড়ে । ১৩৯৮ খ্রীষ্টাব্দে তৈমুর লঙ্গের ভারত আক্রমণ এই পতনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে । তৈমুর লঙ্গের ভয়ে সুলতান নাসিরুদ্দিন মামুদ দিল্লী ছেড়ে পালিয়ে যান । তৈমুরের আক্রমণ দিল্লি সুলতানির অন্তসার শূন্যতাকেই সর্বসমক্ষে তুলে ধরে । ফলে দিল্লি সুলতানির মর্যাদা ও পতিপত্তি ভূলুন্ঠিত হয়ে যায় । প্রচুর ধনসম্পদ লুঠ করে তৈমুর দিল্লির অর্থনীতিকে পঙ্গু করে দেয় । কিন্তু তৈমুর ভারতে সাম্রাজ্য স্থাপনের কোন চেষ্টা করেননি । সেজন্য ধ্বংস এবং বিশৃঙ্খলা ছাড়া তাঁর আক্রমণের কোন গঠন মূলক ফল পরিলক্ষিত হয় নাই । ভারতীয় দৃষ্টিতে তৈমুর লঙ্গ ভয় ও তাসের প্রতীক একজন লুণ্ঠনকারী মাত্র ।
সপ্তদশ শতাব্দীতে
ষোড়শ শতাব্দীতে
পঞ্চদশ শতাব্দীতে
চতুর্দশ শতাব্দীতে
প্রশ্নঃ ইউরোপে রেনেসাঁ শুরু হয় ----
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ রেনেসাঁসের অভিধানিক অর্থ হল পুনর্জন্ম বা পুনর্জাগরণ বা নবজাগরণ। এই যুগের ব্যাপ্তিকাল ছিল আনুমানিক চতু্র্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত। আধুনিক ইউরোপের উদ্ভবের ক্ষেত্রে রেনেসাঁস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া। এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে এবং একইসঙ্গে অবসান ঘটেছে মধ্যযুগের।
১৯১৯ সালে
৯১২১ সালে
১৯২২ সালে
১৯২৪ সালে
প্রশ্নঃ 'লীগ অব নেশনস'-এর জন্ম ---
Best One ব্যাখ্যা যোগ করুন।বর্ণনাঃ ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার মধ্য দিয়ে গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’। ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়। সংস্থাটি থেকে সরে দাঁড়ায় জার্মানি, জাপান, ইতালি, স্পেনসহ আরো কিছু দেশ। সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধও এড়াতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে ১৯৪৬ সালে সংস্থাটির বিলুপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর স্থলাভিষিক্ত হয় জাতিসংঘ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
অনলাইন মডেল টেস্ট
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ September অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ